আজকে অফিসিয়াল ভাবে Bybit CEO জানিয়েছে এবং এটি নিয়ে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক হচ্ছে কারণ একটি বিপুল পরিমাণের ডলার এখান থেকে হ্যাক হয়েছে। এবং bybit CEO লাইভে এটিও জানিয়েছে যে তাদের উইথড্র কভার করার জন্য তাদের লোন নিতে হতে পারে বা নেবে। এবং ইতিমধ্যে মার্কেটে এটি নেগেটিভ ইফেক্ট ফেলতে শুরু করেছে। যেখানে বিটকয়েন ইথিরিয়াম সহ অন্যান্য টপ কয়েন গুলোর দাম কমতে শুরু করেছে। কারণ এই হ্যাকের ঘটনা দেখে অনেকেই প্যানিক হয়ে তাদের ক্রিপ্টো বিক্রি করে দিচ্ছে। কারণ এর আগে FTX , LUNA , UST , HOTBIT দেউলিয়ার মত ঘটনা সবাই দেখেছে এবং সেখানে অনেকেই নিঃস্ব হয়েছে। আপনারা এই বিষয়টি নিয়ে কি চিন্তা করছেন। bybit কি পারভে সারভাইভ করতে।