Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হলো..আগে মাএ ২০ টা পোষ্ট করলেই জুনিয়ার মেম্বার হওয়া গেছে।এবং ৬০টা পোষ্ট করলে full membr মেম্বার হওয়া গেছে।কিন্তু এখোন তো ৬০ টা পোষ্ট করলে full membr হওয়া যায় না কেন।কত পোষ্ট করলে full membr হওয়া যাবে...piz...জানাবেন
Quote from: rashedul74064 on February 20, 2019, 09:29:15 AMআমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হলো..আগে মাএ ২০ টা পোষ্ট করলেই জুনিয়ার মেম্বার হওয়া গেছে।এবং ৬০টা পোষ্ট করলে full membr মেম্বার হওয়া গেছে।কিন্তু এখোন তো ৬০ টা পোষ্ট করলে full membr হওয়া যায় না কেন।কত পোষ্ট করলে full membr হওয়া যাবে...piz...জানাবেন. আগে 60 টি পোস্ট করলে Full member হওয়া যেত। আপনার অবগতির জন্য জানাচ্ছি ফোরামের rules পরিবর্তন হয়েছে। এখন আর আপনি 60 পোস্ট করলে Full member হতে পারবেন না ।এখন আপনাকে 146 পোস্ট দিলে তবে আপনি ফুল মেম্বার হতে পারবেন।
ক্রিপ্টকারেন্সির সব কয়েন এর সঠিক প্রাইস জানতে পারবো কিভাবে ? বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন প্রাইস দেখায় . এর মাঝে থেকে কোন সাইট এর প্রাইস টা ঠিক জানার খুব ইচ্ছা আমার ।
যার যত খুশি প্রশ্ন করুন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব...আমি যদি না পারি তাহলে সিনিয়র brother যারা আছে তারা বিষয়টি সলভ করার চেষ্টা করবে..
Quote from: Saimon0118 on January 16, 2019, 05:24:22 AMযার যত খুশি প্রশ্ন করুন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব...আমি যদি না পারি তাহলে সিনিয়র brother যারা আছে তারা বিষয়টি সলভ করার চেষ্টা করবে.. দুঃখের বিষয় হলো আপনার একাউন্টে সাতটি নেগেটিভ কারমা। এগুলা বাঙালি ভাইয়েরা দিয়েছে। আমার প্রশ্ন হল আপনার পোস্টগুলোতে আমি নেগেটিভ কিছু দেখছি না। তবে কেন এত নেগেটিভ কারমা। যাই হোক আপনার অ্যাকাউন্ট অনেক পুরনো। এ ঘটনা সম্পর্কে আমি নিজেই অবহিত না। কারন আমি কিছুদিন আগে এখানে জয়েন করেছি।
ভাই আমি একজন নতুন ইউজার তাই আমি এখান থেকে কিভাবে ইনকাম করবো এটা যদি আমাকে ভালোভাবে জানাতেন তাহলে আমার অনেকটা উপকার হত এবং এখানে অ্যালার্ট কয়েন পয়েন্ট দিয়ে কি কাজে লাগে সেই উত্তরটা যদি আমাকে বলেন তাহলে আমি অনেক উপকৃত হব ধন্যবাদ।