ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন কয়েনের দাম কখনো স্থির থাকেনা। বিভিন্ন কারণে কয়েন ও টোকেন এর দাম হ্রাস বৃদ্ধি ঘটে। এরমধ্যে বাই সেল হচ্ছে কয়েনের দাম হ্রাস বৃদ্ধির প্রধান কারণ। যখন বিনিয়োগকারীরা মে কোয়েন বা টোকেন বেশি বেশি ক্রয় করে তখন ওই টোকন বা কয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে আবার যখন বিনিয়োগকারীরা তা সেল করে তখন দাম কমতে থাকে।