এখন বাজারে সব থেকে ভালো কয়েন হচ্ছে বিটকয়েন এটা আমাদের প্রায় সবারই জানা। আজ coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম বিটকয়েন 17 হাজার 900 ডলারের উপরে অবস্থান করছে। গতকাল বিটকয়েনের দাম 18 হাজারের উপরে অবস্থান করছিল কিন্তু আজ দেখছি একটু কমে গেছে। দাম বাড়বে কমবে এটাই স্বাভাবিক। আমার মতে বিটকয়েন সব সবসময় সবার উপরেই থাকবে।