Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on October 25, 2020, 03:11:34 PM
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আপনার কথায় যুক্তি আছে আমি আপনার কথার সাথে একমত জানাচ্ছি কিন্তু আরো বলতেছি যে কারমা পেতে হলে ভালো মানের পোস্ট দিতে হবে প্রথমত পোস্টে এমন কিছু লিখতে হবে যাতে ওই পোস্ট দেখে নিচের লেভেলের যারা আছে তারা যাতে অনেক কিছু শিখতে পারে তেমন কিছু পোস্ট দেওয়া উচিত আমার মনে হয়।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আপনার কথায় যুক্তি আছে আমি আপনার কথার সাথে একমত জানাচ্ছি কিন্তু আরো বলতেছি যে কারমা পেতে হলে ভালো মানের পোস্ট দিতে হবে প্রথমত পোস্টে এমন কিছু লিখতে হবে যাতে ওই পোস্ট দেখে নিচের লেভেলের যারা আছে তারা যাতে অনেক কিছু শিখতে পারে তেমন কিছু পোস্ট দেওয়া উচিত আমার মনে হয়।
আপনাদের নতুনদের জন্য আমরা সর্বচ্চ চেষ্টা চালিয়ে যাচিছ এর পরেও যদি বলেন আরো নতুন এমন কিছু দিতে হবে যা আমাদের পক্ষে সম্ভব নয় মানুষ হিসেবে। আপনাকে কারমা দিছি এখনও ১০০ ঘণ্টা হয়নি। আপনার পোস্ট কোয়ালিটি কি এতই ভালো ছিলো যা কারমা পাওয়ার মত? আপনাকে দিয়েছি অনুপ্রাণিত করার জন্য যাতে আপনি আপনার পোস্ট আরো ভালো করেন। আপনি উল্টো এসে আমাদের কোয়ালিটি নিয়ে বলতেছেন। জুনিয়র সিনিয়র সবাইকে মান্য করে কথা বলাও একটা সৌজন্যতা। বিটকয়েনটকে আমি আজো কোন সিনিয়দের দেখলে স্যার বলে সম্বোধন করি। আমি নিজ হাতে অন্তত ৫০ জনকে গত ৪ বছরে বাউন্টি শিখিয়েছি। এছাড়া আরো অনেককে প্রয়োজনে অপ্রয়োজনে টেলিগ্রামে, ফেসবুক ম্যাসেঞ্জারে ভুল ভ্রান্তি, জানা অজানা বিষয়ে টিপস দিয়ে আসছি। বাউন্টিতে আমি অনেক পুরান লোক। সুতারং নতুনদের শুভকামনা জানাই সব সময়, তাদের প্রতি আমার আন্তরিকতার অভাব নেই। আপনিও চাইলে পাবেন। ধন্যবাদ
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আমি প্রতিনিয়ত পোস্ট ভালো হলেই পজিটিভ কারমা দিয়ে যাচ্ছি। তবে বেশিরভাগ জুনিয়ার ইউজাররা সচেতন না। নতুন ইউজাররা খুবই উত্তেজিত। অনেক সময় আবোল-তাবোল পোস্ট করে থাকেন। আপনি যদি রাশিয়ান লোকাল সেকশনের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন তাদের কারমার সংখ্যা অনেক। কারণ তারা একে অপরকে কারমা দেয় । কিন্তু বাংলাদেশে এরকম হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। আমাদের দেশের ইউজাররা কেন পিছিয়ে? কারণ আমাদের দেশের সব চিটার বাটপার এ ভরা। এখানে ধৈর্যশীল লোকের প্রয়োজন। গরিব মন যাদের, তারা কারমা দিতে চায়না। কিন্তু তারা নেগেটিভ কারমা দেয় । যারা এধরনের কাজ করেন, তারা সতর্ক হয়ে যান। সব কিন্তু চেক করা হবে।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আপনার কথায় যুক্তি আছে আমি আপনার কথার সাথে একমত জানাচ্ছি কিন্তু আরো বলতেছি যে কারমা পেতে হলে ভালো মানের পোস্ট দিতে হবে প্রথমত পোস্টে এমন কিছু লিখতে হবে যাতে ওই পোস্ট দেখে নিচের লেভেলের যারা আছে তারা যাতে অনেক কিছু শিখতে পারে তেমন কিছু পোস্ট দেওয়া উচিত আমার মনে হয়।
ভালো পোস্ট করতে হলে মাথার মালের দরকার আছে। আমি কি ধরনের পোস্ট করেন? আপনি কি আপনি কি কারমা পাওয়ার মতো কোনো পোস্ট দিয়েছেন? Poor কোয়ালিটি পোস্ট করবেন না । ভালো মানের পোস্ট ও নিচের লেভেলের বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন? খোলাখুলি কথা বলবেন, আপনার পোষ্টের উপর থেকে আমি বুঝি নাই। কারণ আপনি বুঝাতে সক্ষম হন নাই। ভালো করে ব্যাখ্যা করে সব প্রশ্নের উত্তর দিবেন। তাহলে পোষ্ট ভালো হলে আপনি পজেটিভ কারমা পাবেন। অন্যথায় আপনি নেগেটিভ কারমা পাবেন। তাই সতর্ক হোন। আশা করি বুঝতে পেরেছেন।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
ভাই আপনার কথা পুরোপুরি যুক্তিসংগত। আসলে সবার উচিত আমাদের বাংলা ফোরামের ভাইদের একে অপরকে কারমা দেওয়া।তার কারণ হলো কিছুদিন আগে একটা সিগনেচার ক্যাম্পিয়ান দেখলাম যে পজিটিভ কার মার কারণে আমাদের অনেক ইউজার দের বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে আমরা চেষ্টা করব একটু ভালো ধরনের পোস্ট হলেই কারমা দিতে। তাহলে আমার বিশ্বাস এই ফোরামটি আরো অনেক উন্নতির দিকে অগ্রসর হবে।
-
যারা নতুন মেম্বার হয়েছেন বা ফূলমেম্বার তারা দয়াকরে কারমা দিয়ে দিন। তা নাহলে আপনিও কিন্তু কারমা পাবেন না। কাজেই বিষয় টা নিয়ে একটু ভাববেন। যেমন কর্ম তেমন ফল। সিনিয়ারা কিন্তু এগিয়ে আর সিনিয়ারদের হেল্প ছাড়া জুনিয়রা কিন্তু বেশি দূর এগোতে পারবেনা।
-
আপনার কথায় যুক্তি আছে আমি খেয়াল করতেছি যে যারা কারমা দেয় তারা কি মনে করে যে আমি কার মার দিলাম আমার টা মাইনাস হয়ে গেল কিনা। এরকম চিন্তাধারা করে এবং যারা কারমা দেয়না তাদের মনে হিংসা রয়েছে এসব কিছু বাদ দিয়ে ফোরামে ধৈর্যসহকারে টিকে থাকতে হবে এবং সবাইকে ভালোবাসতে হবে।
-
আপনার কথায় যুক্তি আছে আমি খেয়াল করতেছি যে যারা কারমা দেয় তারা কি মনে করে যে আমি কার মার দিলাম আমার টা মাইনাস হয়ে গেল কিনা। এরকম চিন্তাধারা করে এবং যারা কারমা দেয়না তাদের মনে হিংসা রয়েছে এসব কিছু বাদ দিয়ে ফোরামে ধৈর্যসহকারে টিকে থাকতে হবে এবং সবাইকে ভালোবাসতে হবে।
কারমা কারো স্টকেও থাকেনা আবার কারো কারমা দিলে কমেও না। এটা এই ফোরামের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা বিটকয়েনটকেও নেই। বিটকয়েনটকে সিনিয়ররা, ডিটি মেম্বাররা জুনিয়দের সাথে ভালো ব্যবহার করেনা বিশেষ করে যারা ডিটি মেম্বার। জুনিয়রদের সামান্য ত্রুটি পেলেই রেডট্রাস্ট, নেগেটিভ ফিডব্যক দেয় যেটা বর্বরতা ছাড়া আর কিছু নয়। হা যদি বড় অপরাধ করে, চিটিং করে তাহলে ভিন্ন কথা। এই ফোরামের উন্নতির পিছনে কিছু কিছু সিনিয়র পারসনের অমায়িকতা, জুনিয়রদের হেল্প একটি দারুন প্রভাব ফেলেছে। এজন্য ফোরামকে এগিয়ে নিতে, পাশাপাশি নিজেদের অবস্থানকে মজবুত করতে হলে আমারে র্যাংক বৃদ্ধির পাশাপাশি কারমার দরকার আছে। এজন্য সবার আন্তরিকা ছাড়া সম্ভব না। আগামী কিছুদিন আরো পর্যবেক্ষণ করবো যারা কারমা দিবেনা তাদের আর ফিউচারে কারমা দেওয়া হবেনা।
-
আমি মনে করি সবাই সবাই কে কারমা দেওয়া উচিত । যাতে করে সবাই আমরা উৎসাহ পেতে পারি। কাজের প্রকৃত মান আমরা যাচাই করতে পারি। সুতরাং কেন এই কৃপনতা।অনেকে মনে করতে পারেন তার নিজের পারফরমেন্স নষ্ট হবে কিন্তু বিষয় টা তো প্রকৃত পক্ষে এরকম নয়।একটা প্রতিষ্ঠানে কেন ভাল কাজের মুল্যায়ন করেন কেন ইনক্রিমেন্ট দেন কেন প্রমোশন দেন তার কাজের প্রকৃত মান যাচাই করার জন্য। ঠিক তেমনি বড় যারা আমাদের কাজের সিনিয়ার আছেন তাদের কারমা দিলে তারা উৎসাহ পাবেন।সুতরাং সাবাই কে উদাত্ত আহবান জাবাবো কারমা দেওয়া এবং নেওয়ার প্রতি।ধন্যবাদ।
-
আপনার কথায় যুক্তি আছে আমি খেয়াল করতেছি যে যারা কারমা দেয় তারা কি মনে করে যে আমি কার মার দিলাম আমার টা মাইনাস হয়ে গেল কিনা। এরকম চিন্তাধারা করে এবং যারা কারমা দেয়না তাদের মনে হিংসা রয়েছে এসব কিছু বাদ দিয়ে ফোরামে ধৈর্যসহকারে টিকে থাকতে হবে এবং সবাইকে ভালোবাসতে হবে।
কারমা কারো স্টকেও থাকেনা আবার কারো কারমা দিলে কমেও না। এটা এই ফোরামের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা বিটকয়েনটকেও নেই। বিটকয়েনটকে সিনিয়ররা, ডিটি মেম্বাররা জুনিয়দের সাথে ভালো ব্যবহার করেনা বিশেষ করে যারা ডিটি মেম্বার। জুনিয়রদের সামান্য ত্রুটি পেলেই রেডট্রাস্ট, নেগেটিভ ফিডব্যক দেয় যেটা বর্বরতা ছাড়া আর কিছু নয়। হা যদি বড় অপরাধ করে, চিটিং করে তাহলে ভিন্ন কথা। এই ফোরামের উন্নতির পিছনে কিছু কিছু সিনিয়র পারসনের অমায়িকতা, জুনিয়রদের হেল্প একটি দারুন প্রভাব ফেলেছে। এজন্য ফোরামকে এগিয়ে নিতে, পাশাপাশি নিজেদের অবস্থানকে মজবুত করতে হলে আমারে র্যাংক বৃদ্ধির পাশাপাশি কারমার দরকার আছে। এজন্য সবার আন্তরিকা ছাড়া সম্ভব না। আগামী কিছুদিন আরো পর্যবেক্ষণ করবো যারা কারমা দিবেনা তাদের আর ফিউচারে কারমা দেওয়া হবেনা।
আপনার এই কথাটা ভাই অনেক ভালো লেগেছে-‘‘কারমা কারো স্টকেও থাকেনা আবার কারো কারমা দিলে কমেও না’’ আসলেই তাই তবে আমার মনে হয় বিটকয়েনফোরামে অনেকে উল্টা পাল্টা কারমা দিয়ে রেড খাইছে আবার কেউ কারমা বাই সেল করে রেড খাইছে তাই তারা মনে করতেছে এখানেও কারমা দিলে নেগেটিভ রিয়েক্টে হতে পারে। আসলে এই ফোরামের কারমার সিস্টেমটা এখনো অনেকে ভালো করে জানেনা বিশেষকরে আমাদের বাংলাদেশী ভাইবোনরা। আমি ভালো পোষ্ট পেলে সবসময় কারমা দিতে চেষ্টা করি আশাকরি অন্য ভাইবোনরাও তা করবেন কারন আপনিও একসময় সিনিয়র হবেন আর তখন আপনাকেও কেউ কারমা দিবেনা।
ধন্যবাদ
-
অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনি যেভাবে সবাইকে নিয়ে চিন্তা করছেন এটা সত্যিই আমাদের সবার জন্য এমনকি আমাদের ফোরামের জন্য ও সুফল বয়ে আনবে। আমার মনেহয় কারমা বিষয়েে আমরা নতুন যারা তাদের স্বচ্ছ ধারণা নাই এ জন্য আমরা অন্যদের কারমা দিতে কুন্ঠাবোধ করছি। আমি বিশ্বাসকরি আমরা নতুরা যদি ফোরামে বেশি বেশি একটিভ থাকি, আপনাদের লেখাগুলো পড়ি/অনুসরণ করি তাহলে আমাদের ফোরামের সকল বিষয়েে স্বচ্ছ ধারণা তৈরি হবে, যটা ভবিষ্যতে ফোরামে কাজ করার জন্য খুব উপকারে আসবে। আমি আমার নতুন ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি সবাই ফোরামে সক্রিয় হব এবং কেউ কোন ভালো কিছু লিখলে আমার কারমা প্রদান করব। মনেরাখতে হবে আমরা যদি কারো ভালো লেখার মূল্যায়ন করি তাহলে অন্যরা ও আমাদের ভালো লেখার মূল্যায়ন করবে।
-
বর্তমানে দেখা যায় অনেক ইউজার আছে যারা কারমা দিতে চায়না যত ভালো পোস্টটি হোক। এমন না যে কারমা দিলে তাদের কোন ক্ষতি হবে। কিছুদিন আগে একটা প্রজেক্ট এসেছে সেখানে দেখেছি পজিটিভ কারমা কম থাকার কারণে সেই প্রজেক্ট থেকে অনেক বাংলাদেশ ইউজারদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে আমরা সবাই চেষ্টা করব যদি কোন পোস্ট এর মান ভাল হয় তাহলে অবশ্যই কারমা দেওয়া।ভবিষ্যতে কোন প্রজেক্টে যদি কারমার কথা উল্লেখ করে তাহলে যেন আমাদের বাংলাদেশে ইউজাররা আর বাদ না পড়ে।
-
বর্তমানে দেখা যায় অনেক ইউজার আছে যারা কারমা দিতে চায়না যত ভালো পোস্টটি হোক। এমন না যে কারমা দিলে তাদের কোন ক্ষতি হবে। কিছুদিন আগে একটা প্রজেক্ট এসেছে সেখানে দেখেছি পজিটিভ কারমা কম থাকার কারণে সেই প্রজেক্ট থেকে অনেক বাংলাদেশ ইউজারদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে আমরা সবাই চেষ্টা করব যদি কোন পোস্ট এর মান ভাল হয় তাহলে অবশ্যই কারমা দেওয়া।ভবিষ্যতে কোন প্রজেক্টে যদি কারমার কথা উল্লেখ করে তাহলে যেন আমাদের বাংলাদেশে ইউজাররা আর বাদ না পড়ে।
পোস্ট ভালো হয়েছে। পজিটিভ কারমা রইল+১
-
বর্তমানে দেখা যায় অনেক ইউজার আছে যারা কারমা দিতে চায়না যত ভালো পোস্টটি হোক। এমন না যে কারমা দিলে তাদের কোন ক্ষতি হবে। কিছুদিন আগে একটা প্রজেক্ট এসেছে সেখানে দেখেছি পজিটিভ কারমা কম থাকার কারণে সেই প্রজেক্ট থেকে অনেক বাংলাদেশ ইউজারদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে আমরা সবাই চেষ্টা করব যদি কোন পোস্ট এর মান ভাল হয় তাহলে অবশ্যই কারমা দেওয়া।ভবিষ্যতে কোন প্রজেক্টে যদি কারমার কথা উল্লেখ করে তাহলে যেন আমাদের বাংলাদেশে ইউজাররা আর বাদ না পড়ে।
পোস্ট ভালো হয়েছে। পজিটিভ কারমা রইল+১
আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো। আপনাদের মত সিনিয়রভাইদের যদি উৎসাহ পাই তাহলে ভবিষ্যতে আরো ভালো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করব। এবং কি ফোরামে নতুন কিছু করার চেষ্টা করব।
-
বর্তমানে দেখা যায় অনেক ইউজার আছে যারা কারমা দিতে চায়না যত ভালো পোস্টটি হোক। এমন না যে কারমা দিলে তাদের কোন ক্ষতি হবে। কিছুদিন আগে একটা প্রজেক্ট এসেছে সেখানে দেখেছি পজিটিভ কারমা কম থাকার কারণে সেই প্রজেক্ট থেকে অনেক বাংলাদেশ ইউজারদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে আমরা সবাই চেষ্টা করব যদি কোন পোস্ট এর মান ভাল হয় তাহলে অবশ্যই কারমা দেওয়া।ভবিষ্যতে কোন প্রজেক্টে যদি কারমার কথা উল্লেখ করে তাহলে যেন আমাদের বাংলাদেশে ইউজাররা আর বাদ না পড়ে।
পোস্ট ভালো হয়েছে। পজিটিভ কারমা রইল+১
আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো। আপনাদের মত সিনিয়রভাইদের যদি উৎসাহ পাই তাহলে ভবিষ্যতে আরো ভালো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করব। এবং কি ফোরামে নতুন কিছু করার চেষ্টা করব।
আমাদের সহযোগীতা থাকবে। আপনাকে কারমা দিয়েছিলাম ভালো পোস্টের জন্য। এখনও ১০০ ঘন্টা না হওয়ার আরেকটা দিতে পারলাম না। আপনিও সিনিয়রদের কারমা দিন। একটিভ থাকবেন, নিজেও কারমা দিবেন, কারমাও পাবেন আমাদের থেকে।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আপনার কথায় যুক্তি আছে আমি আপনার কথার সাথে একমত জানাচ্ছি কিন্তু আরো বলতেছি যে কারমা পেতে হলে ভালো মানের পোস্ট দিতে হবে প্রথমত পোস্টে এমন কিছু লিখতে হবে যাতে ওই পোস্ট দেখে নিচের লেভেলের যারা আছে তারা যাতে অনেক কিছু শিখতে পারে তেমন কিছু পোস্ট দেওয়া উচিত আমার মনে হয়।
এখানে সিনিয়র ভাইদের কারমা না দেয়ার বিষয়ে বলা হয়েছে; আমার মনেহয় সিনিয়রদের বিষয়ে এভাবে বলা উচিত নয়। সিনিয়র ভাইয়েরা আমাদের ভালো ভালো পোস্ট উপহার দিচ্ছেন, ফোরাম সম্পূর্কে, ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে জানার সুযোগ করে দিচ্ছেন, আমাদের কারমা দিচ্ছেন। তাদের পরামর্শে, অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যারা জুনিয়র সদস্য অর্থাৎ ফুল মেম্বার, সিনিয়র মেম্বার আছি তাদের মধ্যে অনেকেই অলসতা/কৃপণতা করে কারমা দেয় না, বিশষকরে সিনিয়র ভাইদের কারমা দেয় না, তাদের প্রতি অনুরোধ রইল এখন থেকে সবাই সবাইকে ভালো পোস্টে কারমা দিবেন বিশেষকরে আগে সিনিয়র ভাইদের কারমা দিবেন। মনে রাখবেন সিনিয়র ভাইয়েরা আমাদের পথ প্রদর্শক।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আপনি যে কথাগুলো বলেছেন সেই কথার সাথে আমি সম্পূর্ণ ভাবে একমত আর আমি নিজেও দেখেছি যে জুনিয়র মেম্বার যারা আছে তারা সহজে ভালো পোস্টেও কারমা দেয় না আর আমরা যারা আছি তারা সহজে কারমা দিতেছি তো আমি জুনিয়রদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন সিনিয়রদের কারমা দেয় ।
-
আপনি ঠিক বলেছেন। অনেকেই অলসতা দেখায় কেন বুঝিনা। কারমা দিলে অন্যদেরও আগ্রহ বাড়বে ভালো পোস্ট করতে। নিজেদের এক্টিভিটি ও বাড়াবে। সাথে সাথে এই কারমা আমাদের সামনে বাউন্টি গুলোতে জয়েন করতেও কাজে দিবে। সবার কাছে অনুরোধ আপনারা ভালো পোস্ট দেখলেই কারমা দিয়ে যাবেন।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আপনার কারমা সম্পর্কে যে পোস্ট দিয়েছেন তা আমার কাছে ভাল লেগেছে যার জন্য আমি আপনা কে একটি + কারমা না দিয়ে পারলাম না।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আপনার কারমা সম্পর্কে যে পোস্ট দিয়েছেন তা আমার কাছে ভাল লেগেছে যার জন্য আমি আপনা কে একটি + কারমা না দিয়ে পারলাম না।
ধন্যবাদ আপনার মতামতের জন্য। কারমা আমি রোজই অনেককে দেই যদি দেখি তার পোস্ট অন্তত দেড় থেকে দুলাইনের এবং মোটামুটি ভালো মানের। আধা লাইন, একলাইন পোস্ট হলে কারমা দেইনা। আমরা সবাই সবাইকে কারমা দিবো এবং কারমা পাওয়ার মত করে পোস্ট করার চেষ্টা করবো। সবার সহযোগীতাই হতে পারে বাংলা বোর্ডের উন্নতি নতুবা এটা বিটকয়েনটকের মত অবস্থায় পড়তে হবে আমাদের।
-
আপনার কথায় যুক্তি আছে আমি খেয়াল করতেছি যে যারা কারমা দেয় তারা কি মনে করে যে আমি কার মার দিলাম আমার টা মাইনাস হয়ে গেল কিনা। এরকম চিন্তাধারা করে এবং যারা কারমা দেয়না তাদের মনে হিংসা রয়েছে এসব কিছু বাদ দিয়ে ফোরামে ধৈর্যসহকারে টিকে থাকতে হবে এবং সবাইকে ভালোবাসতে হবে।
কারমা কারো স্টকেও থাকেনা আবার কারো কারমা দিলে কমেও না। এটা এই ফোরামের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা বিটকয়েনটকেও নেই। বিটকয়েনটকে সিনিয়ররা, ডিটি মেম্বাররা জুনিয়দের সাথে ভালো ব্যবহার করেনা বিশেষ করে যারা ডিটি মেম্বার। জুনিয়রদের সামান্য ত্রুটি পেলেই রেডট্রাস্ট, নেগেটিভ ফিডব্যক দেয় যেটা বর্বরতা ছাড়া আর কিছু নয়। হা যদি বড় অপরাধ করে, চিটিং করে তাহলে ভিন্ন কথা। এই ফোরামের উন্নতির পিছনে কিছু কিছু সিনিয়র পারসনের অমায়িকতা, জুনিয়রদের হেল্প একটি দারুন প্রভাব ফেলেছে। এজন্য ফোরামকে এগিয়ে নিতে, পাশাপাশি নিজেদের অবস্থানকে মজবুত করতে হলে আমারে র্যাংক বৃদ্ধির পাশাপাশি কারমার দরকার আছে। এজন্য সবার আন্তরিকা ছাড়া সম্ভব না। আগামী কিছুদিন আরো পর্যবেক্ষণ করবো যারা কারমা দিবেনা তাদের আর ফিউচারে কারমা দেওয়া হবেনা।
আপনি অনেক মূল্যবান কথাটি বলেছেন ব্রো। আমাদের ফোরামে সবাই বন্ধুত্ব সুলভ আচরণ করে যা দেখে আমি অনেক আনন্দিত হই। বিটকয়েনে দেখেছি জুনিয়ররা যদি একটু ভুল করার সাথে সাথে তাদের রেড ট্রাস্ট দিয়ে আইডি বাদ দেওয়া হয়। আমাদের এই ফোরামের সবার উচিত একে অপরকে পজিটিভ কারমা দেওয়া পোষ্টের মান ভালো হলে। হলে দেখা যাবে দিন দিন এই ফোরামটি আরো উন্নতি হবে।
-
আপনার কথায় যুক্তি আছে আমি খেয়াল করতেছি যে যারা কারমা দেয় তারা কি মনে করে যে আমি কার মার দিলাম আমার টা মাইনাস হয়ে গেল কিনা। এরকম চিন্তাধারা করে এবং যারা কারমা দেয়না তাদের মনে হিংসা রয়েছে এসব কিছু বাদ দিয়ে ফোরামে ধৈর্যসহকারে টিকে থাকতে হবে এবং সবাইকে ভালোবাসতে হবে।
কারমা না দেওয়ার একমাত্র প্রবলেম হচ্ছে যে হিংসা পরায়ন হওয়া। আমার মনে হয় বেশির ভাগ মানুষের মধ্যে এই হিংসা কাজ করে বিশেষ করে বাঙালিদের মধ্যে তা না হলে কারমা পাওয়া যেত। আপনি যদি অন্যন্য জাতির দিকে তাকান দেখবেন তাদের সাবারই কারমার অভাব নেই। তাদের গ্লোবাল সেকশনে তেমন পোস্ট নেই অথচ কারমা বেশি।
-
আপনার কথায় যুক্তি আছে আমি খেয়াল করতেছি যে যারা কারমা দেয় তারা কি মনে করে যে আমি কার মার দিলাম আমার টা মাইনাস হয়ে গেল কিনা। এরকম চিন্তাধারা করে এবং যারা কারমা দেয়না তাদের মনে হিংসা রয়েছে এসব কিছু বাদ দিয়ে ফোরামে ধৈর্যসহকারে টিকে থাকতে হবে এবং সবাইকে ভালোবাসতে হবে।
কারমা না দেওয়ার একমাত্র প্রবলেম হচ্ছে যে হিংসা পরায়ন হওয়া। আমার মনে হয় বেশির ভাগ মানুষের মধ্যে এই হিংসা কাজ করে বিশেষ করে বাঙালিদের মধ্যে তা না হলে কারমা পাওয়া যেত। আপনি যদি অন্যন্য জাতির দিকে তাকান দেখবেন তাদের সাবারই কারমার অভাব নেই। তাদের গ্লোবাল সেকশনে তেমন পোস্ট নেই অথচ কারমা বেশি।
সত্যি কথাটাই বলেছেন আপনি। অন্যান্যদেশগুলির ফোরামের ইউজারদের লক্ষ করলে দেখা যায় তাদের কার মার অভাব নেই।কিন্তু আমি আরো দেখেছি গ্লোবাল সেকশনে তাদের ভালো কোনো ভূমিকাই নেই বা বেশি পোস্ট নেই। তারা করে কি তারা নিজ নিজ নেটিভ দের কারমা দিয়ে থাকে তারা কারমা দিতে কোন কৃপণতা করেন না।সে ক্ষেত্রে আমাদের কিছু কিছু বাঙ্গালীদের ক্যারেক্টার ভিন্ন তারা পজিটিভ কারমা না দিয়ে কিভাবে অন্যের ক্ষতি করা যায় সেই নিয়ে ব্যস্ত থাকে।
-
বর্তমানে আইডি রেংকিংয়ের সাথে সাথে পজেটিভ কারমা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু বাউন্টিতে একাউন্ট লিজেন্ডারি হলেও কারমা কম থাকার কারণে পার্টিসিপেট করা যায় না। FREE TRON বাউন্টিতে বাংলাদেশের অনেক লিজেন্ডারি হিরো মেম্বাররা শুধু কারমা কম থাকার কারণে অ্যাড হতে পারেনি । সবার কাছে অনুরোধ করবো সবাই একে অপরকে সহযোগিতা করি ভাল পোষ্ট হলে ভালো কিছু শেখার থাকলে তাকে অবশ্যই আমরা পজেটিভ কারমা দেব পজিটিভ কারমা দিলে কারো কোন ক্ষতি হবে না। কারমা হল ফোরামে একে অপরকে উৎসাহ উদ্দিপনা যোগানো। বাংলা লোকাল থ্রেডে সকলে বেশি বেশি ভালো পোস্ট করি এবং একে অপরকে কারমার মাধ্যমে উৎসাহ দেই।
-
কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয়। আপনি যদি কাউকে কারমা না দেন তাহলে আপনিও কারমা পাবেন না এটাই স্বাভাবিক। কাজেই কার্পণ্য না করে সম্ভব হলে কারমা দিয়ে দিন।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আমি আপনার সাথে একমত পোষণ করছি।আমাদের বাংলাদেশের মানুষ এখন এমন হয়ে গেছে যে যার যত দেওয়া যায় সে শুধু নিতে থাকে দেওয়ার নাম আর নাই। আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি আপনি খুবই ভালো একজন মানুষ। খুব ভালো ভালো, মানসম্মত, শিক্ষনীয়, পোস্ট দেন আপনি। আপনি সবাইকে সবসময় প্লাস কারমা দেন। কিন্তু আমাদের সেকশনে কিছু অসাধু ব্যক্তি আছে যারা শুধু নিয়ে থাকে কখনো দেয় না। এরা কখনো শিক্ষা হবে না। এর আগে একটা বাউন্টি ছিল সেইটা 100 টা কারমা না হলে জয়েন করতে পারত না। আমাদের বাংলাদেশের অনেক মানুষ সেই বাউন্টিতে কারমার জন্য জন করতে পারেনি। তাদের এখান থেকে শেখা উচিত ছিল যে কারমা জিনিসটা কি।ফুল মেম্বার থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত যতগুলো মেমবার আছে সবাই যদি সবাইকে হেল্প করে তাহলে আমি মনে করি আমাদের আর কোন সমস্যা হবে না। শিক্ষনীয় মানসম্মত পোস্ট হলে কারমা দেওয়া উচিত।
-
ভাই আপনার টপিক আর পোস্ট টা পরে খুব ভালো লাগছে আমরা কেউ কাউকে কারমা দিতে চাই না,।কারমা দেওয়ার সময় মনে নিকের পকেটের হাজার টাকার নোট টা কাউকে দিয়ে দিলাম। আমরা যারা ফুল মেম্বার এস আর মেম্বার হিরো মেম্বার আছি তারা কেউ কাউকে কারমা দেই না। আমরা মনে করি আমার ২০+ কারমা আছে আমি যদি আরেক জন কে +১ কারমা দেই তাহলপ তো ওর দেখি ২৫+ কারমা হয়ে যাবে তাহলে তো সে আমার থেকে উপরে উঠে যাবে থাক ওকে কারমা +১ না দিয়ে -১ দিয়া দেই তাহলে আমার থেকে নিচে নেমে যাবোনি,,, আমাদের এই মনো ভাবনার জন্যই আমাদের কারমা + হয় না আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি আমি কিছু দিন যাবতন একটা জিনিস দেখতাছি দিন দিন আমার + কারমা - হয়ে যাইতাছে কিন্তু কেনো,, কেনো না আমি যদি উপরে উঠে যাই তাই তো কেউ কেউ -১ কারমা দিতে ভালোবাসে আর তারা সেটাই করে এইভাবে চলতে থাকলে আমাদের বাংলাবোর্ড এর অ্যাকটিভিটি ০ হয়ে যাবে তাই আমরা কেউ কাউকে -১ কারমা না দিয়ে +১ কারমা দেওয়ার চেষ্টা করি
-
কারমা পেতে হলে পোস্ট করতে হবে মানসম্মত যে পোস্ট দেখে এবং পড়ে সবাই কিছু না কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। ভালো পোস্ট হলে সেখান থেকে সবাই অনেক কিছু জানতে পারে। তাহলে পজেটিভ কারমা পাওয়া যাবে।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
সিনিয়র জুনিয়র যারাই আছেন যাদের কারমা দেওয়ার যোগ্য তারা চাইলে কারমা দিয়ে দিতে পারেন। সবসময় পজিটিভ থাকবেন সেই সাথে চেস্টা করবেন পজিটিভ কারমা দেওয়ার জন্য। এতে করে আমরা সাবাই সবাই কে হেল্প করতে পারব।
-
যারা নতুন মেম্বার হয়েছেন বা ফূলমেম্বার তারা দয়াকরে কারমা দিয়ে দিন। তা নাহলে আপনিও কিন্তু কারমা পাবেন না। কাজেই বিষয় টা নিয়ে একটু ভাববেন। যেমন কর্ম তেমন ফল। সিনিয়ারা কিন্তু এগিয়ে আর সিনিয়ারদের হেল্প ছাড়া জুনিয়রা কিন্তু বেশি দূর এগোতে পারবেনা।
সবাই সবাই কে কারমা দিলেই তো হয়ে যায়। কেউ কৃপনতা করবেন না। এটি দিলে কমে না।
-
যারা নতুন মেম্বার হয়েছেন বা ফূলমেম্বার তারা দয়াকরে কারমা দিয়ে দিন। তা নাহলে আপনিও কিন্তু কারমা পাবেন না। কাজেই বিষয় টা নিয়ে একটু ভাববেন। যেমন কর্ম তেমন ফল। সিনিয়ারা কিন্তু এগিয়ে আর সিনিয়ারদের হেল্প ছাড়া জুনিয়রা কিন্তু বেশি দূর এগোতে পারবেনা।
সবাই সবাই কে কারমা দিলেই তো হয়ে যায়। কেউ কৃপনতা করবেন না। এটি দিলে কমে না।
আমরা বাঙালি আমরা হিংসার দাস। হিংসা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা কেউ কারো সফলতা দেখতে পারিনা। তাহলে কিভাবে আমরা একে অন্যকে প্লাস কারমা দিব, কিভাবে আমরা এগিয়ে যাব। এ কারণেই অন্যান্য ফোরামের তুলনায় আমাদের ফোরামটা অনেক পিছিয়ে, এই কারমা নিয়ে এই ফোরামে অনেক আলোচনা হয়েছে, আমাদের সিনিয়র ভাইয়েরাও এটা নিয়ে অনেক আলোচনা করেছেন। আশাকরি সকলেই বুঝতে পেরেছেন প্লিজ সবাই সবাইকে হেল্প করুন। ফোরামকে এগিয়ে নিতে সহযোগিতা করুন, হিংসার বশীভূত হয়ে কেউ কাউকে - কারমা দিবেন না প্লিজ। ভালো পোস্ট পেলে আমি অবশ্যই সে যেই হোক তাকে কারমা দেই।
-
বর্তমানে দেখা যায় অনেক ইউজার আছে যারা কারমা দিতে চায়না যত ভালো পোস্টটি হোক। এমন না যে কারমা দিলে তাদের কোন ক্ষতি হবে। কিছুদিন আগে একটা প্রজেক্ট এসেছে সেখানে দেখেছি পজিটিভ কারমা কম থাকার কারণে সেই প্রজেক্ট থেকে অনেক বাংলাদেশ ইউজারদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে আমরা সবাই চেষ্টা করব যদি কোন পোস্ট এর মান ভাল হয় তাহলে অবশ্যই কারমা দেওয়া।ভবিষ্যতে কোন প্রজেক্টে যদি কারমার কথা উল্লেখ করে তাহলে যেন আমাদের বাংলাদেশে ইউজাররা আর বাদ না পড়ে।
পোস্ট ভালো হয়েছে। পজিটিভ কারমা রইল+১
আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো। আপনাদের মত সিনিয়রভাইদের যদি উৎসাহ পাই তাহলে ভবিষ্যতে আরো ভালো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করব। এবং কি ফোরামে নতুন কিছু করার চেষ্টা করব।
সাবই সচেতন হউন। তহলেই কারমার অভাব হবে না। সবাই যদি বুঝতে চেস্টা করে যে কারমা দিলে কো্ন ক্ষতি নাই। তাহলে কারমা দেয় ছাড়া ছড়ি হয়ে যাবে।
-
কারমা পাওয়া যায় একমাত্র পোস্ট ও ভালো হলে। পোস্ট হতে হবে ফোরাম রিলেটেড ভালো ও মানসম্মত পোস্ট হলে তাহলে সবাই আপনাকে কারমা দেবে।
-
অবশ্যই উচিত ভালো পোস্ট হলে কারমা দেওয়া। তাহলে দেখা যাবে আমাদের এই ফর্মটা আরো অনেক এগিয়ে যাবে। কারণ নতুন ইউজারদের কারমা দিলে তারা কাজের উৎসাহ পায়।যেজন্য ফুল মেম্বার হলে অবশ্যই কারমা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার কথা একদম ঠিক। কারমা পেতে হলে আমাদের আরো ভালো মানের পোস্ট করতে হবে তাহলে আমরা কারমা পাবো।
-
অবশ্যই উচিত ভালো পোস্ট হলে কারমা দেওয়া। তাহলে দেখা যাবে আমাদের এই ফর্মটা আরো অনেক এগিয়ে যাবে। কারণ নতুন ইউজারদের কারমা দিলে তারা কাজের উৎসাহ পায়।যেজন্য ফুল মেম্বার হলে অবশ্যই কারমা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
কাউকে পজিটিভ কারমা দিলে তার উৎসাহ বাড়ে। অন্যদিকে নেগেটিভ কারমা দিলে তার আগ্রহ টা কমে যায়। আমাদের সিনিয়র ভাইরা প্রতিনিয়ত জুনিয়র ভাইদের পজেটিভ কারমা দিয়ে থাকেন জুনিয়রদের কে উৎসাহ দেওয়ার জন্য। তাই আমাদের উচিত কেউ ভুল করলে তাকে বুঝিয়ে বলার এবং নেগেটিভ কারমা দিয়ে তার মন নষ্ট করা ঠিক না। আশা করি এরপর থেকে আমরা সিনিয়র ভাইদের কাছ থেকে শিক্ষা নিয়ে একটু ভালো পোস্ট পেলেই সবাই সবাইকে পজিটিভ কার মার দিব। তাতে সবার আগ্রহ বাড়বে ফোরামটা অনেক এগিয়ে যাবে।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আসলে আমরা সবাই কেন জানি কারমা দিতে কুন্ঠা বোধ করছি। আসলে কারমা দিতে কুন্ঠা বোধ করা ঠিক না। যারা ভালো এবং তথ্য ভিত্তিক পোস্ট করছে এবং ভালো কিছু লিখছে তাদের কারমা দেওয়া উচিৎ। ভালো লেখায় কারমা দিলে তারা আরে ভালো কিছু লিখতে উৎসাহিত হবে।
-
সিনিয়র ভাইরা জুনিয়রদের কারমা দেবে। যার ফলে জুনিয়ররা উৎসাহিত হবে এবং যার ফলে তারা ফোরামে একটিভ থাকবে। দয়া করে যারা সিনিয়র আছেন তারা একটু ভালো পোস্ট হলেই কারমা প্রদান করবেন। আর আমরা যারা জুনিয়ার তারা একটু ভালো পোস্ট করার চেষ্টা করব যাতে সিনিয়র ভাইরা কারমা দিতে পারে।
-
যারা নতুন মেম্বার হয়েছেন বা ফূলমেম্বার তারা দয়াকরে কারমা দিয়ে দিন। তা নাহলে আপনিও কিন্তু কারমা পাবেন না। কাজেই বিষয় টা নিয়ে একটু ভাববেন। যেমন কর্ম তেমন ফল। সিনিয়ারা কিন্তু এগিয়ে আর সিনিয়ারদের হেল্প ছাড়া জুনিয়রা কিন্তু বেশি দূর এগোতে পারবেনা।
জি ভাই আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো কারণ নতুনদের কারমা দিতে বলেছেন
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
অবশ্যই এটা আমাদের করণীয়।আসলে যারা সিনিয়র মেম্বার আছেন তারা যদি নতুন ইউজারদের কারমা দিয়ে থাকে তাহলে অবশ্যই তারা কাজের অনুপ্রেরণা পাবে এবং তারা এই ফোরামে কাজ করার মন মানসিকতা সৃষ্টি হবে।
-
আমি মোটামুটি সকলকে যাদের পোস্ট গুলা একটু ভালো হয় এবং তারা ফোরামের সকল রুলস মেনে কাজ করে তাদেরকে আমি পজিটিভ কারমা দিয়ে থাকি। কিন্তু আমি দেখছি কিছু কিছু বড় পদের মেম্বার রয়েছে যারা কোন কারমা কাউকেই দেয় না।
-
বাংলা বোর্ডের সকল সদস্যদের উচিত একে অপরকে সহযোগিতা করা কারো পোস্টে ভালো শিক্ষনীয় হলে তাকে কারমা দেওয়া।ফোরামে কেউ কারমা পাওয়ার যোগ্য হলে সে সিনিয়র ও জুনিয়র যেই হোক তাকে অবশ্যই কারমা দেওয়া উচিত। এতে করে যাকে কারমা দিচ্ছেন সে কাজে আরো উৎসাহ পায় ।তাই আমরা একে অপরকে সহযোগিতা করব পজেটিভ কারমা দেব।
-
কারমা পাওয়ার জন্য আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে. আপনার পোস্ট পরে কেউ যদি উপকৃত হয় এবং তবেই আপনি কারমা পেতে পারেন। কোনো কপি পেস্ট বা স্প্যামিং করবেন না. হেল্পফুল পোস্ট করলে অবশ্যই কারমা অর্জন করতে পারবেন. এছাড়াও রাঙ্ক আপ করার চেষ্টা করতে হবে।
-
আমাদের বাঙ্গালীদের মনে হিংসা বেশি যার কারণে কেউ কাউকে কারমা দিতে চায় না।সবার প্রতি অনুরোধ যার পোস্ট ফোরাম রিলেটেড ও মানসম্মত পোস্ট যার হবে তাকে অবশ্যই পজেটিভ কারমা দিবেন। এবং কেউ যদি কপি পেস্ট করে এবং স্প্যামিং করে তাহলে তাকে নেগেটিভ কারমা দেবেন।
-
কারমা পাওয়ার জন্য আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে. আপনার পোস্ট পরে কেউ যদি উপকৃত হয় এবং তবেই আপনি কারমা পেতে পারেন। কোনো কপি পেস্ট বা স্প্যামিং করবেন না. হেল্পফুল পোস্ট করলে অবশ্যই কারমা অর্জন করতে পারবেন. এছাড়াও রাঙ্ক আপ করার চেষ্টা করতে হবে।
কেন আপনার কাছে কি মনে হয় আমার পোস্ট ভালো মানের নয়? আমার পোস্ট থেকে কেউ উপকৃত হয়নি বা হচ্ছেনা? আমি কি কপি পেস্ট করি বা স্পামিং করি? আমার পোস্ট কি হেল্পফুল হচ্ছে না? কি ধরনের কমেন্ট করেন এগুলো? পোস্ট না বুঝে চোখ বন্ধ করে কমেন্ট করা থেকে বিরত থাকুন। আপনাদের সবার গতিবিধি আমার নজরে থাকে। কে কেমন পোস্ট করেন, কি করেন তার অধিকাংশ খবর আমি রাখি। কমেন্ট করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। কারো কষ্ট লাগে এমন কমেন্ট করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন সিনিয়রদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগের বিনিময়ে আজও বাংলা ফোরাম টিকে আছে। তাদের মূল্যায়ন করুন, নতুবা কিছুদিন পরে আপনিও কারোকাছে মূল্যায়ন পাবেন না।
-
কারমা পাওয়ার জন্য আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে. আপনার পোস্ট পরে কেউ যদি উপকৃত হয় এবং তবেই আপনি কারমা পেতে পারেন। কোনো কপি পেস্ট বা স্প্যামিং করবেন না. হেল্পফুল পোস্ট করলে অবশ্যই কারমা অর্জন করতে পারবেন. এছাড়াও রাঙ্ক আপ করার চেষ্টা করতে হবে।
আপনি কি তাকে অরনিং দিচ্ছেন নাকি? জুনিয়ার ইউজার হয়ে সিনিয়রদের পরামর্শ বা উপদেশ দেবেন না। আশা করি বুঝতে পেরেছেন। জুনিয়র হয়ে সিনিয়রদের সম্মানে আঘাত করবেন না।
-
ঠিক বলছেন ভাই। গঠনমূলক পোস্ট এ কেও কারমা দেয় না। আমরা যদি ইউজারতের অনুপ্রাণিত না করি। তাহলে সামনে আস্তে আস্তে গঠণমূলক পোস্ট কমে যাবে।
-
আমরা লিজেন্ডারী, হিরো মেম্বার যে কয়জন আছি তারা নিয়মিত নিউবি, জেআর, মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার সহ সবাইকে পোস্ট একটু ভালো হলেই কারমা দিয়ে যাচ্ছি নিয়মিত যাতে তারা অনুপ্রাণিত হন। আমি বিষয়টা খেয়াল করলাম যে নতুন যারা ফুল মেম্বার, সিনিয়র মেম্বার হয়েছেন তারা অনেকেই কারমা দিচ্ছেন না অথচ তাদের সবাইকে প্রায় আমি, মডারেটর এবং লিজেন্ডারী ও হিরো মেম্বার ভাইরা আমরা কারমা দিচ্ছি নিয়মিত। আপনারা যদি কারমা না দেন সিনিয়রদের তাহলে আমরা যেমন ভালো কিছু করতে পারবনা, তেমনি আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো। একসময় দেখা যাবে বাংলাবোর্ড আবারও একটিভিটি শূণ্য হয়ে পড়বে। কারমা দিতে তো কোন পয়সা খরচা হয়না। কোন রেড ট্রাস্ট দেওয়া হয়না এখানে তাহলে আপনারা কারমা দেন না কেন সিনিয়রদের? বিষয়টি সবাই খেয়াল রাখবেন, বাংলাবোডর্টকে এগিয়ে নিয়ে যাবেন-এজন্য সবার সহযোগীতা সবার জন্য দরকার। ধন্যবাদ
আসলে কিভাবে কারমা পাওয়া যায় আমি জানতাম না তো আপনার এই গুরুত্বপূর্ণ পোস্ট পড়ার পর বুঝতে পারলাম যে কারমা আসলে কিভাবে পাওয়া সম্ভব।
-
বাংলা বোর্ডের সকল সদস্যদের উচিত একে অপরকে সহযোগিতা করা কারো পোস্টে ভালো শিক্ষনীয় হলে তাকে কারমা দেওয়া।ফোরামে কেউ কারমা পাওয়ার যোগ্য হলে সে সিনিয়র ও জুনিয়র যেই হোক তাকে অবশ্যই কারমা দেওয়া উচিত। এতে করে যাকে কারমা দিচ্ছেন সে কাজে আরো উৎসাহ পায় ।তাই আমরা একে অপরকে সহযোগিতা করব পজেটিভ কারমা দেব।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন অবশ্যই কারমা পেলে কাজে উৎসাহ বাড়ে বলে আমি মনে করি।
-
কারমা পাওয়া যায় একমাত্র পোস্ট ও ভালো হলে। পোস্ট হতে হবে ফোরাম রিলেটেড ভালো ও মানসম্মত পোস্ট হলে তাহলে সবাই আপনাকে কারমা দেবে।
আসলে ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কারমা আসলে কিভাবে দেওয়া হয়। আর যে কেউ ঠিকানা দিতে পারবে নাকি কারমা দিতে কোন পজিশনে যেতে হবে। দয়া করে যদি একটু বলতেন তাহলে আমি এ সম্পর্কে অনেক সুন্দরভাবে বুঝতে পারতাম।
-
ভাই আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো।আসলে আমরা কিভাবে কি পোস্ট করব ভালো করে বুঝতে পারি না আমরা নতুন আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা ভালো করে পোস্ট করতে পারি আপনাদের কাজের ফলে অনেক দূর এগিয়ে যেতে পারি এতে করে আমাদের অনেক ভাল হবে আমাদের জন্য ভাল ভাল পোস্ট করবেন যাতে আমরা দেখে শুনে বুঝে পোস্ট করতে পারি এবং পোস্ট গুলো যেন মার্জিতভাবে দিতে পারি। আমাদের সহযোগিতা করবেন কারণ আমরা নতুন। এত সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
-
ভাল পোস্ট হরে কারমা পাব তা না হলে না। তবে আমাদের এই ফোরামে আমি অল্প কিছুদিন হল জয়েন করলাম কেউ ত কারমা দেয় না।
-
ঠিক ভাই। আপনাদের থেকে আমাদের শিক্ষা। আপনাদের হাত ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে আমরা গঠনমূলক পোস্ট করতে পারবো আরো ভালো ভালো। কারমা ও ও পাবো। সিনিয়র ভাইরা হেল্প করলেই জুনিয়র রা উপরের দিকে তাকাতে পারবে।
-
যারা নতুন মেম্বার হয়েছেন বা ফূলমেম্বার তারা দয়াকরে কারমা দিয়ে দিন। তা নাহলে আপনিও কিন্তু কারমা পাবেন না। কাজেই বিষয় টা নিয়ে একটু ভাববেন। যেমন কর্ম তেমন ফল। সিনিয়ারা কিন্তু এগিয়ে আর সিনিয়ারদের হেল্প ছাড়া জুনিয়রা কিন্তু বেশি দূর এগোতে পারবেনা।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত আমরা নতুন আমরা তো কারমা দিতে পারব না কিন্তু যারা পারবে তাদের অবশ্যই সবাইকে কারমা দেয়া উচিত.
-
কারমা না পাওয়ার কিছু কারন থাকে তাদের মধ্যে অন্যতম হলে পোস্ট যদি কন্সট্রাকটিভ না হয় তাহলে। আবার কিছু বিষয় আছে যে আপনার পোস্ট যদি পরে কেউ বুজতে না পারে বা ভাল মনে না করে ইত্যাদি কারন থাকতে পারে।
-
ভাইয়া আপনি আবারও অনেক ভালো একটা পোস্ট করছেন এটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হ্যা কিছু কিছু ভাই আছেন যারা একে অপরের খারাপ চায়,, তাড়া কাউকে কারমা দিতে চায় না তারা ভাবে যদি আমি ওকে কারমা দেই তাহলে আমার লাভ কি আবার ও আমার থেকে উপরে উঠে যাবো তাই তারা কারমা দিতে চায় না। আপনারা যারা সিনিয়র ভাইয়ারা আছেন তারা বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন
-
কারমা না পাওয়ার কিছু কারন থাকে তাদের মধ্যে অন্যতম হলে পোস্ট যদি কন্সট্রাকটিভ না হয় তাহলে। আবার কিছু বিষয় আছে যে আপনার পোস্ট যদি পরে কেউ বুজতে না পারে বা ভাল মনে না করে ইত্যাদি কারন থাকতে পারে।
কেও যদি কিছু একটা না জানে। কাওকে আস্ক করে। সে যদি সুন্দর ভাবে বুঝিয়ে বলতে পারে। এমনিতেই সে তাকে কারমা প্রধান করবে। যদি সে মনে করে সে জানে অন্য কাওকে বলবে না। তাহলে সে বোকা। সে এটা বুঝলো না। হয়তো সে ও একদিন কিছু জানতে চাইবে তাকে কেও বলবে না। কিন্তু সে যদি মানুষ কে সাহায্য করতো। তার বদলে সে কারমা পেতো। তাহলে তার আইডি আরো স্ট্রং হয়ে যেতো।