হ্যাঁ আমি পুরোপুরি শিওর যে তারা এখন কেওয়াইসি ভেরিফিকেশন এপ্রুভ করতেছে না। আমি অনেক গ্রুপে জয়েন আছি এবং প্রতিনিয়ত এটির আপডেট রাখি। এটির ভেরিফাইড অ্যাকাউন্ট সংখ্যাও অনেকটাই কম তাই এটি আরো দীর্ঘ সময় চললেও সাপ্লাই খুব বেশি হবে না। এই প্রজেক্ট কিছুটা Pi এরপর সেট ব্যবহার করে। আর এটি নিজস্ব একটি চেইন তাদের EVM এ
না ভাই এই কয়েন এখনো অফিসিয়ালি বা আনঅফিশিয়ালি কোন এক্সচেঞ্জে লিস্টিং নেই। Pi যেমন টি টু পি বেচাকেনা হত বিভিন্ন গ্রুপে গ্রুপে এটিও ঠিক তেমনই পি টু পি বেচাকেনা হচ্ছে এখন পর্যন্ত
ভাই বর্তমানে সিদরা চেইন সম্পর্কে একটু আপডেট দিলে ভালো হতো।
আশেপাশের অনেকেই দেখতেছি ঝাপিয়ে পড়তেছে এবং আমাকে বলতেছে এইটা ব্যবহার করার জন্য বা একাউন্ট কেনার জন্য। তবে আমি এইসবে না গেলেও তাদেরকে যেন কিছু বলতে পারি একটু জানাইয়েন।
এখনো কি পিটুপি আই মিন আনঅফিসিয়ালি সেল করার অপশন চালু হয়েছে? বা আনঅফিসিয়ালি সেল হলেও এখন কত দামে সেল হচ্ছে?
আপনার এই মাইনিং পাই এসব টার্ম শুনে আমার রিংআইডির কথা মনে পড়ে গেলো। কতই না ইনকাম করছি ঐখানে। ল্যাপটপ ইমুলেটর ইনস্টল করে ৪-৫ টা আলাদা ডিভাইস ওপেন করে রাখতাম। সেখানে অটোক্লিকার মুভমেন্ট সেট করা থাকতো। সারাদিন আপনাআপনি পয়েন্ট জমা হতে থাকতো। আমার এখনো মনে আছে, ঠিক আপনার মতো সিনারিও ছিলো। প্রতিদিন ৫০০৳ সমপরিমাণ কয়েন জমা হতো। সেখান থেকে ৫০-৬০ হাজার টাকা ইজিলি ইনকাম করেছিলাম। 
আপনি তো মিয়া সব জায়গায়ই সব পচা শামুকে পা কাটতে গেছেন।
তবে সেই সাথে সাথে ভালো জায়গাও পা রাখেন মাঝেমধ্যে। যাই হোক এত বড় কোপ মারলেন। কিছুতো ট্রিট দিতে পারতেন।