২০২৪ সালে আমরা বাংলাদেশে শুধু আন্দোলন আর আন্দোলনের মধ্যেই পড়েছিলাম। যার কারনে দেশটা একদম তছনছ হয়ে গেছিলো। তবে ২৫ সালে মোটামুটি আরকি একটু ভালো ভাবেই চলতেছে। আমার ২০২৫ সালে আজও কি দেশ ভালো পরিস্থিতির মধ্যে আছে নাকি খারাপ মধ্যে রয়েছে।? এ বিষয়ে আপনারা যদি মন্তব্য দেন তাহলে আমি খুশি হব।