Altcoins Talks সম্পর্কে বিস্তারিত কেউ জানালে অনেক উপকৃত হবে নতুন রা ।
যেমন ঃ
১।এখানে কিভাবে ছবি যুক্ত করে
২।পয়েন্ট কিভাবে বাড়ে
৩। কারমা পয়েন্ট কি
৪। এথার অ্যাড্রেস অ্যাড করে কিভাবে
ইত্যাদি

১। অ্যাকাউন্ট সিটিং এ যান সেখানে আপনি আপনার ইথারিয়াম আদ্দ্রেস বসাতে পাড়বেন এবং প্রফাইলে অ্যাভারটার বসাতে পাড়বেন।
২। আপনি যদি কোনো ছবি পোষ্ট করতে চান তাহলে imgur.com এখানে ছবি পোষ্ট করে ছবির BB Code কপি করে সেই লিনক এখানে পোষ্ট করুন লিনক যেখানে পোষ্ট করবেন সেখানেই ছবি সো করবে।
৩। আপনি ভালো ও হেল্পফুল পোষ্ট করলে কারমা পাবেন। কারমা মূলত আপনার জ্ঞানের পুরস্কার হিসেবে ধরা হয়।
৪। আপনি যত পোষ্ট করবেন আপনার পয়েন্ট বাড়তে থাকবে। পোষ্ট করলেই পয়েন্ট বাড়বে। টপিক খুলে পোষ্ট করলে ৩ পয়েন্ট। রিপ্লে ও কোড করলে ১ পয়েন্ট।