বিটকয়েন এই সময়ে অন্যান্য বছরের ন্যায় বাড়ার কথা ছিল। কিন্তু এখন দেখছি ভিন্ন অবস্থা। এক্ষেত্রে আমি আমার ব্যেক্তিগত মতামত শেয়ার করছি। আমার মনে হয় বর্তমানে বেশির ভাগ বিনিয়োগ বিটকয়েনে না হয়ে অল্টকয়েনে বেশি হইতেছে। যার ফলে বিটকয়েন একটা স্থিতিশীল পর্যায়ে অবস্থান করছে। যদি আমরা ইথারের দিকে তাকাই তাহলে বুঝা যায় ইথারের ইনভেস্টর বাড়তেছে। আমার কাছে বিষয় টা এমনই মনে হয়েছে। আপনার যদি অন্য ধারনা থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।