Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমার এ পর্যন্ত দেখা মতে কখনো দেখি নাই আইডি ব্যান্ড হয়। তবে আইডি ব্যান্ড হওয়ার অনেক কারণ থাকে। যেমনি স্পামিং করা। কপি পেস্ট করা। বারবার ওয়ার্নিং খাওয়া ইত্যাদি। আমি যতটুকু জানি ততটুকু বললাম। যদি কোনো সিনিয়র মহোদয় এ বিষয়ে সম্পর্কে জ্ঞান রাখেন তাহলে আমাদের মাঝে একটু তুলে ধরবেন। তাহলে আমরা এ বিষয় সম্পর্কে জানতে পারবো। আইডি কেন ব্যান্ড হয়। বেশিরভাগ আইডি ব্যান করা হয় মাল্টিপল একাউন্ট থাকার কারণে।
আপনারা যদি যানেন তাহলে আমাকে বলবেন প্লিজ আইডি কেন ব্যান্ড হয়।
Quote from: skemon on September 19, 2018, 07:41:00 PMআপনারা যদি যানেন তাহলে আমাকে বলবেন প্লিজ আইডি কেন ব্যান্ড হয়।আইডি ব্যান্ড হয় ওই আইডি-র মালিকের বিভিন্ন অপরাধের জন্য। যদি কোন ব্যাক্তি একাধিক আইডি অর্থাৎ মাল্টিপল আইডি ইউস করে এবং সেটা যদি ধরা পরে তবে তার সকল আইডি ব্যান্ড করে দেওয়া হয়ে থাকে। তাছাড়া যদি কেউ স্পামিং করে, তাহলে তাকে প্রথম প্রথম সতর্ক করে দেওয়া হয় এবং তাতে যদি সে সুধরে না যায় তাহলে তার আইডি ব্যান্ড করে দেওয়া হয়ে থাকে বলে আমি জানি। আরও কোন কারণে আইডি ব্যান্ড করা হয় কিনা সে সম্পর্কে আমার জানা নেই।
আমার মনে হয় আইডি ব্যান্ড হওয়ার পিছনে কারন হল আমরা যারা নতুন ইউজার আছে তারা এই ফোরামে সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ পোস্টগুলো ভালো হবে না পড়ে স্পামিং করা শুরু করি এবং আমাদের আইডি মাল্টিপল একাউন্ট ধরা হয় পরবর্তীতে অটোমেটিকলি ভাবে আমাদের আইডি প্লেগারিজম স্কাইক দেওয়া হয় আর আমাদের আইডিগুলো ব্যান্ড হয়ে যায়।