যেকোনো বাউন্টি আসুক না কেন সেটাকে আমরা কখনোই ছোট চোখে দেখবো না। বর্তমানেঅনেক ইউজার রয়েছে যারা সবসময়ই খুঁজে যাচ্ছে কোন বানানটি গুলো ভালো হবে সেগুলো দেখে দেখে বাউন্টি করছে।কিন্তু অনেক সময় দেখা গেছে হয়তো এই প্রজেক্টটা ভালো হবেনা এই ভেবে অনেকেই সেটাই জয়েন করে না। কিন্তু মাঝেমধ্যে সেই প্রজেক্টগুলো এতটাই ভাল হয় যে সেটা ধারনার বাহিরে। প্রজেক্ট সাকসেস হোক বা না হোক তা সত্ত্বেও আমরা বাউন্টিতে কাজ করব বেশি বেশি।