আমাদের বাংলা থ্রেডগুলোতে বাঙালী ভাই বোনেরা তেমন একটিভ নয়। সবাই একটিভ থাকলে কিছু শিখলে ফোরাম থেকে আয় করতে পারতো। আমি বিটকয়েনটকে ৩ বছর কাজ করার সুবাদে এখন দুই ফোরামে কাজ করা, ওয়েবসাইট চালানো, সরকারি চাকরি, ট্রেড সব মিলিয়ে ফ্রি সময় পাইনা তারপরও প্রতিদিন একটিভ থাকি ১ঘন্টা হলেও। সবাই আবার একটিভ হন।