ভাই আমি খেলা তেমন দেখিনা বল্লেই চলে। দেখবো কেমনে সময়ই পাইনা, সারাদিন মারাত্নক বিজি থাকি, দেখলেও জাস্ট একটু হাইলাইট টা চেক করি নেট দিয়ে। লাস্ট কবে যে টিভি দেখছি তার খেয়াল নাই। তো আমার প্রশ্নটা হলো আপনারা খেলা দেখেন এক্সজাকলি কোথায়, আই মিন লাইভে কোথায় দেখতে পারবো? আমি তো আর টিভি নিয়ে কাজে যেতে পারবো না লল। ফোনে দেখার সিস্টেম থাকলে কাজের ফাকে নাহয় একটু দেখলাম। আপনারদের কাছে কোনো সোর্স থাকলে দিয়েন তো, এফটিপি টিভি বা এপ্স যেখানে লাইভ দেখা যায়। 
আপনারে তো ভাই আমি এত আইলসা মনে করতাম না, আপনি এত আইলসা হইলেন কবে?
কেমনে আইপিএল দেখবেন এটাও আবার আমাদের বলে দিতে হবে?
যাই হোক বাঙালি সব সময় ফ্রি জিনিস চায় আর আপনিও যদি সেই কাতারে থাকেন তাইলে- ভালো অ্যাড ব্লকার এক্সটেনশন ইউজ করে
এই ওয়েবসাইটটি থেকে দেখতে পারেন তবে রিয়েল টাইম এর সাথে কিছু পার্থক্য পাবেন। ওই যে মাগনা বিষয়টা, অল্প পয়সা যার ঘ্যাঁকা বাগুন তার।
আর যদি টাকাওয়ালা মানুষ হন, অভিয়াসলি আপনি টাকাওয়ালা মানুষ।
তাইলে ট্রফিতে গিয়ে ৯৯ টাকা দিয়ে ৩০ দিনের প্ল্যান কিনে ফেলুন- আপনি চাইলে এটি আপনার কাজে মোবাইলেও দেখতে পাবেন আর দরকার পড়লে বাসা থেকে টিভি নিয়ে গিয়ে আই মিন এন্ড্রয়েড টিভি হলে অ্যান্ড্রয়েড টিভিতেও কাজে বসে বসে দেখতে পারবেন।
আর ভাই কোন মানুষটা প্রতিদিন লাইভ ম্যাচ সম্পূর্ণ দেখে আমার জানা নাই। নিজের পছন্দের টিম হলে বিষয়টা আলাদা।
তবে আমার তো মনে হয় বেশিরভাগ মানুষ লাইভ স্কোর কার্ড দেখেই তো বেশিরভাগ মানুষ প্রেডিকশনগুলো করে থাকে।