Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Quote from: Malam90 on November 29, 2018, 04:57:48 PMভাই, আপনার এই পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম। আমি আজকে একটা কর্মা পেয়েছি। জানিনা সেটা কিসের জন্য। সেটা কি নেগেটিভ কর্মা নাকি পজেটিভ কর্মা কেমনে বুঝবো?positive karmar jonno positive number dekhabe...jemon apnar 2 ta positive kama ache... negative karma dile apnar karma kome jabe... ar 0 r ceye kome gele -1 -2 emon dekhabe
ভাই, আপনার এই পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম। আমি আজকে একটা কর্মা পেয়েছি। জানিনা সেটা কিসের জন্য। সেটা কি নেগেটিভ কর্মা নাকি পজেটিভ কর্মা কেমনে বুঝবো?
আপনাদের সাহায্য করতে কোন সমস্যা নাই, কিন্তু অনেক সময় অনেক কিছু জানার বা বোঝার পরেও বাঙালি দেখলে চুপ থাকতে মনে চাই কিছু বলতে ইচ্ছে করেনা, কারন আম্পনি কোনকিছু করতে নিশেদ করলে তারা অইটাই করবে বেশি বেশি করে, এই কারনে অনেক সময় কিছু বলতেও আর ভালো লাগেনা...! তবে চেষ্টা অরবো আপনাকে হেল্প করার।
Quote from: Salauddin on October 10, 2018, 02:40:15 AMআপনাদের সাহায্য করতে কোন সমস্যা নাই, কিন্তু অনেক সময় অনেক কিছু জানার বা বোঝার পরেও বাঙালি দেখলে চুপ থাকতে মনে চাই কিছু বলতে ইচ্ছে করেনা, কারন আম্পনি কোনকিছু করতে নিশেদ করলে তারা অইটাই করবে বেশি বেশি করে, এই কারনে অনেক সময় কিছু বলতেও আর ভালো লাগেনা...! তবে চেষ্টা অরবো আপনাকে হেল্প করার।স্প্যামিং ও স্ক্যামিং এগুলাতো মহামূল্যবান হাতিয়ার বাঙালিদের জন্যে। নিজের কলসিটা পূরণ করার জন্যে বাঙালি আজাইরা অনেক কিছু করতে পারে। আর এসব ফোরামে বেশিরভাগ বাঙালিরাই আসে ফোরাম সম্বন্ধে কোনো ধারণা না নিয়ে। তাই তারা না বুঝে সকলের পোস্ট দেখে সোশ্যাল মেডিয়া মনে করে পোস্ট দিয়ে থাকে পোস্ট কাউন্ট বারানোর জন্যে আর যার জন্যে কারও কথা কানে নেয়ার প্রয়োজনবোধ মনে করেন না যে পর্যন্ত তারা ব্যান না হয়। আর এখানে বেশিরভাগ বাঙালি ইউজাররা স্প্যামিং অর্থই বুঝেন না, যার জন্যে তাদেরকে বারবার স্প্যামিং বলে এলার্ট করলেও তারা সেটা কানেই নেন না বা বুঝতেই পারে না। তাই বলছি কোনো ব্যক্তিকে রেফার করার পূর্বে বা এই ফোরাম সম্বন্ধে খোজ দেয়ার পূর্বে নিজে সম্পূর্ন ধারণা নিবেন আগে এবং তারপর তাকেও সম্পূর্ন ধারণা দিয়ে এই ফোরামে ইনভাইট বা রেফার করবেন। তাইলেই অবুঝ স্প্যামারদের সংখ্যা কমবে বলে আমি মনে করি।
অনেক নতুন ব্যবহারকারী তাদের রেঙ্ক আপ করার জন্য অনেক পোষ্ট দেয় যার ফলে অনেক সময় নেগেটিভ কারমা পায় আবার পেনাল্টিও পায়।এই সাধারণ গাইডটি আপনাকে এই সাধারণ ভুলগুলি এড়াতে সাহায্য করবে ...1- রেফারেল বিভাগ ব্যতীত ফোরামে রেফারেল লিঙ্কগুলি পোস্ট করবেন না:https://www.altcoinstalks.com/index.php?board=81.02- পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য নিরর্থক পোস্ট পোস্ট করবেন না, পরিবর্তে দরকারী তথ্য তৈরি করুন।3- আপনার ইংরেজি ভাল না হলে সর্বদা আপনার ভাষা বিভাগে পোস্ট করুন4- একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না> যদি তা সনাক্ত করা হয় সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে।5- বিজ্ঞাপন বিভাগে ছাড়া ফোরামে যে কোন জায়গায় আপনার সাইটের বিজ্ঞাপন দেবেন না:https://www.altcoinstalks.com/index.php?board=288.06- বিভিন্ন বিভাগ চেক করুন এবং বিভিন্ন subforums সঙ্গে নিজেকে পরিচিত করুন।7- সর্বদা নতুন বিষয়গুলির জন্য একটি অর্থপূর্ণ শিরোনাম ব্যবহার করুন। 1-2 শব্দ নয়! শিরোনামে প্রশ্ন কি তা ব্যাখ্যা করা উচিত !!!8- নিশ্চিত করুন যে আপনার সামগ্রীটি অনন্য: > কিভাবে? অনুলিপি(কপি) / অন্যান্য পোস্ট পেস্ট ! কোন চুরি নেই! > কোন ধারণা নেই এই সম্পর্কে ? আপনি ফেইসবুক, রেডডিট, কোরা এবং এমনকি বিটকয়েনটকেও আকর্ষণীয় প্রশ্ন / পোস্টগুলি খুঁজে পেতে পারেন > অনুলিপি / পেস্ট করবেন না, আপনি এই পোস্টগুলির অনুপ্রাণিত হতে পারেন এবং আপনার নিজের ভাষায় তাদের পুনঃলিখন করতে পারেন। >> শিরোনাম পরিবর্তন করুন >> বিষয়বস্তু রিফ্রেশ >> ক্রেডিট দিন যদি সম্ভব / ব্যক্তি নাম- ব্যবহারকারীর নাম // সাইট না। >> আপনার ভাষায় পোস্ট অনুবাদ করে লোকাল থ্রেডে দিন / ইংরেজি আপনার মাতৃভাষা না হলে।
Ami besi post korle ki problem pare janaben, abong kemon dorner post korle karma pawa jabe doya kore janaben.
Amora jodi niyomer modde jodi post kori tahole obosy balo fola fol pabo,se khan theke karma pete pari, sei jonno amra niyoum anujayi balo post korbo.
Ami balo post korle amake karma dewa hobe ki, ba koto ti balo postkorle amake karma dibe aktu bolben ki.
এই যে নতুন নতুন শব্দ গুলোর সাথে আমার পরিচিত হতে পারছি এটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক সহায়ক হবে।
আমাদের মত নতুনদের জন্য দরকারি এবং অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট এবং অনেক তথ্যবহুল সেজন্য এ নিয়মগুলো অনেক উপকারে আসবে বিশেষ করে যারা আমার মত নতুন এসেছে.