এটা আবার কি ভাই! আমার আমার এতো বছরের ক্রিপ্টো জগতের সাথে সম্পৃক্তার পরেও এই জিনিসটার নাম শুনি নাই। যাই হোক, কেওয়াইসি নিয়ে কি বল্লেন বুঝিনাই। আমি কিউরিসিটির বশে একটু ঘুতায়ে দেখছিলাম সাইটটা, একাউন্টও করি। সেখানে তো ঠিকই কেওয়াইসি করার অপশন দিতেছিলো!
যদিও এটা নিয়ে আমি জানিনা, তবে বলবো একাউন্টগুলো সেল না করাই ভালো। মাসে আসতেছে ২১ হাজার যা মোটেও খারাপ না, আর যদি একবারে সেল করেন ধরলাম গড়ে ৪০০০ টাকা (আপনার ভাষ্যমতে), তাহলে টোটাল হয় ৮০ হাজার, আমি প্রয়োজন মনে করিনা সেল করার। তবে যদি প্রজেক্টটি নিয়ে ঘাবলা থাকে, সবার মাঝে কনট্রভার্সি তৈরি হয় তাহলে সটকে পড়াই ভালো।