@JISAN সবই বুঝলাম বাট আপনি আসলে করতে চাচ্ছেন টা কি এখানে? স্পেসিফিক্যালি Bech32 এড্রেস প্রোভাইড করে এমন এক্সচেঞ্জ দিয়ে কি করবেন?

আমি নরমালি bc1 এড্রেস ইউজ করি আমার ইলেকট্রাম আর ইক্সোডস ওয়ালেটে, আর সেখান থেকে ডাইরেক্ট বাইনান্স, কুকয়ন করি।
@GOT, @CL, OKX যদি ব্যান থাকে তাহলে ব্যবহার না করাই বেটার।
MEXC আমি নিজে ইউজ করছি। নরমাল বাই সেল হলে ব্যবহার করেন। তবে p2p করলে শুধুমাত্র বাইনান্স সাজেস্ট করবো। কুকয়েনও না। ঐটা নিয়ে খারাপ রিভিও দেখতাম।
ধুর মিয়া সাজেশন করলাম আমি আপনি কোট করছেন Learn Bitcoin। আমার ক্রেডিট LB বাহিরে দিয়ে দিতাছেন আমি কিন্তু খেলুম না।
ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন ভাই। আমার বল ব্যাট মানে আমি আগে ব্যাটিং করবো। ব্যাটিং করে তারপর ফিল্ডিং না করে চলে যাওয়ার যে ব্যাপারটা। আহা সেই দিন।
খেলতে কইছে কেডায়? মারা খাও!
