Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Bd officer on March 12, 2024, 08:33:16 AM

Title: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Bd officer on March 12, 2024, 08:33:16 AM
(https://www.talkimg.com/images/2024/03/12/yW3vb.jpeg)
আপনারা মার্কেটের অবস্থা কি খেয়াল করেছেন। ইথেরিয়াম গতকাল ৪০০০ ডলারের উপরে উঠেছিলো। বিটকয়েন সর্বোচ্চ মূল্য অতিক্রম করলেও, ইথার এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য স্পর্শ করতে পারে নাই। যাইহোক, আপনার এই বিষয়ে কি মনে করেন ইথার এর দাম ২০২৫ সালে কত আশা করেন।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: kulkhan on March 21, 2024, 07:49:38 PM
ইথারিয়াম ক্রিপ্টো মার্কেটের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এটি গত বুল রানে প্রায় ৫০০০ ডলারে গিয়েছিল এর মূল্য। বর্তমানে ইথারিয়ামের দাম প্রায় ৩৫০০ ডলার। এবং এটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি এবার ইথারিয়ামের মূল্য গতবারের থেকে অনেক বেশি হবে।
যেহেতু বিটকয়েনের ইএফটি এপ্রুভ হয়েছে এবং সামনে বিটকয়েন হালবিং অনুষ্ঠিত হবে, তাই এবার বিটকয়েন এর মূল্য অনেক বৃদ্ধি পাবে। আর আমরা জানি বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেলে ইথারিয়ামের মূল্য বৃদ্ধি পায়। তাই এবার ইথারিয়াম এর মূল্য ১০ হাজার ডলার অতিক্রম করবে বলে আমি বিশ্বাস করি। 
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: moonstar24 on March 29, 2024, 04:58:56 AM
সকল কয়েনের দাম আপডাউন করে একমাত্র বিটকয়েনের ওপর নির্ভর করে। বিটকয়েনের দাম যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি অনন্য কয়েনের দাম বৃদ্ধি পাবে। বর্তমান সময়ে ইথেরিয়াম কয়েনের দাম ৪০০০ ডলারের হয়েছিল, এখন বিটকয়েনের দাম যদি দুই হাজার পঁচিশ সালে দেড় লক্ষ ডলার পৌঁছে যায় তাহলে অবশ্যই ইথেরিয়াম কয়েনের দাম ১০ থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Crypto Library on May 26, 2024, 08:31:27 PM
(https://www.talkimg.com/images/2024/03/12/yW3vb.jpeg)
আপনারা মার্কেটের অবস্থা কি খেয়াল করেছেন। ইথেরিয়াম গতকাল ৪০০০ ডলারের উপরে উঠেছিলো। বিটকয়েন সর্বোচ্চ মূল্য অতিক্রম করলেও, ইথার এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য স্পর্শ করতে পারে নাই। যাইহোক, আপনার এই বিষয়ে কি মনে করেন ইথার এর দাম ২০২৫ সালে কত আশা করেন।
যে কয়েকটি কয়েনের ভবিষ্যৎ ভালো বলে আমি মনে করি তার মধ্যে ইথারিয়াম অন্যতম, গতবার বুল রানের সময় অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে ইথারিয়াম এর দাম কিভাবে পাম্প করতে পারে।
এখন প্রাইস  প্রিডিকশন করতে গেলে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিয়ে কখনোই বলা যাবে না যে  ইথারিয়াম দাম কোন পর্যায়ে যেতে পারে তবে আমার ধারণা এবং কিছু কিছু এনালাইসিস এর মাধ্যমে যা অনুমান করা যায় যে ইথারিয়ামের দাম ২০২৫ সালে বুল রানের সময় ৬কে থেকে ৮কে এর মধ্যে হতে পারে, এর বেশি হতে পারে বলা যায় না।
আমি ইথারিয়াম এর পাশাপাশি আরো কয়েকটি ভালো কয়েন যেমন লাইট কয়েন, বি এন বি কয়েন, পলিগণ মেটিক কয়েন ইনভেস্টমেন্ট রেখেছি লং টার্ম এর জন্য।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: kulkhan on June 01, 2024, 10:14:32 PM
(https://www.talkimg.com/images/2024/03/12/yW3vb.jpeg)
আপনারা মার্কেটের অবস্থা কি খেয়াল করেছেন। ইথেরিয়াম গতকাল ৪০০০ ডলারের উপরে উঠেছিলো। বিটকয়েন সর্বোচ্চ মূল্য অতিক্রম করলেও, ইথার এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য স্পর্শ করতে পারে নাই। যাইহোক, আপনার এই বিষয়ে কি মনে করেন ইথার এর দাম ২০২৫ সালে কত আশা করেন।
হা ভাই ইথারিয়াম একটু স্লো গতিতে এগোচ্ছে। বিটকয়েন যে গতিতে এগোচ্ছে ইথারিয়াৃ তার থেকে একটু স্লো গতিতে যাচ্ছে। তবে আমার মনে হয় যখন বিটকয়েনের মূল্য ৭০ হাজার এর উপর স্ট্যাল হবে তখন অন্যান্য আল্ট কয়েন গুলোর দাম ও দ্রুত বৃদ্ধি পাবে।

এবং আমি মনেকরি ২০২৫ সালের মধ্যে ইথারিয়ামের মূল্য $১০কে ডলার অতিক্রম করবে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: God Of Thunder on June 18, 2024, 04:42:37 PM
ইথেরিয়াম কয়েন আমি কখনোই পছন্দ করতাম না। এর পেছনে প্রথম কারন হলো এর সাপ্লাই। কিছু কিছু কয়েনের সাপ্লাইয়ের কোনো লিমিট নেই। তার মধ্যে ইথেরিয়াম অন্যতম। এই ধরনের কয়েন তার ডেভেলপার যেকোনো সময় পরিবর্তন আনতে পারে এবং এগুলো হচ্ছে সেন্ট্রালাইজড কয়েন। এরা যদি ভবিষ্যতে কোনোদিন তাদের সাপ্লাই ধুমধাম করে বাড়িয়ে মার্কেটে সেল করা শুরু করে, আপনার আমার কিছুই করার থাকবে না।

সুতরাই আমি যতোই প্রেডিক্ট করে বলি না কেনো যে ২০২৫ সালে ইথেরিয়াম ১০ হাজার ডলার পার করে ফেলবে, বাস্তবতা অন্যরকম হতেও পারে। তবে যে পরিমানে লেয়ার টু ব্লকচেইন মার্কেটে আসছে, তাতে মনে হচ্ছে েইথেরিয়ামের চাহিদা দিনদিন বাড়তেই থাকবে এবং ইথেরিয়াম ১০ হাজার ডলার ক্রস করে ফেলবে। তবে নো ফাইনান্সিয়াল এডভাইস!
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: JISAN on June 20, 2024, 07:33:50 PM
ইথেরিয়াম কয়েন আমি কখনোই পছন্দ করতাম না। এর পেছনে প্রথম কারন হলো এর সাপ্লাই। কিছু কিছু কয়েনের সাপ্লাইয়ের কোনো লিমিট নেই। তার মধ্যে ইথেরিয়াম অন্যতম। এই ধরনের কয়েন তার ডেভেলপার যেকোনো সময় পরিবর্তন আনতে পারে এবং এগুলো হচ্ছে সেন্ট্রালাইজড কয়েন। এরা যদি ভবিষ্যতে কোনোদিন তাদের সাপ্লাই ধুমধাম করে বাড়িয়ে মার্কেটে সেল করা শুরু করে, আপনার আমার কিছুই করার থাকবে না।
এমন কিছু ঘটতেও পারে বলা যায় না। কোনো সেন্ট্রালাইস প্লাটফর্ম বা কয়েনকে বিশ্বাস নেই। তবে যেহেতু হাজার হাজার ক্রিপ্টো কয়েনের মধ্যে ETH কে ২য় পজিশন থেকে কোনো কয়েন এখনো সরাতে পারেনি সেহেতু ETH এর ফাউন্ডার তার কয়েনকে এমন পজিশন থেকে ছিটকে ফেলার জন্য মনে হয় না কখনো মন ইচ্ছা মতো সাপ্লাই বাড়াতে পারে।

Quote
সুতরাই আমি যতোই প্রেডিক্ট করে বলি না কেনো যে ২০২৫ সালে ইথেরিয়াম ১০ হাজার ডলার পার করে ফেলবে, বাস্তবতা অন্যরকম হতেও পারে। তবে যে পরিমানে লেয়ার টু ব্লকচেইন মার্কেটে আসছে, তাতে মনে হচ্ছে েইথেরিয়ামের চাহিদা দিনদিন বাড়তেই থাকবে এবং ইথেরিয়াম ১০ হাজার ডলার ক্রস করে ফেলবে। তবে নো ফাইনান্সিয়াল এডভাইস!
ETH যেভাবে এগোচ্ছে তাতে $১০k হওয়া এর জন্য খুব বড় টার্গেট না। তবে ২০২৫ এর মধ্যে ১০k অতিক্রম করতে পারবে এমনটা আশা করা যায় না। সর্বোচ্চ $৭-৮k অতিক্রম করতে পারে আবার এমনো হতে পারে যে বর্তমান দামের থেকেও কমতে পারে। তাই যে ইনভেস্ট করবে তাকে রিস্ক নিয়েই ইনভেস্ট করতে হবে। ক্রিপ্টোতে গেরান্টি দিয়ে কিছু হয় না। সবই রিস্ক নেওয়ার সুফল।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Crypto Library on June 27, 2024, 11:21:02 AM
ইথেরিয়াম কয়েন আমি কখনোই পছন্দ করতাম না। এর পেছনে প্রথম কারন হলো এর সাপ্লাই। কিছু কিছু কয়েনের সাপ্লাইয়ের কোনো লিমিট নেই। তার মধ্যে ইথেরিয়াম অন্যতম। এই ধরনের কয়েন তার ডেভেলপার যেকোনো সময় পরিবর্তন আনতে পারে এবং এগুলো হচ্ছে সেন্ট্রালাইজড কয়েন। এরা যদি ভবিষ্যতে কোনোদিন তাদের সাপ্লাই ধুমধাম করে বাড়িয়ে মার্কেটে সেল করা শুরু করে, আপনার আমার কিছুই করার থাকবে না।

সুতরাই আমি যতোই প্রেডিক্ট করে বলি না কেনো যে ২০২৫ সালে ইথেরিয়াম ১০ হাজার ডলার পার করে ফেলবে, বাস্তবতা অন্যরকম হতেও পারে। তবে যে পরিমানে লেয়ার টু ব্লকচেইন মার্কেটে আসছে, তাতে মনে হচ্ছে েইথেরিয়ামের চাহিদা দিনদিন বাড়তেই থাকবে এবং ইথেরিয়াম ১০ হাজার ডলার ক্রস করে ফেলবে। তবে নো ফাইনান্সিয়াল এডভাইস!
আপনার এই পোস্ট দেখে আমার ক্রীপটো কুইন এর কথা মনে পড়ে গেল। জানিনা আপনি কি জানেন কিনা , তবে জানার তো কথা।  Ruja Ignatova নামের এই মহিলা ছিলেন ওয়ান কয়েন এর প্রতিষ্ঠাতা সে মনে হয় ২০১৪ সাল থেকে 17 সাল পর্যন্ত অ্যারাউন্ড চার বিলিয়ন ডলার ক্যাম্প করেছিল তাকে 17 সালে শেষবারের মতন দেখা গিয়েছিল তারপর আর তার কোন হদিস পাওয়া যায়নি।
সেদিন দেখলাম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর অথরিটিসরা তাকে ধরার জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
যাইহোক ইথারিয়াম 20১৩ সালে যাত্রা শুরু করেছে এখনো পর্যন্ত বিটকয়েনের পর একে কেউ ক্রস করতে পারেনি তবে এরা স্ক্যামার না হলেও যেহেতু সেন্ট্রালাইজ এবং কয়েন এর সাপ্লাই বাড়াতে পারবে তাই এর দাম কমার সম্ভাবনা থাকতেও পারে। তবে আমার মনে হয় না ভিটালিক বুটেরিন এই ধরনের ভুল কখনো করবে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: God Of Thunder on June 27, 2024, 04:09:14 PM
যাইহোক ইথারিয়াম 20১৩ সালে যাত্রা শুরু করেছে এখনো পর্যন্ত বিটকয়েনের পর একে কেউ ক্রস করতে পারেনি তবে এরা স্ক্যামার না হলেও যেহেতু সেন্ট্রালাইজ এবং কয়েন এর সাপ্লাই বাড়াতে পারবে তাই এর দাম কমার সম্ভাবনা থাকতেও পারে। তবে আমার মনে হয় না ভিটালিক বুটেরিন এই ধরনের ভুল কখনো করবে।

ভিটালিক ভুল করুক আর ন করুক, আমি কিন্তু ভুল করতে যাবো না। ইথেরিয়ামের অনেক ডেভেলপার আছে যারা কাজ করে। যেহেতু এটাতে চেঞ্জ আনা সম্ভব, কোনদিন কেউ একটা লুপহোল রেখে দিলে ১ বছর পরে হলেও যদি সেটার ব্যাবহার করে, আপনি আমি টের পেতে পেতে আমাদের পোর্টফলিও একদম শেষ হয়ে যাবে। আমি তো কখনোই ইথেরিয়াম ব্যাবহার করতাম না যদি না আমি এয়ারড্রপ রিলেটেড কাজ না করতাম।

যেহেতু এখন এয়ারড্রপ রিলেটেড কাজ করি, তাই ইথেরিয়ামের লেয়ার টু ব্লকচেইন গুলতে কাজ করতেই হয় এবং ফান্ড ব্যাবহার করতে হয়। তবে ইথেরিয়ামকে সব সময় আমার কাছে একটা স্ক্যামি প্রোজেক্ট এর মতো মনে হয়। জানিনা এর ভবিষ্যৎ কি আছে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: JISAN on July 09, 2024, 09:52:47 AM
যাইহোক ইথারিয়াম 20১৩ সালে যাত্রা শুরু করেছে এখনো পর্যন্ত বিটকয়েনের পর একে কেউ ক্রস করতে পারেনি তবে এরা স্ক্যামার না হলেও যেহেতু সেন্ট্রালাইজ এবং কয়েন এর সাপ্লাই বাড়াতে পারবে তাই এর দাম কমার সম্ভাবনা থাকতেও পারে। তবে আমার মনে হয় না ভিটালিক বুটেরিন এই ধরনের ভুল কখনো করবে।

ভিটালিক ভুল করুক আর ন করুক, আমি কিন্তু ভুল করতে যাবো না। ইথেরিয়ামের অনেক ডেভেলপার আছে যারা কাজ করে। যেহেতু এটাতে চেঞ্জ আনা সম্ভব, কোনদিন কেউ একটা লুপহোল রেখে দিলে ১ বছর পরে হলেও যদি সেটার ব্যাবহার করে, আপনি আমি টের পেতে পেতে আমাদের পোর্টফলিও একদম শেষ হয়ে যাবে। আমি তো কখনোই ইথেরিয়াম ব্যাবহার করতাম না যদি না আমি এয়ারড্রপ রিলেটেড কাজ না করতাম।

যেহেতু এখন এয়ারড্রপ রিলেটেড কাজ করি, তাই ইথেরিয়ামের লেয়ার টু ব্লকচেইন গুলতে কাজ করতেই হয় এবং ফান্ড ব্যাবহার করতে হয়। তবে ইথেরিয়ামকে সব সময় আমার কাছে একটা স্ক্যামি প্রোজেক্ট এর মতো মনে হয়। জানিনা এর ভবিষ্যৎ কি আছে।
ইথেরিয়াম আগে অনেক পরিমানে হোল্ড করতাম তখন এর দাম ছিলো $৮০-১২০ এর মধ্যে সিমাবধ্য তবে যখ ইথেরিয়ামের দাম অনেক বেড়ে গেলো এবং একই সাথে এর গ্যাস ফি বেড়ে গেলো অনেক তখন থেকে ইথেরিয়ামের উপর থেকে ইনভেস্টমেন্ট এর ইচ্ছে কমে গেলো ।এখন আমি ইথেরিয়ামে ইনভেস্ট করি না এমন নয় তবে অনেক কম পরিমানে ইনভেস্ট করি।
ইথেরিয়াম এখন যে পজিশনে আছে তারা এখন কোনো প্রকার স্কাম করার চিন্তাভাবনা করবে বলে মনে হয় না। কারন এখন পরযন্ত কোনো কয়েন তাদের পেছনে ফেলতে পাড়েনি এবং তাদের যে পরিমান মার্কেটক্যাপ রয়েছে তাতে মনে হয় না যে ভবিষতেও কোনো কয়েন তাদের পেছনে ফেলতে পারবে যদি তারা সুযোগ না দেয়।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: kulkhan on July 11, 2024, 09:42:49 PM
যাইহোক ইথারিয়াম 20১৩ সালে যাত্রা শুরু করেছে এখনো পর্যন্ত বিটকয়েনের পর একে কেউ ক্রস করতে পারেনি তবে এরা স্ক্যামার না হলেও যেহেতু সেন্ট্রালাইজ এবং কয়েন এর সাপ্লাই বাড়াতে পারবে তাই এর দাম কমার সম্ভাবনা থাকতেও পারে। তবে আমার মনে হয় না ভিটালিক বুটেরিন এই ধরনের ভুল কখনো করবে।

ভিটালিক ভুল করুক আর ন করুক, আমি কিন্তু ভুল করতে যাবো না। ইথেরিয়ামের অনেক ডেভেলপার আছে যারা কাজ করে। যেহেতু এটাতে চেঞ্জ আনা সম্ভব, কোনদিন কেউ একটা লুপহোল রেখে দিলে ১ বছর পরে হলেও যদি সেটার ব্যাবহার করে, আপনি আমি টের পেতে পেতে আমাদের পোর্টফলিও একদম শেষ হয়ে যাবে। আমি তো কখনোই ইথেরিয়াম ব্যাবহার করতাম না যদি না আমি এয়ারড্রপ রিলেটেড কাজ না করতাম।

যেহেতু এখন এয়ারড্রপ রিলেটেড কাজ করি, তাই ইথেরিয়ামের লেয়ার টু ব্লকচেইন গুলতে কাজ করতেই হয় এবং ফান্ড ব্যাবহার করতে হয়। তবে ইথেরিয়ামকে সব সময় আমার কাছে একটা স্ক্যামি প্রোজেক্ট এর মতো মনে হয়। জানিনা এর ভবিষ্যৎ কি আছে।
ইথেরিয়াম আগে অনেক পরিমানে হোল্ড করতাম তখন এর দাম ছিলো $৮০-১২০ এর মধ্যে সিমাবধ্য তবে যখ ইথেরিয়ামের দাম অনেক বেড়ে গেলো এবং একই সাথে এর গ্যাস ফি বেড়ে গেলো অনেক তখন থেকে ইথেরিয়ামের উপর থেকে ইনভেস্টমেন্ট এর ইচ্ছে কমে গেলো ।এখন আমি ইথেরিয়ামে ইনভেস্ট করি না এমন নয় তবে অনেক কম পরিমানে ইনভেস্ট করি।
ইথেরিয়াম এখন যে পজিশনে আছে তারা এখন কোনো প্রকার স্কাম করার চিন্তাভাবনা করবে বলে মনে হয় না। কারন এখন পরযন্ত কোনো কয়েন তাদের পেছনে ফেলতে পাড়েনি এবং তাদের যে পরিমান মার্কেটক্যাপ রয়েছে তাতে মনে হয় না যে ভবিষতেও কোনো কয়েন তাদের পেছনে ফেলতে পারবে যদি তারা সুযোগ না দেয়।
ভাই ও কথা আর মনে করিয়ে দিয়েন না, মনে পড়লে খুব কষ্ট লাগে। কেন যে হোল্ড করলাম না। আমার নিজেরও ৩৭, ৩৮টার মত ইথারিয়াম ছিল। অল্প কিছুদিনের জন্য হোল করেছিলাম এবং সেখান থেকে মাত্র সাড়ে ৪০০ ডলার মতন প্রফিট নিয়ে সেল করে দিয়েছিলা।

আজ যদি সেখান থেকে ফিফটি পার্সেন্ট ও  হোল্দুড থাকতো তাহলে আমার এই আর্থিক দুরবস্থা থাকতো না।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: God Of Thunder on July 12, 2024, 02:05:41 PM
ভাই ও কথা আর মনে করিয়ে দিয়েন না, মনে পড়লে খুব কষ্ট লাগে। কেন যে হোল্ড করলাম না। আমার নিজেরও ৩৭, ৩৮টার মত ইথারিয়াম ছিল। অল্প কিছুদিনের জন্য হোল করেছিলাম এবং সেখান থেকে মাত্র সাড়ে ৪০০ ডলার মতন প্রফিট নিয়ে সেল করে দিয়েছিলা।

আজ যদি সেখান থেকে ফিফটি পার্সেন্ট ও  হোল্দুড থাকতো তাহলে আমার এই আর্থিক দুরবস্থা থাকতো না।

আমি একটা ক্রিপ্টো রিলেটেড কোম্পানিতে এক সময় কাজ করতাম এবং তারা মাসে আমাকে ২ ইথেরিয়াম করে বেতন দিতো। তখন দুই ইথেরিয়ামের দাম ছিলো ৫০০ ডলারের মতো। আমি প্রতিবারই বেতন পাওয়ার সাথে সাথে সেটা সে করে দিতাম। কিন্তু শেষ বুলরানের সময় বুঝতে পেরেছি যে আমি যে কতো বড় ভূল করে ফেলেছি। যাই হোক, সেগুলো আর মনে করতে চাই না। ক্রিপ্টো কারেন্সি সবাইকেই কিছু লাইফ চেঞ্জিং সুযোগ বানিয়ে দেয়, কেউ কেউ সেটা লুফে নিতে পারে, আবার কেউ কেউ পারে না। আমি আজকে এই পোষ্ট এ বলছি, আগামী ৫ বছর পর আমরা বলবো যে চাইলে টুন কয়েন ৭ ডলারে কিনে রাখতে পারতাম। টেলিগ্রামের এই কয়েনটি আগামী ৫ বছর পরে ম্যাসিভ আকারে পাম্প করবে যেটা কেউ হয়তো ধারনাও করছে না এখন ।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: JISAN on July 12, 2024, 11:01:30 PM
ভাই ও কথা আর মনে করিয়ে দিয়েন না, মনে পড়লে খুব কষ্ট লাগে। কেন যে হোল্ড করলাম না। আমার নিজেরও ৩৭, ৩৮টার মত ইথারিয়াম ছিল। অল্প কিছুদিনের জন্য হোল করেছিলাম এবং সেখান থেকে মাত্র সাড়ে ৪০০ ডলার মতন প্রফিট নিয়ে সেল করে দিয়েছিলা।

আজ যদি সেখান থেকে ফিফটি পার্সেন্ট ও  হোল্দুড থাকতো তাহলে আমার এই আর্থিক দুরবস্থা থাকতো না।

আমি একটা ক্রিপ্টো রিলেটেড কোম্পানিতে এক সময় কাজ করতাম এবং তারা মাসে আমাকে ২ ইথেরিয়াম করে বেতন দিতো। তখন দুই ইথেরিয়ামের দাম ছিলো ৫০০ ডলারের মতো। আমি প্রতিবারই বেতন পাওয়ার সাথে সাথে সেটা সে করে দিতাম। কিন্তু শেষ বুলরানের সময় বুঝতে পেরেছি যে আমি যে কতো বড় ভূল করে ফেলেছি। যাই হোক, সেগুলো আর মনে করতে চাই না। ক্রিপ্টো কারেন্সি সবাইকেই কিছু লাইফ চেঞ্জিং সুযোগ বানিয়ে দেয়, কেউ কেউ সেটা লুফে নিতে পারে, আবার কেউ কেউ পারে না। আমি আজকে এই পোষ্ট এ বলছি, আগামী ৫ বছর পর আমরা বলবো যে চাইলে টুন কয়েন ৭ ডলারে কিনে রাখতে পারতাম। টেলিগ্রামের এই কয়েনটি আগামী ৫ বছর পরে ম্যাসিভ আকারে পাম্প করবে যেটা কেউ হয়তো ধারনাও করছে না এখন ।
ইথেরিয়ামের কথা আর মনে করতে চাই না। তবে এখন TON এ ইনভেস্ট করার একটা বড় সুযোগ থাকলেও আর্থিক অবস্থা এমন হয়ে দাড়িয়েছে যে বিনিয়োগ করার সামর্থ্য হচ্ছে না আবার যখন বিনিয়োগ করার সামর্থ্য হবে তখন দেখবো যে ধরা ছোয়ার বাহিরে চলে গেছে। এভাবেই কাটতেছে সেই ৭ বছর যাবত। আসলে এটা আমার বা আমাদের কপালের দোষ নাকি আমাদের নিজেদের পরিকল্পনার দোষ। মানি ম্যানেজমেন্ট আমরা ঠিকঠাক মতো করতে পারছি না তাই সব দিক নিয়ন্ত্রণ করে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করার মতো টাকা আমরা ম্যানেজ করতে ব্যার্থ হচ্ছি। নিজেকে এখন অনেক আসহায় লাগে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Crypto Library on August 02, 2024, 09:28:18 PM
ইথেরিয়ামের কথা আর মনে করতে চাই না। তবে এখন TON এ ইনভেস্ট করার একটা বড় সুযোগ থাকলেও আর্থিক অবস্থা এমন হয়ে দাড়িয়েছে যে বিনিয়োগ করার সামর্থ্য হচ্ছে না আবার যখন বিনিয়োগ করার সামর্থ্য হবে তখন দেখবো যে ধরা ছোয়ার বাহিরে চলে গেছে। এভাবেই কাটতেছে সেই ৭ বছর যাবত। আসলে এটা আমার বা আমাদের কপালের দোষ নাকি আমাদের নিজেদের পরিকল্পনার দোষ। মানি ম্যানেজমেন্ট আমরা ঠিকঠাক মতো করতে পারছি না তাই সব দিক নিয়ন্ত্রণ করে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করার মতো টাকা আমরা ম্যানেজ করতে ব্যার্থ হচ্ছি। নিজেকে এখন অনেক আসহায় লাগে।
আমার মনে হয় এটা খালি আপনার ক্ষেত্রে হয় না, আমার ক্ষেত্রেও এটাও অনেকবার হয়েছে যে যখন ইনভেস্টমেন্ট করতে চাই তখন হাতে টাকা থাকে না ভালো রকম ইনভেস্টমেন্ট করার জন্য। আর যখন হাতে টাকা থাকে তখন ইনভেস্টমেন্ট করার সময় না ।
ধরে না আমি যখন বিটকয়েনটক ফোরামে প্রবেশ করি এবং তখন বিটকয়েন বুল  সিজনে ছিল এবং পরবর্তীতে বিটকয়েন ১৬ হাজারের নেমেছে তখন আমি দেখেছি এবং করার ইচ্ছা পোষণ করে ছিলাম কিন্তু হাতে টাকা ছিল না বিধায় তেমন কোন ইনভেস্টমেন্ট তখন করতে পারেনি।
আর এখন বলতে গেলে বিটকয়েনে যেমন আর্লি ইনভেস্টররা এখন  সাকসেসফুল আছে।
ঠিক তেমনি আমি বলব TON কয়েনে এখন যারা long-term এর জন্য ইনভেস্টমেন্ট করবে তারা সাকসেসফুল হবে। আমার নিজেরও প্ল্যানিং রয়েছে তবে আরেকটু DIP খুজতেছি।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: John245 on November 21, 2024, 08:16:25 PM
বর্তমান সময়ে ইথেরিয়াম কয়েনের দাম ৪০০০ ডলারের হয়েছিল, এখন বিটকয়েনের দাম যদি দুই হাজার পঁচিশ সালে দেড় লক্ষ ডলার পৌঁছে যায় তাহলে অবশ্যই ইথেরিয়াম কয়েনের দাম ১০ থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সকল কয়েনের দাম আপডাউন করে একমাত্র বিটকয়েনের ওপর নির্ভর করে।যেহেতু বিটকয়েনের ইএফটি এপ্রুভ হয়েছে এবং সামনে বিটকয়েন হালবিং অনুষ্ঠিত হবে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: CoinHolder on November 22, 2024, 05:04:40 AM
আপনি হয়তো লক্ষ্য করেছেন বিটকয়েনের তুলনায় এই থেরিয়াম এবং বিএনপি কয়েন কিন্তু খুব একটা বারেনি দাম।
বিটকয়েন এর সাথে ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো কয়েন আছে সবগুলো কয়েন কিন্তু বিটকয়েনের ওপরই নির্ভর করে। তাই যদি বিটকয়েনের দাম বাড়ে তখন কিন্তু অন্য সকল কয়েনের দাম বেড়ে যায় আপনা আপনি। কিন্তু এবার বিটকয়েনের তুলনায় অন্য সকল কয়নের দাম খুব একটা বাড়েনি এর কারণ খুব পরিষ্কার কারণ বিটকয়েনের এত দাম বাড়ার পেছনের রহস্য যদি না জানা যায় তাহলে ইনভেস্টরা কখনো ইনভেস্ট করেনা আর এ কারণেই এই অবস্থা।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Wonder Work on December 07, 2024, 07:46:28 PM
এটার দাম একদম শিওর ভাবে বলা যায় না কিন্তু বর্তমান সময়ে যে প্রাইজ প্রেডিকশন আছে সেটা অনুযায়ী বলা যায় যে ৫ হাজার থেকে ছয় হাজার ডলারের দিকে দাম পৌছে যেতে পারে ইথারিয়ামের।‌ এটা শিওর নয় কত হবে তবে এরকম হতে পারে আমার মনে হয় এর বেশিও হতে পারে।

দেখা যাক বর্তমান সময়ের পরে পরবর্তী সময়ে আমরা কি রকম প্রাইস দেখতে পারি সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: CoinHolder on December 13, 2024, 12:43:21 AM
এটার দাম একদম শিওর ভাবে বলা যায় না কিন্তু বর্তমান সময়ে যে প্রাইজ প্রেডিকশন আছে সেটা অনুযায়ী বলা যায় যে ৫ হাজার থেকে ছয় হাজার ডলারের দিকে দাম পৌছে যেতে পারে ইথারিয়ামের।‌ এটা শিওর নয় কত হবে তবে এরকম হতে পারে আমার মনে হয় এর বেশিও হতে পারে।

দেখা যাক বর্তমান সময়ের পরে পরবর্তী সময়ে আমরা কি রকম প্রাইস দেখতে পারি সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
বর্তমান মার্কেটপ্লেস এর যেই অবস্থা সেটার উপর ভিত্তি করে আমরা অনুমান করতে পারি 2025 সালের মধ্যে ৬০০০ ডলার ক্রস করে যেতে পারে। আপনার সাথে আমি একমত কারণ এটার সঠিকভাবে বলা যায় না। আমরা শুধু অনুমানের ওপর ভিত্তি করেই চলতে পারি কারণ ক্রিপ্টোকারেন্সি কয়েনগুলোর ভবিষ্যৎ সঠিকভাবে বলার সাধ্য কারো নেই।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: kulkhan on December 27, 2024, 05:39:20 PM
এটার দাম একদম শিওর ভাবে বলা যায় না কিন্তু বর্তমান সময়ে যে প্রাইজ প্রেডিকশন আছে সেটা অনুযায়ী বলা যায় যে ৫ হাজার থেকে ছয় হাজার ডলারের দিকে দাম পৌছে যেতে পারে ইথারিয়ামের।‌ এটা শিওর নয় কত হবে তবে এরকম হতে পারে আমার মনে হয় এর বেশিও হতে পারে।

দেখা যাক বর্তমান সময়ের পরে পরবর্তী সময়ে আমরা কি রকম প্রাইস দেখতে পারি সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
বর্তমান মার্কেটপ্লেস এর যেই অবস্থা সেটার উপর ভিত্তি করে আমরা অনুমান করতে পারি 2025 সালের মধ্যে ৬০০০ ডলার ক্রস করে যেতে পারে। আপনার সাথে আমি একমত কারণ এটার সঠিকভাবে বলা যায় না। আমরা শুধু অনুমানের ওপর ভিত্তি করেই চলতে পারি কারণ ক্রিপ্টোকারেন্সি কয়েনগুলোর ভবিষ্যৎ সঠিকভাবে বলার সাধ্য কারো নেই।
ক্রিপ্ত কারেন্সি মার্কেট সর্বদা অনিশ্চিত। এখানে কখন কি হয়ে যায় বলা যায় না। এমনও হতে পারে ২০২৫ সালে ইথরিয়াম এর মূল্য ১০ হাজার ডলারের পৌঁছে যেতে পারে, আবার এমনও হতে পারে যে ২০০০ ডলার এ চলে এসেছে। তবে কিছুদিন ধরে আমরা দেখছিলাম ইথারিয়াম এর মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবং সেটা ৪০০০ ডলারকে অতিক্রম করে গেছে। কিন্তু গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ইথারিয়ামের মূল্য আবার ডাউন হওয়া শুরু হয়েছে। এখন ইথারিয়াম এর মূল্য প্রায় ৩৩০০ ডলার। তবে আমি আপনার প্রেডিকশন কে সমর্থন করছি আমিও মনে করি ২০২৫ সালে ইথারিয়ামের মূল্য অন্ততপক্ষে ৬০০০ ডলার এ যাবে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: CoinHolder on January 10, 2025, 06:15:00 PM
এটার দাম একদম শিওর ভাবে বলা যায় না কিন্তু বর্তমান সময়ে যে প্রাইজ প্রেডিকশন আছে সেটা অনুযায়ী বলা যায় যে ৫ হাজার থেকে ছয় হাজার ডলারের দিকে দাম পৌছে যেতে পারে ইথারিয়ামের।‌ এটা শিওর নয় কত হবে তবে এরকম হতে পারে আমার মনে হয় এর বেশিও হতে পারে।

দেখা যাক বর্তমান সময়ের পরে পরবর্তী সময়ে আমরা কি রকম প্রাইস দেখতে পারি সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
বর্তমান মার্কেটপ্লেস এর যেই অবস্থা সেটার উপর ভিত্তি করে আমরা অনুমান করতে পারি 2025 সালের মধ্যে ৬০০০ ডলার ক্রস করে যেতে পারে। আপনার সাথে আমি একমত কারণ এটার সঠিকভাবে বলা যায় না। আমরা শুধু অনুমানের ওপর ভিত্তি করেই চলতে পারি কারণ ক্রিপ্টোকারেন্সি কয়েনগুলোর ভবিষ্যৎ সঠিকভাবে বলার সাধ্য কারো নেই।
ক্রিপ্ত কারেন্সি মার্কেট সর্বদা অনিশ্চিত। এখানে কখন কি হয়ে যায় বলা যায় না। এমনও হতে পারে ২০২৫ সালে ইথরিয়াম এর মূল্য ১০ হাজার ডলারের পৌঁছে যেতে পারে, আবার এমনও হতে পারে যে ২০০০ ডলার এ চলে এসেছে। তবে কিছুদিন ধরে আমরা দেখছিলাম ইথারিয়াম এর মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবং সেটা ৪০০০ ডলারকে অতিক্রম করে গেছে। কিন্তু গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ইথারিয়ামের মূল্য আবার ডাউন হওয়া শুরু হয়েছে। এখন ইথারিয়াম এর মূল্য প্রায় ৩৩০০ ডলার। তবে আমি আপনার প্রেডিকশন কে সমর্থন করছি আমিও মনে করি ২০২৫ সালে ইথারিয়ামের মূল্য অন্ততপক্ষে ৬০০০ ডলার এ যাবে।
আপনি যে ভবিষ্যৎ বাণীটি করেছেন এটা সত্যি হতে পারে কারণ কিছু কিছু মানুষ বলছে ভুল রান জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে যদি ভুল রান শুরু হয়ে যায় তাহলে ক্রিপ্ট কারেন্সি মার্কেটে অনেক বড় ধরনের একটি প্রভাব পড়বে এবং সবগুলো পরে দাম কিন্তু এক এক করে উপরের দিকে উঠতে থাকবে সেক্ষেত্রে ইথারিয়ামের দাম বাড়বে এটা অবশ্যই অবশ্যই।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: kulkhan on January 10, 2025, 08:16:08 PM
আপনি হয়তো লক্ষ্য করেছেন বিটকয়েনের তুলনায় এই থেরিয়াম এবং বিএনপি কয়েন কিন্তু খুব একটা বারেনি দাম।
বিটকয়েন এর সাথে ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো কয়েন আছে সবগুলো কয়েন কিন্তু বিটকয়েনের ওপরই নির্ভর করে। তাই যদি বিটকয়েনের দাম বাড়ে তখন কিন্তু অন্য সকল কয়েনের দাম বেড়ে যায় আপনা আপনি। কিন্তু এবার বিটকয়েনের তুলনায় অন্য সকল কয়নের দাম খুব একটা বাড়েনি এর কারণ খুব পরিষ্কার কারণ বিটকয়েনের এত দাম বাড়ার পেছনের রহস্য যদি না জানা যায় তাহলে ইনভেস্টরা কখনো ইনভেস্ট করেনা আর এ কারণেই এই অবস্থা।
এটা নিঃসন্দেহে সত্য যে ক্রিপ্টো জগতে সকল কয়েনের রাজা হল বিটকয়েন এবং এই বিটকয়েন এর উপর সকল কয়েন অনেকাংশে নির্ভরশীল। তাই আমরা দেখতে পাই বিটকয়েনের মূল্য যখন বৃদ্ধি পায় তখন অন্যান্য কয়েন গুলোর মূল্য বৃদ্ধি পায়  এবং যখন বিটকয়েনের মুল্লুক কমে যায় তখন অন্যান্য কয়েন গুলোর ও মূল্য কমে যায়। এই মুহূর্তে বিটকয়েন এর মূল্য কমে যাচ্ছে তাই ইথারিয়ামের ও মূল্য কমে যাচ্ছে । তবে আমি মনে করি দ্রুত এই অবস্থার পরিবর্তন আসবে এবং ইথারিমের মূল্য বৃদ্ধি পাবে। আমি মনে করি ২০২৫ সালের মধ্যে এথারিয়ামের মূল্য ১০ হাজার ডলারের কাছাকাছি পৌঁছে যাবে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Crypto Library on January 31, 2025, 09:24:33 PM
এটা নিঃসন্দেহে সত্য যে ক্রিপ্টো জগতে সকল কয়েনের রাজা হল বিটকয়েন এবং এই বিটকয়েন এর উপর সকল কয়েন অনেকাংশে নির্ভরশীল। তাই আমরা দেখতে পাই বিটকয়েনের মূল্য যখন বৃদ্ধি পায় তখন অন্যান্য কয়েন গুলোর মূল্য বৃদ্ধি পায়  এবং যখন বিটকয়েনের মুল্লুক কমে যায় তখন অন্যান্য কয়েন গুলোর ও মূল্য কমে যায়। এই মুহূর্তে বিটকয়েন এর মূল্য কমে যাচ্ছে তাই ইথারিয়ামের ও মূল্য কমে যাচ্ছে । তবে আমি মনে করি দ্রুত এই অবস্থার পরিবর্তন আসবে এবং ইথারিমের মূল্য বৃদ্ধি পাবে। আমি মনে করি ২০২৫ সালের মধ্যে এথারিয়ামের মূল্য ১০ হাজার ডলারের কাছাকাছি পৌঁছে যাবে।
এর আগেও অনেকবার বলেছি যে এবার ইথারিয়ামের পারফরমেন্স আগের মতন নেই যদিও অল্ট কয়েন সিজন এখনো দেখা যায়নি মার্কেটে (অনেকে অবশ্য বলতেছে যে এবার অল্ট কয়েন  সিজন আসবে না)।
তবে যদি দেখা যায় তাহলেও আমার মনে হয় না ইথারিয়ামের দাম এবার ১০ হাজার ডলারের উপরে যাবে কারণ এটার পারফরমেন্স এখনই অনেক  ইনভেস্টারদের এক্সপেক্টেশনের হো*গা মেরে দিয়েছে। কারণ অন্যান্য অল্ট কয়েন গুলো এর চাইতে ভালো পারফরম্যান্স করতে ছিল তাদের পূর্বের রেকর্ড অনুযায়ী।
দেখি আমি তারপর বাসায় রাখবো ২০২৫ সালের প্রথম চার মাসের উপর। আমি সর্বোচ্চ হলে ছয় থেকে সাত হাজার ডলার আশা করতে পারি এখানে।
তবে ৫০০০ ডলার পর্যন্ত গেলে আমি আমার গুলো সেল দিয়ে দিব
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: JISAN on February 01, 2025, 03:18:29 PM
এটা নিঃসন্দেহে সত্য যে ক্রিপ্টো জগতে সকল কয়েনের রাজা হল বিটকয়েন এবং এই বিটকয়েন এর উপর সকল কয়েন অনেকাংশে নির্ভরশীল। তাই আমরা দেখতে পাই বিটকয়েনের মূল্য যখন বৃদ্ধি পায় তখন অন্যান্য কয়েন গুলোর মূল্য বৃদ্ধি পায়  এবং যখন বিটকয়েনের মুল্লুক কমে যায় তখন অন্যান্য কয়েন গুলোর ও মূল্য কমে যায়। এই মুহূর্তে বিটকয়েন এর মূল্য কমে যাচ্ছে তাই ইথারিয়ামের ও মূল্য কমে যাচ্ছে । তবে আমি মনে করি দ্রুত এই অবস্থার পরিবর্তন আসবে এবং ইথারিমের মূল্য বৃদ্ধি পাবে। আমি মনে করি ২০২৫ সালের মধ্যে এথারিয়ামের মূল্য ১০ হাজার ডলারের কাছাকাছি পৌঁছে যাবে।
এর আগেও অনেকবার বলেছি যে এবার ইথারিয়ামের পারফরমেন্স আগের মতন নেই যদিও অল্ট কয়েন সিজন এখনো দেখা যায়নি মার্কেটে (অনেকে অবশ্য বলতেছে যে এবার অল্ট কয়েন  সিজন আসবে না)।
তবে যদি দেখা যায় তাহলেও আমার মনে হয় না ইথারিয়ামের দাম এবার ১০ হাজার ডলারের উপরে যাবে কারণ এটার পারফরমেন্স এখনই অনেক  ইনভেস্টারদের এক্সপেক্টেশনের হো*গা মেরে দিয়েছে। কারণ অন্যান্য অল্ট কয়েন গুলো এর চাইতে ভালো পারফরম্যান্স করতে ছিল তাদের পূর্বের রেকর্ড অনুযায়ী।
দেখি আমি তারপর বাসায় রাখবো ২০২৫ সালের প্রথম চার মাসের উপর। আমি সর্বোচ্চ হলে ছয় থেকে সাত হাজার ডলার আশা করতে পারি এখানে।
তবে ৫০০০ ডলার পর্যন্ত গেলে আমি আমার গুলো সেল দিয়ে দিব
বিটকয়েনের পারফরমেন্স ভালই ছিল আর লজিক অনুযায়ী এখন আল্টকয়েন সিজন আসার কথা তবে সেরকম কোন আবাস দেখা যাচ্ছে না। যদিও এটি হবার রিজন রয়েছে তা হলো ট্রাম্প এর মাধ্যেমে মার্কেটে বিটকয়েন এর উপর হাইপ এবং মার্কেটে নতুন নতুন meme কয়েনের হাইপ ইনভেস্টারদের প্রায় আল্টকয়েনের কথা ভুলিয়ে রেখেছে। তবে বিটকয়েনের দামের স্ট্যাবলেটি থাকার মধ্যে যদি আল্টকয়েনের Bull Run শুরু না হয় তাহলে যখন বিটকয়েনের দাম ক্র্যাশ করবে এবং অনেক বেশি ডাউন করতে শুরু করবে তখন তার সাথে সাথে আবার আল্টগুলোও পড়ে যাবে তাই তখন আর Alt সিজন দেখা যাবে না। তাই এটি বুঝতে পারা যাচ্ছে না যে Alt এর সিজন এবার আসবে কিনা এবং আসলেও তা কতটুকু ইফেক্টিভ হবে
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Crypto Library on February 01, 2025, 10:10:39 PM
বিটকয়েনের পারফরমেন্স ভালই ছিল আর লজিক অনুযায়ী এখন আল্টকয়েন সিজন আসার কথা তবে সেরকম কোন আবাস দেখা যাচ্ছে না। যদিও এটি হবার রিজন রয়েছে তা হলো ট্রাম্প এর মাধ্যেমে মার্কেটে বিটকয়েন এর উপর হাইপ এবং মার্কেটে নতুন নতুন meme কয়েনের হাইপ ইনভেস্টারদের প্রায় আল্টকয়েনের কথা ভুলিয়ে রেখেছে। তবে বিটকয়েনের দামের স্ট্যাবলেটি থাকার মধ্যে যদি আল্টকয়েনের Bull Run শুরু না হয় তাহলে যখন বিটকয়েনের দাম ক্র্যাশ করবে এবং অনেক বেশি ডাউন করতে শুরু করবে তখন তার সাথে সাথে আবার আল্টগুলোও পড়ে যাবে তাই তখন আর Alt সিজন দেখা যাবে না। তাই এটি বুঝতে পারা যাচ্ছে না যে Alt এর সিজন এবার আসবে কিনা এবং আসলেও তা কতটুকু ইফেক্টিভ হবে
ভাই দেখতে গেলে প্রায় প্রতিবারই প্রতিটি সিজনে অল্ট সিজনের আবির্ভাব হয়েছে আমার মনে হয় এবারও মিস যাবে না।
তবে আমার সত্যিই ভয় হয় মার্কেট মেনুপুলেশন নিয়ে এর আগেরবার যেমন  বিটকয়েন এবং ক্রিপ্ত নিয়ে  ইলন মাস্ক খেলেছে এবার তারাই পিছন থেকে থেকে ডোনাল্ড ট্রাম্প কে সাথে নিয়ে আবারো খেলতেছে। আবার আমরা বলদ পাবলিকরা তাদের পাতা  ফাঁদে পা দিতে দেরি করতেছি না।
তবে আমি মনে করি অল্ট অবশ্যই আসবে অন্ততপক্ষে ইথারিয়াম তার পূর্বের অলটাইম হাই প্রাইস কে রিকভার বা ক্রস করতে অবশ্যই আসবে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: JISAN on February 02, 2025, 09:32:25 PM
বিটকয়েনের পারফরমেন্স ভালই ছিল আর লজিক অনুযায়ী এখন আল্টকয়েন সিজন আসার কথা তবে সেরকম কোন আবাস দেখা যাচ্ছে না। যদিও এটি হবার রিজন রয়েছে তা হলো ট্রাম্প এর মাধ্যেমে মার্কেটে বিটকয়েন এর উপর হাইপ এবং মার্কেটে নতুন নতুন meme কয়েনের হাইপ ইনভেস্টারদের প্রায় আল্টকয়েনের কথা ভুলিয়ে রেখেছে। তবে বিটকয়েনের দামের স্ট্যাবলেটি থাকার মধ্যে যদি আল্টকয়েনের Bull Run শুরু না হয় তাহলে যখন বিটকয়েনের দাম ক্র্যাশ করবে এবং অনেক বেশি ডাউন করতে শুরু করবে তখন তার সাথে সাথে আবার আল্টগুলোও পড়ে যাবে তাই তখন আর Alt সিজন দেখা যাবে না। তাই এটি বুঝতে পারা যাচ্ছে না যে Alt এর সিজন এবার আসবে কিনা এবং আসলেও তা কতটুকু ইফেক্টিভ হবে
ভাই দেখতে গেলে প্রায় প্রতিবারই প্রতিটি সিজনে অল্ট সিজনের আবির্ভাব হয়েছে আমার মনে হয় এবারও মিস যাবে না।
তবে আমার সত্যিই ভয় হয় মার্কেট মেনুপুলেশন নিয়ে এর আগেরবার যেমন  বিটকয়েন এবং ক্রিপ্ত নিয়ে  ইলন মাস্ক খেলেছে এবার তারাই পিছন থেকে থেকে ডোনাল্ড ট্রাম্প কে সাথে নিয়ে আবারো খেলতেছে। আবার আমরা বলদ পাবলিকরা তাদের পাতা  ফাঁদে পা দিতে দেরি করতেছি না।
তবে আমি মনে করি অল্ট অবশ্যই আসবে অন্ততপক্ষে ইথারিয়াম তার পূর্বের অলটাইম হাই প্রাইস কে রিকভার বা ক্রস করতে অবশ্যই আসবে।
আজকে মার্কেটের অবস্থা দেখেন কি বিটকয়েনের দাম খুব বেশি ডাউন হয়েছে তা নয় তবে আল্টকয়েনের দাম ব্যাপক হারে কমেছে। যেখানে সবাই আছে আল্ট এর বুল সিজনের অপেক্ষায় সেখানে আজকে যতটুকু ডাউন করেছে সকল কয়েনের দাম সেটুকু রিকভার হতে অনেক সময় চলে যাবে তাহলে বুল রান আসবে কখন। এবারের মার্কেট কন্ডিশন দেখে পজিটিভ কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি গতকালকেই নিউজ পেয়েছিলাম যে বিটকয়েনের দাম ৯৩ হাজার ডলার পর্যন্ত নামতে পারে তাই আমি গতকালকেই আমার কিছুই ইনভেস্টমেন্ট ছেড়ে দিছি আর স্ট্যাবল কয়েন বানিয়ে রেখেছি। আজকে আবারো সেগুলো বাই ব্যাক করলাম। এতে আমার সেই কয়েনগুলোর পরিমাণ বেড়ে গেল। এখন দেখি অপেক্ষা করে কি হয়।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Crypto Library on February 05, 2025, 11:14:01 AM
আজকে মার্কেটের অবস্থা দেখেন কি বিটকয়েনের দাম খুব বেশি ডাউন হয়েছে তা নয় তবে আল্টকয়েনের দাম ব্যাপক হারে কমেছে। যেখানে সবাই আছে আল্ট এর বুল সিজনের অপেক্ষায় সেখানে আজকে যতটুকু ডাউন করেছে সকল কয়েনের দাম সেটুকু রিকভার হতে অনেক সময় চলে যাবে তাহলে বুল রান আসবে কখন। এবারের মার্কেট কন্ডিশন দেখে পজিটিভ কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি গতকালকেই নিউজ পেয়েছিলাম যে বিটকয়েনের দাম ৯৩ হাজার ডলার পর্যন্ত নামতে পারে তাই আমি গতকালকেই আমার কিছুই ইনভেস্টমেন্ট ছেড়ে দিছি আর স্ট্যাবল কয়েন বানিয়ে রেখেছি। আজকে আবারো সেগুলো বাই ব্যাক করলাম। এতে আমার সেই কয়েনগুলোর পরিমাণ বেড়ে গেল। এখন দেখি অপেক্ষা করে কি হয়।
ভেবেছিলাম এই ডাউন এর ফলে altcoin এর  ডমিনেন্স কিছুটা হলেও বাড়বে, কিন্তু ঘটনা ঘটলো উল্টো বিটকয়েন ডমিনেন্স বেড়েছে এবং altcoin ডমিনেন্স কমে গিয়েছে যদিও এখনো সময় শেষ হয়ে যায়নি, কারণ ক্রিপ্টো মার্কেটটাই এমন যে যখন আপনি মনে করবেন মার্কেটের সব শেষ হয়ে গিয়েছে এবং ফেল দিয়ে দেবেন তখনই দেখবেন মার্কেট আবার রিকভার করে আকাশে উঠে গিয়েছে।
আমি তো এক্সপেক্ট করেছিলাম যে বিটকয়েন ১ লাখ ২০ হাজার ডলার পর্যন্ত সহজে যাবে কিন্তু ট্রাম্পের টেক্স ঘোষণা এবং deepseek এর আগমনে USA এর এক ট্রিলিয়ন ডলারের উপরে লস সবকিছু মিলে crypto  মার্কেটে বিশাল ইম্প্যাক্ট পড়েছে।

এখনো আমিও চেয়ে আছি যে কবে আবার মার্কেট রিকভার করবে, নাকি আসলেও বুল  সিজন শেষের দিকে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: God Of Thunder on February 06, 2025, 01:45:20 PM
আমি আসলে কিছুটা অবাক হচ্ছি এটা দেখে যে বিটকয়েনের ডেমিনেন্সের সাথে আসলে কেউ পেরে উঠছে না। অল্টকয়েন এর সিজন শুরু হবে হবে করে কয়েকবার মুখ থুবড়ে পড়েছে। বেশ কিছু অল্টকয়েনের নতুন অলটাইম হাই ক্রিয়েট হলেও, ইথেরিয়াম এই সিজনে এখনো অল টাইম হাই বানাতে পারেনি। ইথেরিয়াম এখনো আগের অলটাইম হাই ৪৭০০ ডলারেই আছে। যদিও এই সিজনে মাত্র ৪০০০ ডলার টাচ করেছে একবার।

অপর দিকে বিটকয়েন এই সিজনে বার বার অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং আরো নতুন অল টাইম হাই ক্রিয়েট করার মতো আশে পাশের প্রাইস রেন্জে অবস্থান করছে। অথচ ইথেরিয়াম বর্তমানে অলটাইম হাই থেকে ২০০০ ডলার নিচে অবস্থান করছে।

হতাশ! খুব হতাশ!
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Crypto Library on February 10, 2025, 12:26:34 PM
আমি আসলে কিছুটা অবাক হচ্ছি এটা দেখে যে বিটকয়েনের ডেমিনেন্সের সাথে আসলে কেউ পেরে উঠছে না। অল্টকয়েন এর সিজন শুরু হবে হবে করে কয়েকবার মুখ থুবড়ে পড়েছে। বেশ কিছু অল্টকয়েনের নতুন অলটাইম হাই ক্রিয়েট হলেও, ইথেরিয়াম এই সিজনে এখনো অল টাইম হাই বানাতে পারেনি। ইথেরিয়াম এখনো আগের অলটাইম হাই ৪৭০০ ডলারেই আছে। যদিও এই সিজনে মাত্র ৪০০০ ডলার টাচ করেছে একবার।

অপর দিকে বিটকয়েন এই সিজনে বার বার অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং আরো নতুন অল টাইম হাই ক্রিয়েট করার মতো আশে পাশের প্রাইস রেন্জে অবস্থান করছে। অথচ ইথেরিয়াম বর্তমানে অলটাইম হাই থেকে ২০০০ ডলার নিচে অবস্থান করছে।

হতাশ! খুব হতাশ!
আসলে মূলত ডোনাল্ড  ট্রাম্প এবং  এলন মাস্ক এই দুইজনে মিলে এখন লেগে পড়েছে শুধুমাত্র বিটকয়েনের পিছনে বলতে বলে এবারের অল্ট কয়েন সিজন এখনো না আসার পিছনে আমি মনে করি এদের ওই বিশাল বড় হাত রয়েছে।
আর তাছাড়া কিছুদিন আগে তো কয়েক বিলিয়ন ডলার মার্কেট থেকে গায়েব করে দিয়েছে। এগুলোর লস রিকভার হতে হতে আরো অনেক সময় লেগে যাবে, আর এমনি আমরা দেখি যখন বিটকয়েনের দাম এরকম বুল সিজনের সময় কমতে শুরু করে তখন অল্ট  গুলো ডমিনেন্স বাড়াতে শুরু করে এবং একপর্যায়ে বড় বড় হোয়াইল গুলো অল্ট কয়েনের মার্কেট ক্যাপ বাড়াতে শুরু করে।

ইথারিয়ামের  কথা বলতে গেলে এখানে এটা বলা যাবে না যে তারা অলটাইম হাই বানাতে পারেনি এটা বলতে হবে ইথারিয়াম এবার তার প্রিভিয়াস অলটাইম হাই এর কাছ পর্যন্ত যেতে পারেনি।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: JISAN on February 11, 2025, 08:00:59 PM
আমি আসলে কিছুটা অবাক হচ্ছি এটা দেখে যে বিটকয়েনের ডেমিনেন্সের সাথে আসলে কেউ পেরে উঠছে না। অল্টকয়েন এর সিজন শুরু হবে হবে করে কয়েকবার মুখ থুবড়ে পড়েছে। বেশ কিছু অল্টকয়েনের নতুন অলটাইম হাই ক্রিয়েট হলেও, ইথেরিয়াম এই সিজনে এখনো অল টাইম হাই বানাতে পারেনি। ইথেরিয়াম এখনো আগের অলটাইম হাই ৪৭০০ ডলারেই আছে। যদিও এই সিজনে মাত্র ৪০০০ ডলার টাচ করেছে একবার।

অপর দিকে বিটকয়েন এই সিজনে বার বার অল টাইম হাই ক্রিয়েট করেছে এবং আরো নতুন অল টাইম হাই ক্রিয়েট করার মতো আশে পাশের প্রাইস রেন্জে অবস্থান করছে। অথচ ইথেরিয়াম বর্তমানে অলটাইম হাই থেকে ২০০০ ডলার নিচে অবস্থান করছে।

হতাশ! খুব হতাশ!
আসলে মূলত ডোনাল্ড  ট্রাম্প এবং  এলন মাস্ক এই দুইজনে মিলে এখন লেগে পড়েছে শুধুমাত্র বিটকয়েনের পিছনে বলতে বলে এবারের অল্ট কয়েন সিজন এখনো না আসার পিছনে আমি মনে করি এদের ওই বিশাল বড় হাত রয়েছে।
আর তাছাড়া কিছুদিন আগে তো কয়েক বিলিয়ন ডলার মার্কেট থেকে গায়েব করে দিয়েছে। এগুলোর লস রিকভার হতে হতে আরো অনেক সময় লেগে যাবে, আর এমনি আমরা দেখি যখন বিটকয়েনের দাম এরকম বুল সিজনের সময় কমতে শুরু করে তখন অল্ট  গুলো ডমিনেন্স বাড়াতে শুরু করে এবং একপর্যায়ে বড় বড় হোয়াইল গুলো অল্ট কয়েনের মার্কেট ক্যাপ বাড়াতে শুরু করে।

ইথারিয়ামের  কথা বলতে গেলে এখানে এটা বলা যাবে না যে তারা অলটাইম হাই বানাতে পারেনি এটা বলতে হবে ইথারিয়াম এবার তার প্রিভিয়াস অলটাইম হাই এর কাছ পর্যন্ত যেতে পারেনি।
লজিকালী যখন বিটকয়েনের দাম একটি ATH তৈরি করে তারপর ডাউন হতে শুরু করে তখন বিনিয়োগকারীরা বিটকয়েন থেকে প্রফিট তুলে নিয়ে আল্টকয়েনে বিনিয়োগ করে তখন অল্ট সিজন শুরু হয়। তবে এবার বিটকয়েনের দাম কমলেও তার সাথে সাথে অল্ট এর দাম কমে যাচ্ছে কিন্তু আবার বিটকয়েন অনেকটা রিকভারি হলেও আল্ট টা হচ্ছে না। আর এ কারণে আল্ট শুধু ডাউন হতে আছে। মার্কেটের অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে আল্ট সিজন আসবে। ইথারিয়ামের অবস্থা অনেক বাজে। এটার যে ATH দাম ছিল $৪৮০০+ সেই দামের অর্ধেক দামে আছে এখন আবার ডাউন ও হতে আছে। তাহলে এটা নতুন ATH করবে আবার কবে। বিটকয়েনের বেয়ারে গেলে ? বিটকয়েন বেয়ার সিজনে চলে গেলে মার্কেটে আর কোনো কয়েনের ক্ষমতা নাই আপ হওয়ার। তাই অল্ট সিজন এর আশা ছেড়ে দিতে হবে এবার মনে হচ্ছে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Crypto Library on February 12, 2025, 07:37:28 PM
লজিকালী যখন বিটকয়েনের দাম একটি ATH তৈরি করে তারপর ডাউন হতে শুরু করে তখন বিনিয়োগকারীরা বিটকয়েন থেকে প্রফিট তুলে নিয়ে আল্টকয়েনে বিনিয়োগ করে তখন অল্ট সিজন শুরু হয়। তবে এবার বিটকয়েনের দাম কমলেও তার সাথে সাথে অল্ট এর দাম কমে যাচ্ছে কিন্তু আবার বিটকয়েন অনেকটা রিকভারি হলেও আল্ট টা হচ্ছে না। আর এ কারণে আল্ট শুধু ডাউন হতে আছে। মার্কেটের অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে আল্ট সিজন আসবে। ইথারিয়ামের অবস্থা অনেক বাজে। এটার যে ATH দাম ছিল $৪৮০০+ সেই দামের অর্ধেক দামে আছে এখন আবার ডাউন ও হতে আছে। তাহলে এটা নতুন ATH করবে আবার কবে। বিটকয়েনের বেয়ারে গেলে ? বিটকয়েন বেয়ার সিজনে চলে গেলে মার্কেটে আর কোনো কয়েনের ক্ষমতা নাই আপ হওয়ার। তাই অল্ট সিজন এর আশা ছেড়ে দিতে হবে এবার মনে হচ্ছে।
আমারও তো ভাই সেই একই কথা যে  লজিক্যালি যে বিষয়গুলা প্রতিভার হয়ে থাকে সেটা এবার হচ্ছে না কেন। তবে কি মার্কেটে হোয়েল দের বিনিয়োগ বৃদ্ধি পেয়ে মার্কেট ম্যানিপুলেশন চলতেছে? তাহলে তো ভাই এখানে ভবিষ্যতে আরো অন্ধকার দেখতে পাচ্ছি।
যেমন এর আগের  বারের আগেরবার 2017 সালে বিটকয়েন হয়েছিল এবং সেবার যেমনটি হওয়ার কথা ১৭ সালের শেষের দিকে বুল সিজনের  স্টার্ট এবং ২০১৮ সালের দিকে অল্ট সিজনের শুরু হয় তখন ইথারিয়াম এর অলটাইম হাই প্রাইস সম্ভবত ১১৫০ ডলারের মতন ছিল এবং পরবর্তীতে আমরা ২০২১ সালে দেখেছি সেটা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে প্রায় ৪.৯কে পর্যন্ত অলটাইম হাই প্রাইস ক্রিয়েট করেছে।
কিন্তু এবার চিত্র পুরোটাই ভিন্ন অলটাইম হাই প্রাইস ক্রিয়েট করা তো দূরের কথা বিটকয়েনের ডাউন মার্কেটে এরা স্ট্রাগল করতেছে রিকভার করার নিয়েই।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: JISAN on February 18, 2025, 06:38:23 PM
লজিকালী যখন বিটকয়েনের দাম একটি ATH তৈরি করে তারপর ডাউন হতে শুরু করে তখন বিনিয়োগকারীরা বিটকয়েন থেকে প্রফিট তুলে নিয়ে আল্টকয়েনে বিনিয়োগ করে তখন অল্ট সিজন শুরু হয়। তবে এবার বিটকয়েনের দাম কমলেও তার সাথে সাথে অল্ট এর দাম কমে যাচ্ছে কিন্তু আবার বিটকয়েন অনেকটা রিকভারি হলেও আল্ট টা হচ্ছে না। আর এ কারণে আল্ট শুধু ডাউন হতে আছে। মার্কেটের অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে আল্ট সিজন আসবে। ইথারিয়ামের অবস্থা অনেক বাজে। এটার যে ATH দাম ছিল $৪৮০০+ সেই দামের অর্ধেক দামে আছে এখন আবার ডাউন ও হতে আছে। তাহলে এটা নতুন ATH করবে আবার কবে। বিটকয়েনের বেয়ারে গেলে ? বিটকয়েন বেয়ার সিজনে চলে গেলে মার্কেটে আর কোনো কয়েনের ক্ষমতা নাই আপ হওয়ার। তাই অল্ট সিজন এর আশা ছেড়ে দিতে হবে এবার মনে হচ্ছে।
আমারও তো ভাই সেই একই কথা যে  লজিক্যালি যে বিষয়গুলা প্রতিভার হয়ে থাকে সেটা এবার হচ্ছে না কেন। তবে কি মার্কেটে হোয়েল দের বিনিয়োগ বৃদ্ধি পেয়ে মার্কেট ম্যানিপুলেশন চলতেছে? তাহলে তো ভাই এখানে ভবিষ্যতে আরো অন্ধকার দেখতে পাচ্ছি।
যেমন এর আগের  বারের আগেরবার 2017 সালে বিটকয়েন হয়েছিল এবং সেবার যেমনটি হওয়ার কথা ১৭ সালের শেষের দিকে বুল সিজনের  স্টার্ট এবং ২০১৮ সালের দিকে অল্ট সিজনের শুরু হয় তখন ইথারিয়াম এর অলটাইম হাই প্রাইস সম্ভবত ১১৫০ ডলারের মতন ছিল এবং পরবর্তীতে আমরা ২০২১ সালে দেখেছি সেটা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে প্রায় ৪.৯কে পর্যন্ত অলটাইম হাই প্রাইস ক্রিয়েট করেছে।
কিন্তু এবার চিত্র পুরোটাই ভিন্ন অলটাইম হাই প্রাইস ক্রিয়েট করা তো দূরের কথা বিটকয়েনের ডাউন মার্কেটে এরা স্ট্রাগল করতেছে রিকভার করার নিয়েই।
মাঝে মাঝে ETH এর দাম বাড়তে দেখা যায়। আমি কনফিউশনে আছি কখনো কখনো মনে হচ্ছে আল্টকয়েনের bull Run আসবে কিন্তু এর জন্য বিটকয়েনকে স্টাবল হতে হবে। বিটকয়েনের দাম কখনো কখনো ৪-৫ হাজার ডলার করে কমতে দেখা যায় তখন আল্টকয়েনগুলো নিজেকে কন্ট্রল করতে পারে না। এটা স্বাভাবিক কারন বিটকয়েনের সাথে সব টপ কয়েনের ট্রেডিং পেয়ার আছে তাই বিটকয়েনের দাম কমলে সেগুলো অটোমেটিকলি কমে যায়। আবারো খেয়াল করেন কিছু কিছু কয়েন বিটকয়েনের দাম কমলেও সেগুলো পাম্প করতেছে। তাই এখনো মনে হচ্ছে bull run এর একটা সম্ভবনা আছে। তবে এখন আল্টকয়েনগুলোর দাম কমে পেলেও কিনতে অনেক ভয় করে যে যদি বিটকয়েনের বড় ক্রাশ দেখা যায় তাহলে আল্টকইয়েনের অবস্থা অনেক খারাপও হতে পারে। আর তখন সেই লস রিকভার হতে অনেক টাইম লাগবে। কি করি বুঝতেছি না এই Bull Run এর তেমন কিছু করতে পারলাম না।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Crypto Library on February 18, 2025, 07:56:44 PM
মাঝে মাঝে ETH এর দাম বাড়তে দেখা যায়। আমি কনফিউশনে আছি কখনো কখনো মনে হচ্ছে আল্টকয়েনের bull Run আসবে কিন্তু এর জন্য বিটকয়েনকে স্টাবল হতে হবে। বিটকয়েনের দাম কখনো কখনো ৪-৫ হাজার ডলার করে কমতে দেখা যায় তখন আল্টকয়েনগুলো নিজেকে কন্ট্রল করতে পারে না। এটা স্বাভাবিক কারন বিটকয়েনের সাথে সব টপ কয়েনের ট্রেডিং পেয়ার আছে তাই বিটকয়েনের দাম কমলে সেগুলো অটোমেটিকলি কমে যায়। আবারো খেয়াল করেন কিছু কিছু কয়েন বিটকয়েনের দাম কমলেও সেগুলো পাম্প করতেছে। তাই এখনো মনে হচ্ছে bull run এর একটা সম্ভবনা আছে। তবে এখন আল্টকয়েনগুলোর দাম কমে পেলেও কিনতে অনেক ভয় করে যে যদি বিটকয়েনের বড় ক্রাশ দেখা যায় তাহলে আল্টকইয়েনের অবস্থা অনেক খারাপও হতে পারে। আর তখন সেই লস রিকভার হতে অনেক টাইম লাগবে। কি করি বুঝতেছি না এই Bull Run এর তেমন কিছু করতে পারলাম না।
আজকের কথা কি বলবেন ভাই?
আজকে তো মার্কেটে পুরো রোলার কোস্টার যাচ্ছে বিটকয়েন ডাম্প করার সাথে সাথে অ্যালকোহলেও আমরা বড় বড় ধস দেখতে পাচ্ছি ইথারামের কথা কিছু না হয় নাই বললাম। এটা গত কিছুদিন আগের বুলিস মার্কেটেও খুব একটা বেশি এক্সপেক্টেড পারফরম্যান্স দেখায়নি।
 আজকে বিটকয়েন দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন প্রাইজে  এসেছিল, এবং সাথে সাথেই মার্কেট থেকে SOL, XRP এবং ADA এর মতন কয়েন গুলো থেকে 300 মিলিয়নেরও উপরে লিকুইডেশন করে নিয়েছে। এখন আমিও বুঝতেছিনা এগুলোর রিকভার কবে হবে।

তবে আশা রাখতেছি একটাই যে যখন মার্কেটে এই ধরনের সময়ে লিকুইডেশন বেশি হয় তখনই সামনে ভালো কিছু আসার সম্ভাবনা থাকে।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: kulkhan on April 12, 2025, 08:05:28 PM
মাঝে মাঝে ETH এর দাম বাড়তে দেখা যায়। আমি কনফিউশনে আছি কখনো কখনো মনে হচ্ছে আল্টকয়েনের bull Run আসবে কিন্তু এর জন্য বিটকয়েনকে স্টাবল হতে হবে। বিটকয়েনের দাম কখনো কখনো ৪-৫ হাজার ডলার করে কমতে দেখা যায় তখন আল্টকয়েনগুলো নিজেকে কন্ট্রল করতে পারে না। এটা স্বাভাবিক কারন বিটকয়েনের সাথে সব টপ কয়েনের ট্রেডিং পেয়ার আছে তাই বিটকয়েনের দাম কমলে সেগুলো অটোমেটিকলি কমে যায়। আবারো খেয়াল করেন কিছু কিছু কয়েন বিটকয়েনের দাম কমলেও সেগুলো পাম্প করতেছে। তাই এখনো মনে হচ্ছে bull run এর একটা সম্ভবনা আছে। তবে এখন আল্টকয়েনগুলোর দাম কমে পেলেও কিনতে অনেক ভয় করে যে যদি বিটকয়েনের বড় ক্রাশ দেখা যায় তাহলে আল্টকইয়েনের অবস্থা অনেক খারাপও হতে পারে। আর তখন সেই লস রিকভার হতে অনেক টাইম লাগবে। কি করি বুঝতেছি না এই Bull Run এর তেমন কিছু করতে পারলাম না।
আজকের কথা কি বলবেন ভাই?
আজকে তো মার্কেটে পুরো রোলার কোস্টার যাচ্ছে বিটকয়েন ডাম্প করার সাথে সাথে অ্যালকোহলেও আমরা বড় বড় ধস দেখতে পাচ্ছি ইথারামের কথা কিছু না হয় নাই বললাম। এটা গত কিছুদিন আগের বুলিস মার্কেটেও খুব একটা বেশি এক্সপেক্টেড পারফরম্যান্স দেখায়নি।
 আজকে বিটকয়েন দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন প্রাইজে  এসেছিল, এবং সাথে সাথেই মার্কেট থেকে SOL, XRP এবং ADA এর মতন কয়েন গুলো থেকে 300 মিলিয়নেরও উপরে লিকুইডেশন করে নিয়েছে। এখন আমিও বুঝতেছিনা এগুলোর রিকভার কবে হবে।

তবে আশা রাখতেছি একটাই যে যখন মার্কেটে এই ধরনের সময়ে লিকুইডেশন বেশি হয় তখনই সামনে ভালো কিছু আসার সম্ভাবনা থাকে।
ভাই আপনি সঠিক বলেছেন আমি ইথারিয়ামের মূল্য নিয়ে খুবই চিন্তিত। যখন বিটকয়েন এর মূল্য $৩৫কে-$৪০কে ছিল তখন ইথারামের মূল্য প্রায় ২০০০ ডলারের কাছাকাছি ছিল। আর এখন বিটকয়েনের মূল্য প্রায় ৮০ হাজার ডলার এখনো ইথারিয়াম এর মূল্য ১৫০০-১৬০০ ডলারের কাছাকাছি।
আসলে ইথারিয়ামের সঙ্গে কি হচ্ছে সেটা বুঝে উঠতে কষ্ট হচ্ছে। তবে আমি মনে করি এটা অত্যন্ত ভাল কয়েন। বুল রানে এথারিয়াম ভালো করতে পারে। যদি বুল রানে ইথারিয়ামের মূল্য ১০ হাজার ডলার অতিক্রম করে তবে আমি অবাক হবো না।
Title: Re: ইথেরিয়ামের দাম ২০২৫ সালে বুলরানে কত আশা করেন?
Post by: Crypto Library on April 12, 2025, 08:39:28 PM
ভাই আপনি সঠিক বলেছেন আমি ইথারিয়ামের মূল্য নিয়ে খুবই চিন্তিত। যখন বিটকয়েন এর মূল্য $৩৫কে-$৪০কে ছিল তখন ইথারামের মূল্য প্রায় ২০০০ ডলারের কাছাকাছি ছিল। আর এখন বিটকয়েনের মূল্য প্রায় ৮০ হাজার ডলার এখনো
ইথারিয়াম এর মূল্য ১৫০০-১৬০০ ডলারের কাছাকাছি।
আসলে ইথারিয়ামের সঙ্গে কি হচ্ছে সেটা বুঝে উঠতে কষ্ট হচ্ছে। তবে আমি মনে করি এটা অত্যন্ত ভাল কয়েন। বুল রানে এথারিয়াম ভালো করতে পারে। যদি বুল রানে ইথারিয়ামের মূল্য ১০ হাজার ডলার অতিক্রম করে তবে আমি অবাক হবো না।
আমারও আপনার মতন একই এক্সপেক্টেশন ছিল ২০২৪ সালেও যে ইথারিয়াম কম করে হলেও  দশ হাজার ডলারের উপরে যেতে পারে বুল সিজনে তবে আমি বর্তমানে সেটি আর বিশ্বাস করিনা হয়তোবা ২০২৪ সালে আমার জ্ঞানের অজ্ঞতা ছিল এর জন্য আমি এথারিয়াম  এর প্রাইস ১০ হাজার ডলার এক্সপেক্ট করতে ছিলাম।
আর কারণ ও একটাই যে আগের সময় আর এখন নেই ইথারিয়াম এখন প্রুফ অফ স্টেক হিসেবে কাজ করে যা আগে কাজ করতো প্রুফ অফ ওয়ার্ক হিসেবে যেখানে মাইনিং ছিল বর্তমানে আর সেগুলো নেই। আর তাছাড়া বলতে গেলে এথারিয়ামের ম্যাক্সিমাম সাপ্লাই  হচ্ছে আনলিমিটেড তাই ইথারিয়ামের  দাম বাড়ার চাইতে যত দিন যাবে ইনফ্লাসন বেশি হবে। আর এর জন্য এথারিয়াম থেকে যদি এত বিশাল পরিমাণ এক্সপেক্ট করেন ছ্যাকা খাইতে পারে।