এখানকার অনেকেই ফোরাম মডারেটরকে @Goku01 এবং আমাকে প্রশ্ন করেছেন যে PLANNED CONTRIBUTION IN ETH এই অপশন টা কি। এটি হয়তো Bitwin প্রজেক্ট থেকে পেয়েছেন। নিচের ছবির মতো

এটা চাবে যখন আপনি তাদের হোয়াইটলিস্টে অ্যাকাউন্ট খুলতে জাবেন মানে আপনি যখন তাদের টোকেন কিনতে জাবেন/ ইনভেস্ট করতে জাবেন। তখন। ঐ খানে একসাথে দুটো অপশন আছে।
১. YOUR ETHEREUM WALLET'S PUBLIC ADDRESS * এটা মানে আপনি কোন ওয়ালেটে আপনি আপনার ক্রয়ক্রিত টকেন রিসিভ করবেন মানে কোন ERC-20 ওয়ালেটে নিবেন।
২. দ্বতীয়ত যেটা আছে সেটা নিয়েই সবার প্রশ্ন। সেটা হচ্ছে PLANNED CONTRIBUTION IN ETH এটা হলো আপনি কোন ওয়ালেট থেকে তাদের প্যামেন্ট দিবেন। মানে আপনি যে টোকেন কিনবেন তার জন্য কোন ওয়ালেট থেকে আপনি তাদের টোকেনের মূল্য/ প্যমেন্ট পাঠাবেন।
আসা করি সবাই বুঝছেন।
ধন্যবাদ....