Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
কারমা কি ভালো পোষ্ট করলে অটোমেটিক অ্যাড হয়। নাকি পড়ে অ্যাড হয়। আর এই কারমা কি ভালো পোষ্ট হলে এমনেই হয় নাকি কেও দেয়। এটি যার যানা আছে আমাকে জানাবেন দয়া করে।
এখানে আসলো কি ধরনের পোস্ট দিলে কারমা পওয়া যায়। আপনি কারমা পেয়েছেন কিভাবে। কারমা পেতে হলো কি ধরনের পোস্ট দিতে হবে। দয়া করে বলবেন।।
Quote from: Lima on October 18, 2018, 05:21:45 PMকারমা কি ভালো পোষ্ট করলে অটোমেটিক অ্যাড হয়। নাকি পড়ে অ্যাড হয়। আর এই কারমা কি ভালো পোষ্ট হলে এমনেই হয় নাকি কেও দেয়। এটি যার যানা আছে আমাকে জানাবেন দয়া করে।ভালো পোস্ট করলে অটোমেটিক এ্যাড হবে না। কিংবা পরেও এ্যাড হবে না। কেউ না কেউ কারমা আপনাকে দিবে। আপনি একটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ অথবা ইনফরমেটিভ পোস্ট তাও আবার ক্রিপটো রিলেটেড পোস্ট যদি করেন, এবং সেই পোস্ট যদি কারো কাছে খুব ভালো মনে হয় তাহলে সে আপনাকে প্লাস কারমা দিবে। এখানে আর একটা বিষয় হচ্ছে, যেই পোস্ট করছেন সেইটা আগে থেকেই আছে কি না। যদি একই রকম পোস্ট হয় তাহলে হয়তো অনেকে পরবে কিন্তু কারমা দিবে না। তবে যদি টপিক আগের কোনো পোস্টের সাথে মিল থাকা সত্বেও নতুন কোনো কিছু অথবা আগের পোস্ট এর চাইতে ভালো ভাবে লিখতে পারেন তাহলে কারমা পাওয়ার একটা চান্স থাকে।
Quote from: Lima on October 18, 2018, 05:21:45 PMকারমা কি ভালো পোষ্ট করলে অটোমেটিক অ্যাড হয়। নাকি পড়ে অ্যাড হয়। আর এই কারমা কি ভালো পোষ্ট হলে এমনেই হয় নাকি কেও দেয়। এটি যার যানা আছে আমাকে জানাবেন দয়া করে।কারমা সিস্টেম হচ্ছে এমন একটি ব্যবস্থা বা সিস্টেম যার মাধ্যমে প্রকাশ পায় User AltcoinTalk সম্পর্কিত কতটুকু আভিজ্ঞ ও দক্ষ ...কারমা সিস্টেম কখনোই user এর কাজের উপর(Point) প্রাধান্য পায়না বরং user AltcoinTalk সম্পর্কিত কতটুকু আভিজ্ঞ তার উপরেই নির্ভার করে। প্রতিটি কারমা User এর আভিজ্ঞতা ও দক্ষতার বহিঃপ্রকাশ.