Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on November 07, 2020, 01:39:34 AM
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
-
ফোরামে যে ব্যক্তি রুলস মানবে না, মডারেটরের কাছে আমার অনুরোধ থাকবে সরাসরি তাকে kick মারবেন। পুরাতন ইউজারদের যারা হেয় করে কথা বলবে, তাদের এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। নতুন ইউজাররা না বুঝে না শুনে বিভিন্ন পোস্টে উল্টাপাল্টা কমেন্ট করে। তাই আমি মনে করি যারা ফোরামের নতুন ইউজারদের কাজ শেখাবে। তারা নিজ দায়িত্বে তাদের ফোরামে সকল বিষয় সম্পর্কে ধারণা দিবে। না হলে অন্যকে দোষারোপ করে বা কটাক্ষ করে কথা বললে, মডারেটর আপনি ব্যবস্থা নেবেন। আমরা তারা সিনিয়র ইউজার আছি, আমাদের থেকে নতুন ইউজাররা অনেক সুযোগ সুবিধা পাবে।
-
প্রথমে যদি আপনি নতুন কাউকে রেফার দিয়ে থাকেন তাহলে সে অ্যাকাউন্টের মালিক কে অবশ্যই কিছু শিখিয়ে দিতে হবে যাতে তিনি অন্য কারো একাউন্ট এর ক্ষতি না করে এবং উল্টাপাল্টা কমেন্ট না করেন। সিনিয়র ভাইদের একাউন্টের পোস্টে যে রকম পোস্ট করেন নিচের লেভেলের ভাইদের ও একইরকমভাবে পোস্ট করে এ ধরনের যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখা। এগুলো তথ্য সম্পর্কে আলোচনা করে দিতে হবে যাতে অন্য কারো ক্ষতি না হয়।
-
আজকের শিশুই আগামীদিনের ভবিষ্যত, আজ যে নতুন হয়ত কোন একদিন এই ফোরামের নেত্রীত্ব দিবে। আজ আপনারা যারা এই ফোরামে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন এবং এককথায় এই ফোরামকে যারা টিকিয়ে রেখেছেন তারা ও কোন একদিন নতুন ছিলেন। তাই নতুনদের গুরুত্ব অনুধাবন করতে হবে। তারা ভুল করলেই কিক দিবে এমনটি না করে যারা নতুনদের ফোরামে আনছি তারা তার সকল নিয়ম কানুন বুঝয়ে দিব প্রথমে ভুল করলে সতর্ক করব, বারবার যদি পাকামো করে ভূলকরে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
-
আমরা যাদের রেফার করে এই ফোরামে আনবো তাদেরকে আমরা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে ফোরামের নিয়ম নীতি শিখিয়ে দিব। কারণ তারা হয়তো অনেক কিছু জানে না তাদেরকে আমরা সবকিছু জানিয়ে দিব। সকল রুলস তাদের সঠিক ভাবে বুঝিয়ে দিব।দেখা যাবে একদিন তারা ঠিকই আমাদের ন্যায় কাজ করে যাবে।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
মালাম ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন। আসলে আমরা যখন কাউকে রেফার করি। যাকে রেফার করি সেতো এ জগত সম্পর্কে নতুন। সেতো এই জগত সম্পর্কে কিছুই জানে না। আমাদের উচিত যাকে রেফার করি তাকে এই ফোরামের নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেওয়া। যেহেতু ফোরামের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য মেম্বার সংখ্যা বৃদ্ধি করার ও একটা বিষয় রয়েছে। আমরা নতুন কাউকে অবশ্যই রেফার করব কিন্তু তাদেরকে রুলস সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয়া আমাদের দায়িত্ব। কারণ তারা না জেনে উল্টাপাল্টা পোস্ট করে যাতে সিনিয়র ভাইয়েরা কষ্ট পায় এবং ফোরামের ভাবমূর্তিও নষ্ট হয়ে যায়। তাই আমাদের উচিত নতুন কাউকে রেফার করলে তাকে রুলস সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয়া।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
একদম সত্যি কথা বলেছেন ভাই। যারা পুরাতন ফোরামে এবং নতুনদের সাহায্য করতেছেন ফোরাম এ ইনকাম করতে বা ফোরামকে সমৃদ্ধ করতে তাদের ভালো ভাবে গাইডলাইন দেয়া উচিত। অনেকে এটাকে সহজ হিসাবে নেয় মনে করে ফেসবুকে যেমন যাইচ্চা তা কমেন্ট করে এখানেও করলে হবে আসলে তা না। এই জিনিসটা অবশ্যই যিনি আনবেন নতুন কাউকে তাকে অবশ্যই বুঝায়ে দিতে হবে।
ধন্যবাদ।
-
ফোরামে যে ব্যক্তি রুলস মানবে না, মডারেটরের কাছে আমার অনুরোধ থাকবে সরাসরি তাকে kick মারবেন। পুরাতন ইউজারদের যারা হেয় করে কথা বলবে, তাদের এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। নতুন ইউজাররা না বুঝে না শুনে বিভিন্ন পোস্টে উল্টাপাল্টা কমেন্ট করে। তাই আমি মনে করি যারা ফোরামের নতুন ইউজারদের কাজ শেখাবে। তারা নিজ দায়িত্বে তাদের ফোরামে সকল বিষয় সম্পর্কে ধারণা দিবে। না হলে অন্যকে দোষারোপ করে বা কটাক্ষ করে কথা বললে, মডারেটর আপনি ব্যবস্থা নেবেন। আমরা তারা সিনিয়র ইউজার আছি, আমাদের থেকে নতুন ইউজাররা অনেক সুযোগ সুবিধা পাবে।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আপনার সাথে আমি একমত আছি। আমরা যারা নতুন আছি এই ফোরামে তাদেরকে সব বিষয়ে রুলস জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। এই ফর্মে উল্টাপাল্টা আজেবাজে পোস্ট এবং কমেন্ট করা যাবে না।
-
হ্যাঁ, নিজ দায়িত্বে যাদের আপনি ফোরামে আনবেন ফোরাম সম্পর্কে ভালভাবে জানাবেন। আর যারা জুনিয়ার ইউজার এখানে আসবেন বা নতুন ইউজার যারা এখানে আসবেন, তারা সিনিয়রদের কোন বিষয় নিয়ে জল্পনা-কল্পনা করবেন না। সিনিয়রদের অসম্মান করবেন। কোন সমস্যা হলে আমাকে বলবেন। তবে আমি কোন ব্যক্তি যদি কোনো গুরুতর ভুল করে থাকেন, তাহলে সে বিষয়ে আমি কোন কথা বলতে রাজি নয়। আশাকরি সিনিয়র যারা যারা আছেন তারা নতুনদের শেখাবেন।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
মালাম ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন। আসলে আমরা যখন কাউকে রেফার করি। যাকে রেফার করি সেতো এ জগত সম্পর্কে নতুন। সেতো এই জগত সম্পর্কে কিছুই জানে না। আমাদের উচিত যাকে রেফার করি তাকে এই ফোরামের নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেওয়া। যেহেতু ফোরামের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য মেম্বার সংখ্যা বৃদ্ধি করার ও একটা বিষয় রয়েছে। আমরা নতুন কাউকে অবশ্যই রেফার করব কিন্তু তাদেরকে রুলস সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয়া আমাদের দায়িত্ব। কারণ তারা না জেনে উল্টাপাল্টা পোস্ট করে যাতে সিনিয়র ভাইয়েরা কষ্ট পায় এবং ফোরামের ভাবমূর্তিও নষ্ট হয়ে যায়। তাই আমাদের উচিত নতুন কাউকে রেফার করলে তাকে রুলস সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয়া।
হ্যাঁ ভাই ঠিক বলেছেন। এটা খুবই ভালো কথা আমরা যারা নতুনদের এই ফোরামে ইনভাইট করব অথবা রেফার করব তাদেরকে অবশ্যই এই ফোরামের সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেব এটা আমাদের দায়িত্ব।
-
জি ভাই আপনার কথার সাথে একমত পোষণ করছি কারণ রেফার করার সময় কিছু কিছু নিয়ম আছে বলে দাও তাইলে আর কোন প্রবলেম হবে না নতুন ইউজারদের । এবং আমরা তাদেরকে আনবো নতুন ইউজার হিসেবে তাদেরকে আমরা সবকিছু শিখিয়ে নেব যাতে কোনো তাঁদের প্রবলেম না হয় গ্রামে এসে
-
হ্যা ভাই আপনি ঠিকি বলছেন যিনি কাউকে রেফার করবেন তার প্রথমত কাজ হচ্ছে এই ফরম এর নিয়ম কানুন যাকে রেফার করেছেন তাকে ভালভাবে বুঝিয়ে দেওয়া না হলে সে ভালোভাবে বুঝবে না এবং উল্টাপাল্টা পোস্ট পোস্ট করে ফরম থেকে-1 কারমা খেয়ে মন খারাপ করে ফোরাম থেকে চলে যেতে পারে সুতরাং যিনি রেফার করবেন তার সর্ব প্রথম কাজ হচ্ছে যাকে রেফার করবেন তাকে ফরমের সব নিয়মকানুন ভালোভাবে বুঝিয়ে দাও
-
সঠিক কথা বলেছেন ফোরামের রেফার করেই ঢাক ঢোল পেটানো ঠিক হবে না।তাহাকে কিছু দিক নিদের্শনা দিতে হবে কিভাবে সে আরও ভালো করতে পারে এবং ফোরামের বেশ কিছু গোপনীয়তা আছে সেটা যেন সে রক্ষা করতে পারে। আর সর্বপরি সব চাইতে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে ধৈর্য্য ধারন করা । এমন বন্ধু বা সহকর্মী কে রেফার করা যাদের অগাধ ধৈয্য আছে। কেননা এখানে সব চাইতে বেশি সময় বিনিয়োগ করা লাগে বিনিময়ে তেমন কোন ইনকাম হয় না।সে জন্য ধৈয্য টা খুবই জরুরী।
-
রেফার করা মানে তার সম্পূর্ণ দায়িত্ব আপনার উপর রাখা। তাই তাকে যথা সম্ভব সাপোর্ট দিতে হবে। কারন একটি শিশু যদি আপনি জন্ম দেন এবং তাকে রেখে আর একটি শিশুর দিকে মনোযোগ দেন তাহলে আগের শিশুটি মারা যাবে। সেক্ষেত্রে কোন লাভ নেই। আমি মনে করি যাকে আপনি আনবেন তাকে পরিপুর্ণ কাজ শিক্ষিয়ে দিতে হবে। তাহলেই দায়িত্ব কিছুটা কমবে বলে আমি মনে করি।
-
আপনার কথাটা আসলেই বাস্তবতা ভাই, ৯০% লোকই নিজের শার্তের কারনে একটি লোক কে এই সেই বুঝিয়ে রেফার করে নিয়ে এসে ছেড়ে দেয় কিন্তু যে গুলো বুঝানোর সে গুলোর কিছুই বুঝায় না, নিজের লাভ হয়েছে ব্যাচ হয়ে গেল। ধিক্কার আসে তাদের জন্য।
-
আমি যাদেরকে ফোরামে রেফার করেছি বা এখনও করি রেফারেল লিংক ছাড়াও তাদেরকে একাউন্ট করে ফোরামের বেসিক জানিয়ে দেই, কি কি করতে হবে, কি কি করা যাবেনা, কি করলে কি হতে পারে ইত্যাদি ইত্যাদি। তবে সেগুলো একদিনে নয়। তাদেরকে সময় নিয়ে সেগুলো শিখিয়ে দেই যাতে অন্তত সে টিকে থাকতে পারে বেসিক জেনে। বাকিটা তার উপর নির্ভর করে। নতুন কাউকে ক্রিপ্টোতে এনে তাকে একা একা ছেড়ে দেওয়া ঠিক নয়। এতে করে সে না পারে কিছু বুঝতে না পারে কিছু ঠিকমত করতে। বাউন্টি করে কিভাবে ইনকাম নিতে হয় সেটাও জানেনা পরে দেখা যায় কয়েনবেজ থেকে ওয়ালেট দিয়ে দেয়। তাই বেসিক শিখানোটা আমাদেরই দায়িত্ব যদি আমরা কোন নতুন ভাইকে ফোরামে রেফার করি।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
ভাই আপনি এই পোস্টে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। ফোরামে আমরা যারা নতুন বা পুরাতন মেম্বার আছি, আমাদের সকলেরই উচিৎ ফোরামে নতুন কাউকে রেফার করলে তাকে ফোরামের সকল নিয়মকানুন ভালো করে বুঝিয়ে বলে দেওয়া। কেননা ফোরামে নতুন করে কোন সদস্য আসলে সে যদি ফোরামের নিয়মকানুন না জানে তাহলে সে উল্টাপাল্টা পোস্ট করে যা ফোরামের অন্য সদস্যদের বিরক্তি ও মন খারাপের মূল কারণ হয়ে দাঁড়ায়। আর এই কারণে ফোরামের ভাবমূর্তিও নষ্ট হয়ে যায়।
তাই আমাদের সকলেরই উচিৎ ফোরামে নতুন কাউকে রেফার করলে তাকে সব ধরনের নিয়ম কানুন ভালো করে বুঝিয়ে বলে দেওয়া।
-
ফোরামে যে ব্যক্তি রুলস মানবে না, মডারেটরের কাছে আমার অনুরোধ থাকবে সরাসরি তাকে kick মারবেন। পুরাতন ইউজারদের যারা হেয় করে কথা বলবে, তাদের এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। নতুন ইউজাররা না বুঝে না শুনে বিভিন্ন পোস্টে উল্টাপাল্টা কমেন্ট করে। তাই আমি মনে করি যারা ফোরামের নতুন ইউজারদের কাজ শেখাবে। তারা নিজ দায়িত্বে তাদের ফোরামে সকল বিষয় সম্পর্কে ধারণা দিবে। না হলে অন্যকে দোষারোপ করে বা কটাক্ষ করে কথা বললে, মডারেটর আপনি ব্যবস্থা নেবেন। আমরা তারা সিনিয়র ইউজার আছি, আমাদের থেকে নতুন ইউজাররা অনেক সুযোগ সুবিধা পাবে।
জি ভাই আপনার কথার সাথে সহমত পোষণ করছি তবে ভাই নতুন ইউজারদের একটি বার করে সুযোগ দেওয়া ভালো হবে কেননা তারা তো বেশিরভাগ জানেনা তাই তাদের প্রথমে সিগন্যাল দিতে হবে
-
যারা এই ফোরামে একদমই নতুন এ আসবে তাদের অবশ্যই উচিত সিনিয়র ভাইদের পরামর্শ অনুযায়ী চলা। আমি অনেক পোস্টে লক্ষ্য করেছি যে শুধু মেম্বার হয়ে s.r মেম্বারকে থ্রেড মুলক কথা বলে থাকে। অবশ্যই তাদের জানা প্রয়োজন যে এই ফোরামের সিনিয়র ভাইদের সাথে কোন রকম বেয়াদবি করা যাবে না। এবং কি যাকে নতুন আইডি করে দেয়া হবে যে করে দেবে তার প্রথমত উচিত তাকে সম্পূর্ণ রুলস গুলো বলে দেওয়া।
-
যিনি নতুন কাউকে রেফার করবেন তাকে এই ফোরামের পুরো বিষয় টি বুঝিযে দিতে হবে। আপনি রেফার করেছেন মানে আপনি তার দ্বায়িত্ব নিয়েছেন আপনার মাধ্যমে সে এখানে এসেছে। এখান থেকে ভাল কিছু করলে আপনার প্রসংশা করবে না হলে আপনার উপর ব্লেম আসবে কাজেই। রেফার করা ব্যেক্তিকে অবশ্যই দ্বয়িত্ব নিয়ে সবকিছু শিখিয়ে দিবেন।
-
ফোরামে যে ব্যক্তি রুলস মানবে না, মডারেটরের কাছে আমার অনুরোধ থাকবে সরাসরি তাকে kick মারবেন। পুরাতন ইউজারদের যারা হেয় করে কথা বলবে, তাদের এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। নতুন ইউজাররা না বুঝে না শুনে বিভিন্ন পোস্টে উল্টাপাল্টা কমেন্ট করে। তাই আমি মনে করি যারা ফোরামের নতুন ইউজারদের কাজ শেখাবে। তারা নিজ দায়িত্বে তাদের ফোরামে সকল বিষয় সম্পর্কে ধারণা দিবে। না হলে অন্যকে দোষারোপ করে বা কটাক্ষ করে কথা বললে, মডারেটর আপনি ব্যবস্থা নেবেন। আমরা তারা সিনিয়র ইউজার আছি, আমাদের থেকে নতুন ইউজাররা অনেক সুযোগ সুবিধা পাবে।
আপনাকে অনেক ধন্যবাদ ব্রো আমি আপনার সাথে একমত। এই ফোরামে যারা নতুন তারা অনেকেই ব্যক্তিগত জীবনের মতো উল্টোপাল্টা পোস্ট করে। তাদেরকে একেবারে সরাসরি বাদ না দিয়ে একবার সুযোগ দিবেন। কেননা তারাতো এই ফোরামে নতুন সবকিছু তো ভালোভাবে জানে না তাই তাদেরকে একবার সুযোগ দিবেন। ধন্যবাদ
-
প্রথমে যদি আপনি নতুন কাউকে রেফার দিয়ে থাকেন তাহলে সে অ্যাকাউন্টের মালিক কে অবশ্যই কিছু শিখিয়ে দিতে হবে যাতে তিনি অন্য কারো একাউন্ট এর ক্ষতি না করে এবং উল্টাপাল্টা কমেন্ট না করেন। সিনিয়র ভাইদের একাউন্টের পোস্টে যে রকম পোস্ট করেন নিচের লেভেলের ভাইদের ও একইরকমভাবে পোস্ট করে এ ধরনের যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখা। এগুলো তথ্য সম্পর্কে আলোচনা করে দিতে হবে যাতে অন্য কারো ক্ষতি না হয়।
আপনি ঠিক বলেছেন। কাউকে রেফার করলে তাকে অবশ্যই কাজের জন্য প্রস্তুত করে দিতে হবে। তা নাহলে সে কাজ করতে পারবে না।
-
নতুন কাউকে রেফার করলে অবশ্যই তার দায়িত্ব নিতে হবে।তার দেখাশুনা করতে হবে। ফোরামে কিভাবে কাজ করবে তা শিখিয়ে দিতে হবে। সর্বপরি সে যতক্ষন না পর্যন্ত ডেপেন্ডডেবল না হচ্ছে ততক্ষন তদারকি করতে হবে।
-
প্রথমে যদি আপনি নতুন কাউকে রেফার দিয়ে থাকেন তাহলে সে অ্যাকাউন্টের মালিক কে অবশ্যই কিছু শিখিয়ে দিতে হবে যাতে তিনি অন্য কারো একাউন্ট এর ক্ষতি না করে এবং উল্টাপাল্টা কমেন্ট না করেন। সিনিয়র ভাইদের একাউন্টের পোস্টে যে রকম পোস্ট করেন নিচের লেভেলের ভাইদের ও একইরকমভাবে পোস্ট করে এ ধরনের যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখা। এগুলো তথ্য সম্পর্কে আলোচনা করে দিতে হবে যাতে অন্য কারো ক্ষতি না হয়।
আপনি ঠিক বলেছেন। কাউকে রেফার করলে তাকে অবশ্যই কাজের জন্য প্রস্তুত করে দিতে হবে। তা নাহলে সে কাজ করতে পারবে না।
কথাগুলো ঠিক আছে। এটা না করার কারণে ফোরামে কপি পেস্টিং, স্পামিং কিংবা মাল্টিপল আইডির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা ফোরামের জন্য এবং বাংলাদেশীদের জন্য লজ্জাজনক বটেও। এজন্য যাদের রেফার করবো তাদেরকে একটু তদারকি করবো তাহলে এটা কমে যাবে।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
আপনে খুব সুন্দর একটা কথা বলছেন। কেননা যারা নতুন তারা ফোরামের নিয়ম কানুন কিছুই বুঝে না আর তাদের বুঝিয়ে না দিলে তারা বুঝবে ও না। তাই সকলেরই দায়িত্ব নতুন কাউকে ফোরাম এ আনলে সব কিছু ভাল করে ভুঝিয়ে দেওয়া।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
আসলে যে কাউকে ফোরামে আনে সে হয়তো বেসিক বিষয়গুলো বলে দেয় তারপর কিন্তু নতুন ব্যাক্তিটি কাজ করতে হবে, অর্থ্যাৎ যার কাজ তার ই করতে হবে। একটা বিষয় আপনি না বুঝলে আপনার বলতে হবে কিন্তু আপনি যদি না বলে উল্টাপাল্টা কাজ করেন তাহলে অন্যেরা এসে ধরে ধরে বুঝাতে পারবে না। তাই নতুন মেম্বারদের প্রতি অনুরোধ আগে ফোরাম সম্পর্কে জানুন তারপর কাজ করুন।
-
যাদের নতুন আইডি করে দেওয়া হয়। যারা নতুন আইডি করে দেবে তাদের উচিত তাদের সব নিয়মকানুন শিখিয়ে দেওয়া।কিভাবে পোস্ট করলে নেগেটিভ কারমা পজিটিভ কারমা পাওয়া যায় সে হিসেবে ধারণা দিয়ে দেওয়া দরকার।তাহলে তারা সে অনুযায়ী পোস্ট করবে এতে করে তারা অনেকটা বুঝতে পারবে যাতে করে ফোরামে আরো অনেক উন্নতি হবে।
-
হ্যাঁ ভাই আপনি যেভাবে বলেছেন আমি মনে করি এটা একদমই ঠিক কথা। আসলে এভাবে করলে আমি মনে করি নতুন ইউজারদের কোন সমস্যা থাকার কথা না।
-
আমরা যাদের রেফার করে এই ফোরামে আনবো তাদেরকে আমরা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে ফোরামের নিয়ম নীতি শিখিয়ে দিব। কারণ তারা হয়তো অনেক কিছু জানে না তাদেরকে আমরা সবকিছু জানিয়ে দিব। সকল রুলস তাদের সঠিক ভাবে বুঝিয়ে দিব।দেখা যাবে একদিন তারা ঠিকই আমাদের ন্যায় কাজ করে যাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।আসলে আমাদের এই ফোরামের সকল সিনিয়র ভাইয়াদের মন মানষিকতা টা অনেক ভালো।
-
রেফার সম্পর্কে আমার কোন অভিজ্ঞতা নেই তাই আমি আপনার পোষ্ট থেকে রেফার সম্পর্কে বুঝতে পারলামএই ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারন আপনার কাছ থেকে আমি সমর্থন করছি।
-
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যুগ উপযোগী একটা টপিক তৈরী করেছেন। আসলে আমরা যখন নতুন কাউকে রেফার করি আমাদের উচিত যাকে রেফার করছি তাকে ফোরামের রুলস গুলো সম্পর্কে ভালো ভাবে জানিয়ে দেয়ার তাহলে তার জন্য সুবিধা হবে। দেখা যাচ্ছে নতুন যারা ফোরামে আসছেন তারা রুলস না জেনেই অযথা ভুল টপিক এবং ভুল পোস্ট করে নেগেটিভ কারমা খেয়ে ভেঙ্গে পড়ছেন। তাই আমাদের উচিত নতুন কাউকে রেফার করলে তাকে ফোরামের রুলস গুলো সম্পর্কে ভালোভাবে জানিয়ে দেয়ার।
-
যিনি নতুন কাউকে রেফার করবেন তাকে এই ফোরামের পুরো বিষয় টি বুঝিযে দিতে হবে। আপনি রেফার করেছেন মানে আপনি তার দ্বায়িত্ব নিয়েছেন আপনার মাধ্যমে সে এখানে এসেছে। এখান থেকে ভাল কিছু করলে আপনার প্রসংশা করবে না হলে আপনার উপর ব্লেম আসবে কাজেই। রেফার করা ব্যেক্তিকে অবশ্যই দ্বয়িত্ব নিয়ে সবকিছু শিখিয়ে দিবেন।
আপনি একদম ঠিক বলেছেন আমি আপনার সাথে সহমত পোষণ করছি। নতুন কাউকে রেফার করলে অবশ্যই আমাদের উচিত তাকে ফোরামের রুলস গুলো সম্পর্কে নিজ দায়িত্বে বুঝিয়ে দেয়ার। তাতে নতুনদের জন্য অনেক ভালো হবে এবং আমাদের ফোরামের পরিবেশটাও ভালো থাকবে। এটা আমাদের জন্যই ভালো আশা করি সবাই এই বিষয়টা মাথায় রাখবেন।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
অনেক ধন্যবাদ খুবই তথ্যবহুল একটি পোস্ট করেছেন এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। যারা ফোরামে নতুন আসবে তাদেরকে নিয়মাবলী না বললে উল্টাপাল্টা শুরু করবে। তাদেরকে আমাদের বলে দেওয়া উচিত কিভাবে ফোরামে টিকে থাকতে হবে।
-
ফোরামে যে ব্যক্তি রুলস মানবে না, মডারেটরের কাছে আমার অনুরোধ থাকবে সরাসরি তাকে kick মারবেন। পুরাতন ইউজারদের যারা হেয় করে কথা বলবে, তাদের এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। নতুন ইউজাররা না বুঝে না শুনে বিভিন্ন পোস্টে উল্টাপাল্টা কমেন্ট করে। তাই আমি মনে করি যারা ফোরামের নতুন ইউজারদের কাজ শেখাবে। তারা নিজ দায়িত্বে তাদের ফোরামে সকল বিষয় সম্পর্কে ধারণা দিবে। না হলে অন্যকে দোষারোপ করে বা কটাক্ষ করে কথা বললে, মডারেটর আপনি ব্যবস্থা নেবেন। আমরা তারা সিনিয়র ইউজার আছি, আমাদের থেকে নতুন ইউজাররা অনেক সুযোগ সুবিধা পাবে।
আপনার সাথে আমি সহমত কিন্তু ভাই এই ফোরামের নতুন যারা আছে তারা হয়তো অনেক সময় টপিকটা ভালোভাবে না বুঝে কমেন্ট করে যার ফলে আপনারা তাদের ভুল বোঝেন। দয়া করে যদি তাদের একবার ওয়ার্নিং দেন তাহলে আমার মনে হয় তারা দ্বিতীয়বার এই ভুল করবে না। যেহেতু আপনারা এই ফোরামের সিনিয়র ভাই তাই আপনাদের এটা দায়িত্ব।
-
ফোরামে যে ব্যক্তি রুলস মানবে না, মডারেটরের কাছে আমার অনুরোধ থাকবে সরাসরি তাকে kick মারবেন। পুরাতন ইউজারদের যারা হেয় করে কথা বলবে, তাদের এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। নতুন ইউজাররা না বুঝে না শুনে বিভিন্ন পোস্টে উল্টাপাল্টা কমেন্ট করে। তাই আমি মনে করি যারা ফোরামের নতুন ইউজারদের কাজ শেখাবে। তারা নিজ দায়িত্বে তাদের ফোরামে সকল বিষয় সম্পর্কে ধারণা দিবে। না হলে অন্যকে দোষারোপ করে বা কটাক্ষ করে কথা বললে, মডারেটর আপনি ব্যবস্থা নেবেন। আমরা তারা সিনিয়র ইউজার আছি, আমাদের থেকে নতুন ইউজাররা অনেক সুযোগ সুবিধা পাবে।
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন যদি কাউকে রেফার করা হয় তাহলে তাকে কাজ শিখিয়ে দাও।কারণ নতুনরা না বুঝে কমেন্ট করবে এবং যুক্তিসঙ্গত কমেন্ট করতে পারবে না এ সম্বন্ধে তাকে শিখিয়ে দেওয়া। এবং তাদেরকে ফোরাম সম্পর্কে জ্ঞান দেওয়া
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। যেকোনো জায়গায় কাজ করতে হলে প্রথমে সেই জায়গায় কাজের রুলস সম্পর্কে ভালোভাবে জেনে নেয়া উচিত। আপনি আমি যার রেফারে জয়েন করেছি সে যদি আমাদেরকে রয়েছে সম্পর্কে না জানিয়ে দেয় তাহলে এটা ঠিক হবে না। যার রেফারে জয়েন করলাম সে জানিয়ে না দিলেও ফোরামে কিছু টপিক দেখলাম Pinned করা। সেখানেও ফোরামের রুল সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। নতুনদের উচিত আগে সেখান থেকে রুলস সম্পর্কে ভালোভাবে জেনে নেয়া।
-
আপনি ঠিক বলছেন ভাই এই ফর্মে যে সকল নতুন ইউজার রেফার করে আনা হয় তারা সব বিষয়ে অভিজ্ঞ থাকেনা তাই তারা অনেক ধরনের ভুল করে থাকে। তখন তারা ফোমের রুলস গুলো ওভালোভাবে বুঝতে পারেনা তাই রেফার করার সময় যে সকল মেম্বারদের কে আনা হয় তখন তাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত। এবং এ বিষয়ে তাদেরকে ভালোভাবে বোঝানো দরকার।আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আপনার মূল্যবান পোষ্টটি করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
Malam90 ভাই আপনি একদম ঠিক কথা বলেছন।আপনার পোস্টটি পড়ে মনটা আনন্দে ভরে উঠলো। আপনাদের মত সিনিয়র ভাইরা আছেন বলেই আমরা নতুনরা অনেক কিছু জানতে পেরেছি।আপনাদের পোষ্ট গুলো পড়ে আমরা নতুনরা অনেক উৎসাহিত হয়ে থাকি ।
-
আজকের শিশুই আগামীদিনের ভবিষ্যত, আজ যে নতুন হয়ত কোন একদিন এই ফোরামের নেত্রীত্ব দিবে। আজ আপনারা যারা এই ফোরামে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন এবং এককথায় এই ফোরামকে যারা টিকিয়ে রেখেছেন তারা ও কোন একদিন নতুন ছিলেন। তাই নতুনদের গুরুত্ব অনুধাবন করতে হবে। তারা ভুল করলেই কিক দিবে এমনটি না করে যারা নতুনদের ফোরামে আনছি তারা তার সকল নিয়ম কানুন বুঝয়ে দিব প্রথমে ভুল করলে সতর্ক করব, বারবার যদি পাকামো করে ভূলকরে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার কথাগুলো ভাল লেগেছে ভাই। কেননা আজকে যারা নতুন আগামীতে তারাই তো একদিন সিনিয়র হবে। যদি নতুন রান্না থাকে তো সিনিয়ররা কাদের শিখাবে। কারা বা সিনিয়র কাছে কোন কিছু জানতে চাইবে। তারা শিক্ষার্থীকে একসময় তারা সিনিয়র পারসন হবে।
-
আজকের শিশুই আগামীদিনের ভবিষ্যত, আজ যে নতুন হয়ত কোন একদিন এই ফোরামের নেত্রীত্ব দিবে। আজ আপনারা যারা এই ফোরামে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন এবং এককথায় এই ফোরামকে যারা টিকিয়ে রেখেছেন তারা ও কোন একদিন নতুন ছিলেন। তাই নতুনদের গুরুত্ব অনুধাবন করতে হবে। তারা ভুল করলেই কিক দিবে এমনটি না করে যারা নতুনদের ফোরামে আনছি তারা তার সকল নিয়ম কানুন বুঝয়ে দিব প্রথমে ভুল করলে সতর্ক করব, বারবার যদি পাকামো করে ভূলকরে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার কথাগুলো ভাল লেগেছে ভাই। কেননা আজকে যারা নতুন আগামীতে তারাই তো একদিন সিনিয়র হবে। যদি নতুন রান্না থাকে তো সিনিয়ররা কাদের শিখাবে। কারা বা সিনিয়র কাছে কোন কিছু জানতে চাইবে। তারা শিক্ষার্থীকে একসময় তারা সিনিয়র পারসন হবে।
এখানে কেউ জুনিয়র না আবার কেউ সিনিয়র না। অনেকে অন্য ফোরামে আছেন, হয়তো পরে এখানে জয়েন করেছেন। সবার কাছ থেকে সবার শেখার অনেক কিছু আছে। আপনারা যে বিষয়টা জানেন সেটা আপনাদের কাছ থেকে আমরাও গ্রহণ করতে পারি আবার আমরা যেটা জানি সেটা আমাদের কাছ থেকে আপনারাও গ্রহণ করতে পারেন। তবে সবচেয়ে বড় ব্যপার হচ্ছে-কাউকে হেয় না করা। সবাই সবাইকে সম্মান করা। এটা হারিয়ে ফেলা কারো উচিৎ নয়। আর যিনি রেফার করবেন তিনি অন্তত তার বেসিক কিছু জানিয়ে দিবেন। তাকে একটু মাঝে মাঝে তদারকি করবেন তাহলে হয়ে যাবে। সবার জন্য আমি শুভ কামনা জানাই। সবাই ফোরামে শান্তিপূণভাবে কাজ করুন।
-
আমি ফোরামের অনেকটাই নতুন মেম্বার। এই ফোরাম সম্পর্কিত নিয়মকানুন আমি কিছুটা জানি। আমি যতটুকু জানি ততটুকু পালন করার চেষ্টা করি।এর মধ্যে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং অবশ্যই ভুল গুলো ধরিয়ে দিয়ে তা সংশোধন করার সুযোগ দিবেন।
-
যেদিন থেকে ফোরামে কাউকে রেফার করাবেন সেদিন থেকেই আপনার নতুন দ্বয়িত্ব শুরু। আপনি কোন ক্রমেই এই দ্বায়িত্ব কে অবহেলা করতে পারবেন না। কারন যাকে নিয়ে এসেছেন সে আপনার উপর অনেকটাই ডিপেন্ড করে থাকে। এছাাড় এখানে সে একটি আশা নিয়ে আসতে পারে যেখানে ব্যর্থ হলে অবশ্যই আপনার উপরও দায়ভার কিছুটা হলেও আসতে পারে। কাজেই যাকেই আমন্ত্রন করবেন তাকে চলার উপযোগী করে ছেড়ে দিবেন।
-
যেদিন থেকে ফোরামে কাউকে রেফার করাবেন সেদিন থেকেই আপনার নতুন দ্বয়িত্ব শুরু। আপনি কোন ক্রমেই এই দ্বায়িত্ব কে অবহেলা করতে পারবেন না। কারন যাকে নিয়ে এসেছেন সে আপনার উপর অনেকটাই ডিপেন্ড করে থাকে। এছাাড় এখানে সে একটি আশা নিয়ে আসতে পারে যেখানে ব্যর্থ হলে অবশ্যই আপনার উপরও দায়ভার কিছুটা হলেও আসতে পারে। কাজেই যাকেই আমন্ত্রন করবেন তাকে চলার উপযোগী করে ছেড়ে দিবেন।
জি ভাই আপনি একদম ঠিক বলেছেন যদি কাউকে রেফার করতেই হয় তাহলে তার পূর্ণ দায়িত্ব নিয়েই করা উচিত। তাকে ফোরামের রুলস গুলো সম্পর্কে ভালভাবে জানিয়ে দেয়া উচিত। যারা নতুন ফোরামে আসেন তাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে ফোরামকে নিয়ে। তাই যিনি রেফার করবেন তার দায়িত্ব তাকে ভালভাবে বুঝিয়ে দেয়ার। দায়িত্বটা অবশ্যই অবহেলা না করে পালন করা উচিত সবার জন্য।
-
আসলে এই ফোরামে আমরা যদি কোন নতুন ইউজার আনি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে। নতুন ইউজার কে ফোরামের সম্পূর্ণ রুলস গুলো বলে দিতে হবে।কেমন করে ফোরামে পোস্ট করতে হবে সে সম্পর্কে ধারণা দিতে হবে। আমি মনে করি যে নতুন ইউজারদের যদি আমরা সম্পূর্ণ বিষয়ে বলে দেই তাহলে তারা অবশ্যই ফোরামের জন্য পজিটিভ দিক বয়ে নিয়ে আসবে।তা না হলে আমরা দেখি যে কোন নতুন ইউজারদের যদি আমরা কোন কিছু শিখি না দেই তাহলে কিন্তু তারা আজেবাজে পোস্ট করে যাচ্ছে যার কারণে অনেকেই কিন্তু নেগেটিভ কার মার খেয়েছে। তাই আমাদের উচিত নতুন ইউজারদেরকে সম্পূর্ণভাবে ফোরামের নিয়ম কানুন শিখিয়ে দিব।
-
ফোরামে যে ব্যক্তি রুলস মানবে না, মডারেটরের কাছে আমার অনুরোধ থাকবে সরাসরি তাকে kick মারবেন। পুরাতন ইউজারদের যারা হেয় করে কথা বলবে, তাদের এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। নতুন ইউজাররা না বুঝে না শুনে বিভিন্ন পোস্টে উল্টাপাল্টা কমেন্ট করে। তাই আমি মনে করি যারা ফোরামের নতুন ইউজারদের কাজ শেখাবে। তারা নিজ দায়িত্বে তাদের ফোরামে সকল বিষয় সম্পর্কে ধারণা দিবে। না হলে অন্যকে দোষারোপ করে বা কটাক্ষ করে কথা বললে, মডারেটর আপনি ব্যবস্থা নেবেন। আমরা তারা সিনিয়র ইউজার আছি, আমাদের থেকে নতুন ইউজাররা অনেক সুযোগ সুবিধা পাবে।
অনেক ইউজার রয়েছে এই ফোরামে যারা অনেক বারওয়ার্নিং খাওয়ার পরে ঠিক হচ্ছে না আজেবাজে পোস্ট করে যাচ্ছে আমি মনে করি অবশ্যই তাকে ফোরাম থেকে বের করে দেওয়া উচিত।আমরা যদি কোন নতুন ইউজার ফোরামে আনি তাহলে আমাদের দায়িত্ব থাকবে তাকে সম্পূর্ণ রুলস গুলো বুঝিয়ে দেওয়া। তা না হলে কিন্তু তারা আজেবাজে পোস্ট করে যাচ্ছে এবং আমাদের ফোরামের অনেক দুর্নাম হচ্ছে।যে কারণে আমি মনে করি যারা ফোরামে নতুন ইউজার আনুক না কেন তাদের দায়িত্ব ফোরামের সম্পন্ন রুলস গুলো বুঝিয়ে দেওয়া।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
ভাই আমি আপনার সাথে সহমত।কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ফোরামে আমন্ত্রণ জানায় তাহলে তার সম্পূর্ণ রেস্পন্সিবিলিটি যে ব্যক্তি আমন্ত্রণ জানাবে তার। তাই রেফার করার পর তাকে সমস্ত রুলস গুলো বুঝিয়ে দেওয়া তার কাছ।
-
কাউকে রেফার করে একটি একাউন্ট খুলে দিলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। একাউন্ট করার পর নতুন ইউজারকে ফোরামের সকল নিয়ম কানুন, কি কি গ্রহণযোগ্য, কি কি বর্জনীয় সে সকল কিছু বুঝিয়ে দেওয়াটাও একটা দায়িত্ব।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
আমি এখনো পর্যন্ত কাউকে রেফার করে আমাদের এই ফোরামে নিয়ে আসিনি। যদি কখনো রেফার করে নিয়ে আসি তাহলে অবশ্যই আপনার দেওয়া কথা গুলো মনে রাখব। অবশ্যই আমরা যদি রেফার করি সে কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তখন কিছুই জানবে না তাই তাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে ওই যোগ্যতা বাড়াতে হবে তারপর তাকে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতে উৎসাহ দেবো। কাউকে রেফার করলে তাকে সবকিছু বুঝিয়ে দেওয়া নিজেদের দায়িত্ব।
-
আসলে আমরা যদি কোন নতুন ইউজার কে আইডি করে দেই। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে সুন্দরভাবে শিখিয়ে দেওয়া এবং কোথায় কিভাবে পোস্ট করতে হবে সেদিকে বলে দেওয়া। এবং কি প্রত্যেকদিন কয়টা করে পোস্ট দেওয়া যাবে সে সম্পর্কে জানিয়ে দেওয়া। এবং কপি পেস্ট করা যাবে না উল্টাপাল্টা কিছু পোস্ট করা যাবে না এ ধরনের সবকিছু যদি আমরা তাকে বুঝিয়ে দেই আশা করি ফোরাম স্প্যামিং থেকে মুক্ত থাকবে।
-
নুতনরা ফোরামের কাজ কর্ম সম্পর্কে ধারনা রাখে না তাই তাদের কে সবধরনের সহযোগীতা করা উচিত। এখানে সিনিয়রা যদি জুনিয়রদের হেল্প করে তাহলে একসময় জুনিয়ররা সিনিয়র হয়ে তাদের জুনিয়রদের হেল্প করবে।
-
শুধু মাত্র একজনকে রেফার করে ছেড়ে দিলেই একজন সিনিয়র মেম্বার এর দায়িত্ব শেষ হয়ে যায় না। তার মাধ্যমে যে ব্যাক্তিটি ফোরামে আসলো তাকে ফোরামের সকল নিয়ম কানুন, কি করা যাবে আর কি করা যাবে না সে সব বুঝিয়ে দেওয়া আরও অনেক বড় দায়িত্ব।
-
শুধু যিনি রেফার করবেন তার তো আসলে গরজ থাকেনা। যিনি নতুন আসবেন তারা গরজ থাকতে হবে। তাকে জিজ্ঞাসা করতে হবে বিভিন্ন বিষয়ে। এছাড়া এখন তো গুগল, ইউটিউব আছে। এমন কিছু নেই যা গুগলে ইউটিউবে নেই। তাই যার শেখার ইচ্ছা আছে সে নিজের চেষ্টায় শিখে। আমাদের তো কেউ শিখায়ে দেয়নি। যা শিখেছি এবং শিখছি নিজের চেষ্টায়। নিজে চেষ্টা করুন, অন্যের উপর নির্ভরশীলতা কমান। তাহলে শিখতে পারবেন।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
ঠিক কথা বলেছেন আপনি কাউকে রেফার করলে নিজের দায়িত্বে থাকে সবকিছু শেখাতে হবে। আর যাকে রেফার করব তারও কিন্তু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে আগ্রহ থাকা প্রয়োজন তা না হলে আমি যদি জোর করে শেখাতে চাই সে যদি শিখতে না চায় তাহলে কিন্তু লাভ হবে না। তাই যে রেফার করবে এবং যে রেফার নিবে তাদের দুজনেরই আগ্রহ থাকতে হবে।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
নতুন কাউরে পারামে রেফার করার ব্যাপারে আমার কোন ধারণা নেই । অ্যালার্ট কন্ট্রোল আমি নতুন । এখানে অনেক সিনিয়র ভাই আছে তাদের কাছ থেকে জেনে নিবে তারা এ সম্বন্ধে আপনাকে ভালো ভালো তথ্য দিতে পারবে । এ ব্যাপারে আমার কোন ধারণা নেই তাই আপনাকে কোন উপকার করতে পারলাম না আপনার পোষ্টটি করার জন্য অনেক ধন্যবাদ আপনার পোষ্টের অনেক সুন্দর হয়েছে ।
-
সিনিয়র ভাই আপনি অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন। অনেকেই আছে যারা এই দায়িত্বের অবহেলা করে। নতুন কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়েই, তাদের দায়িত্ব শেষ এটাই মনে করে। কিন্তু যারা নতুন আছে তারা মধ্য নদীতে পড়ে যায়। কারণ ক্রিপ্টো জগত সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না বা তারা কোন নিয়ম কানুন জানেনা। আর বিশেষ করে এই সব নতুন ইউজাররা নানান ধরনের ভুল ক্রটি করে থাকে ফোরামে।
তাই যারা রেফার করেন তারা কেউ দয়া করে দায়িত্বের অবহেলা করবেন না। আর নতুন যারা ইউজার আছে তাদের শেখানোর চেষ্টা করবেন, এবং ভুল হলে সাহায্য করবে।
-
পুরাতন কেউ যদি নতুন কাউকে এড করে তাহলে তার উচিত নতুন মেম্বারকে সকল ধরনের নিয়ম কারণ বুঝিয়ে দেওয়া। কি করা উচিত ও কি করা উচিত সে সম্পর্কে অবগত করা।
-
আমাদের সকলের উচিত আমাদের বাংলা বোর্ডকে এগিয়ে নেওয়া যাওয়া। আমরা যতদূর সম্ভব রেফার করবো এবং নতুনদের কাজ বুঝিয়ে দিবো। নতুনদের সকল রুলস সম্পর্কে অবগত করতে হবে এবং পাশাপাশি ক্রিপটো বিশ্বের সকল জ্ঞান সম্পর্কে অবগত করতে হবে। কারন এই ফোরাম হলো ক্রিপটো বিশ্ব নিয়ে। তাই নতুনদেরকে অবশ্যই ক্রিপটো বিশ্ব সম্পর্কে যথাযথ তথ্য সম্পর্কে অবগত করতে হবে। আর নতুনদেরও চেষ্টা করতে হবে এবং তাদের সকল নতুন তথ্য সম্পর্কে রিসার্চ করতে হবে৷ যারা ফোরামে যত সময় ব্যয় করবে সে তত জ্ঞান লাভ করবে। আর ক্রিপটো বিশ্বের সকল কিছু জানার জন্য বেশী বেশী রিসার্চ করতে হবে
-
আপনাকে অনেক ধন্যবাদ আপনি ঠিক বলেছেন। ফোরামে যারা নতুন মেম্বারদের রেফার করবে তাদের অবশ্যই কাজ বুঝিয়ে দেওয়া উচিত। কারণ নতুনরা জানবে না যে কোথায় কি করা উচিত। যেমন:-
(১) নতুনদের প্রথমত সিনিয়র ভাইদের টপিক গুলো ভালোভাবে পড়তে হবে এবং ওখান থেকে বুঝে তারপর পোস্ট করতে হবে।
(২) ফোরামে নিয়মিত একটিভ থাকতে হবে ও নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে।
ফোরামে আরো অনেক প্রয়োজনীয় কাজ রয়েছে ওসব বুঝিয়ে দিয়ে যদি নতুন মেম্বারদের রেফার করা উচিত। আরে সব প্রয়োজনীয় কাজ না বুঝিয়ে দিয়ে ফোরামে নতুন মেম্বারদের রেফার করা উচিত বলে মনে হয় না। তাই সিনিয়র ভাইরা দিদি রেফার করেন তাহলে নতুন মেম্বারদের ফোরাম অনুযায়ী কাজ বুঝিয়ে দিয়ে তারপর রেফার করার চেষ্টা করবেন।
-
আপনি একটি চমৎকার পোস্ট করেছেন এটা আমিও চিন্তা ভাবনার মধ্যেই দেখেছি কারণ যারা আমরা ফোরামে নতুন ইউজারদের এড করছি তারা কিন্তু এখানে এখানকার নিয়ম কানুন সম্পর্কে তাদের কোন আইডিয়া নেই তাই আমি বলব যে কথায় মত আপনারা নতুন মেম্বারকে অবশ্য অবশ্যই নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দেবেন তা নাহলে কিন্তু ফোরামে এসে অগোছালো পোস্ট করবে এবং ফোরামের কোয়ালিটি কিন্তু নষ্ট হবে এজন্যই বলবো যে আমরা যারা সিনিয়র আছি এখানে অবশ্য অবশ্যই কিন্তু নতুনদেরকে একটু ভালোভাবে সাজেশন দিয়ে এখানে আনবো তা না হলে কিন্তু আমাদেরই ক্ষতি হবে বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে এই পোস্টটি ভালোভাবে পড়ার জন্য অনুরোধ রইল সকলকে ধন্যবাদ
-
আমি যদি এই ফোরামে কাউকে রেফার করে আনি। তাহলে আমি যাকে রেফার করলাম তাকে এই ফোরামের সমস্ত রুলস ভালোভাবে বুঝিয়ে দেওয়া হল আমার সর্বপ্রথম দায়িত্ব। সে যদি ফোরামের রুলস গুলো ভালো ভাবে মেনে চলে তাহলে অবশ্যই ফরমের জন্য ভালো কিছু করতে পারবে। নতুন হিসাবে তাকে ফোরামে বেশি বেশি সময় দেওয়ার জন্য পরামর্শ দিতে হবে যে রেফার করবে তাকে।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
হ্যাঁ মালাম ভাই আজকাল ফোরামে এটাই ঘটছে সবাই অ্যাকাউন্ট খুলে দিচ্ছে কিন্তু তাদেরকে সঠিক নিয়ম কানুন বলে দিচ্ছে না যে কি কি করতে হবে কি কি করা যাবে না । এটা আসলে সকলের একটু বিবেচনা করা উচিত যে যারা জানেনা তারা উল্টাপাল্টা কোন কিছু করলে ফোরামে অবশ্যই প্রবলেম হতে পারে । তাছাড়া আজ শুধু যারা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে তাদের দোষ দিলেও চলবে না যারা আমরা নতুন অ্যাকাউন্ট খুলছি ভাই তাদেরকে একটু বলছি আপনারা সিনিয়র ভাইদের কাছ থেকে ভালোভাবে জেনে নিবেন ফোরামের নিয়ম কানন । না জেনে হঠাৎ করে একটা কিছু করবেন না তাহলে আপনারও প্রবলেম বাংলা ফোরামের প্রবলেম । এগুলো মেনে সিনিয়র ভাইদের পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই এই ফোরাম থেকে ভালো কিছু পাবেন । ধন্যবাদ সকলকে ।
-
ফোরামে কেউ যদি প্রথমে আসে এবং কি যে ইউজার নতুন কাউকে শেখাবে অবশ্যই তার দায়িত্ব নিতে হবে। কিভাবে পোস্ট করলে তথ্যবহুল পোস্ট হবে এবং কি কি কি পোস্ট করা যাবে না। নিয়মিত কিভাবে পোস্ট করতে হবে ফুল মেম্বার হওয়ার পরে সিনিয়র মেম্বার হওয়ার পর থেকে কি ধরনের পোস্ট দেওয়া যাবে না। অবশ্যই সেগুলো বলতে হবে তাহলে দেখা যাবে ফোরামে অনেক স্পামিং কমে আসবে।
-
আসসালামুয়ালাইকুম আমরা যদি নতুন কাউকে ফর্মে রেফার করে আনি তাহলে আমাদের একটা দায়িত্ব আছে। আমরা যাদের রেফার করব তাদেরকে ক্রমের নিয়ম নীতি সম্পর্কে জানিয়ে দেবো। এবং ফর্ম এর যতগুলো রুলস আছে তাদেরকে শিখিয়ে দিব যাতে তারা কাজ করতে ভুল না করে। দের যদি আমরা সুন্দর ভাবে বুঝিয়ে দেই তাহলে তারা একদিন আমাদের চেয়ে এ ফ্রামে অনেক সুন্দর ভাবে কাজ করতে পারবে।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
আমি আপনার সাথে সহমত পোষণ করছি।এই ফর্মে একদিন নিতে হলে অবশ্যই ফর্ম এর রুলস মেনে চলতে হবে। যাতে করে ফ্রম এ অনেক ভালো কাজ করা যেতে পারে। নিয়ম না মেনে শুধু পোস্ট করলেই হবে না। নিয়ম জেনে ভালো মানের পোস্ট করতে হবে । যাতে এ ফার্মের উন্নতি করা সম্ভব হয়।
-
প্রথমে যদি আপনি নতুন কাউকে রেফার দিয়ে থাকেন তাহলে সে অ্যাকাউন্টের মালিক কে অবশ্যই কিছু শিখিয়ে দিতে হবে যাতে তিনি অন্য কারো একাউন্ট এর ক্ষতি না করে এবং উল্টাপাল্টা কমেন্ট না করেন। সিনিয়র ভাইদের একাউন্টের পোস্টে যে রকম পোস্ট করেন নিচের লেভেলের ভাইদের ও একইরকমভাবে পোস্ট করে এ ধরনের যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখা। এগুলো তথ্য সম্পর্কে আলোচনা করে দিতে হবে যাতে অন্য কারো ক্ষতি না হয়।
হ্যাঁ ভাই আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে নতুন মেম্বার যদি না অ্যাড করেন তাহলে অবশ্যই অবশ্যই থাকে কিন্তু ফর্মালিটিস সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে কিন্তু এখানে এড করবেন তা না হলে কিন্তু ফোরামে পরিবেশ নষ্ট হবে তাই আমি বলব যে আপনারা যদি নতুন মেম্বার এখানে আনেন তাহলে কিন্তু তাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবেন ফোরাম এর নিয়ম কানুন।
-
যিনি নতুন কাউকে ফর্মে রেফার করবে তার দায়িত্ব অনেক বেশি। নতুন যাদের রেফার করব তাদের সবকিছু বুঝিয়ে দিতে হবে কেমন করে পোস্ট করতে হবে।প্রতিদিন কতগুলো পোস্ট করতে হবে কোন পোস্ট করলে ভালো পজিশনে যাওয়া যাবে। এর রুলস গুলো তাকে বুঝিয়ে দিতে হবে। এভাবে থাকে সব বিষয়ে ধারণা দিলে সে অবশ্যই ভালো কাজ করতে পারবে এবং সাকসেসফুল হতে পারবে।
-
অলটকযেনটকের পপুলারিটির পেছনে নতুন নতুন মেম্বারদের এখানে রেফার করাও একটি অন্যতম কারণ। তবে নতুন কাউকে এখানে একাউন্ট করানোর সাথে সাথে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যিনি কোন নতুন মেম্বারকে এই ফোরামে আনছেন তার উচিৎ হচ্ছে নবাগত ভাই ও বোনদেরকে-ফোরামের রুলস জানিয়ে দেওয়া, কিকি করতে হবে, কি কি করা যাবেনা, ক্রিপ্টোর বেসিক জানতে সে কি কি করবে, কি করলে কি হবে এগুলো। এসব না জানিয়ে একাউন্ট একটা করে ছেড়ে দিলাম আর সে যা পারছে তাই করতেছে পরিনতি হচ্ছে-নতুন কাউকে নৌকার হাল নিয়ে বসিয়ে দিলেন অথচ সে জানেনা কিভাবে চালাতে হয়। ফলাফল হয় পরে ভয়াবহ ক্ষতি।
হ্যাঁ আমি আপনার সাথে একমত।কারণ ফোরাম কেয়ার পপুলারিটি পেতে হলে অবশ্য অবশ্যই মেম্বারের কিন্তু প্রয়োজনীয়তা অপরিসীম তাই কাজেই আমরা যারা আছি তারা নতুন নতুন মেম্বার অ্যাড করবো এবং এড করে এখানে কিন্তু নিয়ে আসবো এবং নিয়ে আসার পর কিন্তু ভালোভাবে ফোরামের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তারপর তাকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু এখানে আনবো তা না হলে কিন্তু পরে এসে তারা কিন্তু জটলা বাজে ফেলবে এবং আজেবাজে পোস্ট করবে এটা থেকে অবশ্যই তাদেরকে প্রথমে কিন্তু নিষেধ করে দিতে হবে যাতে তারা আজেবাজে পোস্ট না করে তথ্যবহুল পোস্ট হয় এবং তাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে এতে করে কিন্তু ফোরামের আরো এবং কোয়ালিটি এবং জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাবে
-
অবশ্যই, আপনি খুবই সুন্দর একটা মন্তব্য করেছেন।আসলেই অনেক সময় আমাদের পরিচিত অনেক ভাইদের ফোরামে নতুন নিয়ে আসি।কিন্তু ফোরামে তাদের অবস্থান কেমন,তাদের কাজ কি,কোন সময় তারা কি করবে।এই সকল বিষয় বিবেচনা না করে তাদেরকে কাজের ভিতর ঠেলে দেওয়া খুবই দুঃখজনক ব্যাপার বলে আমি মনে করি।কেননা তারা অনেক সময় ঠিক মত না বুঝে গ্লোবাল সেকশন এ অনেক অবল তাবোল লিখছে,যেটা আমাদের ফোরামের ভাবমূর্তি ক্ষুন্ন করবে বলে আমরা মনে করছি।তাই আমিও একমত যে যখন কোনো নতুন সদস্য কেউ রেফার করবেন অবশ্য এই বিষয়টি মাথায় নিয়ে নিবেন।
-
খুব সুন্দর একটা উদ্যোগ হয়েছে এটি। আসলে ফোরামে যিনি নতুন কাউকে যুক্ত করবেন বা রেফার করে ফোরামে এড করবেন, তার অবশ্যই কিছু দায়িত্ব রয়েছে যেমন, নতুন কে ফোরামের রুলস সম্পর্কে ভালোভাবে জানিয়ে দেয়া এবং তার কোথায় কিভাবে পোস্ট করার অধিকার রয়েছে সে সম্পর্কেও ভালোভাবে জানিয়ে দেয়া। এই দায়িত্বটুকু অবহেলা করার কারণে নতুনরা ফোরামে এসে কিছু না বুঝে রং সেকশনে পোস্ট করে ওয়ার্নিং খেয়ে তারা তাদের মন-মানসিকতা হারাচ্ছেন। আমি মনে করি সবাই যদি নতুন কাউকে রেফার করার সময় এই দায়িত্বটুকু ভালোভাবে পালন করেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমাদের ফোরামে পোষ্ট কোয়ালিটিও ভালো হবে।
-
আমাদের ফোরামে অনেকে আছে যারা অন্য কাউকে রেফার করে আইডি করে দেওয়ার পরই দায় ছাড়া ভাব দেখায়। তারা যদি দায় ছাড়া ভাব না দেখিয়ে ঐ নতুন ইউজারকে ভালো ভাবে ফোরামের রুলস বুঝিয়ে দেয় তাহলে নতুন ইউজারকে তেমন কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।
-
আমি ফার্মে অল্প কয়েকদিন ধরে এসেছি তো সেজন্য আমি বলতে পারলাম না কাকে রেফার আইডি দেওয়া হবে। তবে আমি মনে করি কিছু কিছু লোকজন রয়েছে যারা তাদের রেফার আইডি না থাকে তবুও তারা অনেক ক্ষমতা দেখায়।
-
আসসালামু আলাইকুম যিনি নতুন করে ফোরামের রেফার কবে তার দায়িত্ব অনেক। অলটকযেনটকের পপুলারিটির নতুন নতুন মেম্বারদের রেফার করাও একটি অন্যতম বিষয়। যদি রেফার করে এই ফর্মে আনা হয় অবশ্যই তাকে সবকিছু বুঝিয়ে দিতে হবে। ফর্ম এ কিভাবে পোস্ট করতে হবে। এবং এই ফর্মে কি কি পোস্ট করলে সমস্যা হবে এবং কোন ধরনের পোষ্ট পড়লে হবে সে বিষয়ে তাকে বুঝিয়ে দিতে হবে। যে সকল সিনিয়র ভাইরা রেফার করে ভাই বোনদের ফর্মে আনবে তাদের অবশ্যই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে ধারণা থাকতে হবে। এবং আমি নিজে লক্ষ করেছি অনেকে প্র মেনে ছোট ভাই বোনদের কিছু বুঝিয়ে দে না ফলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং অনেক ভুল পোস্ট করছে। রেফার করে ছোট ভাইবোনদের েপ্রমী আনবে তাদের অবশ্যই সব বিষয়ে বুঝিয়ে দিতে হবে এবং রুলস সম্পর্কে জানিয়ে দিতে হবে।
-
একদম সত্যি কথা বলেছেন ভাই। যারা পুরাতন ফোরামে এবং নতুনদের সাহায্য করতেছেন ফোরাম এ ইনকাম করতে বা ফোরামকে সমৃদ্ধ করতে তাদের ভালো ভাবে গাইডলাইন দেয়া উচিত।
-
আমি এই ফোরামে নতুন। যিনি নতুন কাউরে ফোরামে রেফার করবে তার দায়িত্ব কি এ সম্পর্কে আমার জানা ছিল না। কিন্তু ফোরামে এসে সিনিয়রদের পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম। আশা করি ভবিষ্যতে ফোরাম সম্পর্কে গুরুত্বপূর্ণ পোস্ট করার চেষ্টা করব।
-
হ্যা ভাই একদম ঠিক কথা বলেছেন। এখানে আমিও আরেকজনের রেফারে আসছি সেই ভদ্রলোক আমাকে ফরমের সকল রুলস জানিয়ে ন। আশাকরি আমি সকল নিয়মকানুন মেনে চলবো। আর সিনিয়রদের নির্দেশনা অনুযায়ী ফরমের কন্ডিশনগুলো ফলো করবো।