ভাই আপনার টপিক আর পোস্ট টা পরে খুব ভালো লাগছে আমরা কেউ কাউকে কারমা দিতে চাই না,।কারমা দেওয়ার সময় মনে নিকের পকেটের হাজার টাকার নোট টা কাউকে দিয়ে দিলাম। আমরা যারা ফুল মেম্বার এস আর মেম্বার হিরো মেম্বার আছি তারা কেউ কাউকে কারমা দেই না। আমরা মনে করি আমার ২০+ কারমা আছে আমি যদি আরেক জন কে +১ কারমা দেই তাহলপ তো ওর দেখি ২৫+ কারমা হয়ে যাবে তাহলে তো সে আমার থেকে উপরে উঠে যাবে থাক ওকে কারমা +১ না দিয়ে -১ দিয়া দেই তাহলে আমার থেকে নিচে নেমে যাবোনি,,, আমাদের এই মনো ভাবনার জন্যই আমাদের কারমা + হয় না আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি আমি কিছু দিন যাবতন একটা জিনিস দেখতাছি দিন দিন আমার + কারমা - হয়ে যাইতাছে কিন্তু কেনো,, কেনো না আমি যদি উপরে উঠে যাই তাই তো কেউ কেউ -১ কারমা দিতে ভালোবাসে আর তারা সেটাই করে এইভাবে চলতে থাকলে আমাদের বাংলাবোর্ড এর অ্যাকটিভিটি ০ হয়ে যাবে তাই আমরা কেউ কাউকে -১ কারমা না দিয়ে +১ কারমা দেওয়ার চেষ্টা করি