Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Crypto Library on February 18, 2024, 10:14:38 PM

Title: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on February 18, 2024, 10:14:38 PM
আজকে আমি একটা টপিক পরলাম সেই টপিক থেকে আমারও এখানে একটা টপিক খোলার ইচ্ছা জাগলো-
ধরেন আপনার নিকট ১০০ ডলার রয়েছে এবং এটা আপনি পরবর্তী ১০ বছর এর জন্য ফালায় রাখবেন আই মিন হোল্ডিং করবেন। এখন আপনি কোন কয়েন কে বাছাই করে নিবেন হোল্ডিং এর জন্য ?
আমি যেটা কল্পনা করতেছি সেটা হল ইউজ একটা প্রফিট ধরেন বর্তমান এথারিয়াম এর প্রাইজ ২৫০০ ডলার ১০ বছর পরে এমন কোন কয়েন কে আপনি ২৫০০ ডলারের দেখতে চান?
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Bd officer on February 19, 2024, 05:34:44 PM
আজকে আমি একটা টপিক পরলাম সেই টপিক থেকে আমারও এখানে একটা টপিক খোলার ইচ্ছা জাগলো-
ধরেন আপনার নিকট ১০০ ডলার রয়েছে এবং এটা আপনি পরবর্তী ১০ বছর এর জন্য ফালায় রাখবেন আই মিন হোল্ডিং করবেন। এখন আপনি কোন কয়েন কে বাছাই করে নিবেন হোল্ডিং এর জন্য ?
আমি যেটা কল্পনা করতেছি সেটা হল ইউজ একটা প্রফিট ধরেন বর্তমান এথারিয়াম এর প্রাইজ ২৫০০ ডলার ১০ বছর পরে এমন কোন কয়েন কে আপনি ২৫০০ ডলারের দেখতে চান?
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
ভাই আমি শুধু পলিগন মেটিকে বিনিয়োগ করবো না সাথে BNB তে কিছু পরিমান বিনিয়োগ করবো, এছাড়া সোলনা তেও কিছু পরিমান বিনিয়োগ করবো। মোট কথা হলো একক জিনিসের উপর নির্ভরশীল না হয়ে একাদিক জিনিসের উপর নির্ভরশীল হওয়া অনেক ভালো। 33+33+34 এভাবে তিনটি কয়েনে বিনিয়োগ করবো। এটা আমি আমার মত প্রকাশ করলাম আরকী ;)
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on February 19, 2024, 07:19:15 PM
ভাই আমি শুধু পলিগন মেটিকে বিনিয়োগ করবো না সাথে BNB তে কিছু পরিমান বিনিয়োগ করবো, এছাড়া সোলনা তেও কিছু পরিমান বিনিয়োগ করবো। মোট কথা হলো একক জিনিসের উপর নির্ভরশীল না হয়ে একাদিক জিনিসের উপর নির্ভরশীল হওয়া অনেক ভালো। 33+33+34 এভাবে তিনটি কয়েনে বিনিয়োগ করবো। এটা আমি আমার মত প্রকাশ করলাম আরকী ;)
আপনার মতের সাথেও আমি দ্বিমত পোষণ করবো না কারণ-
একটার উপর ভিত্তি করে যে ট্রেড নিলে বা একটাতেই ইনভেস্ট করলে সেটা যে আউটকাম ১০০% দিবে এটার কোন গ্যারান্টি নাই। তাই নিজের  ফান্ডকে একাধিক কয়েনের মধ্যে বিস্তারিত করলে প্রফিট অর্জনের চান্সেস বেশি থাকে।
যাইহোক আপনার আইডিয়াটা ভালো তবে আমি এখানে ১০০ ডলার এর কথা বলেছি তো, আমার হিসেবে 100 ডলার আমার নিকট এফোর্টেবল অ্যামাউন্ট আমি নিজে অলরেডি মোটামুটি একটা ভালো এমাউন্টের BNB হোল্ডিং করতেছি, পাশাপাশি  কিছু  রয়েছে  ইথারিয়াম আর কিছু রয়েছে লাইট কয়েন. আর লং টার্মের জন্য প্রতি মাসে ৪০ ডলার করে বিটকয়েন এ ইনভেস্ট করতেছি।
এখন চিন্তা করতেছি যে ১০০ ডলার পলিগন মাটিক কয়েন ইনভেস্টমেন্ট করব, তবে আমি দাম কিছুটা কমার অপেক্ষায় রয়েছি, যদিও কিছুদিন আগে দাম অনেক কম ছিল, অপরচুনিটি টা মিস করেছি।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: God Of Thunder on February 22, 2024, 01:53:53 PM
লং টাইম হোল্ডিং এর জন্য স্টাবলিষ্ট হওয়া এক্সচেন্জ এর যেসব ন্যাটিভ টোকেন আছে, সেগুলো আসলে খারাপ হবে না। যেমন ধরেন, বাইনান্স এর বি এন বি, কু কয়েনের কে সি এস, প্যানকেক সেয়াপের কেক, ইউনি সেয়াপের ইউনি, এগুলোই আমার কাছে ভালো মনে হয়। তবে ইনভেষট করার আগে টোকেনের ব্যাপারে ভালো করে রিসার্চ করে ইনভেষ্ট করাটা ব্যাটার হবে। ব্যাক্তিগত ভাবে আমি কিছু এন্জিন কয়েন, পলিগন, আর পোলকা ডটে ইনভেষ্ট করেছি। এছাড়া বাকি সব হোল্ডিং বিটকয়েনে। আদা কিনেছিলাম কিছু, এবং অলরেডি প্রফিটে আছি। ভবিষ্যতের লং টার্ম হোল্ডিং এর জন্য আদা ভালো একটা কয়েন হবে বলে আমি মনে করি।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: kulkhan on March 07, 2024, 08:53:26 PM
বাজারে এখন অনেক ভালো ভালো আল্ট কয়েন রয়েছে এর মধ্যে ইথিরিয়াম, ম্যাটিক, বি এন বি, ডট, পিবিআর ইত্যাদি ভালো কয়েন। আমি এর মধ্যে ইথারিয়াম মেটিক এবং পিবিআর হোল্ড করতেছি। নিঃসন্দেহে এগুলো অনেক ভালো কয়েন  এবং এগুলো থেকে অনেক প্রফিট করা সম্ভব বলে আমি মনে করি।

তাই আমি এগুলো দীর্ঘদিনের জন্য হোল্ড করব বলে মনে করছি। কয়েক বছর আগে আমি ডগি কয়েন হোল্ড করেছিলাম, এবং সেখান থেকে প্রচুর প্রফিট করেছিলাম। এবং বর্তমানে আমার যে আল্ট কয়েন গুলো আমার হোল্ড আছে সেগুলো আমি ২০২৫ সাল পর্যন্ত হোল্ড করতে চাই।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: God Of Thunder on March 09, 2024, 04:33:05 PM
ইথেরিয়াম নিয়ে সব সময় আমার একটা নেগেটিভ ধারনা ছিলো। কিন্তু ইথেরিয়ামের যে কত ইউজ কেইস আছে, আমি এগুলো ঘাটাঘাটি না করলে কিছুই বুঝতে পারতাম না। ইদানিং আমি একটু এয়ারড্রপ ফার্মিং করার চিন্তা থেকে টুকিটাকি ঘাটাঘাটি শুরু করি। ইথেরিয়ামে হাই গ্যাস ফি এর কারনে এটাকে সব সময় আমার কাছে বিরক্তিকর মনে হয়। তবে বিরক্তিকর মনে হলেও, ইথেরিয়াম ব্রিজ করে লেয়ার টু তে অন্য চেইনে নিয়ে কাজ করতে বাধ্য হয়ে।

নতুন নতুন অনেক প্রজেক্ট আসার কারনে ইথেরিয়ামের চাহিদা বাড়তেই থাকে। যার কারনে দেখেন, ইথেরিয়ামের কোনো সাপ্লাই লিমিট না থাকার কারনেও মানুষকে ইথেরিয়াম কিনতে হচ্ছে। আর আমরা জানি, যত বেশি ডিমান্ড, তত বেশি দাম বাড়ে।

আমার মনে হয় ইথেরিয়াম ২০২৫ সালে ১০ হাজার ডলার টাচ করে ফেরতে পারে। তাই, অল্প হলেও ইথেরিয়ামে ইনভেষ্ট করে রাখতে পারেন।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: moonstar24 on March 29, 2024, 05:01:45 AM
দীর্ঘ সময় হোল্ডিং করার জন্য এখন বর্তমানে সবচেয়ে ভালো কয়েন হবে BNB,ETH Coin,Solana কয়েন এই তিনটির মধ্যে যেকোনো একটি কয়েন আপনি দীর্ঘ সময় ধরে রাখতে পারেন। অবশ্যই আপনি ব্যাপক বেনিফিট অর্জন করতে পারবেন।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: JISAN on April 22, 2024, 06:35:00 PM
আজকে আমি একটা টপিক পরলাম সেই টপিক থেকে আমারও এখানে একটা টপিক খোলার ইচ্ছা জাগলো-
ধরেন আপনার নিকট ১০০ ডলার রয়েছে এবং এটা আপনি পরবর্তী ১০ বছর এর জন্য ফালায় রাখবেন আই মিন হোল্ডিং করবেন। এখন আপনি কোন কয়েন কে বাছাই করে নিবেন হোল্ডিং এর জন্য ?
আমি যেটা কল্পনা করতেছি সেটা হল ইউজ একটা প্রফিট ধরেন বর্তমান এথারিয়াম এর প্রাইজ ২৫০০ ডলার ১০ বছর পরে এমন কোন কয়েন কে আপনি ২৫০০ ডলারের দেখতে চান?
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
আপনি কিভাবে এটি চিন্তা করতেছেন যে MATIC এর দাম ভবিষ্যতে ETH এর মতো ২৫০০$ হতে পারে। ETH এর বর্তমান মূন্য হচ্ছে $৩১৮৮ সেখানে এর সাপ্লাই অনুযায়ী এর মার্কেটক্যাপ হচ্ছে $৩৮২ বিলিয়ন ডলার আর এই মার্কেটক্যাপ অতিক্রম করার জন্য Matic এর সাপ্লাই অনুযায়ী $৩৮ হলেই হবে। তাহলে MATIC এর দাম কিভাবে $২৫০০ আশা করা যায়?  এমন হলে এটা এর মার্কেটক্যাপ হবে কয়েন ট্রিলিয়ন ডলার যা বিটকয়েনকেউ ছাড়িয়ে যেতে হবে। তাই এমন কোনো প্রেডিকশন করবেন না যা বাস্তবায়ন হওয়া সম্পূর্ণ  অসম্ভব৷ এমন কিছু ঘটতে পারে যদি MATIC এর ৯০% সাপ্লাই বার্ন করা হয়।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: God Of Thunder on April 23, 2024, 06:14:06 PM
আপনি কিভাবে এটি চিন্তা করতেছেন যে MATIC এর দাম ভবিষ্যতে ETH এর মতো ২৫০০$ হতে পারে। ETH এর বর্তমান মূন্য হচ্ছে $৩১৮৮ সেখানে এর সাপ্লাই অনুযায়ী এর মার্কেটক্যাপ হচ্ছে $৩৮২ বিলিয়ন ডলার আর এই মার্কেটক্যাপ অতিক্রম করার জন্য Matic এর সাপ্লাই অনুযায়ী $৩৮ হলেই হবে। তাহলে MATIC এর দাম কিভাবে $২৫০০ আশা করা যায়?  এমন হলে এটা এর মার্কেটক্যাপ হবে কয়েন ট্রিলিয়ন ডলার যা বিটকয়েনকেউ ছাড়িয়ে যেতে হবে। তাই এমন কোনো প্রেডিকশন করবেন না যা বাস্তবায়ন হওয়া সম্পূর্ণ  অসম্ভব৷ এমন কিছু ঘটতে পারে যদি MATIC এর ৯০% সাপ্লাই বার্ন করা হয়।

হতে পারে উনি এতো কিছু ক্যালকুলেশন করে নাই। আপনি ডজ কয়েন অথবা শিবা ইনুর কথা ভেবে দেখেন না। অনেক মিম কয়েন লাভার আছে যারা এখনো ডজ কয়েন এবং শিবা ইনু হোল্ড করে বসে আছে মিম সিজনের জন্য। মজার ব্যাপার হলো ফেসবুকে প্রায়ই দেখবেন মিম কয়েন হোল্ডার রা পোষ্ট করে যে শিবা ইনু কি কখনো ০.০১ ডলার হতে পারে? তাহলে তো আমরা লালে লাল হয়ে যাবো। অনেকে আশা করে ডজ কয়েন ১ ডলার হবে। ক্রিপ্টো মার্কেট আসলে অনেক বেশি আন প্রেডিক্টেবল। কখন কি হয়ে যাবে তা বলা মুশকিল!

আমি জানি না ম্যাটিকের টোকেন সাপ্লাই সব সার্কুলেশনে চলে আসছে কি না, বা এর সার্কুলেশন লিমিট আছে কি না। একটা প্রজেক্ট এতাদিন মার্কেটে থাকার পর তারা আর নতুন করে টোকেন বার্ন করবে বলে আমার মনে হয় না। ধরেই নেন না ম্যাটিক কয়েক বছর পর ১০ ডলারে যাবে। এটুকু হলেই তো  অনেকে কোটিপতি হয়ে যাবে।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: DYING_S0UL on April 24, 2024, 06:55:18 PM
Altcoin আর long term এই দুটো টার্ম একসাথে যায় না বলে আমি মনে, আমার নিজের পার্সোনাল চিন্তাধারা। যদিও আমি নিজেও অনেকদিন ধরে অল্ট হোল্ট করে আসতেছিলাম। তো যদি আমি নিজের কথা বলি, তাহলে ইথেরিয়াম কে আমি সবার উপর রাখবো। এটা দিয়ে আমি পর্যাপ্ত লাভ করছি। এছাড়াও মান্টা, মেটিক, চেইনলিংক, সাবকুয়েরি, সোলানা, আর সাথে আরো ৫-৭ রকমের অল্ট হোল্ডে আছে। তবে বেশিদিন আবার হোল্ডে সমস্যা। নয়তো সবার মতো - মাইনাসে থাকতাম যেটা আমার নাই।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: JISAN on May 03, 2024, 04:57:35 AM
আপনি কিভাবে এটি চিন্তা করতেছেন যে MATIC এর দাম ভবিষ্যতে ETH এর মতো ২৫০০$ হতে পারে। ETH এর বর্তমান মূন্য হচ্ছে $৩১৮৮ সেখানে এর সাপ্লাই অনুযায়ী এর মার্কেটক্যাপ হচ্ছে $৩৮২ বিলিয়ন ডলার আর এই মার্কেটক্যাপ অতিক্রম করার জন্য Matic এর সাপ্লাই অনুযায়ী $৩৮ হলেই হবে। তাহলে MATIC এর দাম কিভাবে $২৫০০ আশা করা যায়?  এমন হলে এটা এর মার্কেটক্যাপ হবে কয়েন ট্রিলিয়ন ডলার যা বিটকয়েনকেউ ছাড়িয়ে যেতে হবে। তাই এমন কোনো প্রেডিকশন করবেন না যা বাস্তবায়ন হওয়া সম্পূর্ণ  অসম্ভব৷ এমন কিছু ঘটতে পারে যদি MATIC এর ৯০% সাপ্লাই বার্ন করা হয়।

হতে পারে উনি এতো কিছু ক্যালকুলেশন করে নাই। আপনি ডজ কয়েন অথবা শিবা ইনুর কথা ভেবে দেখেন না। অনেক মিম কয়েন লাভার আছে যারা এখনো ডজ কয়েন এবং শিবা ইনু হোল্ড করে বসে আছে মিম সিজনের জন্য। মজার ব্যাপার হলো ফেসবুকে প্রায়ই দেখবেন মিম কয়েন হোল্ডার রা পোষ্ট করে যে শিবা ইনু কি কখনো ০.০১ ডলার হতে পারে? তাহলে তো আমরা লালে লাল হয়ে যাবো। অনেকে আশা করে ডজ কয়েন ১ ডলার হবে। ক্রিপ্টো মার্কেট আসলে অনেক বেশি আন প্রেডিক্টেবল। কখন কি হয়ে যাবে তা বলা মুশকিল!

আমি জানি না ম্যাটিকের টোকেন সাপ্লাই সব সার্কুলেশনে চলে আসছে কি না, বা এর সার্কুলেশন লিমিট আছে কি না। একটা প্রজেক্ট এতাদিন মার্কেটে থাকার পর তারা আর নতুন করে টোকেন বার্ন করবে বলে আমার মনে হয় না। ধরেই নেন না ম্যাটিক কয়েক বছর পর ১০ ডলারে যাবে। এটুকু হলেই তো  অনেকে কোটিপতি হয়ে যাবে।
হ্যা Matic এর দাম $১০ হলেও এখান থেকে হিউজ প্রফিট পাওয়া সম্ভব। MATIC ধীরে ধীরে পপুলার একটা চেইন হচ্ছে আর এটা এখনো ১৭ বিলিয়ন ডলার মার্কেটক্যাপ নিয়ে CMC তে ১৭ নাম্বার পজিশনে আছে। Matic এর বর্তমান দাম $০.৭২ এটার দাম $১০ এ উঠলে এখন যারা বিনিয়োগ করবে তারা প্রায় ১২-১৩x প্রফিট পাবে যা আসলেই হিউজ। আর এই দাম হওয়া সম্ভব। TON এর দিকে লক্ষ্য করেন হঠাৎ করে এটা কতটা পাম্প করলো আর cmc তে $18.33B মার্কেটক্যাপ নিয়ে হঠাৎ করে টপ 9 নাম্বারে চলে এসেছে
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: God Of Thunder on May 04, 2024, 01:28:58 PM
হ্যা Matic এর দাম $১০ হলেও এখান থেকে হিউজ প্রফিট পাওয়া সম্ভব। MATIC ধীরে ধীরে পপুলার একটা চেইন হচ্ছে আর এটা এখনো ১৭ বিলিয়ন ডলার মার্কেটক্যাপ নিয়ে CMC তে ১৭ নাম্বার পজিশনে আছে। Matic এর বর্তমান দাম $০.৭২ এটার দাম $১০ এ উঠলে এখন যারা বিনিয়োগ করবে তারা প্রায় ১২-১৩x প্রফিট পাবে যা আসলেই হিউজ। আর এই দাম হওয়া সম্ভব। TON এর দিকে লক্ষ্য করেন হঠাৎ করে এটা কতটা পাম্প করলো আর cmc তে $18.33B মার্কেটক্যাপ নিয়ে হঠাৎ করে টপ 9 নাম্বারে চলে এসেছে

ক্রিপ্টো মার্কেটে আসলে সবই সম্ভব। আপনি ডজ কয়েনের দিকে দেখেন। কেই কি কখনো বিশ্বাস করেছে যে ডজ কয়েন কোনো দিন ০.৭ ডলার হবে? ডজ কয়েন সব সময় ৩ টা শুন্য দিয়ে শুরু হতো। সেখানে এই কয়েন কবে ১ সেন্ট হতে পারবে এটাই হয়তো কেউ ভাবে নাই। কিন্তু ডজ কয়েনের মতো একটা মিম কয়েন ৭০ সেন্ট হইতে পারছে। এখনো এটার যা দাম আছে, তাই আমার কাছে বেশি মনে হয়। মিম কয়েনের গড ফাদার হলো এই ডজ কয়েন।

এখন আপনি যদি ধরে নেন যে ম্যাটিক ১০ বছর পর ১০ ডলার হবে, সেটাও অসম্ভবের কিছু না। মার্কেটের সাইজ এখনই দুই ট্রিলিয়নের বেশি। ১০ বছর পর এটার সাইজ ২০ ট্রিলিয়ন হতেই পারে। সেই সময় যদি ম্যাটিক ১০ ডলার করে হয়, তাহলে আমি অন্তত অবাক হবো না।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: DYING_S0UL on May 04, 2024, 06:55:30 PM
ক্রিপ্টো মার্কেটে আসলে সবই সম্ভব। আপনি ডজ কয়েনের দিকে দেখেন। কেই কি কখনো বিশ্বাস করেছে যে ডজ কয়েন কোনো দিন ০.৭ ডলার হবে? ডজ কয়েন সব সময় ৩ টা শুন্য দিয়ে শুরু হতো। সেখানে এই কয়েন কবে ১ সেন্ট হতে পারবে এটাই হয়তো কেউ ভাবে নাই। কিন্তু ডজ কয়েনের মতো একটা মিম কয়েন ৭০ সেন্ট হইতে পারছে। এখনো এটার যা দাম আছে, তাই আমার কাছে বেশি মনে হয়। মিম কয়েনের গড ফাদার হলো এই ডজ কয়েন।

এখন আপনি যদি ধরে নেন যে ম্যাটিক ১০ বছর পর ১০ ডলার হবে, সেটাও অসম্ভবের কিছু না। মার্কেটের সাইজ এখনই দুই ট্রিলিয়নের বেশি। ১০ বছর পর এটার সাইজ ২০ ট্রিলিয়ন হতেই পারে। সেই সময় যদি ম্যাটিক ১০ ডলার করে হয়, তাহলে আমি অন্তত অবাক হবো না।
আসলেই সব সম্ভব ভাই। তবে ডজের বিষয়টা একটু আলাদা। ইলন অনেকভাবে এই মিম কয়েনটাকে ম্যানুপুলেট করছে। Matic, Manta, Mantle এই প্রজেক্টগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। শুধু Mantle এ ই (+৩০%) প্রফিট আছে। আর বাকিগুলোর ওভারঅল যদি বলি পজিটিভ অবস্থা সব কুল দিয়েই। বর্তমান layer-2 ভিত্তিক যে প্রজেক্টগুলো আসতেছে/আসছে, তার অনেকগুলোতে আমি প্রফিট আশা করতেছি।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on May 26, 2024, 09:18:48 PM
ক্রিপ্টো মার্কেটে আসলে সবই সম্ভব। আপনি ডজ কয়েনের দিকে দেখেন। কেই কি কখনো বিশ্বাস করেছে যে ডজ কয়েন কোনো দিন ০.৭ ডলার হবে? ডজ কয়েন সব সময় ৩ টা শুন্য দিয়ে শুরু হতো। সেখানে এই কয়েন কবে ১ সেন্ট হতে পারবে এটাই হয়তো কেউ ভাবে নাই। কিন্তু ডজ কয়েনের মতো একটা মিম কয়েন ৭০ সেন্ট হইতে পারছে। এখনো এটার যা দাম আছে, তাই আমার কাছে বেশি মনে হয়। মিম কয়েনের গড ফাদার হলো এই ডজ কয়েন।

এখন আপনি যদি ধরে নেন যে ম্যাটিক ১০ বছর পর ১০ ডলার হবে, সেটাও অসম্ভবের কিছু না। মার্কেটের সাইজ এখনই দুই ট্রিলিয়নের বেশি। ১০ বছর পর এটার সাইজ ২০ ট্রিলিয়ন হতেই পারে। সেই সময় যদি ম্যাটিক ১০ ডলার করে হয়, তাহলে আমি অন্তত অবাক হবো না।
ডজ কয়েন এত দূরে যেতে হবে কেন ভাই, আজকে  বিটকয়েন যে অবস্থানে অবস্থান করছে এটা কি কেউ আজ থেকে ১০ বছর পূর্বে কল্পনা করেছে?
ধরেন Laszlo Hanyecz এর কথা বলি সে যদি জানতো ১৪ বছর পরে এক একটা বিটকয়েন এর দাম 70k+ ছাড়িয়ে যেতে পারে তাহলে কি সে ১০০০০ বিটকয়েন দিয়ে দুইটা পিজ্জা নিতো ?
মাটিক এর যাত্রা ২০১৯ সালে এবং তারা মাত্র ২ বছরের মধ্যে ২০২১ সালে ০.০০৪ থেকে ০.৪ এ এসেছিল এবং সেই বছরেরই তারা প্রায় দুই ডলারের সমপরিমাণ হয়েছিল, এবং তার পরের বছর আড়াই ডলার হয়েছিল।
তাই এবারের বুল রানের জন্য কিছু মাটিক কিনে রেখেছে পাশাপাশি লং টার্ম এর জন্য অলরেডি ১০০ ডলার ইনভেস্টমেন্ট করেছি, দেখি এটা কয় বছর পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে হোল্ড করতে পারি।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: God Of Thunder on May 27, 2024, 02:43:47 PM
মাটিক এর যাত্রা ২০১৯ সালে এবং তারা মাত্র ২ বছরের মধ্যে ২০২১ সালে ০.০০৪ থেকে ০.৪ এ এসেছিল এবং সেই বছরেরই তারা প্রায় দুই ডলারের সমপরিমাণ হয়েছিল, এবং তার পরের বছর আড়াই ডলার হয়েছিল।
তাই এবারের বুল রানের জন্য কিছু মাটিক কিনে রেখেছে পাশাপাশি লং টার্ম এর জন্য অলরেডি ১০০ ডলার ইনভেস্টমেন্ট করেছি, দেখি এটা কয় বছর পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে হোল্ড করতে পারি।

শুধু ম্যাটিক এর কথা আমি বলবো না। ম্যাটিক নিয়ে আমি তেমন একটা ঘাটাঘাটি করি নাই। আসলে আমি কোনো প্রজেক্ট নিয়েই ঘাটাঘাটি করি নাই। তবে ম্যাটিক আমার কাছেও ভালো এর লো ট্রান্সজেকশন ফির জন্য। ম্যাটিকের ইকোসিস্টেমে আহামরি তেমন কিছু আমার চোখে পড়ে নাই। এমনকি আমি তেমন কোনো নতুন প্রজেক্ট দেখি না যারা ম্যাটিক ইকোসিস্টেমে লঞ্চ করেছে। অন্য দিকে আপনি যদি টুন কয়েনের দিকে তাকান, যেটা টেলিগ্রামের নিজেদের একটা প্রজেক্ট, এরা পুরো একটা ইকোসিস্টেম দাড় করিয়ে ফেলেছে। যে কয়েনের ইউজ যতো বেশি, তাদের গ্রো করার পটেনশিয়াল ততো বেশি। আমি তো মনে করি ২০৩০ সালে টুন কয়েন ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। যেটার বর্তমান দাম মাত্র ৬-৭ ডলারের ভেতর। টেলিগ্রামে যে কি পরিমান মিনি এপ্স লঞ্চ হচ্ছে, এটা দেখে বুঝা উচিৎ যে টেলিগ্রাম নিজেই বাইনান্স এর মতো একটা ইকোসিস্টেম বানিয়ে ফেলেছে। টুন নিয়ে আমি অনেক বুলিশ! যদিও এখনো ইনভেস্ট করি নাই।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on May 29, 2024, 11:32:20 PM
শুধু ম্যাটিক এর কথা আমি বলবো না। ম্যাটিক নিয়ে আমি তেমন একটা ঘাটাঘাটি করি নাই। আসলে আমি কোনো প্রজেক্ট নিয়েই ঘাটাঘাটি করি নাই। তবে ম্যাটিক আমার কাছেও ভালো এর লো ট্রান্সজেকশন ফির জন্য। ম্যাটিকের ইকোসিস্টেমে আহামরি তেমন কিছু আমার চোখে পড়ে নাই। এমনকি আমি তেমন কোনো নতুন প্রজেক্ট দেখি না যারা ম্যাটিক ইকোসিস্টেমে লঞ্চ করেছে। অন্য দিকে আপনি যদি টুন কয়েনের দিকে তাকান, যেটা টেলিগ্রামের নিজেদের একটা প্রজেক্ট, এরা পুরো একটা ইকোসিস্টেম দাড় করিয়ে ফেলেছে। যে কয়েনের ইউজ যতো বেশি, তাদের গ্রো করার পটেনশিয়াল ততো বেশি। আমি তো মনে করি ২০৩০ সালে টুন কয়েন ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। যেটার বর্তমান দাম মাত্র ৬-৭ ডলারের ভেতর। টেলিগ্রামে যে কি পরিমান মিনি এপ্স লঞ্চ হচ্ছে, এটা দেখে বুঝা উচিৎ যে টেলিগ্রাম নিজেই বাইনান্স এর মতো একটা ইকোসিস্টেম বানিয়ে ফেলেছে। টুন নিয়ে আমি অনেক বুলিশ! যদিও এখনো ইনভেস্ট করি নাই।
আপনি আসলে খারাপ বলেননি লং  টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে টন কোন খারাপ না।
টেলিগ্রামের যে অগ্রগতি  যেসব ফিচার আনতেছে দেখছি ভবিষ্যতে অতিশীঘ্রই টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া হিসেবে অন্যান্য সোশ্যাল মিডিয়াকে টক্কর দিবে। টেলিগ্রামের মিনি অ্যাপস ফিচারস টা রেভ্যুলেশন তৈরি করতে যাচ্ছে। আমরা অলরেডি দেখতেছি অনেক ক্রিপ্ট বেসড প্রজেক্টগুলো  টেলিগ্রাম মুখী হচ্ছে ।
আর যেহেতু সোশ্যাল মিডিয়া হিসেবে ইউজার বাড়বে সেখানেও অভিয়াসলি তাদের টোন কয়েনের দাম বাড়বে। বর্তমানে আমরা বি এন বিকে যে অবস্থানে দেখছি হয়তো আর পাঁচ ছয় বছর পর টন কে সেখানে দেখতে পারি বা তারও ওপরে গেলেও আমিও অবাক হবো না।
মজার বিষয় হচ্ছে আমার কিছু ফ্রেন্ড এই টোন কয়েন কে ৫০ সেন্ট এর কমেউ সেল করেছে।
দেখি আমি পলিগনের কিছু ইনভেস্টমেন্ট করেছি সামনে প্ল্যান করতেছি টোন কয়েনে ইনভেস্টমেন্ট করব।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: kulkhan on June 02, 2024, 11:24:55 PM
আজকে আমি একটা টপিক পরলাম সেই টপিক থেকে আমারও এখানে একটা টপিক খোলার ইচ্ছা জাগলো-
ধরেন আপনার নিকট ১০০ ডলার রয়েছে এবং এটা আপনি পরবর্তী ১০ বছর এর জন্য ফালায় রাখবেন আই মিন হোল্ডিং করবেন। এখন আপনি কোন কয়েন কে বাছাই করে নিবেন হোল্ডিং এর জন্য ?
আমি যেটা কল্পনা করতেছি সেটা হল ইউজ একটা প্রফিট ধরেন বর্তমান এথারিয়াম এর প্রাইজ ২৫০০ ডলার ১০ বছর পরে এমন কোন কয়েন কে আপনি ২৫০০ ডলারের দেখতে চান?
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
ভাই আমি শুধু পলিগন মেটিকে বিনিয়োগ করবো না সাথে BNB তে কিছু পরিমান বিনিয়োগ করবো, এছাড়া সোলনা তেও কিছু পরিমান বিনিয়োগ করবো। মোট কথা হলো একক জিনিসের উপর নির্ভরশীল না হয়ে একাদিক জিনিসের উপর নির্ভরশীল হওয়া অনেক ভালো। 33+33+34 এভাবে তিনটি কয়েনে বিনিয়োগ করবো। এটা আমি আমার মত প্রকাশ করলাম আরকী ;)
আপনি যথার্থই বলেছেন। আমি আপনার সাথে পুরোপুরি একমত, ক্রিপ্টোকারেন্সি জগতে কোন কিছুই নিশ্চিত নয়, যেকোনো সময় যেকোনো কয়েন ভালো করতে পারে আবার ফল্কটও করতে পারে। তাই আমিও মনে করি কোন একটা কয়েন এর উপরে নির্ভরশীল হওয়া ঠিক নয়। আপনার $১০০ ডলার দিয়ে আপনি ২-৩ টা ভালো ভালো কয়েন যেমন বি এন বি, লাইট কয়েন, ইথারিয়াম কিনতে পারেন।তাহলে আপনার আশাপূর্ণ হবে বলে আমি মনে করি।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: JISAN on June 13, 2024, 09:23:08 PM
আজকে আমি একটা টপিক পরলাম সেই টপিক থেকে আমারও এখানে একটা টপিক খোলার ইচ্ছা জাগলো-
ধরেন আপনার নিকট ১০০ ডলার রয়েছে এবং এটা আপনি পরবর্তী ১০ বছর এর জন্য ফালায় রাখবেন আই মিন হোল্ডিং করবেন। এখন আপনি কোন কয়েন কে বাছাই করে নিবেন হোল্ডিং এর জন্য ?
আমি যেটা কল্পনা করতেছি সেটা হল ইউজ একটা প্রফিট ধরেন বর্তমান এথারিয়াম এর প্রাইজ ২৫০০ ডলার ১০ বছর পরে এমন কোন কয়েন কে আপনি ২৫০০ ডলারের দেখতে চান?
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
ভাই আমি শুধু পলিগন মেটিকে বিনিয়োগ করবো না সাথে BNB তে কিছু পরিমান বিনিয়োগ করবো, এছাড়া সোলনা তেও কিছু পরিমান বিনিয়োগ করবো। মোট কথা হলো একক জিনিসের উপর নির্ভরশীল না হয়ে একাদিক জিনিসের উপর নির্ভরশীল হওয়া অনেক ভালো। 33+33+34 এভাবে তিনটি কয়েনে বিনিয়োগ করবো। এটা আমি আমার মত প্রকাশ করলাম আরকী ;)
আপনি যথার্থই বলেছেন। আমি আপনার সাথে পুরোপুরি একমত, ক্রিপ্টোকারেন্সি জগতে কোন কিছুই নিশ্চিত নয়, যেকোনো সময় যেকোনো কয়েন ভালো করতে পারে আবার ফল্কটও করতে পারে। তাই আমিও মনে করি কোন একটা কয়েন এর উপরে নির্ভরশীল হওয়া ঠিক নয়। আপনার $১০০ ডলার দিয়ে আপনি ২-৩ টা ভালো ভালো কয়েন যেমন বি এন বি, লাইট কয়েন, ইথারিয়াম কিনতে পারেন।তাহলে আপনার আশাপূর্ণ হবে বলে আমি মনে করি।
যারা লোভ করেন যত বেশি তারা তত কম কয়েনে তাদেদ টাকাগুলো বিনিয়োগ করে রাখে কারন তারা চিন্তা করে যে সেই কয়েন পাম্প করলে একেবারে অনেক প্রফিট পাবেন আর যদি একাধিক কয়েনে কম টাকা করে প্রতিটি কয়েনে বিনিয়োগ করে  তাহলে একটিতে প্রফিট হলে আরেকটিতে লস হলে গড়ে তার কোনো লাভ ক্ষতি হবে না। তাই তারা দ্রুত প্রফিটের জন্য শুধুমাত্র ১ কয়েনের উপর নির্ভরশীল থাকে। এটা ইনেক বেশি রিস্কি তাই আমি সবসময় এই বিষয়ের উপর এরকমত যে ক্রিপ্টোতে বিনিয়োগ করলে একাধিক ক্রিপ্টোর উপর বিনিয়োগ করা উচিৎ এতে রিস্ক কম থাকে
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: kulkhan on June 13, 2024, 11:33:04 PM
আজকে আমি একটা টপিক পরলাম সেই টপিক থেকে আমারও এখানে একটা টপিক খোলার ইচ্ছা জাগলো-
ধরেন আপনার নিকট ১০০ ডলার রয়েছে এবং এটা আপনি পরবর্তী ১০ বছর এর জন্য ফালায় রাখবেন আই মিন হোল্ডিং করবেন। এখন আপনি কোন কয়েন কে বাছাই করে নিবেন হোল্ডিং এর জন্য ?
আমি যেটা কল্পনা করতেছি সেটা হল ইউজ একটা প্রফিট ধরেন বর্তমান এথারিয়াম এর প্রাইজ ২৫০০ ডলার ১০ বছর পরে এমন কোন কয়েন কে আপনি ২৫০০ ডলারের দেখতে চান?
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
ভাই আমি শুধু পলিগন মেটিকে বিনিয়োগ করবো না সাথে BNB তে কিছু পরিমান বিনিয়োগ করবো, এছাড়া সোলনা তেও কিছু পরিমান বিনিয়োগ করবো। মোট কথা হলো একক জিনিসের উপর নির্ভরশীল না হয়ে একাদিক জিনিসের উপর নির্ভরশীল হওয়া অনেক ভালো। 33+33+34 এভাবে তিনটি কয়েনে বিনিয়োগ করবো। এটা আমি আমার মত প্রকাশ করলাম আরকী ;)
আপনি যথার্থই বলেছেন। আমি আপনার সাথে পুরোপুরি একমত, ক্রিপ্টোকারেন্সি জগতে কোন কিছুই নিশ্চিত নয়, যেকোনো সময় যেকোনো কয়েন ভালো করতে পারে আবার ফল্কটও করতে পারে। তাই আমিও মনে করি কোন একটা কয়েন এর উপরে নির্ভরশীল হওয়া ঠিক নয়। আপনার $১০০ ডলার দিয়ে আপনি ২-৩ টা ভালো ভালো কয়েন যেমন বি এন বি, লাইট কয়েন, ইথারিয়াম কিনতে পারেন।তাহলে আপনার আশাপূর্ণ হবে বলে আমি মনে করি।
যারা লোভ করেন যত বেশি তারা তত কম কয়েনে তাদেদ টাকাগুলো বিনিয়োগ করে রাখে কারন তারা চিন্তা করে যে সেই কয়েন পাম্প করলে একেবারে অনেক প্রফিট পাবেন আর যদি একাধিক কয়েনে কম টাকা করে প্রতিটি কয়েনে বিনিয়োগ করে  তাহলে একটিতে প্রফিট হলে আরেকটিতে লস হলে গড়ে তার কোনো লাভ ক্ষতি হবে না। তাই তারা দ্রুত প্রফিটের জন্য শুধুমাত্র ১ কয়েনের উপর নির্ভরশীল থাকে। এটা ইনেক বেশি রিস্কি তাই আমি সবসময় এই বিষয়ের উপর এরকমত যে ক্রিপ্টোতে বিনিয়োগ করলে একাধিক ক্রিপ্টোর উপর বিনিয়োগ করা উচিৎ এতে রিস্ক কম থাকে
হ্যা ভাই আমি ও আপনার সাথে পুরোপুরি একমত আসলে এই ক্রিপ্টো মারকেটে লাভ লচ উভয়ই থাকবে এটা মাথায় রেখেই বিনিয়োগ করতে হবে। আর আপনি ঠিকই বলেছেন অনেক গুলো কয়েনে বিনিয়োগ করলে লাভ লচ দুটোই কম হওয়ার সম্ভাবনা থাকে আর একটি কয়েনে বিনিয়োগ করলে হয়তো লাভ অনেক বেশিই হবে না হলে অনেক লচ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমিও আপনার সাথে একমত একটি কয়েনে নয় অনেকগুলো কয়েন কেনার উপর বিশ্বাসী।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on June 28, 2024, 07:29:55 PM
হ্যা ভাই আমি ও আপনার সাথে পুরোপুরি একমত আসলে এই ক্রিপ্টো মারকেটে লাভ লচ উভয়ই থাকবে এটা মাথায় রেখেই বিনিয়োগ করতে হবে। আর আপনি ঠিকই বলেছেন অনেক গুলো কয়েনে বিনিয়োগ করলে লাভ লচ দুটোই কম হওয়ার সম্ভাবনা থাকে আর একটি কয়েনে বিনিয়োগ করলে হয়তো লাভ অনেক বেশিই হবে না হলে অনেক লচ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমিও আপনার সাথে একমত একটি কয়েনে নয় অনেকগুলো কয়েন কেনার উপর বিশ্বাসী।
অনেকগুলো কয়েনে বিনিয়োগ করলে যে লস কম হবে এটা কে বলেছে? শুধু অনেকগুলো কয়েন চুজ করলেই হবে না আপনি যদি অতিরিক্ত মুনাফার আশায় না বুঝে শুনে একজনের কথায় অনেকগুলো  কয়েনে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে আগে মনে রাখতে হবে যে সেগুলো এনালাইসিস এবং নিয়মিত আপডেট ফলো করতে হবে।
আমি মনে করি যত বেশি আপনার ফান্ড ড্রাইভারসেশন করবেন আপনার  লসের পরিমাণ বাড়তে পারে কারণ এইখানে আপনাকে বেশি বেশি এনালাইসিস করতে হবে অনেক সময় এমনও হতে পারে ভালোভাবে  এনালাইসিস না করে অন্যদের কথার পরিপ্রেক্ষিতে ইনভেস্টমেন্ট করে ফেলা হয় সে ক্ষেত্রে লসের পরিমান আরো বেশি হবে। , অন্যদিকে যদি ভালো ভালো  চার-পাচটা কয়েন ইনভেস্টমেন্ট করতে পারেন আর সেগুলো যদি লং টার্ম এর জন্য ধরে রাখতে পারেন আমি মনে করি লসের চেয়ে প্রফিটের মুখেই বেশি দেখবেন। আমি ক্রিপ্টো কারেন্সিতে ইনভেসমেন্ট এর জন্য যেসব কয়েন কে চুজ করে রেখেছে তাদের মধ্যে কয়েকটি হচ্ছে- Bitcoin, BNB, Etherium, Polygon matic, Litecoin.
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: JISAN on July 01, 2024, 06:33:23 PM
হ্যা ভাই আমি ও আপনার সাথে পুরোপুরি একমত আসলে এই ক্রিপ্টো মারকেটে লাভ লচ উভয়ই থাকবে এটা মাথায় রেখেই বিনিয়োগ করতে হবে। আর আপনি ঠিকই বলেছেন অনেক গুলো কয়েনে বিনিয়োগ করলে লাভ লচ দুটোই কম হওয়ার সম্ভাবনা থাকে আর একটি কয়েনে বিনিয়োগ করলে হয়তো লাভ অনেক বেশিই হবে না হলে অনেক লচ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমিও আপনার সাথে একমত একটি কয়েনে নয় অনেকগুলো কয়েন কেনার উপর বিশ্বাসী।
অনেকগুলো কয়েনে বিনিয়োগ করলে যে লস কম হবে এটা কে বলেছে? শুধু অনেকগুলো কয়েন চুজ করলেই হবে না আপনি যদি অতিরিক্ত মুনাফার আশায় না বুঝে শুনে একজনের কথায় অনেকগুলো  কয়েনে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে আগে মনে রাখতে হবে যে সেগুলো এনালাইসিস এবং নিয়মিত আপডেট ফলো করতে হবে।
আমি মনে করি যত বেশি আপনার ফান্ড ড্রাইভারসেশন করবেন আপনার  লসের পরিমাণ বাড়তে পারে কারণ এইখানে আপনাকে বেশি বেশি এনালাইসিস করতে হবে অনেক সময় এমনও হতে পারে ভালোভাবে  এনালাইসিস না করে অন্যদের কথার পরিপ্রেক্ষিতে ইনভেস্টমেন্ট করে ফেলা হয় সে ক্ষেত্রে লসের পরিমান আরো বেশি হবে। , অন্যদিকে যদি ভালো ভালো  চার-পাচটা কয়েন ইনভেস্টমেন্ট করতে পারেন আর সেগুলো যদি লং টার্ম এর জন্য ধরে রাখতে পারেন আমি মনে করি লসের চেয়ে প্রফিটের মুখেই বেশি দেখবেন। আমি ক্রিপ্টো কারেন্সিতে ইনভেসমেন্ট এর জন্য যেসব কয়েন কে চুজ করে রেখেছে তাদের মধ্যে কয়েকটি হচ্ছে- Bitcoin, BNB, Etherium, Polygon matic, Litecoin.
ক্রিপ্টো ইন্ডাস্ট্রি দিন দিন অনেক বড় হচ্ছে এবং একই সাথে ক্রিপ্টো অনেক কঠিন হয়ে উঠছে। ক্রিপ্টো বাজারে এখন অনেক কয়েন আছে ও দিন দিন অনেক নতুন নতুন কয়েনের আগমন হচ্ছে। নতুন অবস্থায় অনেক কয়েন প্রচুর পরিমানে হাইপ তৈরি করছেন এবং এতে অনেকে সেখানে বিনিয়োগ করে পরবর্তীতে লস করতেছেন। ক্রিপ্টোতে বিনিয়োগ করে প্রফিট করতে চাইলে খুব ভালোভাবে এনালাইসিস করা শেখাটা জরুরি। কারন প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই এর মুভমেন্ট ফলো করতে হবে ও সঠিক সময়ে বিনিয়োগ করে সঠিক সময় বিক্রি করতে হবে। কারন ক্রিপ্টোর প্রতিনিয়ত উঠানামা করে এগুলোর দাম শুধুমাত্র বাড়বে না শুধুই কমবে বিষয়টি এরকম না
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: taki on July 02, 2024, 12:04:57 PM
আজকে আমি একটা টপিক পরলাম সেই টপিক থেকে আমারও এখানে একটা টপিক খোলার ইচ্ছা জাগলো-
ধরেন আপনার নিকট ১০০ ডলার রয়েছে এবং এটা আপনি পরবর্তী ১০ বছর এর জন্য ফালায় রাখবেন আই মিন হোল্ডিং করবেন। এখন আপনি কোন কয়েন কে বাছাই করে নিবেন হোল্ডিং এর জন্য ?
আমি যেটা কল্পনা করতেছি সেটা হল ইউজ একটা প্রফিট ধরেন বর্তমান এথারিয়াম এর প্রাইজ ২৫০০ ডলার ১০ বছর পরে এমন কোন কয়েন কে আপনি ২৫০০ ডলারের দেখতে চান?
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
ধন্যবাদ আপনাকে। আপনি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্টের একটি চমৎকার ধরনা দিলেন। আমি ও আপনার সথে একমত পোষন করছি। আর বেশি বেশি যায়গায় ইনভেস্টমেন্টের চেয়ে একটু বেশি পরিসরে দুই এক যায়গায় ইনভেস্ট করা উচিৎ।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: JISAN on July 08, 2024, 12:21:06 PM
আজকে আমি একটা টপিক পরলাম সেই টপিক থেকে আমারও এখানে একটা টপিক খোলার ইচ্ছা জাগলো-
ধরেন আপনার নিকট ১০০ ডলার রয়েছে এবং এটা আপনি পরবর্তী ১০ বছর এর জন্য ফালায় রাখবেন আই মিন হোল্ডিং করবেন। এখন আপনি কোন কয়েন কে বাছাই করে নিবেন হোল্ডিং এর জন্য ?
আমি যেটা কল্পনা করতেছি সেটা হল ইউজ একটা প্রফিট ধরেন বর্তমান এথারিয়াম এর প্রাইজ ২৫০০ ডলার ১০ বছর পরে এমন কোন কয়েন কে আপনি ২৫০০ ডলারের দেখতে চান?
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
ধন্যবাদ আপনাকে। আপনি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্টের একটি চমৎকার ধরনা দিলেন। আমি ও আপনার সথে একমত পোষন করছি। আর বেশি বেশি যায়গায় ইনভেস্টমেন্টের চেয়ে একটু বেশি পরিসরে দুই এক যায়গায় ইনভেস্ট করা উচিৎ।
আপনার একাউন্ট অনুযায়ী আপনি এই ফোরামে নতুন তবে ক্রিপ্টোতে কতদিন যাবত আছেন তা আমি জানি না। তবে একটা সৎ যুক্তি দেই আপনাকে তা হলো কখনই কারো একটা সিগন্যাল বা পোস্ট বা আর্টিকেল দেখে কোনো কিছুর উপর বিনিয়োগ করবেন না। ক্রিপ্টো থেকে প্রফিট করা অন্যেক সহজ এবং অন্যান্য ইনভেস্টমেন্টের  থেকে ক্রিপ্টোতে বিনিয়োগ করে দ্রুত বড় ধরনের প্রফিট করা যায় তবে এটা ঠিক তেমনই অনেক রিস্কি আপনি ভূল কয়েনে বিনিয়োগ করে আপনি আপনার ইনভেস্টমেন্ট এমাউন্টের অনেক বড় একটা এমাউন্ট হারাবেন। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে এনালাইসিস করবেন। তারপর বিনিয়োগ করবেন
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: kulkhan on September 03, 2024, 10:22:40 PM
হ্যা ভাই আমি ও আপনার সাথে পুরোপুরি একমত আসলে এই ক্রিপ্টো মারকেটে লাভ লচ উভয়ই থাকবে এটা মাথায় রেখেই বিনিয়োগ করতে হবে। আর আপনি ঠিকই বলেছেন অনেক গুলো কয়েনে বিনিয়োগ করলে লাভ লচ দুটোই কম হওয়ার সম্ভাবনা থাকে আর একটি কয়েনে বিনিয়োগ করলে হয়তো লাভ অনেক বেশিই হবে না হলে অনেক লচ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমিও আপনার সাথে একমত একটি কয়েনে নয় অনেকগুলো কয়েন কেনার উপর বিশ্বাসী।
অনেকগুলো কয়েনে বিনিয়োগ করলে যে লস কম হবে এটা কে বলেছে? শুধু অনেকগুলো কয়েন চুজ করলেই হবে না আপনি যদি অতিরিক্ত মুনাফার আশায় না বুঝে শুনে একজনের কথায় অনেকগুলো  কয়েনে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে আগে মনে রাখতে হবে যে সেগুলো এনালাইসিস এবং নিয়মিত আপডেট ফলো করতে হবে।
আমি মনে করি যত বেশি আপনার ফান্ড ড্রাইভারসেশন করবেন আপনার  লসের পরিমাণ বাড়তে পারে কারণ এইখানে আপনাকে বেশি বেশি এনালাইসিস করতে হবে অনেক সময় এমনও হতে পারে ভালোভাবে  এনালাইসিস না করে অন্যদের কথার পরিপ্রেক্ষিতে ইনভেস্টমেন্ট করে ফেলা হয় সে ক্ষেত্রে লসের পরিমান আরো বেশি হবে। , অন্যদিকে যদি ভালো ভালো  চার-পাচটা কয়েন ইনভেস্টমেন্ট করতে পারেন আর সেগুলো যদি লং টার্ম এর জন্য ধরে রাখতে পারেন আমি মনে করি লসের চেয়ে প্রফিটের মুখেই বেশি দেখবেন। আমি ক্রিপ্টো কারেন্সিতে ইনভেসমেন্ট এর জন্য যেসব কয়েন কে চুজ করে রেখেছে তাদের মধ্যে কয়েকটি হচ্ছে- Bitcoin, BNB, Etherium, Polygon matic, Litecoin.
ভাই আমি যেটা বুঝাতে চেয়েছি হয়তো আপনি সেটা বুঝতে পারেননি। আমি বলতে চেয়েছি একটা কয়েন ইনভেস্ট করলে সেটা যদি ডাউন যায় তাহলে লস হয়ে যায়। কিন্তু যদি কয়েকটা কয়েনে ইনভেস্ট করি তাহলে সবগুলো যে একসঙ্গে লস হবে এমনটা বলা মুশকিল। যদি পাঁচটা কয়েন ইনভেস্ট করি তিনটা যদি লসে যায় দুইটা যদি লাভে থাকে। তাহলে অনেক বড়লোকের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর আমি এটাই বুঝাতে চেয়েছি। এমন নয় যে অনেক কয়েনে ইনভেস্ট করলে লস হবে না।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: JISAN on September 05, 2024, 09:51:49 PM
হ্যা ভাই আমি ও আপনার সাথে পুরোপুরি একমত আসলে এই ক্রিপ্টো মারকেটে লাভ লচ উভয়ই থাকবে এটা মাথায় রেখেই বিনিয়োগ করতে হবে। আর আপনি ঠিকই বলেছেন অনেক গুলো কয়েনে বিনিয়োগ করলে লাভ লচ দুটোই কম হওয়ার সম্ভাবনা থাকে আর একটি কয়েনে বিনিয়োগ করলে হয়তো লাভ অনেক বেশিই হবে না হলে অনেক লচ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমিও আপনার সাথে একমত একটি কয়েনে নয় অনেকগুলো কয়েন কেনার উপর বিশ্বাসী।
অনেকগুলো কয়েনে বিনিয়োগ করলে যে লস কম হবে এটা কে বলেছে? শুধু অনেকগুলো কয়েন চুজ করলেই হবে না আপনি যদি অতিরিক্ত মুনাফার আশায় না বুঝে শুনে একজনের কথায় অনেকগুলো  কয়েনে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে আগে মনে রাখতে হবে যে সেগুলো এনালাইসিস এবং নিয়মিত আপডেট ফলো করতে হবে।
আমি মনে করি যত বেশি আপনার ফান্ড ড্রাইভারসেশন করবেন আপনার  লসের পরিমাণ বাড়তে পারে কারণ এইখানে আপনাকে বেশি বেশি এনালাইসিস করতে হবে অনেক সময় এমনও হতে পারে ভালোভাবে  এনালাইসিস না করে অন্যদের কথার পরিপ্রেক্ষিতে ইনভেস্টমেন্ট করে ফেলা হয় সে ক্ষেত্রে লসের পরিমান আরো বেশি হবে। , অন্যদিকে যদি ভালো ভালো  চার-পাচটা কয়েন ইনভেস্টমেন্ট করতে পারেন আর সেগুলো যদি লং টার্ম এর জন্য ধরে রাখতে পারেন আমি মনে করি লসের চেয়ে প্রফিটের মুখেই বেশি দেখবেন। আমি ক্রিপ্টো কারেন্সিতে ইনভেসমেন্ট এর জন্য যেসব কয়েন কে চুজ করে রেখেছে তাদের মধ্যে কয়েকটি হচ্ছে- Bitcoin, BNB, Etherium, Polygon matic, Litecoin.
ভাই আমি যেটা বুঝাতে চেয়েছি হয়তো আপনি সেটা বুঝতে পারেননি। আমি বলতে চেয়েছি একটা কয়েন ইনভেস্ট করলে সেটা যদি ডাউন যায় তাহলে লস হয়ে যায়। কিন্তু যদি কয়েকটা কয়েনে ইনভেস্ট করি তাহলে সবগুলো যে একসঙ্গে লস হবে এমনটা বলা মুশকিল। যদি পাঁচটা কয়েন ইনভেস্ট করি তিনটা যদি লসে যায় দুইটা যদি লাভে থাকে। তাহলে অনেক বড়লোকের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর আমি এটাই বুঝাতে চেয়েছি। এমন নয় যে অনেক কয়েনে ইনভেস্ট করলে লস হবে না।
ভাই আপনি বানানগুলোর দিকে নজর দিন প্লিজ। ইমপটেন্ট ওয়ার্ড এর বানান আপনি ভূল করেন। বড়লসের না লিখে লিখে রাখছেন বড়লোকের  ???

একাধিক কয়েনে বিনিয়োগ করার এডভান্টেজ আছে সেটা সবাইকেই মানতে হবে। কারন একাধিক কয়েনে বিনিয়োগ করলে রিস্ক কমে আসে। কোনোটায় লস হলে আরেকটিতে লাভ হলে লাভ লসের পরিমাণ এডজাস্ট হয়ে যায় ফলে লস মূল ইনভেস্ট এমাউন্ট লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আর একটি মাত্র কয়েনে বিনিয়োগ করলে সেটা যদি পাম্প করে তাহলে অনেক বড় প্রফিট পাওয়া যায় আর যদি ডাম্প করে তাহলে লস অনেক বেশি হয়। তাই ইনভেস্ট এমাউন্ট সেফ রাখার জন্য একাধিক কয়েনে বিনিয়োগ করাটা ভালো কৌশল
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on September 11, 2024, 10:46:04 PM
একাধিক কয়েনে বিনিয়োগ করার এডভান্টেজ আছে সেটা সবাইকেই মানতে হবে। কারন একাধিক কয়েনে বিনিয়োগ করলে রিস্ক কমে আসে। কোনোটায় লস হলে আরেকটিতে লাভ হলে লাভ লসের পরিমাণ এডজাস্ট হয়ে যায় ফলে লস মূল ইনভেস্ট এমাউন্ট লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আর একটি মাত্র কয়েনে বিনিয়োগ করলে সেটা যদি পাম্প করে তাহলে অনেক বড় প্রফিট পাওয়া যায় আর যদি ডাম্প করে তাহলে লস অনেক বেশি হয়। তাই ইনভেস্ট এমাউন্ট সেফ রাখার জন্য একাধিক কয়েনে বিনিয়োগ করাটা ভালো কৌশল
তবে ভাই আমাদেরকে এই বিষয়টাও মানতে হবে যদি আমরা একাধিক কারণে ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদেরকে এনালাইসিস বেশি করতে হবে এবং এতে সবগুলো কয়েন এর আপডেট সম্পর্কে সব সময় অবগত থাকতে হবে. আর এখানেই হচ্ছে ঝামেলা আমরা একাধিক কয়েন হ্যান্ডেল করতে গিয়ে অনেক সময় মিসটেকলি সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারি না আর এর ফলে আমরা একাধিক কয়েন হোল্ডিং করেও বা একাধিক কয়েনের ট্রেড করেও লস এর সম্মুখীন হয়।

তাছাড়া আমি এখানে আর একটা কথা বলতে চাই আমরা যারা রয়েছে তাদের বেশিরভাগই trading করি এনালাইসিস না করে জাস্ট মানুষ এটা বলে ওটা বলে এটা এর উপর ডিপেন্ড করেই ইনভেসমেন্ট করি কিন্তু একবারও কি আমরা টেকনিক্যাল এনালাইসিস করে দেখি? আনসার হবে বেশিরভাগই না কারণ টেকনিক্যাল এনালাইসিস এত সহজ না আর  একাধিক কয়েন এর মার্কেট সম্পর্কে টেকনিক্যাল এনালাইসিস করতে কেমন কষ্ট হবে এটা একজন টেকনিক্যাল এনালিস্টই ভালো বলতে পারবেন।
সো এই দিক থেকে আমি মনে করি যত বেশি কয়েনের ট্রেডিং করবে তার তত বেশি এ সম্পর্কে নলেজ থাকতে হবে।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: JISAN on September 12, 2024, 09:08:01 PM
একাধিক কয়েনে বিনিয়োগ করার এডভান্টেজ আছে সেটা সবাইকেই মানতে হবে। কারন একাধিক কয়েনে বিনিয়োগ করলে রিস্ক কমে আসে। কোনোটায় লস হলে আরেকটিতে লাভ হলে লাভ লসের পরিমাণ এডজাস্ট হয়ে যায় ফলে লস মূল ইনভেস্ট এমাউন্ট লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আর একটি মাত্র কয়েনে বিনিয়োগ করলে সেটা যদি পাম্প করে তাহলে অনেক বড় প্রফিট পাওয়া যায় আর যদি ডাম্প করে তাহলে লস অনেক বেশি হয়। তাই ইনভেস্ট এমাউন্ট সেফ রাখার জন্য একাধিক কয়েনে বিনিয়োগ করাটা ভালো কৌশল
তবে ভাই আমাদেরকে এই বিষয়টাও মানতে হবে যদি আমরা একাধিক কারণে ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদেরকে এনালাইসিস বেশি করতে হবে এবং এতে সবগুলো কয়েন এর আপডেট সম্পর্কে সব সময় অবগত থাকতে হবে. আর এখানেই হচ্ছে ঝামেলা আমরা একাধিক কয়েন হ্যান্ডেল করতে গিয়ে অনেক সময় মিসটেকলি সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারি না আর এর ফলে আমরা একাধিক কয়েন হোল্ডিং করেও বা একাধিক কয়েনের ট্রেড করেও লস এর সম্মুখীন হয়।
ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি থেকে ভালো প্রফিট করতে হলে এবং নিজেকে লস থেকে বাচাতে হলে এনালাইসিসের কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই এনালাইসিস কর‍তে হবে প্রপারভাবে। আপনি যত সময় নিয়েই ১ টি সিংগেল কয়েন নিয়ে এনালাইসিস করেননা কেনো আপনি গেরান্টি দিতে পারবেন না যে সেটি আপনাকে প্রফিট দেবে কারন আল্টকয়েন নিয়ে গেরান্টি দেওয়া যায় না। তাই যদি ক্রিপ্টো থেকে ভালো কিছু পেতে চান তাহলে আপনাকে অবশ্যই একাধিক কয়েন নিয়ে এনালাইসিস করতে হবে এবং একাধিক কয়েনে বিনিয়োগ করতে হবে।

যাইহোক ব্রো লেখার সময় বানানের দিকে নজর রাখবেন অন্তত মূল পয়েন্টের মধ্যে বানান ঠিক রাখবেন। আপনি কয়েন লিখতে যেয়ে করেন লিখে রাখছেন।


Quote
তাছাড়া আমি এখানে আর একটা কথা বলতে চাই আমরা যারা রয়েছে তাদের বেশিরভাগই trading করি এনালাইসিস না করে জাস্ট মানুষ এটা বলে ওটা বলে এটা এর উপর ডিপেন্ড করেই ইনভেসমেন্ট করি কিন্তু একবারও কি আমরা টেকনিক্যাল এনালাইসিস করে দেখি? আনসার হবে বেশিরভাগই না কারণ টেকনিক্যাল এনালাইসিস এত সহজ না আর  একাধিক কয়েন এর মার্কেট সম্পর্কে টেকনিক্যাল এনালাইসিস করতে কেমন কষ্ট হবে এটা একজন টেকনিক্যাল এনালিস্টই ভালো বলতে পারবেন।
সো এই দিক থেকে আমি মনে করি যত বেশি কয়েনের ট্রেডিং করবে তার তত বেশি এ সম্পর্কে নলেজ থাকতে হবে।
যারা অন্যের কথামতো বিনিয়োগ করেন সেই রেসপনসেবলিটি তাদের নিজেদেরই।  কারন ক্রিপ্টো কোনো সহজ জিনিস না। অনেকে মনে করেন যে ক্রিপ্টো থেকে প্রফিট করা অনেক সহজ আর তারাই অন্যদের কথা শুনে ঝোকে চলেন আর কোনো কিছু না ভেবেই বিনিয়োগ করেন এটা আমি জানি এবং মানি। তবে আমি নিজে ব্যাক্তিগতভাবে বিনিয়োগ করার আগে নিজে এনালাইসিস করে ক্যালকুলেশন করে তারপর বিনিয়োগ করি।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on September 15, 2024, 05:02:14 PM
ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি থেকে ভালো প্রফিট করতে হলে এবং নিজেকে লস থেকে বাচাতে হলে এনালাইসিসের কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই এনালাইসিস কর‍তে হবে প্রপারভাবে। আপনি যত সময় নিয়েই ১ টি সিংগেল কয়েন নিয়ে এনালাইসিস করেননা কেনো আপনি গেরান্টি দিতে পারবেন না যে সেটি আপনাকে প্রফিট দেবে কারন আল্টকয়েন নিয়ে গেরান্টি দেওয়া যায় না। তাই যদি ক্রিপ্টো থেকে ভালো কিছু পেতে চান তাহলে আপনাকে অবশ্যই একাধিক কয়েন নিয়ে এনালাইসিস করতে হবে এবং একাধিক কয়েনে বিনিয়োগ করতে হবে।
এভাবে তো ভেবে দেখিনি ভাই। আপনি যেটা বলেছেন সেটা আসলে সঠিক আমি এটার সাথে একমত জানাচ্ছি।
তবে আমি আসলে যেটা বুঝাতে চেয়েছি সেটা হল যদি এনালাইসিস স্কিল তেমন না থাকে তাহলে একটি কেন একাধিক কয়েনেও ইনভেস্টমেন্ট করে আপনার প্রফিট অর্জন করতে পারবেন না, আপনি যেটা বলতেছেন সেটা হলো একটি কয়েন লস হলেও অন্য কয়নের প্রফিট হতে পারে এভাবে ট্রেডিং হয় না ট্রেডিং সম্পূর্ণ অ্যানালাইসিস এর উপরে ভিত্তি করে পারফরম্যান্স করে। এটা সঠিক যে এনালাইসিস করার পরেও যে ১০০% গ্যারান্টি থাকবে ওই এনালাইসিস একদম একুরেট মিলে যাবে এমন কোন কিছু নয়। তবে অ্যানালাইসিস এর মাধ্যমেই প্রেডিক্ট করা হয় সম্ভাব্য প্রাইজ এর।
যখন আপনি এনালাইসিস ছাড়া ট্রেডিং করতে যাবেন তখন এরকম হতে পারে একবারে হোল ক্রিপ্টো মার্কেট ডাউন খেতে পারে এবং আপনার ইনভেস্ট কৃত সব কয়েনেই লস এর সম্মুখীন হতে পারেন।
Quote
যাইহোক ব্রো লেখার সময় বানানের দিকে নজর রাখবেন অন্তত মূল পয়েন্টের মধ্যে বানান ঠিক রাখবেন। আপনি কয়েন লিখতে যেয়ে করেন লিখে রাখছেন।
(https://media1.tenor.com/m/ZI2PDTnJ0dMAAAAC/amar-bhul-hoyeche.gif)
ধন্যবাদ আপনাকে ভুলটা তুলে ধরার জন্য আর এই ভুল হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে আমি ভয়েস টু টেক্সট ইউজ করি যদিও আমি পোস্ট সাবমিট করার পূর্বে রিভাইস দিয়ে নেই হয়তো আমার এই একটা শব্দ আমার চোখের আড়াল হয়ে গিয়েছিল।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: God Of Thunder on September 16, 2024, 08:06:29 AM
এটা সঠিক যে এনালাইসিস করার পরেও যে ১০০% গ্যারান্টি থাকবে ওই এনালাইসিস একদম একুরেট মিলে যাবে এমন কোন কিছু নয়। তবে অ্যানালাইসিস এর মাধ্যমেই প্রেডিট করা হয় সম্ভাব্য প্রাইজ এর।
যখন আপনি এনালাইসিস ছাড়া ট্রেডিং করতে যাবেন তখন এরকম হতে পারে একবারে হোল ক্রিপ্টো মার্কেট ডাউন খেতে পারে এবং আপনার ইনভেস্ট কৃত সব কয়েনেই লস এর সম্মুখীন হতে পারেন।

পুরো ক্রিপ্টো মার্কেটে তো আমাদের হাত নেই যে কারনে যখন পুরো মার্কেটে ধস নামে, আমাদের কিছুই করার থাকে না। তবে খেয়াল করে দেখবেন যে যখন পুরো মার্কেটে ধস নামে, কিছু কয়েন ২% ডাউন দিলেও আরো কিছু টোকেন ২০% ডাউন দিয়ে বসে থাকে। আমি আগে মার্কেটক্যাপ টা খেয়াল করতাম না। কিন্তু এখন এটাতেই সবার আগে নজর দেই। মার্কেট ক্যাপ যত ছোট হবে, এই কয়েন ততো বেশি ভলাটাইল হবে। তবে আপনি যদি গেমব্লিং করতে চান, সেটা ভিন্ন ব্যাপার।

কম মার্কেটক্যাপ টোকেন গুলো তে যখন কেউ ১ লাখ ডলারের কয়েন বাই করে, সেগুলো ১০% আপ হয়ে যায়। আবার ১ লাখ ডলারের সেল করলে ১৫% থেকে ২০% ডাউন হয়ে যায়। তাই চেষ্টা করবেন অন্যান্য রিসার্চের পাশাপাশি মার্কেটক্যাপ টা মাথায় রাখতে। যদিও অন্যকে সাজেশন ঠিকিই দিয়ে নিজে আকাম করার অভ্যাস আমার আছে। বেশ কিছু কয়েন ৯০% অব্দি ডাউন আমার। এবার চিন্তা করেন কেমন প্রজেক্ট এ ইনভেষ্ট করছি আমি।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on September 16, 2024, 12:29:28 PM
কম মার্কেটক্যাপ টোকেন গুলো তে যখন কেউ ১ লাখ ডলারের কয়েন বাই করে, সেগুলো ১০% আপ হয়ে যায়। আবার ১ লাখ ডলারের সেল করলে ১৫% থেকে ২০% ডাউন হয়ে যায়। তাই চেষ্টা করবেন অন্যান্য রিসার্চের পাশাপাশি মার্কেটক্যাপ টা মাথায় রাখতে। যদিও অন্যকে সাজেশন ঠিকিই দিয়ে নিজে আকাম করার অভ্যাস আমার আছে। বেশ কিছু কয়েন ৯০% অব্দি ডাউন আমার। এবার চিন্তা করেন কেমন প্রজেক্ট এ ইনভেষ্ট করছি আমি।
একটা কয়েনের মার্কেটক্যাপ এবং সেই কয়েন এর ম্যাক্সিমাম সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। এবং এটার উপরেই ভিত্তি করে অনেকাংশে প্রিডিকশন করা যায় একটা কয়েন যখন নতুন লাঞ্চিং হবে তখন তার প্রাইস কেমন হতে পারে।
যদিও বর্তমানে নতুন কয়েন এবং নতুন প্রজেক্ট  গুলোতে ইনভেস্টমেন্ট করার অভ্যাস হারিয়ে ফেলেছি কারণ একটাই লস আর লস। আমার জীবনে আমি কখনোই altcoin এ ট্রেডিং করে প্রফিট অর্জন করতে সক্ষম হয়নি। এটাতে অবশ্য নিজেরই দোষ রয়েছে কারণ অনেক সময় দেখেছি এনালাইসিস ছাড়া অন্যের উপর ডিপেন্ড করে তার সিগন্যাল অনুযায়ী ইনভেস্টমেন্ট করেছিলাম যদিও এটা শুরুর কথা বললাম তারপরও কিছুদিন আগে পলিগন মেটিক কয়েনে ইনভেস্টমেন্ট করে বর্তমানে আমার ইনভেস্টমেন্ট ফান্ড ভাগ করে রেখেছি।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: smartaction on October 03, 2024, 09:30:42 PM
আমার চয়েজ হচ্ছে পলিগন মেটিক ধরে না আপনি এটি ০.৮০ করে ১০০ ডলার কিনে রাখলেন।
১০০÷০.৮০
=১২৫
১২৫*২৫০০
=? :o
ভাবা যায় কি পরিমাণ এমাউন্ট আসতেছে! আমি কল্পনা করে পলিগন বা মাটিককে এই স্থানে রাখতেছি আপনারা কোন কয়েনকে আপনাদের কল্পনার স্থানে রাখবেন?
আপনি Matic নিয়ে যে স্বপ্ন দেখতেছেন তা কখনো সত্যি হবে বলে আমি মনে করি না । matic এর প্রতি অনেক ইনভেস্টরের নজর ছিলো আমিও একটা সময় এই কয়েনের ভক্ত ছিলাম এবং এই কয়েনে বিনিয়োগ করার জন্য আগ্রহী ছিলাম কিন্তু এখন এর নাম পরিবর্তন করে POL করার কারনে এটা কেমন যেনো সবার চয়েজের লিস্ট থেকে বাদ পড়ে যাচ্ছে। এবং এটার দাম অনেক পড়ে গেছে সাথে এর মার্কেটক্যাপ অনেক কমে গেছে। আর ভবিষ্যতে এটা আবারো ভালো কিছু করতে পারবে কি না বা ইনভেস্টরদের নজর কাড়তে পাড়বে না তাতে সন্দেহ আছে। তাই Matic নিয়ে এতো বড় এক্সপেকটেশন রাখাটা ঠিক বলে মনে হচ্ছে না আমার কাছে কারন এটার ১ ডলার অতিক্রম করতেও অনেক সময় লাগবে সেখানে আপনি ১০০ ডলার আশা করতেছেন। বিষয়টা হাস্যকর ব্যাতিত আর কিছু না
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on October 04, 2024, 08:33:26 PM
আপনি Matic নিয়ে যে স্বপ্ন দেখতেছেন তা কখনো সত্যি হবে বলে আমি মনে করি না । matic এর প্রতি অনেক ইনভেস্টরের নজর ছিলো আমিও একটা সময় এই কয়েনের ভক্ত ছিলাম এবং এই কয়েনে বিনিয়োগ করার জন্য আগ্রহী ছিলাম কিন্তু এখন এর নাম পরিবর্তন করে POL করার কারনে এটা কেমন যেনো সবার চয়েজের লিস্ট থেকে বাদ পড়ে যাচ্ছে। এবং এটার দাম অনেক পড়ে গেছে সাথে এর মার্কেটক্যাপ অনেক কমে গেছে। আর ভবিষ্যতে এটা আবারো ভালো কিছু করতে পারবে কি না বা ইনভেস্টরদের নজর কাড়তে পাড়বে না তাতে সন্দেহ আছে। তাই Matic নিয়ে এতো বড় এক্সপেকটেশন রাখাটা ঠিক বলে মনে হচ্ছে না আমার কাছে কারন এটার ১ ডলার অতিক্রম করতেও অনেক সময় লাগবে সেখানে আপনি ১০০ ডলার আশা করতেছেন। বিষয়টা হাস্যকর ব্যাতিত আর কিছু না
যদিও আমার ইনভেস্টমেন্টটা ছিল  লং টার্ম এর জন্য লং টার্ম বলতে এক বছর বা তিন বছর বা চার বছরে এর জন্য হোল্ডিং করা নয় 10 বছরের বেশি সময় জগৎ হোল্ডিং করার কথা বলতেছিলাম।
যাইহোক ম্যাটিক এর বিষয়টা আসলে নাম চেঞ্জ করার বিষয় না কারণ এর আগেও এটাকে পলিগণ মাটিকই বলা হত। মূল বিষয়টা হচ্ছে তারা এখন তাদের ম্যাটিক  পলিগণ নেটওয়ার্ক এ  আপগ্রেড করেছে। এটাই একমাত্র কারণ হতে পারে না ম্যাটিক এর এই বিশাল ডাম্পিং এর জন্য। মানুষ এর প্রতি দিন দিন আস্থা হারিয়ে ফেলতেছে কারণ এটি এর পোটেনশিয়ালিটি দিন দিন হারিয়ে ফেলেছে এবং মূলত এদের মধ্যে অন্যান্য  কমপিটেটর এর মতন ইউনিকনেস না থাকার কারণে অজনপ্রিয় হয়ে পড়তেছে তবে আমি এখনো আশাবাদী যে বেশি প্রফিট না করতে পারলেও আমি তা থেকে সামনের বুল সিজনেই রিকভার করতে পারব।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: JISAN on October 05, 2024, 03:31:50 PM
আপনি Matic নিয়ে যে স্বপ্ন দেখতেছেন তা কখনো সত্যি হবে বলে আমি মনে করি না । matic এর প্রতি অনেক ইনভেস্টরের নজর ছিলো আমিও একটা সময় এই কয়েনের ভক্ত ছিলাম এবং এই কয়েনে বিনিয়োগ করার জন্য আগ্রহী ছিলাম কিন্তু এখন এর নাম পরিবর্তন করে POL করার কারনে এটা কেমন যেনো সবার চয়েজের লিস্ট থেকে বাদ পড়ে যাচ্ছে। এবং এটার দাম অনেক পড়ে গেছে সাথে এর মার্কেটক্যাপ অনেক কমে গেছে। আর ভবিষ্যতে এটা আবারো ভালো কিছু করতে পারবে কি না বা ইনভেস্টরদের নজর কাড়তে পাড়বে না তাতে সন্দেহ আছে। তাই Matic নিয়ে এতো বড় এক্সপেকটেশন রাখাটা ঠিক বলে মনে হচ্ছে না আমার কাছে কারন এটার ১ ডলার অতিক্রম করতেও অনেক সময় লাগবে সেখানে আপনি ১০০ ডলার আশা করতেছেন। বিষয়টা হাস্যকর ব্যাতিত আর কিছু না
যদিও আমার ইনভেস্টমেন্টটা ছিল  লং টার্ম এর জন্য লং টার্ম বলতে এক বছর বা তিন বছর বা চার বছরে এর জন্য হোল্ডিং করা নয় 10 বছরের বেশি সময় জগৎ হোল্ডিং করার কথা বলতেছিলাম।
যাইহোক ম্যাটিক এর বিষয়টা আসলে নাম চেঞ্জ করার বিষয় না কারণ এর আগেও এটাকে পলিগণ মাটিকই বলা হত। মূল বিষয়টা হচ্ছে তারা এখন তাদের ম্যাটিক  পলিগণ নেটওয়ার্ক এ  আপগ্রেড করেছে। এটাই একমাত্র কারণ হতে পারে না ম্যাটিক এর এই বিশাল ডাম্পিং এর জন্য। মানুষ এর প্রতি দিন দিন আস্থা হারিয়ে ফেলতেছে কারণ এটি এর পোটেনশিয়ালিটি দিন দিন হারিয়ে ফেলেছে এবং মূলত এদের মধ্যে অন্যান্য  কমপিটেটর এর মতন ইউনিকনেস না থাকার কারণে অজনপ্রিয় হয়ে পড়তেছে তবে আমি এখনো আশাবাদী যে বেশি প্রফিট না করতে পারলেও আমি তা থেকে সামনের বুল সিজনেই রিকভার করতে পারব।
আপনার প্লান যদি ৪-৫ বছরের হোল্ডিং করা হয় তাইলে আপনি এটা রেখে দেন। কারণ পলিগণ চেইন সব এক্সচেঞ্জে উইড্র অপশন হিসেবে রাখা আছে। এটা সাময়িক সময়ের জন্য প্রচুর পরিমাণে ডাউন করলেও আশা করা যায় ভবিষ্যতে আবারো তারা উঠে দাঁড়াবে কারণ এমন একটি চেইন হঠাৎ করে কোনভাবেই নিঃশেষ হয়ে যাবে না। তাই যদি আপনার কাছে যথেষ্ট টাকা থাকে আপনি এগুলো রেখে দিতে পারেন কয়েক বছরের জন্য আশা করা যায় ভালো কিছু পাওয়া যেতে পারে। তবে এটা প্রমাণ হবে সামনের Bull Run এ এটার পারফরমেন্স দেখে। যদি সামনের Bull Run এ এটা রিকভার হয় তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে এটি আবারো ভালো করবে। কারণ MATIC যথেষ্ট ভালো একটি চেইন ছিলো এটা বলাই যায়
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on October 05, 2024, 06:48:33 PM
আপনার প্লান যদি ৪-৫ বছরের হোল্ডিং করা হয় তাইলে আপনি এটা রেখে দেন। কারণ পলিগণ চেইন সব এক্সচেঞ্জে উইড্র অপশন হিসেবে রাখা আছে। এটা সাময়িক সময়ের জন্য প্রচুর পরিমাণে ডাউন করলেও আশা করা যায় ভবিষ্যতে আবারো তারা উঠে দাঁড়াবে কারণ এমন একটি চেইন হঠাৎ করে কোনভাবেই নিঃশেষ হয়ে যাবে না। তাই যদি আপনার কাছে যথেষ্ট টাকা থাকে আপনি এগুলো রেখে দিতে পারেন কয়েক বছরের জন্য আশা করা যায় ভালো কিছু পাওয়া যেতে পারে। তবে এটা প্রমাণ হবে সামনের Bull Run এ এটার পারফরমেন্স দেখে। যদি সামনের Bull Run এ এটা রিকভার হয় তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে এটি আবারো ভালো করবে। কারণ MATIC যথেষ্ট ভালো একটি চেইন ছিলো এটা বলাই যায়
আমার প্ল্যান চার পাঁচ বছরের এর মতনই ছিল তবে বর্তমানে এটার মার্কেটের অবস্থা খুবই খারাপ এবং এর ভেতরে কোন ইউনিকনেস না আনার জন্য এটাতে এত বেশি দিনের জন্য লং টার্ম করতেও ভয় করে।
তাছাড়া কয়েন মার্কেটক্যাপ এ লক্ষ্য করলে এটার রেংক ডাউন হয়েছে সো আমি এটাকে এই বুল সিজন পর্যন্ত হোল্ডিং করে দেখতে চাই কোন পর্যন্ত যায় যদি এক ডলার পর্যন্ত ওঠে আমার জন্য খারাপ হবে না 2x এর কাছাকাছি প্রফিট হবে। আমি আশা করতেছি এটা এক ডলার পর্যন্ত যাবে কারণ গত বুল সিজনেও এটি দুই ডলারের উপরে উঠেছিল যদিও তখনকার সময় এবং এখনকার সময়ের মধ্যে পার্থক্য রয়েছে তারপরও আমি আশাবাদী রয়েছি এক ডলারের উপরে মিনিমাম উঠবেই।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Wonder Work on October 20, 2024, 05:56:01 PM
আপনার প্লান যদি ৪-৫ বছরের হোল্ডিং করা হয় তাইলে আপনি এটা রেখে দেন। কারণ পলিগণ চেইন সব এক্সচেঞ্জে উইড্র অপশন হিসেবে রাখা আছে। এটা সাময়িক সময়ের জন্য প্রচুর পরিমাণে ডাউন করলেও আশা করা যায় ভবিষ্যতে আবারো তারা উঠে দাঁড়াবে কারণ এমন একটি চেইন হঠাৎ করে কোনভাবেই নিঃশেষ হয়ে যাবে না। তাই যদি আপনার কাছে যথেষ্ট টাকা থাকে আপনি এগুলো রেখে দিতে পারেন কয়েক বছরের জন্য আশা করা যায় ভালো কিছু পাওয়া যেতে পারে। তবে এটা প্রমাণ হবে সামনের Bull Run এ এটার পারফরমেন্স দেখে। যদি সামনের Bull Run এ এটা রিকভার হয় তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে এটি আবারো ভালো করবে। কারণ MATIC যথেষ্ট ভালো একটি চেইন ছিলো এটা বলাই যায়
আমার প্ল্যান চার পাঁচ বছরের এর মতনই ছিল তবে বর্তমানে এটার মার্কেটের অবস্থা খুবই খারাপ এবং এর ভেতরে কোন ইউনিকনেস না আনার জন্য এটাতে এত বেশি দিনের জন্য লং টার্ম করতেও ভয় করে।
তাছাড়া কয়েন মার্কেটক্যাপ এ লক্ষ্য করলে এটার রেংক ডাউন হয়েছে সো আমি এটাকে এই বুল সিজন পর্যন্ত হোল্ডিং করে দেখতে চাই কোন পর্যন্ত যায় যদি এক ডলার পর্যন্ত ওঠে আমার জন্য খারাপ হবে না 2x এর কাছাকাছি প্রফিট হবে। আমি আশা করতেছি এটা এক ডলার পর্যন্ত যাবে কারণ গত বুল সিজনেও এটি দুই ডলারের উপরে উঠেছিল যদিও তখনকার সময় এবং এখনকার সময়ের মধ্যে পার্থক্য রয়েছে তারপরও আমি আশাবাদী রয়েছি এক ডলারের উপরে মিনিমাম উঠবেই।
ভাই আমার মনে হয় মেটিকে লং টাইম হোল্ড করেও কাজ হবে না এটাতেও হোল্ড না করাই ভালো। এই মেটিকে আমিও ইনভেস্ট করেছিলাম হোল্ড করেছিলাম কিন্তু ৬ মাস পরে দেখতে পেলাম আমি যে পরিমাণ ইনভেস্ট করেছি কোন লাভ হয়নি আরো লঞ্চের দিকে আছে। মার্কেট যে দিকে যাক না কেন এটা থেকে ভালো কিছু আশা করা যায় না এর জন্য এটার আশা ভরসা ছেড়ে দিয়েছি পরে আমি এটা সেল দিয়ে দিছি। আপনার যদি হোল্ড করার আশা থাকে তাহলে আপনি ভালো ভালো কিছু কয়েন হোল্ড করেন ভাই তাহলে ভালো হবে। এই মেটিক নিয়া এত লম্বা সময় হোল্ড করার কোন মানে হয় না এখান থেকে কোন লাভ হবে না বলে আমার মনে হয়। সেহেতু আপনি যেহেতু এখানে ডলার আটকে রেখেছেন সেহেতু এটা থেকে আপনি ভালো কোন কয়েন কিনে রাখুন।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on October 20, 2024, 08:53:51 PM
ভাই আমার মনে হয় মেটিকে লং টাইম হোল্ড করেও কাজ হবে না এটাতেও হোল্ড না করাই ভালো। এই মেটিকে আমিও ইনভেস্ট করেছিলাম হোল্ড করেছিলাম কিন্তু ৬ মাস পরে দেখতে পেলাম আমি যে পরিমাণ ইনভেস্ট করেছি কোন লাভ হয়নি আরো লঞ্চের দিকে আছে। মার্কেট যে দিকে যাক না কেন এটা থেকে ভালো কিছু আশা করা যায় না এর জন্য এটার আশা ভরসা ছেড়ে দিয়েছি পরে আমি এটা সেল দিয়ে দিছি। আপনার যদি হোল্ড করার আশা থাকে তাহলে আপনি ভালো ভালো কিছু কয়েন হোল্ড করেন ভাই তাহলে ভালো হবে। এই মেটিক নিয়া এত লম্বা সময় হোল্ড করার কোন মানে হয় না এখান থেকে কোন লাভ হবে না বলে আমার মনে হয়। সেহেতু আপনি যেহেতু এখানে ডলার আটকে রেখেছেন সেহেতু এটা থেকে আপনি ভালো কোন কয়েন কিনে রাখুন।
ম্যাটিকে আমি যে ইনভেসমেন্ট করে ফেলেছি এখানে আমার মতে আমার আর পেছানোর সুযোগ নেই এখানে ইনভেস্টমেন্ট এখন যদি আমি সেল করে দেই তাহলে আমি দেড়শ ডলারের উপরে লস হয়ে থাকবো।
তাই আমি এর শেষটা দেখতে চাই বিশেষ করে সামনের বুল সিজনে কি অবস্থা হয় এটা দেখতে চাই যদি সামনের বুল সিজনে ভালো কোন পাম্প না দেখতে পাই তাহলে এটাকে অবশ্যই সেল করে দিব যদিও আমার টার্গেট রয়েছে এক থেকে দেড় ডলার পর্যন্ত।
এখন যদি এই বুল সিজনে এই টার্গেট পর্যন্ত না যায় তাহলে আমি এটাকে যদি আমার রিকভারি পর্যন্ত হয় তাহলে সেল করে দিব, আর যদি দেখি কেমন কোন ভালো সিগন্যাল দেখছি না তাহলে যদি ১০০ ডলারও লস থাকে এই বুল সিজনেই আমার সকল ম্যাটিক কয়েন সেল করে দিব। আপাতত আমি এটাকে হোল্ডিং করেই রাখবো।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Wonder Work on November 06, 2024, 06:28:05 PM
ভাই আমার মনে হয় মেটিকে লং টাইম হোল্ড করেও কাজ হবে না এটাতেও হোল্ড না করাই ভালো। এই মেটিকে আমিও ইনভেস্ট করেছিলাম হোল্ড করেছিলাম কিন্তু ৬ মাস পরে দেখতে পেলাম আমি যে পরিমাণ ইনভেস্ট করেছি কোন লাভ হয়নি আরো লঞ্চের দিকে আছে। মার্কেট যে দিকে যাক না কেন এটা থেকে ভালো কিছু আশা করা যায় না এর জন্য এটার আশা ভরসা ছেড়ে দিয়েছি পরে আমি এটা সেল দিয়ে দিছি। আপনার যদি হোল্ড করার আশা থাকে তাহলে আপনি ভালো ভালো কিছু কয়েন হোল্ড করেন ভাই তাহলে ভালো হবে। এই মেটিক নিয়া এত লম্বা সময় হোল্ড করার কোন মানে হয় না এখান থেকে কোন লাভ হবে না বলে আমার মনে হয়। সেহেতু আপনি যেহেতু এখানে ডলার আটকে রেখেছেন সেহেতু এটা থেকে আপনি ভালো কোন কয়েন কিনে রাখুন।
ম্যাটিকে আমি যে ইনভেসমেন্ট করে ফেলেছি এখানে আমার মতে আমার আর পেছানোর সুযোগ নেই এখানে ইনভেস্টমেন্ট এখন যদি আমি সেল করে দেই তাহলে আমি দেড়শ ডলারের উপরে লস হয়ে থাকবো।
তাই আমি এর শেষটা দেখতে চাই বিশেষ করে সামনের বুল সিজনে কি অবস্থা হয় এটা দেখতে চাই যদি সামনের বুল সিজনে ভালো কোন পাম্প না দেখতে পাই তাহলে এটাকে অবশ্যই সেল করে দিব যদিও আমার টার্গেট রয়েছে এক থেকে দেড় ডলার পর্যন্ত।
এখন যদি এই বুল সিজনে এই টার্গেট পর্যন্ত না যায় তাহলে আমি এটাকে যদি আমার রিকভারি পর্যন্ত হয় তাহলে সেল করে দিব, আর যদি দেখি কেমন কোন ভালো সিগন্যাল দেখছি না তাহলে যদি ১০০ ডলারও লস থাকে এই বুল সিজনেই আমার সকল ম্যাটিক কয়েন সেল করে দিব। আপাতত আমি এটাকে হোল্ডিং করেই রাখবো।
ও আচ্ছা ভাই বুঝতে পারছি আপনার বিষয়টা যাই হোক ভাই দেখেন বিষয়টা কি হয় তবে আমার মনে হয় এখান থেকে লস রিকভারি করতে পারবেন কিনা জানিনা তবে যদি দেখেন যদি কভারের দিকে যাচ্ছে বা হচ্ছে কম পরিমাণ লস আছে তাহলে ওই সময় সেল করে দিয়েন ভাই কারণ এখান থেকে তো প্রোফিট আশা করাটা এখন বোকামির মতো হবে মনে হয় আমার।

আপনি যেভাবে পেডিকশন বললেন ভাই আপনি আমার তো মনে হয় আপনার অনেক লসে আছে। কিছুদিন আগে তো ভাই এটা একবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল হয়তো খুব টেনশনে ছিলেন তাই না ভাই।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on November 06, 2024, 07:01:51 PM
ও আচ্ছা ভাই বুঝতে পারছি আপনার বিষয়টা যাই হোক ভাই দেখেন বিষয়টা কি হয় তবে আমার মনে হয় এখান থেকে লস রিকভারি করতে পারবেন কিনা জানিনা তবে যদি দেখেন যদি কভারের দিকে যাচ্ছে বা হচ্ছে কম পরিমাণ লস আছে তাহলে ওই সময় সেল করে দিয়েন ভাই কারণ এখান থেকে তো প্রোফিট আশা করাটা এখন বোকামির মতো হবে মনে হয় আমার।

আপনি যেভাবে পেডিকশন বললেন ভাই আপনি আমার তো মনে হয় আপনার অনেক লসে আছে। কিছুদিন আগে তো ভাই এটা একবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল হয়তো খুব টেনশনে ছিলেন তাই না ভাই।
মেটিক কয়েন ে আমার মাত্র ১০০ ডলার ইনভেস্ট করার ইচ্ছা ছিল তবে তার মধ্যে দেখতে ছিলাম যে যেহেতু এটা ৭০ সেন্ড এর নিচে নেমেছে তাই ভাবলাম এটাতে ইনভেস্ট করা ভালই হবে কারণ এটা ২০২১ সালের বুল সিজনে দুই ডলারের উপরে উঠেছিল তাই আশা করতেছিলাম যদি এটা এবার দুই ডলারও উঠে তাহলে আমার  দ্বিগুণের বেশি প্রফিট হবে।
তারপরে যখন আবারো আরো বেশি ডাম্প করল তখন ভাবলাম আরো কিছু কিনে রাখি এভাবে মোটামুটি ৪৪০ ডলারের উপরে  ম্যাটিক কয়েন বা পলিগণ করেন কিনেছিলাম যার মূল্য বর্তমানে ২৩৪ ডলারের মতন রয়েছে। বলতে গেলে অর্ধেকই।
আসলে অন্যান্য নতুন কয়েন গুলোর নেটওয়ার্ক এর সাথে কম্পিটিশনে এই পলিগন বা ম্যাটিক কয়েন তেমন হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেনি তাই এর অবস্থা দিন দিন করুন হচ্ছে।

আর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে গিয়ে এরা matic থেকে POL তাদেরকে আপগ্রেড করেছে আমি আসলে তখন ভুল বুঝেছিলাম তাই মনে করেছিলাম সেগুলো হাওয়া হয়ে গিয়েছে তার মধ্যে আমি সেন্ট্রালাইজ এক্টেন্জারে রেখেছিলাম।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Wonder Work on November 19, 2024, 08:00:59 AM
আসলে অন্যান্য নতুন কয়েন গুলোর নেটওয়ার্ক এর সাথে কম্পিটিশনে এই পলিগন বা ম্যাটিক কয়েন তেমন হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেনি তাই এর অবস্থা দিন দিন করুন হচ্ছে।
এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন এর জন্যই এই অবস্থায় আছে যদি তারা উইথ লড়াইয়ের জিতে যেত তাহলে তাদের অবস্থান আজকে ভালো হতো এরকম পজিশনে তারা থাকতো না। ‌ তবুও তারা হাবুডুবু করে যে টিকে আছে এই অনেক ভাই। ‍

আর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে গিয়ে এরা matic থেকে POL তাদেরকে আপগ্রেড করেছে আমি আসলে তখন ভুল বুঝেছিলাম তাই মনে করেছিলাম সেগুলো হাওয়া হয়ে গিয়েছে তার মধ্যে আমি সেন্ট্রালাইজ এক্টেন্জারে রেখেছিলাম।
অল্পের জন্য ভাই তাহলে বেঁচে গেছেন যদি আপনি এটা সেন্ট্রালিস এক্সচেঞ্জারে না রাখতেন তাহলে আর এটা ফেরত পেতেন না লস হয়ে যেতে হয়। আপনি বিশ্বস্ত এক্সেঞ্জারের ছিলেন বলেই এটা পেয়েছেন তা না হলে ভাই এমন অনেক দেখেছি যারা হারিয়ে ফেলেছে আর ফেরত পায়নি।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on November 19, 2024, 11:17:24 AM
আসলে অন্যান্য নতুন কয়েন গুলোর নেটওয়ার্ক এর সাথে কম্পিটিশনে এই পলিগন বা ম্যাটিক কয়েন তেমন হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেনি তাই এর অবস্থা দিন দিন করুন হচ্ছে।
এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন এর জন্যই এই অবস্থায় আছে যদি তারা উইথ লড়াইয়ের জিতে যেত তাহলে তাদের অবস্থান আজকে ভালো হতো এরকম পজিশনে তারা থাকতো না। ‌ তবুও তারা হাবুডুবু করে যে টিকে আছে এই অনেক ভাই। ‍
আসলে পলিগনের জন্য এ বছরটা শুভ করছিল না এ বছরে তাদের মার্কেট ক্যাপ ৭০০ মিলিয়ন এর ঘরে এসে পড়েছিল  যা ২০২১ সালের পর থেকে তাদের সবচেয়ে কম মার্কেট ক্যাপ। যেখানে 2021 সালে অলিগণের মার্কেট ক্যাপ ছিল ১৮ বিলিয়নের উপরে প্রায় উনিশ বিলিয়ন সেখানে তাদের মার্কেট ক্যাপ এখন মিলিয়নে এসেছে।
যদিও দেখা যাচ্ছে বর্তমানে তারা রিকভারি করতেছে গত সাত দিনের মধ্যে আজকে আবার মার্কেট ওয়ান বিলিয়নের মধ্যে পৌঁছেছে।

Quote
অল্পের জন্য ভাই তাহলে বেঁচে গেছেন যদি আপনি এটা সেন্ট্রালিস এক্সচেঞ্জারে না রাখতেন তাহলে আর এটা ফেরত পেতেন না লস হয়ে যেতে হয়। আপনি বিশ্বস্ত এক্সেঞ্জারের ছিলেন বলেই এটা পেয়েছেন তা না হলে ভাই এমন অনেক দেখেছি যারা হারিয়ে ফেলেছে আর ফেরত পায়নি।
এটা ভাই উল্টা কথা বললেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এই যত সব ঝামেলা বাদে যেমন  ম্যাটিক পলিগনে আপগ্রেড করেছে তাই কত নানান বাহানা কয়েক দিনের জন্য কয়েন গুলোকে ফ্রিজ করে রাখা হলো উইথড্র করা গেল না আবার পরবর্তীতে আবার নতুন করে মার্কেট শুরু করেছে।
আর সেন্ট্রালাইজ এক্সেঞ্জারে যদি না রাখতাম আমি বুঝাতে চাচ্ছি যে যদি ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে রাখতাম তাহলে এগুলোর কোন কিছুই আমাকে ফেস করতে হতো না। আর   বাইনান্স হয়তো টপ এক্সচেঞ্জার দেখে এই ফান্ডটাকে ফেরত দিয়েছে এমন অনেক এক্সচেঞ্জার রয়েছে যেখানে এরকম সিচুয়েশনে আর ইউজার তাদের ফান্ড ব্যাক পায় না।
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: JISAN on November 19, 2024, 06:32:09 PM
আসলে অন্যান্য নতুন কয়েন গুলোর নেটওয়ার্ক এর সাথে কম্পিটিশনে এই পলিগন বা ম্যাটিক কয়েন তেমন হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেনি তাই এর অবস্থা দিন দিন করুন হচ্ছে।
এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন এর জন্যই এই অবস্থায় আছে যদি তারা উইথ লড়াইয়ের জিতে যেত তাহলে তাদের অবস্থান আজকে ভালো হতো এরকম পজিশনে তারা থাকতো না। ‌ তবুও তারা হাবুডুবু করে যে টিকে আছে এই অনেক ভাই। ‍
আসলে পলিগনের জন্য এ বছরটা শুভ করছিল না এ বছরে তাদের মার্কেট ক্যাপ ৭০০ মিলিয়ন এর ঘরে এসে পড়েছিল  যা ২০২১ সালের পর থেকে তাদের সবচেয়ে কম মার্কেট ক্যাপ। যেখানে 2021 সালে অলিগণের মার্কেট ক্যাপ ছিল ১৮ বিলিয়নের উপরে প্রায় উনিশ বিলিয়ন সেখানে তাদের মার্কেট ক্যাপ এখন মিলিয়নে এসেছে।
যদিও দেখা যাচ্ছে বর্তমানে তারা রিকভারি করতেছে গত সাত দিনের মধ্যে আজকে আবার মার্কেট ওয়ান বিলিয়নের মধ্যে পৌঁছেছে।
Polygon একটা সময় অনেক হাইপে ছিল কিন্তু বর্তমান ট্রেন্ডিংয়ে আছে TON এবং বিটকয়েনের হাইপ এর কারণে শুধুমাত্র কিছু টপ কয়েন গুলো মার্কেটে ভালো পারফর্ম করছে এবং বাকি গুলোকে মানুষ প্রায় ভুলে যাচ্ছে। আমি পলিগন নিয়ে আগে অনেক আশাবাদী ছিলাম কিন্তু সত্য বলতে এখন এই কয়েন কথা আমার আর মনে পড়ে না খুব বেশি আর আমি এটিকে ট্র্যাক করি না। আজকে আপনার এই পোস্টটি পড়ে আমি matic নিয়ে কিছু রিসার্চ করলাম কিন্তু রিসেন্টলি এটি ভালো করবে এমন কোন আভাস পেলাম না। আমি আমার ইনভেসমেন্ট এর তালিকা এটি এখনো রাখেনি। তবে যখন মার্কেট ক্রাশ করবে এবং সবকিছুর দাম অনেক কমে আসবে তখন আবারো এটিকে আবারো রিসার্চ করব যদি ভালো মনে হয় তাহলে তখন এটিতে বিনিয়োগ করবো কারণ সেই সময়ে এর দাম আরো অনেক কমে যাবে
Title: Re: লং টার্ম হোল্ডিং এর জন্য কোন alt-coin কে বাছাই করে নিবেন?
Post by: Crypto Library on November 21, 2024, 12:35:52 PM
Polygon একটা সময় অনেক হাইপে ছিল কিন্তু বর্তমান ট্রেন্ডিংয়ে আছে TON এবং বিটকয়েনের হাইপ এর কারণে শুধুমাত্র কিছু টপ কয়েন গুলো মার্কেটে ভালো পারফর্ম করছে এবং বাকি গুলোকে মানুষ প্রায় ভুলে যাচ্ছে। আমি পলিগন নিয়ে আগে অনেক আশাবাদী ছিলাম কিন্তু সত্য বলতে এখন এই কয়েন কথা আমার আর মনে পড়ে না খুব বেশি আর আমি এটিকে ট্র্যাক করি না। আজকে আপনার এই পোস্টটি পড়ে আমি matic নিয়ে কিছু রিসার্চ করলাম কিন্তু রিসেন্টলি এটি ভালো করবে এমন কোন আভাস পেলাম না। আমি আমার ইনভেসমেন্ট এর তালিকা এটি এখনো রাখেনি। তবে যখন মার্কেট ক্রাশ করবে এবং সবকিছুর দাম অনেক কমে আসবে তখন আবারো এটিকে আবারো রিসার্চ করব যদি ভালো মনে হয় তাহলে তখন এটিতে বিনিয়োগ করবো কারণ সেই সময়ে এর দাম আরো অনেক কমে যাবে
আমার এখানে নতুন করে ইনভেস্টমেন্ট করার কোন আর প্ল্যান নেই যা মারা খেয়েছি একবারেই খেয়েছি যখন এই পলিগনে ৪০০ ডলার ইনভেসমেন্ট করেছিলাম মানে ৪৪৪ ডলারের মতন হবে। তখন যদি আমি doge কয়েনেও এই টাকাগুলো ইনভেস্টমেন্ট করে রাখতাম বর্তমানে আমার তিন গুণের বেশি প্রফিট থাকতো। মানে এনালাইসিস করে এমন একটা ভুল করেছি সেই মারা এখনো খেয়ে  যাচ্ছি।
তবে পলিগণ বা ম্যাটিক কয়েন এমন খারাপ অবস্থা ছিল না কারণ আগস্ট মাসের আগেও এটি ৫০ সেন্টের উপরে ছিল এবং মার্চ এপ্রিলেও এটি ৭০ সেন্ট থেকে এক ডলারের উপরে ছিল। হঠাৎ করে এদের মার্কেট ক্র্যাশ করলো এদের মার্কেট ক্যাপ যেখানে মার্চ মাসে ১২ বিলিয়ন ডলারের উপরে ছিল সেখানে কমতে কমতে এটি এক মিলিয়নের নিচে এসে পড়েছিল যদিও গত কয়েকদিনের মধ্যে একটু বেড়েছিল তবে খুব একটা আহামরি বাড়েনি।
এখন একমাত্র ভরসা হচ্ছে altcoin সিজন কারণ বিটকয়েন তো প্রায় হান্ড্রেডকে টাচ করতে যাচ্ছে এখনো এটাতে রিকভারির কোন সিগন্যাল দেখতে পাচ্ছি না।