যারা নতুন মেম্বার হয়েছেন বা ফূলমেম্বার তারা দয়াকরে কারমা দিয়ে দিন। তা নাহলে আপনিও কিন্তু কারমা পাবেন না। কাজেই বিষয় টা নিয়ে একটু ভাববেন। যেমন কর্ম তেমন ফল। সিনিয়ারা কিন্তু এগিয়ে আর সিনিয়ারদের হেল্প ছাড়া জুনিয়রা কিন্তু বেশি দূর এগোতে পারবেনা।
সবাই সবাই কে কারমা দিলেই তো হয়ে যায়। কেউ কৃপনতা করবেন না। এটি দিলে কমে না।
আমরা বাঙালি আমরা হিংসার দাস। হিংসা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা কেউ কারো সফলতা দেখতে পারিনা। তাহলে কিভাবে আমরা একে অন্যকে প্লাস কারমা দিব, কিভাবে আমরা এগিয়ে যাব। এ কারণেই অন্যান্য ফোরামের তুলনায় আমাদের ফোরামটা অনেক পিছিয়ে, এই কারমা নিয়ে এই ফোরামে অনেক আলোচনা হয়েছে, আমাদের সিনিয়র ভাইয়েরাও এটা নিয়ে অনেক আলোচনা করেছেন। আশাকরি সকলেই বুঝতে পেরেছেন প্লিজ সবাই সবাইকে হেল্প করুন। ফোরামকে এগিয়ে নিতে সহযোগিতা করুন, হিংসার বশীভূত হয়ে কেউ কাউকে - কারমা দিবেন না প্লিজ। ভালো পোস্ট পেলে আমি অবশ্যই সে যেই হোক তাকে কারমা দেই।