Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
বাজারে বিভিন্ন মুদ্রাগুলো কে altcoin বলা হয়। যেমন ইথেরিয়াম, litecoin, Ripple ইত্যাদি।
সিনিয়র ভাই আমি এই ফোরামে নতুন । তাই আমি altcoin সম্পর্কে কিছু জানি না। altcoin থেকে সত্যি কি টাকা ইনকাম করা যায়। altcoin থেকে আমরা কিভাবে কাজ করব।আমাকে একটু সিনিয়র ভাইরা সাহায্য করুন।
Altcoin এর ভবিষ্যত কি ? এটি কি Bitcoin বা Ethereum এর মতো সামনের দিকে এগিয়ে যেতে পারবে । যদি জানেন তাহলে একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে ভালো পোষ্ট করার জন্য
উত্তরঃAltcoins দুটি শব্দ সমন্বয়ে তৈরি: "Alt" এবং "coin" ; alt=alternative মানে 'বৈকল্পিক' এবং 'coin' অর্থ ডিজিটাল টাকা বা ক্রিপ্টোকারেন্সি । অল্টারনেটিভ ক্রিপ্টোকারেন্সি চালু করা হয়েছে বিটকয়েনের সফলতার পর। Altcoins এর উদাহরণ হল এথেরিয়াম, রেপল, লাইটকোইন, কার্ডানো, মেনরো এবং অন্যান্য অনেকগুলি কয়েনের একটি ভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন ব্যবহার আছে।