এই নিউজটি দেখার পর আমার খুব ভালো লাগতেছে কারণ ক্রিপ্টোকারেন্সি নতুন এক চমক আসতে চলেছে। আমার অনুরোধ রইলো আপনারা এই ভিডিওটি দেখবেন এবং এটার বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি অভিজ্ঞদের।।।।
বাংলাদেশের নিউজ মিডিয়ার ওপর বিশ্বাস রাখতে যাইয়েন না। তারা যা বুঝে সেটাও নিউজ করে, যা বুঝে না, সেটাও নিউজ করে। এদেরকে কে জানাইছে যে মেলানিয়া এটা নিজে নিয়ে আসছে? ইভেন ট্রাম্প এর নিজের কয়েন কি সে নিজে কন্ট্রোল করে? রিউমার আছে যে ট্রাম্পের ছেলে মূলত দুইটা কয়েনই কন্ট্রোল করে। সে শুধু তাদের জনপ্রিয়তা ব্যাবহার করে এবং তাদের অফিশিয়াল একাউন্ট গুলো ব্যাবহার করে বিলিয়ন ডলার ইনকাম করছে।
মার্কেটে যে কতো বড় স্ক্যাম হয়েছে এই দুইটা মিম কয়েন নিয়ে, সেটা পাবলিক এখনো বুঝতে পারেনি। ট্রাম্পের ছেলের হাতে যে টোকেন গুলো রয়েছে, সেগুলো সে কিছুদিন পর পর সার্কুলেশনে নিয়ে এসে মার্কেটে ডাম্প করবে। পাবলিকের কিছুই করার থাকবে না। আর ট্রাম্প এর ক্ষমতা শেষ হলে এটা নিয়ে সে আইনি জটিলতায় ও পড়তে পারে।