Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমি কি ভাবে অল্প ডলার দিয়ে ট্রেড শুরো করতে পারি ১০০ ডলার। ট্রেড করার সময় কি অনুসরন করব?
ট্রেড করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিয়মিত লেগে থাকা এবং বিভিন্ন কয়েন নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া্ আর হাতে বিটকয়েন বা ইথার নামক পুঁজি নিয়ে রেডি থাকা। যখন সেই প্রত্যাশিত ভালো কয়েনটার দাম কিছুটা কম থাকে কিংবা সামনে কোন ভালো আপডেট থাকতে পারে তার আগে কিনে হোল্ড করে রাখা। সময়মত প্রফিট আসলে বিক্রি করে আবার অন্য কয়েনে বিনিয়োগ করা। তবে প্রফিট টা সবসময় চেষ্টা করবেন উইথড্র করে ক্যাশ করা, পুনবিনিয়োগ না করা। তাহলে মনে শান্তি পাবেন।
আমি একজন নতুন ইউজার আমি জানিনা যে কিভাবে ট্রেড করতে হয় প্লিজ আমাকে বলে দেন। আমি এই ফোরামে টে্ড করতে চাই কিভাবে চ্যাট করলে লাভবান হতে পারবে।
Quote from: TingTong on September 26, 2018, 09:25:12 AMআমি কি ভাবে অল্প ডলার দিয়ে ট্রেড শুরো করতে পারি ১০০ ডলার। ট্রেড করার সময় কি অনুসরন করব?ভাই, ১০০ ডলার যদি হারাতে না চান তাহলে এখনই ট্রেডে যাবেন না। আপনার প্রশ্ন করার ধরন দেখে মনে হচ্ছে সম্ভবতো আপনি খুব বেশি অভিজ্ঞ না। কারন ট্রেড এর জন্য অল্প/বেশি ডলার এর চাইতে অভিজ্ঞতা বেশি প্রয়োজন। হা এটা ঠিক যে, আপনার বাজেট কম হলে আপনি ট্রেড এ সাফল্য পেলে অল্প লাভ করবেন। বিষয়টা এমন না যে আপনি ট্রেড আরাম্ভ করলেই আপনার লাভের পরিমান বাড়তে থাকবে। লাভ যেমন আছে তেমন সব কিছু হারিয়ে জিরো হওয়ার চান্সও আছে। এখন আপনি কোথায় ট্রেড করবেন, কোন কয়েন অথবা টোকেন নিয়ে এই গুলা এ্যানালাইসিস আগে করুন। ট্রেড করার আগে কয়েন এর চরিত্র বুঝার চেষ্টা করুন, অবস্থান জেনে নিন। যদি দেখে থাকেন অনেকেই ট্রেড করে অনেক আয় করেছে তাহলে আর একটু খোজ নিন এই অনেক আয় করার আগে সে কি পরিমান সময় ব্যায় করেছে শুধু অভিজ্ঞতা নেয়ার জন্য। আশা করি আমি কি বলতে চেয়েছি তা আপনি পজিটিভলি বুঝতে পেরেছেন।
আপনি অল্প ডলার দিয়ে ট্রেড করতে পারেন কিন্তু ট্রেড করার করার আগে ট্রেড সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। তাহলে আপনি ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন। ক্রিপ্টোতে অনেক ট্রেডিং সাইড রয়েছে কিন্তু তাদের উভয় সমান বা সুরক্ষিত হয় না। তবে আমার মনে হয় ট্রেড করার ভাল উপাই হচ্ছে বাইনান্স। এটি খুব ভাল বাণিজ্য এবং সর্বাধিক জনপ্রিয় ট্রেডিং এর মদ্ধে একটিএখানে আপনি সহজেই ট্রেডিং করতে পারবেন । এছারাও BTC, ETH, LTC সেরা ট্রেডিং প্লাটফরম এখানে আপনি ট্রেড করতে পারেন।
আপনি অল্প ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন। কিন্তু আপনার ট্রেড সম্পর্কে খুব ভালো ধরনের আইডিয়া থাকতে হবে। এনাল্যাসেস করতে হবে বিভিন্ন কয়েন এর উপর পরে আপনি সফলতা অর্জন করতে পারবেন । তানাহলে আপনি লস খেতে পারেন। যদি এর উপর ভালো ধারনা থাকে তাহলে আপনি অল্প ডলার দিয়ে অনেক ডলার ইনকাম করতে পারবেন। আর আপনার যদি কয়েন সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আপনি এখন ডগিকয়েন কিনতে পারেন। কারণ এই কয়েন এর ভবিষ্যত খুবই ভালো।