Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
এই ফোরাম থেকে বাউন্টিতে জয়েন কম হওয়ার কারণ হচ্ছে-এই ফোরামে যে বাউন্টি পোস্ট আসতেছে তা বিটকয়েনটকে পাবলিশ হওয়ার অনেক পরে আসে। বিটকয়েনটকে আগে পোস্ট হওয়ার কারণে আমি নিজেও আগে জয়েন করে বসে থাকি তাই এখানে আর জয়েন করা হয়না। এখানেও যদি একই সময়ে পোস্ট দেওয়া হয় তাহলে এখানেও অংশগ্রহণ বাড়বে।
ঠিকই বলেছেন বাউন্টি ছাড়া আসলে ফোরামে টিকে থাকা মুশকিল সেজন্য আমাদের লোকাল থ্রেডে নতুন বাউন্টি আসলে সেটার বিজ্ঞাপন এর ব্যবস্থা করা দরকার আমি মনে করি.
বিটকয়েন যেমন ভাল bounty আছে । তেমনি আল্টকয়েনে ভালো bounty আছে। কিন্তু bitcoin অনেক পুরোনো তাই topic view বেশি । অপরদিকে altcoin পুরোনো নাথাকার কারণে topic view কম।
Quote from: ttcsalam on May 25, 2019, 02:05:11 PMঠিকই বলেছেন বাউন্টি ছাড়া আসলে ফোরামে টিকে থাকা মুশকিল সেজন্য আমাদের লোকাল থ্রেডে নতুন বাউন্টি আসলে সেটার বিজ্ঞাপন এর ব্যবস্থা করা দরকার আমি মনে করি.বাউন্টি ছাড়া ক্রিপ্টো ফোরাম অচল। কারণ কিছু স্বার্থছাড়া মানুষ কেন সেখানে সময় দিবে। আর বর্তমানে বিজ্ঞাপন দিয়ে ক্রিপ্টোর বেহাল দশা কাটানো যাবেনা। ইনভেস্টরদের আস্থা ফেরাতে না পারলে শেষ। আর এ কারণেই বাউন্টিও শেষ কারণ আইসিও না থাকলে বাউন্টি থাকবেনা সেটাই স্বাভাবিক। এছাড়া বর্তমানে বিভিন্ন চিটাররা নানানভাবে ফেক টিম খুলে ফেক প্রজেক্ট আনতেছে। সামান্য কিছু টাকা হাতিয়ে নিতে পারলে তারাও উধাও। এজন্য এখন কেউ ক্রিপ্টোতে বিনিয়োগ করতে চাচ্ছেনা।
Quote from: Malam90 on October 21, 2019, 05:28:24 AMQuote from: ttcsalam on May 25, 2019, 02:05:11 PMঠিকই বলেছেন বাউন্টি ছাড়া আসলে ফোরামে টিকে থাকা মুশকিল সেজন্য আমাদের লোকাল থ্রেডে নতুন বাউন্টি আসলে সেটার বিজ্ঞাপন এর ব্যবস্থা করা দরকার আমি মনে করি.বাউন্টি ছাড়া ক্রিপ্টো ফোরাম অচল। কারণ কিছু স্বার্থছাড়া মানুষ কেন সেখানে সময় দিবে। আর বর্তমানে বিজ্ঞাপন দিয়ে ক্রিপ্টোর বেহাল দশা কাটানো যাবেনা। ইনভেস্টরদের আস্থা ফেরাতে না পারলে শেষ। আর এ কারণেই বাউন্টিও শেষ কারণ আইসিও না থাকলে বাউন্টি থাকবেনা সেটাই স্বাভাবিক। এছাড়া বর্তমানে বিভিন্ন চিটাররা নানানভাবে ফেক টিম খুলে ফেক প্রজেক্ট আনতেছে। সামান্য কিছু টাকা হাতিয়ে নিতে পারলে তারাও উধাও। এজন্য এখন কেউ ক্রিপ্টোতে বিনিয়োগ করতে চাচ্ছেনা। এ গুলো প্রতিরোধ করতে হবে। আর ফোরাম এর অবস্থা এখনও সেরকমটি ভাল হয়নি। future এ কেমন হবে তাও জানি না। তবে scam project গুলো চিহ্নিত করে id ব্রান্ড করে দেয়া উচিত। এ বিষয় ফোরামের মোডারেটর দের সচেতনতা অবলম্বন করতে হবে।
Quote from: Nostoman on October 30, 2019, 06:11:21 AMQuote from: Malam90 on October 21, 2019, 05:28:24 AMQuote from: ttcsalam on May 25, 2019, 02:05:11 PMঠিকই বলেছেন বাউন্টি ছাড়া আসলে ফোরামে টিকে থাকা মুশকিল সেজন্য আমাদের লোকাল থ্রেডে নতুন বাউন্টি আসলে সেটার বিজ্ঞাপন এর ব্যবস্থা করা দরকার আমি মনে করি.বাউন্টি ছাড়া ক্রিপ্টো ফোরাম অচল। কারণ কিছু স্বার্থছাড়া মানুষ কেন সেখানে সময় দিবে। আর বর্তমানে বিজ্ঞাপন দিয়ে ক্রিপ্টোর বেহাল দশা কাটানো যাবেনা। ইনভেস্টরদের আস্থা ফেরাতে না পারলে শেষ। আর এ কারণেই বাউন্টিও শেষ কারণ আইসিও না থাকলে বাউন্টি থাকবেনা সেটাই স্বাভাবিক। এছাড়া বর্তমানে বিভিন্ন চিটাররা নানানভাবে ফেক টিম খুলে ফেক প্রজেক্ট আনতেছে। সামান্য কিছু টাকা হাতিয়ে নিতে পারলে তারাও উধাও। এজন্য এখন কেউ ক্রিপ্টোতে বিনিয়োগ করতে চাচ্ছেনা। এ গুলো প্রতিরোধ করতে হবে। আর ফোরাম এর অবস্থা এখনও সেরকমটি ভাল হয়নি। future এ কেমন হবে তাও জানি না। তবে scam project গুলো চিহ্নিত করে id ব্রান্ড করে দেয়া উচিত। এ বিষয় ফোরামের মোডারেটর দের সচেতনতা অবলম্বন করতে হবে। সাধারনত বাউন্টি হান্টাররা কোন প্রজেক্ট স্কাম তা বুঝেনা। তাই দেখবেন বিটকয়েনটক ফোরামে অনেক শুভাকাঙ্খী আছেন যারা নিয়মিত স্কাম প্রজেক্ট এবং যারা স্কাম করতেছে তাদের তথ্য তুলে ধরে রেড দিতেছে। সেখান থেকেও আপডেট তথ্য পাওয়া যায়। এছাড়া নিজেরাও একটু চেষ্টা করতে হবে তাহলে সবাই সতর্ক থাকলে স্কাম প্রজেক্ট খুজে বের করা সহজ হয়ে যাবে। আর নতুন বাউন্টি না আসার কারণ হচ্ছে বাউন্টি হান্টাররা এখন ভালো বাউন্টি না আসায় পেমেন্টও পাননা, প্রজেক্টগুলোও সাকসেস হচ্ছেনা।