Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আজ coinmarket cap ঢুকতেই চমকে গেলাম আমার ETH কি চুরি হয়ে গেল নাকি। কিন্তু পরে বুঝতে পারলাম যে মার্কেট অলরেডি $১৫৩ থেকে $১২৫ এ পদোন্নতি করেছে। ETH তুমি একটা মাল.......
Yes Bro now all coins passing its journey at bloody marked prices, it's not a worry of panic because today market is red, tomorrow will green again mate...
ঠিকই বলেছেন ভাই। দিন দিন ইথার মায়ের ভোগে চলে যাচ্ছে। বাড়ে তো না কিন্তুু কমে ঠিকই। আর কতো কমবে কমতে কমতে শেষ হয়ে যাক আফসোস নেই।
হা ভাই, এই জন্য তো মনটা খারাপ। আমার ব্যালাঞ্চ ছিল ২০০০ ডলার সমপরিমান ইথার। আজকে চেক করে দেখলাম ১৬০০ ডলার আছে। মাত্র একদিনেই ৪০০ ডলার নাই। আমাদের ধৈর্য্য ধরতে হবে এখন, হোল্ড করে রাখবো অন্তত আগামী জুন মাস পর্যন্ত তার পর ভেবে দেখব।
Vai wait koren Ekdin Na ekdin wait korar results paben vai. Amro eki obosta onek Ethereum silo amar coinbase Kintu ta kome Gia (4000 dollars hote 1200$) hoyse.
Quote from: Plnshah65 on January 27, 2019, 04:19:55 PMVai wait koren Ekdin Na ekdin wait korar results paben vai. Amro eki obosta onek Ethereum silo amar coinbase Kintu ta kome Gia (4000 dollars hote 1200$) hoyse.এর উপরে বাশ কিছু নেই। আর হয়তোবা আপনি অনেক আগে থেকেই হোল্ড করে রাখছেন আর যার জন্যে বাশটা খাইছেন। যদি সেই সময়ে বিক্রি করে আবার কিছুদিন পরে যখন দাম কমেছিল তখন আরও বেশি করে কিনে রাখতেন তাহলে বাশ এর বদলে উলটা আরো প্রফিট হইতো যার জন্যে আপনি অনেকটা বোকামিই করছেন৷ যাইহোক ভাই নেক্সট টাইম মার্কেট এর উপর সবসময় নজর রাখবেন আর প্রফিট অর্জন করেবেন
ক্রিপ্টো কারেন্সি এরকমি। ক্রিপ্টো নিয়ে ভালো কিছু করতে হলে আগে ভালোভাবে ক্রিপ্টো সম্পর্কে এবং মার্কেট এর উপর ভালো জ্ঞান রাখতে হবে তাহলে বাশ না সোনার ডিম পাওয়া যাবে।
Quote from: ALEX FARID on February 02, 2019, 10:25:06 AMক্রিপ্টো কারেন্সি এরকমি। ক্রিপ্টো নিয়ে ভালো কিছু করতে হলে আগে ভালোভাবে ক্রিপ্টো সম্পর্কে এবং মার্কেট এর উপর ভালো জ্ঞান রাখতে হবে তাহলে বাশ না সোনার ডিম পাওয়া যাবে।Market এর উপর জ্ঞানটাই বেশি জরূরী ভাই। কখন মার্কেট এর কি অবস্থা হবে সেটা সম্বন্ধে যদি আপনার পূর্ব ধারনা না থাকে তাহলে অবশ্যই প্রফিট হারাবেন। মাঝে মাঝে কেউ কেউ অল্প থেকে একেবারে লাটে উঠে যায় আবার কেউ কেউ লাট থেকে মাটিতে নেমে পরে