Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
ভাই ইনভেস্ট করার আগে নিজে গবেষণা করবেন। অন্যের পরামর্শে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আমি অন্যের পরামর্শে বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছি। তারপর নিজে গবেষণা করে বিনিয়োগ করছি গত ১ বছর। তাতে আমি প্রায়ই প্রফিট করি। তাই কয়েন মার্কেট ক্যাপ এ নিয়মিত যান, কোন কয়েন সম্পর্কে তার ডাটা দেখুন, কোন সময় কত প্রাইচ ছিল, তাদের ওয়েবসাইট, রোডম্যাপ, রোডম্যাপের বাস্তবায়ন, তাদের সোস্যাল মিডিয়ার তথ্য, টেলিগ্রামে কথা বলুন-এবাং নিজের বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিন। আশাকরি উপকৃত হবে এতেই। তবে আমার মতে বর্তমানে বিটকয়েন এবং ইথারিয়ামে বিনিয়োগ করে হোল্ড করে বসে থাকাই যুক্তিযুক্ত। এছাড়া XLM, ABX, CCO, DRG, FTXT, TXN, AutomicSwapWallet এই কয়েনগুলো দেখতে পারেন বিনিয়োগের জন্য। আশাকরি ভালো হবে ইনশাআল্লাহ।
মার্কেটে অনেক কয়েন আছে এর মধ্যে কিছু ভালো কয়েন আছে যা আমরা হোল্ড করে রাখি তাই সিনিয়র মেম্বারদের প্রতি আকর্ষণ করে বলছি যে এখন কোন কয়েন হোল্ড করলে অল্প সময়ে বেশি ডলার লাভ করা যাবে। সবা্ই এখানে রিপ্লেই করে আমাকে জানান।ধন্যবাদ
এই সময় আপনার ETH, BCH, NEO, RIPPLE হোল্ড করা উচিৎ এগুলা হোল্ড করলে ভালো পরিমান প্রফিট পাবেন। তবে বেশি করে হোল্ড করতে হবে। সামান্য কিছু করলে হবে না।
হা, এগুলো অবশ্যই ভালো কয়েন। এগুলো হোল্ড করতে হবে, আবার বেশি প্রফিটের আশা করে প্রফিট আসলে বসে থাকাই বোকামি। পরে দাম কমে যায় তখন আফসোস করতে হয়। তাই ভালো কয়েন কিনুন, হোল্ড করুন, মোটামুটি প্রফিট আসলে সেল করে প্রফিটটাকে ক্যাশ করুন আর মূলধনটাকে আবার বিনিয়োগ করুন। মনে রাখবেন প্রফিট বিনিয়োগ করবেন না। তাতে হয়তো আপনি একসময় আফসোস করবেন যে প্রফিট যা পাইলাম তা কেন ক্যাশ না করে রিইনভেস্ট করলাম।
এখন হোল্ড করার জন্য কোনো কয়েনের ইনফরমেশন আপনাকে দিতে পাড়তেছি না। কারন সব কয়েন এখন ডাম্পিং হচ্ছে কিছু বোঝা যাইতেছে না কি হবে।
Quote from: ALEX FARID on February 15, 2019, 04:00:43 PMএখন হোল্ড করার জন্য কোনো কয়েনের ইনফরমেশন আপনাকে দিতে পাড়তেছি না। কারন সব কয়েন এখন ডাম্পিং হচ্ছে কিছু বোঝা যাইতেছে না কি হবে।হ্যা ঠিক বলেছেন সব কয়েন এখন ডাম্পিং। মনে হচ্ছে বিটকয়েনের দামও এই বছর ৫০০০ এর উপরে যাবে না। মার্কেট একেবারে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
Top most ranked tokens gula always pumping korar possibility thake but dumping o Kore. Tobe vai valo valo exchange site e khoj khobor nile... Kisu valo information Pawa jai.
Yes, আপনার সাথে আমি একমত। এখন যদি কেউ হোল্ড করে রাখে। পরে বাজার ঘুরে দারিদ্র্য দূরীকরণ হতে পারে।