সাম্প্রতি কিছু খবরে দেখা যায় যে বিটকয়েন বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সংবিধানে এই রকম কোন নিষেদ্ঙ্গা নেই। আমরা অনেকেই আছি যারা প্রতেক্ষ বা পরোক্ষ ভাবে এটায় যুক্ত। বাংলাদেশ সরকার কি কোন দিন বিটকয়েন কে সমর্থন করতে পারে? বিটকয়েন কে সমর্থনে আপনি কি ভূমিকা রাখতে পারেন?
এটা ঠিক যে বাংলাদেশে বিটকয়েন বর্তমান সময়ে নিষিদ্ধ। আর সংবিধানে নিষেধাগ্গা নেই বলে যে এইটা অবৈধ নয় তা কিন্তু না। আমরা জড়িতো ঠিক আছে, লেনদেন হয় গোপনে। এবং বাংলাদেশ ব্যাংকে এর কোনো লেনদেন নাই। যদি অবৈধ না হতো তাহলে ব্যাংকের মাধ্যমে বিটকয়েন এর লেনদেন থাকতো। সরকারের কাছে ঠিক এই জায়গাতে সমস্যা।
যদি অবাধ লেনদেন ব্যাংকিং সেক্টরের মাধ্যমে হয়, তাহলে তাদের মতে দেশের রিজাভ বাহিরে চলে যাওয়ার একটা ব্যাপক প্রবনতা থাকতো। এখন অবধী আমাদের দেশ এইটার সুফোল নিয়ে চিন্তিতো না। তাদের কাছে হয়তো কুফলটাই বেশি ধরা পরেছে।
যদি কোনো এক সময় তারা মনে করেন যে, এইটাতে তাদের কিছুটা কন্ট্রোল থাকবে এবং রিজার্ভে (ডলারের) অবনতী না হয়ে উন্নতি হবে তখন নিশ্চই তারা পজিটিভ ভাবে চিন্তা করে বৈধ করতেও পারে।