ইদানীং বাইনান্স এ IDO গুলো ভালো করছে। সবার মুখে মুখে এটার আলোচনা চলছে। আমি মনেকরি এখন আইডিও এর ট্রেন্ড চলছ। এই সময়ে যারা পার্টিসিপ্যান্ট করছে তারা ভালো প্রফিট পাচ্ছে। আমি এটা তেমন ভালো বুঝি না এই জন্য এখনো অংশগ্রহণ করতে পারিনি। তবে এটাতে অংশ গ্রহণ করবো তাড়াতাড়ি। কারন এর যেভাবে হাইপ তৈরি হচ্ছে তাতে কর প্রচুর লোক অংশ গ্রহণ করছে পরে এর থেকে ভালো কিছু পাওয়া মুশকিল হয়ে যাবে।
আপনার জন্য সুখবর। আজকে দুপুর ২.৩০ এ সম্ভবতো আরো একটা আইডিও লঞ্চ হতে যাচ্ছে, সেখানে চাইলে জয়েন হতে পারেন যদি ৩ BNB এফোর্ড করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট লিংক দিলাম না, কারন অনেকে জিনিসটা সিলিং করা বা রেফার করা ইত্যাদি মনে করতে পারে। জাস্ট প্রজেক্টটির নাম হলো "StakeStone"।
আর কিভাবে পার্টিসিপেন্ট করবেন সেটা অনেক ইজি।
১. প্রথমে বাইনান্সে গিয়ে web3 ওয়ালেট ক্রিয়েট করবেন! মনে রাইখেন এটা কিন্তু "সিডলেস" ওয়ালেট, মানে কোনো সিড ফ্রেস নাই, জাস্ট একটা QR কোড প্রোভাইড করবে তারা।
২. এরপর ঐখানে গিয়ে BNB ডিপোজিট এড্রেসে ৩ টার মতো BNB ডিপোজিট করবেন (কম হলেও সমস্যা নাই, তবে মাক্স ৩ টা BNB কমিট এলাউ পার একাউন্ট)
৩. এরপর "Discover" অপশন থেকে IDO টা খুঁজে বের করুন আর আপনার ঐ সিডলেস ওয়ালেট কানেক্ট করে রাখুন।
৪. আপাতত কাজ শেষ। এরপর ২.৩০ এ কমিটমেন্ট চালু হবে। সেখানে যতটুকু কমিট করতে পারবেন ততটুকু কমিট করে ট্রানজেকশন সাইন করে দিবেন।
৫. প্রজেক্টভেদে ১-২ ঘন্টা বা বেশিও হতে পারে, BNB গুলো লক থাকবে।
৬. সময় শেষ হলে আপনার কমিটমেন্টের উপর ভিত্তি করে টোকেন এলোকেশন দিবে, যা আপনি মার্কেটে সোয়াব বা সেল করে দিতে পারবেন, যদি পর্যাপ্ত লিকুইডিটি থাকে।
এই হলো সোজা বাংলায় কাহিনি। তবে আমি কাউকে ফাইনালশিয়াল এডভাইস দিচ্ছি না। আপনি যদি আপনার ফান্ড হারান সেটা আপনার ব্যক্তিগত লস। এজন্য সবসময় নিজে জেনে বুঝে যা করবেন, অন্যের কথা না শুনে।