Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
Quote from: Rashid pk on December 11, 2018, 03:11:38 PMবিটকয়েনের প্রাইস এই মুহূর্তে 4 হাজার ডলারের কম যেটা গত বছরের ছিল 10 হাজারের উপরে, এটা আমাদের জন্য সত্যিই চিন্তার কারণ, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব শিগ্রহী ক্রিপ্টোকারেন্সি গত বছরের মতো তার আগের অবস্থানে ফিরে আসবে এবং আমরা সকলেই সেই প্রত্যাশাতেই রয়েছি...উত্থান পতন যে কোন ব্যবসায়ের অংশ। বর্তমানে যে মারাত্নক ধ্বস নেমেছে ক্রিপটো মার্কেটে তা অস্বাভাবিক। এটা পিছনে মূলত প্যানিক সেল ও গুজবের বড় প্রভাব আছে। আমিও মনে করি এটা সাময়িক। খুব দ্রুত এই হতাশার দিন শেষ হবে, আসবে ক্রিপটোতে গত বছরের শেষের মত নতুন দিন।
বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে 4 হাজার ডলারের কম যেটা গত বছরের ছিল 10 হাজারের উপরে, এটা আমাদের জন্য সত্যিই চিন্তার কারণ, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব শিগ্রহী ক্রিপ্টোকারেন্সি গত বছরের মতো তার আগের অবস্থানে ফিরে আসবে এবং আমরা সকলেই সেই প্রত্যাশাতেই রয়েছি...
বিটকয়েন এর ভবিষ্যৎ ধারণা করে যতটুক বলা যায় বাস্তবে তার সাথে কতটুক হবে বা কতটুকু মিল হবে তা বলতে পারি না তবে বিটকয়েন ডিজিটাল কয়েন কোনো এক সময় এগুলো খুব ভালো অবস্থায় ফিরে যাবে এমনটিই আমার ধারণা করে বলতে পারিএখন সব কয়েনের দাম কম আছে এটা অনেকের জন্য সুযোগ ও বলতে পারেন এগুলো তে এখন যারা ইনভেস্ট করবে তারা পরবর্তীতে নিশ্চিন্তে ভাবেই ধারনা করা যায় তারা প্রফিটেবল হবে
আমারও মনে হয় ক্রিপ্টোকারেন্সি এক সময় অনেক নিচে নামতে পারে। কারণ এখন যে প্রকার নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যোগ হচ্ছে তাই বলা যায় যে নতুন নতুন ক্রিপ্টোকরেন্সি যদি যোগ হতে থাকে তাহলে্ ক্রিপ্টো মার্কেট এক সময় অনেক নিচে চলে যাবে বলে আমি মনে করি।