Tether একটি জনপ্রিয় এবং স্ট্রাবল কয়েন এটির দাম কখনো কমবে না এবং কখনো বাড়বেও না তাই এটি নিয়ে ট্রেডিং করলে অনেক সময় লাভবান হওয়ার চান্স থাকে বেশি।
ভাই এটা তো বর্তমান সময়ে স্টেবল অবস্থায় আছে তাহলে এখান থেকে আর কি রকম কি আশা করে যেতে পারে সেই তো আমার মনে হয় এখানে ট্রেডিং না করে বা বিনিয়োগ না করে যে কয়েন গুলো বর্তমানে মার্কেটে আছে বা এদের দিক নির্দেশনা বা অগ্রগতি যাত্রা ভালো সেই কয়েনগুলোতে যদি কোন কিছু করা যায় তাহলে হয়তো অনেক ভালো কিছু পাওয়া যেতে পারে। আমি সাধারণত পূর্বে থেকেই স্টাইল এই ধরনের কয়েনগুলোতে কোন কিছু করতে পছন্দ করি না। বিষয়টা যে ভালো না এরকম নয় তবে আমার কাছে মনে হয় যে কয়েন গুলো স্টেবল হচ্ছে বা ইন ফিউচার হবে এরকম ভালো ভালো কয়েনগুলোতে কোন কিছু করা ভালো।
ভাই আপনি কিসের মধ্যে কি আলোচনা করতেছেন। USDT কে যে Tether বলে আপনি কি সেটা জানেন? এখানে ইনভেস্টমেন্টের কথা বলা হয়নি বলা হয়েছে Tether বা USDT আপনি কেন চয়েস করছেন যেখানে মার্কেটে আরো অনেক স্ট্যাবল কয়েন রয়েছে যেমন USDC, DIA, FDUSD কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্টের বিষয়ে কথা বলতেছেন। কোন টপিক না বুঝলে সেখানে রিপ্লাই করার প্রয়োজন নেই।
USDT অনেক ভালো স্ট্যাবল কয়েন এবং p2p তে এটির প্রচলন রয়েছে ব্যাপকভাবে। আমি এদিকে ইজিলি p2p তে বিক্রি করতে পারি ভালো মূল্যে এবং এর রেশিও 1:1 পাওয়া যায় সবসময়। আর এই কারণেই আমি এটি সবসময় ব্যবহার করি অন্যান্য স্ট্যাবল কয়েনের থেকে