Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
Bounty করতে কি কি লাগে কেউ একটু বলবেন...
বাউন্টিতে মূলত যে জিনিস গুলো লাগে সেটি হলো সোশ্যাল মিডিয়ার একাউন্টগুলো বিশেষ করে ফেসবুক, টুইটার, লিংক কিং, রেডিট, ইত্যাদি এগুলো লাগে আরেকটি বিষয় হলো আপনার ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার এবং টুইটারে ফলোয়ার রেডিড এ করমা যদি এগুলো বেশী থাকে আপনার বেশি ইনকাম হবে এবং কম থাকলে কম ইনকাম হবে
বাউন্টি করতে অনেক কিছুর প্রয়োজন হয়। বাউন্টি করার জন্য আপনাকে প্রথমে অনেক গুলা সোসিয়াল মিডিয়া ক্যাম্পিং আছে ফেসবুক, টুইটার, ব্লগ, ইত্যাদি অ্যাকাউন্ট থাকতে হবে তারপরে আপনি বাউন্টি করতে পারবেন। এছারাও আপনাকে আপনার রাঙ্ক বারাতে হবে এবং বাউন্টি ERC20 একটি ওয়ালেট থাকতে হবে । বাউন্টি করার মাধ্যমে আপনি যে পেমেন্ট পাবেন ওইটা আপনার ERC20 এ আসবে।
আপনি যদি পন্টি তে জয়েন করতে চান তাহলে অবশ্যই আপনার একটা ফুল মেম্বার এর আইডি লাগবে। তারপর ফেসবুক, টুইটার ,লিংকডইন, রিডডেট ইত্যাদি দিয়ে বাউন্টিতে জয়েন করতে পারেন।
Quote from: Saimon0118 on October 22, 2018, 05:59:32 AMBounty করতে কি কি লাগে কেউ একটু বলবেন... সব বাউন্টি এর ধরন একরকম হয় না। তবে হ্যাঁ বাউন্টি করতে আপনার অবশ্যই সোশ্যাল মিডিয়া একাউন্ট থাকতে হবে। যেমন১। সোশ্যাল মিডিয়া ; ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম থাকতে হবে।২। আপনি যদি সিগনেচার করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টের রেঙ্ক এর প্রয়োজন হবে।আমার মনে হয় এই ফোরামের প্রায় সবাই বাউন্টি সম্পর্কে অবগত আছে।