Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on September 06, 2024, 10:31:01 PM
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিটকয়েনের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
-
বিটকয়েনের মূল্যের এমন ওঠা-নামা নতুন কিছু নয়। ক্রিপ্টোকারেন্সির বাজার খুবই অস্থিতিশীল, এবং বিটকয়েনের মূল্য অনেক সময় দ্রুত বাড়ে এবং আবার দ্রুত কমেও যেতে পারে। বিটকয়েনের মূল্য ৫০,০০০ ডলারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা নিয়ে অনেকেই চিন্তিত থাকলেও, এটা মনে রাখতে হবে যে এই ধরনের পতন বাজারের স্বাভাবিক আচরণের অংশ হতে পারে।এই অবস্থায় অনেক বিনিয়োগকারী ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করে থাকেন। তবে যারা বিটকয়েনে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবছেন, তারা সাধারণত ছোটখাটো মূল্যের ওঠানামা নিয়ে চিন্তিত না হয়ে অপেক্ষা করতে পারেন। আপনার বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং বাজারের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ।
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিজ্ঞানের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
ইদানিং দেখতেছি অনেকেই এই প্রেডিকশন করতেছে যে বিটকয়েন ৫০০০০ ডলারের নিচে নামতে পারে, অনেকে এটাও বলতেছে যে বিটকয়েন এইবার ৫০ হাজারের নিচে গিয়ে তার লাস্ট কারেকশন করবে তারপর বিটকয়েন বুল সিজনে প্রবেশ করবে ।।
আমার এ বিষয়ে মতামত হচ্ছে বিটকয়েন এর দাম ওঠা নামা কখনোই ১০০% গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে সামনে কি হবে এটার প্রমাণস্বরূপ এবারের বিটকয়েন হালভিং এর পূর্বেই এর অলটাইম হাই প্রাইস ক্রস করেছে। আজকে আবার দেখতেছি বিটকয়েন আবার ৫৪কে ক্রস করেছে এবং 55কে কে টাচ করতে পারে। সো আপাতদৃষ্টিতে বলা যাচ্ছে না যে বিটকয়েন ৫০ কে এর নিচে নামবে। আর যদি নেমেও থাকে এটা আপনাদের উচিত হবে অপরচুনিটি হিসেবে কাজে লাগানো যদি হাতে অলস টাকা থাকে তাহলে এখানে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা বুদ্ধিমানের কাজ হবে।
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিজ্ঞানের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
ইদানিং দেখতেছি অনেকেই এই প্রেডিকশন করতেছে যে বিটকয়েন ৫০০০০ ডলারের নিচে নামতে পারে, অনেকে এটাও বলতেছে যে বিটকয়েন এইবার ৫০ হাজারের নিচে গিয়ে তার লাস্ট কারেকশন করবে তারপর বিটকয়েন বুল সিজনে প্রবেশ করবে ।।
আমার এ বিষয়ে মতামত হচ্ছে বিটকয়েন এর দাম ওঠা নামা কখনোই ১০০% গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে সামনে কি হবে এটার প্রমাণস্বরূপ এবারের বিটকয়েন হালভিং এর পূর্বেই এর অলটাইম হাই প্রাইস ক্রস করেছে। আজকে আবার দেখতেছি বিটকয়েন আবার ৫৪কে ক্রস করেছে এবং 55কে কে টাচ করতে পারে। সো আপাতদৃষ্টিতে বলা যাচ্ছে না যে বিটকয়েন ৫০ কে এর নিচে নামবে। আর যদি নেমেও থাকে এটা আপনাদের উচিত হবে অপরচুনিটি হিসেবে কাজে লাগানো যদি হাতে অলস টাকা থাকে তাহলে এখানে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা বুদ্ধিমানের কাজ হবে।
ভাই আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত। আসলে আমরা এই মার্কেটের কোন কিছু নিশ্চিত ভাবে বলতে পারি না। আমরা যেটা বলি সেটা হল analysis এবং ধারণার উপর ভিত্তি করে। তাই আসলে বলা যাচ্ছে না যে বিটকয়েনের মূল্য 50000 এর নিচে নামবে কিনা। কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং তথ্যের উপর ভিত্তি করে যেটা বোঝা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য এবছরের শেষ নাগাদ পর্যন্ত কমতে থাকতে পারে। এবং ২০২৫ সালের শুরুতে আমরা বুল মার্কেটে প্রবেশ করতে পারি।
এবং আপনি চমৎকার বলেছেন বিটকানের মূল্য যদি ৫০ হাজারের নিচে যায় তাহলে সেটাকে আমরা অপরচুনিটি হিসেবে নিতে পারি। এবং আমাদের কাছে যদি উদ্বৃত্ত টাকা থাকে তাহলে আমরা সেটা দিয়ে বিটকয়েন কিনে রাখতে পারি। অদূর ভবিষ্যতে যেটা আমাদেরকে অনেক প্রফিট দিতে পারে।
-
ভাই আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত। আসলে আমরা এই মার্কেটের কোন কিছু নিশ্চিত ভাবে বলতে পারি না। আমরা যেটা বলি সেটা হল analysis এবং ধারণার উপর ভিত্তি করে। তাই আসলে বলা যাচ্ছে না যে বিটকয়েনের মূল্য 50000 এর নিচে নামবে কিনা। কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং তথ্যের উপর ভিত্তি করে যেটা বোঝা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য এবছরের শেষ নাগাদ পর্যন্ত কমতে থাকতে পারে। এবং ২০২৫ সালের শুরুতে আমরা বুল মার্কেটে প্রবেশ করতে পারি।
এবং আপনি চমৎকার বলেছেন বিটকানের মূল্য যদি ৫০ হাজারের নিচে যায় তাহলে সেটাকে আমরা অপরচুনিটি হিসেবে নিতে পারি। এবং আমাদের কাছে যদি উদ্বৃত্ত টাকা থাকে তাহলে আমরা সেটা দিয়ে বিটকয়েন কিনে রাখতে পারি। অদূর ভবিষ্যতে যেটা আমাদেরকে অনেক প্রফিট দিতে পারে।
এটা ভাই আমাদেরকে মানতেই হবে বর্তমানের মার্কেট আনপ্রেডিক্টেবল অবস্থায় রয়েছে তারপরও আমি ভালো কিছুর জন্য বসে আছি।
আজকে সিগনেচার পেমেন্ট পেলাম সেগুলো হোল্ড করতেছি। আমি মূলত যখন বিটকয়েনের দাম কমে যায় তখন যদি সিগনেচার পেমেন্ট পাই তার বেশিরভাগই হোল্ড করতে থাকি কারণ দাম কমে গেলে বাড়বে কিন্তু বেশি দামে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে কম সম্ভাবনা থাকে। তাছাড়া বর্তমানে বিটকয়েন অল্প অল্প করে প্রতি সপ্তাহে এড অপশন করার চেষ্টা কন্টিনিউ করে যাচ্ছি। আমি ভেবেছিলাম বিটকয়েন আর ৬০ হাজারের নিচে নামবে না কিন্তু কিছুদিন আগে বিটকয়েন প্রথম যখন 58কে তে ডাম্প তখন আমি ১১০০ ডলারের বিটকয়েন কিনে রেখেছিলাম এখন আফসোস হচ্ছে বিটকয়েন আরো কমে কিনতে পারতাম। যাইহোক তারপরও আমি আশাহত না।
তাছাড়া বিটকয়েন ইনভেস্টমেন্টের পাশাপাশি ২০২৬ এবং ২৭ সালকে টার্গেটে রেখে বর্তমানেই কিছু ডলার বা স্ট্রবল কয়েন জমানো শুরু করছি কারণ তখন bear সিজন হওয়ার পসিবিলিটি রয়েছে, গতবার bear সিজনে অপরচুনিটি কাজে লাগাতে পারেনি তাই এবার যেন সেটা আবার মিস না হয় তাই আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতেছি।
-
আমরা সবাই আপনার মত চিন্তিত। কারন বোঝা যাচ্ছে বিটকয়েনের মূল্য ধারাবাহিক ভাবে কমতে শুরু করেছে। তবে আমরা সঠিক ভাবে বলতে পারবো না, যে বিটকয়েনের মূল্য কি পরিমাণ কমতে চলেছে। তবে আমরা যারা এই মার্কেটে কাজ করছি, আমাদের সবার জন্য এটা বেশ চিন্তিত বিষয় হয়ে দাড়িয়েছে। তবে যদি আপনার কথায় আসি, তবে বলতে পারি আমরা বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে দেখার জন্য কোন ভাবেই প্রস্তুত নই। আমরা জানি যে বিটকয়েনের মূল্য মাঝে মাঝে বাড়ে আবার মাঝে মাঝে কমে যায়। তাই আমরা আশা করি খুব তারাতাড়ি বিটকয়েনের মূল্য আবার আগের দামে ফিরে আসবে।
এই মুহূর্তে বিটকয়েন একটু বাড়ছে আবার একটু কমছে, এটি বর্তমানে এক প্রকার অস্থিরতার মাঝে রয়েছে, এবং এখন এর মূল্য $55,152, কোনো ভাবেই বোঝা যাচ্ছে না যে এটি সামনে কোন পর্যায়ে যাবে, এটি কি ৫০K এর নিচে যাবে নাকি এখন থেকেই বাজার ওপরের দিকে যাবে। তবে ভাই মূল্য যাই হোক, আমাদের প্রতিটি পরিস্থিতির জন্যই প্রুস্তুত থাকতে হবে. আশা করি খুব শিগ্রই বিটকয়েন আগের অবস্থানে ফিরে আসবে।
-
এভাবে বলবেন না, ভয় লাগে। যদিও আমি বিটকয়েনের দাম নিয়ে মোটেও চিন্তিত না। কারণ বিটকয়েন যতো নিচে যাবে, আমাদের সিগ্ন্যাচার ক্যাম্পেইনের মাধ্যমে বিটকয়েন একুমুলেশন ততো বেশি হবে। যদি আপনি বিটকয়েন পাওয়ার সাথে সাথে সেল করে দেন, তাহলে এই মার্কেট এ আপনার গেইন করার ও কিছুই নেই, আবার হারানোর ও কিছু থাকবে না। কিন্তু আপনি যদি লং টাইম হোল্ড করার প্ল্যান করে থাকেন, তাহলে যতো কমে পারেন বিটকয়েন একুমুলেট করে রাখতে পারেন।
এমন অনেকেই আছে যারা বিটকয়েন ৭০ হাজারে যাওয়ার পর আফসোস করছিলো যে কেনো তারা আগেই কম দামে বিটকয়েন কিনে রাখলো না। অনেকে আবার বলেছিলো বিটকয়েন কোনোদিন তার ৬৯ হাজারের অলটাইম ব্রেক করতে পারবে না। এগুলো সবই আসলে স্পেকুলেশন। এখনি সুযোগ বিটকয়েন একুমুলেট করে রাখা। যাদের নতুন ইনভেস্ট করার প্ল্যান আছে, তারা অল্প কিনতে পারেন ডিসিএ করার মতো করে।
-
আমরা সবাই আপনার মত চিন্তিত। কারন বোঝা যাচ্ছে বিটকয়েনের মূল্য ধারাবাহিক ভাবে কমতে শুরু করেছে। তবে আমরা সঠিক ভাবে বলতে পারবো না, যে বিটকয়েনের মূল্য কি পরিমাণ কমতে চলেছে। তবে আমরা যারা এই মার্কেটে কাজ করছি, আমাদের সবার জন্য এটা বেশ চিন্তিত বিষয় হয়ে দাড়িয়েছে। তবে যদি আপনার কথায় আসি, তবে বলতে পারি আমরা বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে দেখার জন্য কোন ভাবেই প্রস্তুত নই। আমরা জানি যে বিটকয়েনের মূল্য মাঝে মাঝে বাড়ে আবার মাঝে মাঝে কমে যায়। তাই আমরা আশা করি খুব তারাতাড়ি বিটকয়েনের মূল্য আবার আগের দামে ফিরে আসবে।
এই মুহূর্তে বিটকয়েন একটু বাড়ছে আবার একটু কমছে, এটি বর্তমানে এক প্রকার অস্থিরতার মাঝে রয়েছে, এবং এখন এর মূল্য $55,152, কোনো ভাবেই বোঝা যাচ্ছে না যে এটি সামনে কোন পর্যায়ে যাবে, এটি কি ৫০K এর নিচে যাবে নাকি এখন থেকেই বাজার ওপরের দিকে যাবে। তবে ভাই মূল্য যাই হোক, আমাদের প্রতিটি পরিস্থিতির জন্যই প্রুস্তুত থাকতে হবে. আশা করি খুব শিগ্রই বিটকয়েন আগের অবস্থানে ফিরে আসবে।
এইমাত্র বিটকয়েনের মূল্য ৫৭০০০ ডলারে পৌঁছে গেছে। বর্তমান মার্কেটের কন্ডিশন দেখে মনে হচ্ছে এটা আবার আপ মার্কেটে চলে যেতে পারে। তাই কেউ ধৈর্যহারা হবেন না। সাহস করে এগিয়ে যান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের টিকে থাকতে হলে সাহস থাকতে হবে। এবং ঝুঁকি নেওয়ার মন-মানসিকতা থাকতে হবে। তা না হলে এই মার্কেটে ভালো করা যাবে না। আমি আশা করতেছি আমরা যে বিষয়টাতে ভয় পাচ্ছিলাম বিটকানের মূল্য ৫০ হাজার ডলারের নিচে চলে যায় কিনা। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আস্তে আস্তে বিটকয়েন তার পূর্বের জায়গায় ফিরে যাচ্ছে।
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিজ্ঞানের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
এতো তারাতারি বিটকয়েনের দাম $৫০ হাজারের নিচে যাবে না। বিটকয়েনের দাম কিছুটা ডাউন হলেও ধীরে ধীরে আবার দাম বাড়তেছে। আজকেও বিটকয়েনের দাম ভালো পরিমাণে রিকভারি হয়েছে। বর্তমানে দাম আছে $৫৭৮০০+ খুব শিগগিরই $৬০ হাজারের উপরে চলে যাবে। আর একবার bull রান এর চক্কর না দিয়ে বিটকয়েনের দাম ৫০ হাজার ডলারের নিচে নামবে বলে মনে হয় না৷ তবে আমি খুব বেশি এক্সপার্ট নই তাই এটিকে গেরান্টি দিতে পারি না। কিন্তু আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম সামনের বছরের শুরুর দিকেই ভালো পরিমাণে পাম্প হবে। আর একবার যদি এর দাম $৫০ হাজার ডলারের নিচে নেমে যায় তাহলে ৪ বছরের আগে আর bull Run দেখা যাবে না।
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিজ্ঞানের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
এতো তারাতারি বিটকয়েনের দাম $৫০ হাজারের নিচে যাবে না। বিটকয়েনের দাম কিছুটা ডাউন হলেও ধীরে ধীরে আবার দাম বাড়তেছে। আজকেও বিটকয়েনের দাম ভালো পরিমাণে রিকভারি হয়েছে। বর্তমানে দাম আছে $৫৭৮০০+ খুব শিগগিরই $৬০ হাজারের উপরে চলে যাবে। আর একবার bull রান এর চক্কর না দিয়ে বিটকয়েনের দাম ৫০ হাজার ডলারের নিচে নামবে বলে মনে হয় না৷ তবে আমি খুব বেশি এক্সপার্ট নই তাই এটিকে গেরান্টি দিতে পারি না। কিন্তু আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম সামনের বছরের শুরুর দিকেই ভালো পরিমাণে পাম্প হবে। আর একবার যদি এর দাম $৫০ হাজার ডলারের নিচে নেমে যায় তাহলে ৪ বছরের আগে আর bull Run দেখা যাবে না।
বিটকয়েনের দাম সাধারণত অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে ওঠানামা করে, যেমন বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট, মার্কেটের লিকুইডিটি, এবং বড় বড় প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত। বিটকয়েনের প্রাইস মুভমেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন, তবে আপনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন, তা বেশ গুরুত্বপূর্ণ।তবে কোনো প্রেডিকশন নিশ্চিতভাবে বলা যায় না, এবং ক্রিপ্টো মার্কেট সবসময় পরিবর্তনশীল। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সতর্ক বিনিয়োগের মাধ্যমে মার্কেটের ওঠানামার সাথে মানিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিজ্ঞানের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
এতো তারাতারি বিটকয়েনের দাম $৫০ হাজারের নিচে যাবে না। বিটকয়েনের দাম কিছুটা ডাউন হলেও ধীরে ধীরে আবার দাম বাড়তেছে। আজকেও বিটকয়েনের দাম ভালো পরিমাণে রিকভারি হয়েছে। বর্তমানে দাম আছে $৫৭৮০০+ খুব শিগগিরই $৬০ হাজারের উপরে চলে যাবে। আর একবার bull রান এর চক্কর না দিয়ে বিটকয়েনের দাম ৫০ হাজার ডলারের নিচে নামবে বলে মনে হয় না৷ তবে আমি খুব বেশি এক্সপার্ট নই তাই এটিকে গেরান্টি দিতে পারি না। কিন্তু আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম সামনের বছরের শুরুর দিকেই ভালো পরিমাণে পাম্প হবে। আর একবার যদি এর দাম $৫০ হাজার ডলারের নিচে নেমে যায় তাহলে ৪ বছরের আগে আর bull Run দেখা যাবে না।
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন গতকাল থেকে বিটকয়েনের মূল্য একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। আজ বিটকয়েনের মূল্য প্রায় 58000 ডলারের কাছাকাছি পৌঁছে গেছিল। আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে বিটকয়েনের মূল্য হয়তো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। উইকলি ক্যান্ডেল এবং মানথলি ক্যান্ডেল দেখেও মনে হচ্ছে মার্কেট আপ হবে। যদি এভাবে ধীরে ধীরে ৭৩ হাজার এর উপরে উঠে যায় বিটকয়েনের মূল্য তাহলে হয়তো আমরা বুল মার্কেটে প্রবেশ করব। আর যদি দুর্ভাগ্যবশত ৫০০০০ ডলারের নিচে নেমে যায় তাহলে আপনার কথাই সত্য হবে। বিটকয়েনের মূল্য এক লক্ষ বা তার উপরে দেখতে হয়তো আমাদেরকে আরো চার বছর অর্থাৎ পরবর্তী হালভিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।
-
এভাবে বলবেন না, ভয় লাগে। যদিও আমি বিটকয়েনের দাম নিয়ে মোটেও চিন্তিত না। কারণ বিটকয়েন যতো নিচে যাবে, আমাদের সিগ্ন্যাচার ক্যাম্পেইনের মাধ্যমে বিটকয়েন একুমুলেশন ততো বেশি হবে। যদি আপনি বিটকয়েন পাওয়ার সাথে সাথে সেল করে দেন, তাহলে এই মার্কেট এ আপনার গেইন করার ও কিছুই নেই, আবার হারানোর ও কিছু থাকবে না। কিন্তু আপনি যদি লং টাইম হোল্ড করার প্ল্যান করে থাকেন, তাহলে যতো কমে পারেন বিটকয়েন একুমুলেট করে রাখতে পারেন।
মূল কথাটা বলে ফেলেছেন, যদিও সবার জন্য বিষয়টা এক না কারণ অনেকের রুটি রোজগার এর একমাত্র উৎস হচ্ছে সিগনেচার ক্যাম্পেইন আর তারা যদি সিগনেচার ক্যাম্পেইন করে সিগনেচার ক্যাম্পেইন এর রেওয়ার্ডের সম্পূর্ণ এমাউন্টই হোল্ড করে তাহলে হয়তোবা সামনে তাদেরকে ইমারজেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য লসেও বিটকয়েন সেল করতে হচ্ছে।
তাই আমি বলব যারা এই ধরনের অবস্থায় রয়েছেন অথবা আর্নিং করে সম্পূর্ণ টাকা বিটকয়েন ইনভেসমেন্ট করতে চাচ্ছেন অথবা নিজের কোন সিকিউরিটি না রেখে সম্পূর্ণ ফান্ড বিটকয়েন ইনভেস্ট করতে চাচ্ছেন তাদেরকে আরেকবার চিন্তা করে দেখা উচিত।
আমাদের সবগুলোই দরকার রয়েছে কিছু পরিমাণ ফিয়াট ক্যাস এরো দরকার রয়েছে।
এমন অনেকেই আছে যারা বিটকয়েন ৭০ হাজারে যাওয়ার পর আফসোস করছিলো যে কেনো তারা আগেই কম দামে বিটকয়েন কিনে রাখলো না। অনেকে আবার বলেছিলো বিটকয়েন কোনোদিন তার ৬৯ হাজারের অলটাইম ব্রেক করতে পারবে না। এগুলো সবই আসলে স্পেকুলেশন। এখনি সুযোগ বিটকয়েন একুমুলেট করে রাখা। যাদের নতুন ইনভেস্ট করার প্ল্যান আছে, তারা অল্প কিনতে পারেন ডিসিএ করার মতো করে।
এটা ভাই নতুন না এটা আমাদের মানবজাতির স্বভাব কারণ আমরা দাম বেড়ে গেলে কিনতে চাই কিন্তু দাম কমে গেলে কিনতে চাই না, যদিও এবার নিজেকে এই ক্ষেত্রে আলাদা প্রমাণ করার জন্য এর আগে যখন প্রথম বিটকয়েন আবার ডাউন খেয়ে ৫৮কে ট্রেন নেমেছিল আমি ১১০০ ডলারের বিটকয়েন ইনভেস্টমেন্ট করেছিলাম। কিন্তু কিছুদিন আগে মনে হল ইনভেস্টমেন্টটা করে ভুল করেছি কারণ বিটকয়েন 50 এর নিচেও নেমেছিল মাঝখানে। ১১০০ ডলার লং টার্মের জন্য হোল্ড করে রেখে দিলাম, মনে করতেছি এটা ফিক্সড ডিপোজিট হিসেবে ব্যাংকে আট বছরের জন্য রাখলাম। যদিও সামনের বুল সিজনে কেমন পারফরম্যান্স করবে এটাও অনেকটা নির্ভর করে
-
মূল কথাটা বলে ফেলেছেন, যদিও সবার জন্য বিষয়টা এক না কারণ অনেকের রুটি রোজগার এর একমাত্র উৎস হচ্ছে সিগনেচার ক্যাম্পেইন আর তারা যদি সিগনেচার ক্যাম্পেইন করে সিগনেচার ক্যাম্পেইন এর রেওয়ার্ডের সম্পূর্ণ এমাউন্টই হোল্ড করে তাহলে হয়তোবা সামনে তাদেরকে ইমারজেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য লসেও বিটকয়েন সেল করতে হচ্ছে।
তাই আমি বলব যারা এই ধরনের অবস্থায় রয়েছেন অথবা আর্নিং করে সম্পূর্ণ টাকা বিটকয়েন ইনভেসমেন্ট করতে চাচ্ছেন অথবা নিজের কোন সিকিউরিটি না রেখে সম্পূর্ণ ফান্ড বিটকয়েন ইনভেস্ট করতে চাচ্ছেন তাদেরকে আরেকবার চিন্তা করে দেখা উচিত।
আমাদের সবগুলোই দরকার রয়েছে কিছু পরিমাণ ফিয়াট ক্যাস এরো দরকার রয়েছে।
আমার মতামত যদি জানতে চান, আমি বলবো যদি সিগন্যাচার ক্যাম্পেইন কারো একমাত্র ইনকাম হয়, তাহলে সে সেটা কিভাবে খরচ করছে সেটা জানা জরুরী। ধরেন একজন প্রতি সপ্তাহে যা পাচ্ছে, সেটা সংসারের কাজে লাগাচ্ছে, সেই ক্ষেত্রে আমার তেমন কিছুই বলার নেই। কিন্তু ধরেন একজন প্রতি সপ্তাহে ৫০ ডলার পাচ্ছে, তিনি হয়তো ৩০ ডলার সেল করে দিচ্ছে সংসারের প্রয়োজন মেটানোর জন্য, এবং বাকি ২০ ডলার সেল করে ক্যাশ করে রেখে দিচ্ছে। এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে খুব বেশি দরকার না হলে ক্যাশ করে রাখার তেমন দরকার নাই। দরকার হলে কিছু বিটকয়েন ডলারে কনভার্ট করে রেখে দেওয়া দরকার। আর যদি সম্ভব হয়, প্রতি সপ্তাহে ২০ ডলার অন্তত বিটকয়েনে রেখে দেওয়া উচিৎ। বাংলাদেশী কারেন্সী হোল্ড করার পক্ষে আমি না। কারন বাংলাদেশে কখন ডলার রেট চেন্জ হয় সেটা বলা যায় না।
-
আমার মতামত যদি জানতে চান, আমি বলবো যদি সিগন্যাচার ক্যাম্পেইন কারো একমাত্র ইনকাম হয়, তাহলে সে সেটা কিভাবে খরচ করছে সেটা জানা জরুরী। ধরেন একজন প্রতি সপ্তাহে যা পাচ্ছে, সেটা সংসারের কাজে লাগাচ্ছে, সেই ক্ষেত্রে আমার তেমন কিছুই বলার নেই। কিন্তু ধরেন একজন প্রতি সপ্তাহে ৫০ ডলার পাচ্ছে, তিনি হয়তো ৩০ ডলার সেল করে দিচ্ছে সংসারের প্রয়োজন মেটানোর জন্য, এবং বাকি ২০ ডলার সেল করে ক্যাশ করে রেখে দিচ্ছে। এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে খুব বেশি দরকার না হলে ক্যাশ করে রাখার তেমন দরকার নাই। দরকার হলে কিছু বিটকয়েন ডলারে কনভার্ট করে রেখে দেওয়া দরকার। আর যদি সম্ভব হয়, প্রতি সপ্তাহে ২০ ডলার অন্তত বিটকয়েনে রেখে দেওয়া উচিৎ। বাংলাদেশী কারেন্সী হোল্ড করার পক্ষে আমি না। কারন বাংলাদেশে কখন ডলার রেট চেন্জ হয় সেটা বলা যায় না।
আমি ক্যাশ রেখে দেওয়ার বিষয়টা অন্যভাবে বুঝিয়েছি বিশেষ করে যখন আমরা ইন্টারনেট এর এক্সেস এর বাইরে থাকবো তখন আমাদের নিকট ক্যাশই হবে কিং। বিশেষ করে আমার বারবার কিছুদিন আগের ১০ দিন ইন্টারনেট বন্ধ রাখার কাহিনীর কথা মনে পরে যায়। যদিও এই ধরনের সিচুয়েশন এখন আর আসার সম্ভাবনা নেই তারপরও এই ধরনের আর মেসেজারি ঘটনা বলে কই আসে না।
তাই আমি যে কোন মানুষের অ্যাসেট সে যেভাবে হোক আর্ন করুক না কেন আমি মনে করি সেটাকে কয়েকটি ভাগে ভাগ করে ব্যবহার করা উচিত।
চিন্তা করতেছি আমার ইনকামের ৩০% কে বাংলাদেশী টাকায় রূপান্তর এবং বাকি ৪০% কে স্টেবল কয়েনে এবং আর বাকি ৩০% বিটকয়েনে রেগুলার হোল্ডিং করার জন্য।
ইনকামের ৩০% বাংলাদেশী টাকায় রূপান্তর করে আমি আমার সংসারের খরচ চালিয়ে যেতে পারবো।
এবং বাকি 40% কে স্টেবল কয়েন ইউএসডিটি করে রাখবো কারণ বাংলাদেশি টাকার মূল্যস্ফীতি এড়ানোর জন্য। তাছাড়া কোন ইমার্জেন্সি সিচুয়েশনে অথবা কখনো কখনো সংসারে এক্সট্রা টাকার প্রয়োজন হলে এখান থেকে খরচ করব।
আর বাকি ৩০% হবে আমার রেগুলার বিটকয়েন অ্যাডপশন ফর লং টার্ম।
-
চিন্তা করতেছি আমার ইনকামের ৩০% কে বাংলাদেশী টাকায় রূপান্তর এবং বাকি ৪০% কে স্টেবল কয়েনে এবং আর বাকি ৩০% বিটকয়েনে রেগুলার হোল্ডিং করার জন্য।
ইনকামের ৩০% বাংলাদেশী টাকায় রূপান্তর করে আমি আমার সংসারের খরচ চালিয়ে যেতে পারবো।
এবং বাকি 40% কে স্টেবল কয়েন ইউএসডিটি করে রাখবো কারণ বাংলাদেশি টাকার মূল্যস্ফীতি এড়ানোর জন্য। তাছাড়া কোন ইমার্জেন্সি সিচুয়েশনে অথবা কখনো কখনো সংসারে এক্সট্রা টাকার প্রয়োজন হলে এখান থেকে খরচ করব।
আর বাকি ৩০% হবে আমার রেগুলার বিটকয়েন অ্যাডপশন ফর লং টার্ম।
এটা একটা ভালো প্ল্যান এবং এটাকে আমি ভালো একটা সাজেশন বলেও মনে করবো। ক্যাশ টাকা তো অবশ্যই কিছু রাখা উচিৎ। কিন্তু একটা ইনকামের পুরোটাকেই ক্যাশ করে রাখার পক্ষে আমি নই। বিশেষ কারণ গুলো হতো মুদ্রাস্ফীতি। বাংলাদেশে কি পরিমান মুদ্রাস্ফীতি হলে ৪ বছরের ব্যাবধানে একজনের টাকার ভ্যালু প্রায় অর্ধেক হয়ে যায়। মুদ্রাস্ফীতি আশা করি একটু কমবে সামনের দিকে। কিন্তু তবুও পুরো ইনকাম ক্যাশ করে রাখার পক্ষে আমি নই। আপনার এই প্ল্যান আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ৩০% ক্যাশ করে রাখাই যথেষ্ট বলে আমার মনে হয়। তবে নিকট ভবিষ্যতে এরকম ইন্টারনেট আউটেজ হবে না বলেই আমি আশা রাখি। যেকোনো সময় ডলার কে যদি ক্যাশ করা যায়, তাহলে আগে থেকেই বেশি ক্যাশ করে রাখার তেমন দরকার আছে বলে মনে করি না।
-
এটা একটা ভালো প্ল্যান এবং এটাকে আমি ভালো একটা সাজেশন বলেও মনে করবো। ক্যাশ টাকা তো অবশ্যই কিছু রাখা উচিৎ। কিন্তু একটা ইনকামের পুরোটাকেই ক্যাশ করে রাখার পক্ষে আমি নই। বিশেষ কারণ গুলো হতো মুদ্রাস্ফীতি। বাংলাদেশে কি পরিমান মুদ্রাস্ফীতি হলে ৪ বছরের ব্যাবধানে একজনের টাকার ভ্যালু প্রায় অর্ধেক হয়ে যায়। মুদ্রাস্ফীতি আশা করি একটু কমবে সামনের দিকে। কিন্তু তবুও পুরো ইনকাম ক্যাশ করে রাখার পক্ষে আমি নই। আপনার এই প্ল্যান আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ৩০% ক্যাশ করে রাখাই যথেষ্ট বলে আমার মনে হয়। তবে নিকট ভবিষ্যতে এরকম ইন্টারনেট আউটেজ হবে না বলেই আমি আশা রাখি। যেকোনো সময় ডলার কে যদি ক্যাশ করা যায়, তাহলে আগে থেকেই বেশি ক্যাশ করে রাখার তেমন দরকার আছে বলে মনে করি না।
বলতে গেলে এই ধরনের আইডিয়াতে আমি philipma1957 এর একটি পোস্টে পেয়েছিলাম। এবং বর্তমানে ভাবছি এই আইডিয়াটা মন্দ হবে না।
আমি স্টেবল কয়েন বা ইউএসডিটি কে ৪০% রেখেছি এর জন্যই যেন মূল্যস্ফীতি ট্যাকেল দেওয়া যায়। পাশাপাশি এটা তো যে কোন সময় বাইনান্স বা অন্য কোন একচেঞ্জার ব্যবহার করে সহজেই p2p ট্রেডিং করার মাধ্যমে বাংলাদেশের টাকায় কনভার্ট করতে পারবেন।
আর বিটকয়েন ইনভেস্টমেন্ট ফর লং টার্ম এটার কারণ আলাদা করে বলার দরকার নেই কারণ প্রতি হাল্বিং সিজন পার হওয়ার পর বুল সিজন এ বিটকয়েনের দাম কেমন হয় এটা সবারই জানা রয়েছে, তাছাড়া বিটকয়েন হচ্ছে লিমিটেড ডিজিটাল অ্যাসেট যদিও এটার মধ্যে ভোলাটিলিটি রয়েছে তারপরেও লং টার্মের জন্য এটা প্রফিটেবল।
আর ক্যাশ টাকার রাখার কারণ শুধু এইটা নয় যে ইন্টারনেট অফ হয়ে যাবে দেখে বা ইন্টারনেট এক্সেস পাবেন না দেখে। আমরা যদি খুঁজি এর পিছনে আরো অনেক কারণ বের করতে পারব যেমন যেহেতু আমাদের অ্যাসেট গুলো ভার্চুয়াল এসেট ইন্টারনেটে একটু ভুল পদক্ষেপ এর কারণে আমরা আমাদের সমস্ত অ্যাপস সেট হারাতে পারি, ফিশিং এর শিকার হয়ে হ্যাকিং এর শিকার হয়ে। আমি দেখেছি ১০ বছরেও বেশি সময় জগত বিটকয়েন হোল্ডিং করা একজন হোল্ডার ফিশিং এর শিকার হয়ে তার সমস্ত হোল্ডিং এমাউন্ট হারিয়েছে।
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিটকয়েনের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
আপাতত প্রস্তুত না ভাই। কারণ আমার এমনিতেই অনেক ডলার লস হয়ে আছে। আবার কিছু দিন আগে DOGS হাই দামে সেল দিতে পারি নাই। সেখানে ভালো পরিমান লসে আছে। এই লস রিকভার করতে গেলে বিটিসি ৭২কে তে যেতে হবে। কিন্তু যদিও ৫০কে এর নিছে আছে আমার কাছে যা রিজার্ভ আছে সব দিয়ে বিএনবি না হয় টোন কিনে রেখে দেবো।
দেখা যাক আল্লাহ কপালে কি লিখে রাখছে 🥺
-
আর ক্যাশ টাকার রাখার কারণ শুধু এইটা নয় যে ইন্টারনেট অফ হয়ে যাবে দেখে বা ইন্টারনেট এক্সেস পাবেন না দেখে। আমরা যদি খুঁজি এর পিছনে আরো অনেক কারণ বের করতে পারব যেমন যেহেতু আমাদের অ্যাসেট গুলো ভার্চুয়াল এসেট ইন্টারনেটে একটু ভুল পদক্ষেপ এর কারণে আমরা আমাদের সমস্ত অ্যাপস সেট হারাতে পারি, ফিশিং এর শিকার হয়ে হ্যাকিং এর শিকার হয়ে। আমি দেখেছি ১০ বছরেও বেশি সময় জগত বিটকয়েন হোল্ডিং করা একজন হোল্ডার ফিশিং এর শিকার হয়ে তার সমস্ত হোল্ডিং এমাউন্ট হারিয়েছে।
আপনি যদি ওয়েব থ্রি ওয়ালেটে হোল্ড না করেন, তাহলে আসলে ফিশিং এ পরে যাওয়ার তেমন কোনো আশংকা থাকার কথা না। ওয়ালেট ড্রেইন হওয়ার ভয় সবচাইতে বেশি ওয়েব থ্রি ওয়ালেট ব্যাবহারকারীদের। কারণ এই আর ডিভাইস কম্প্রোমাইজ হয়ে গেলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আমার মতে যারা লং টাইম ধরে হোল্ড করবে, তাদের উচিৎ হার্ডওয়্যার ওয়ালেট ব্যাবহার করা কোল্ড ওয়ালেট হিসাবে। আমরা প্রতিদিন যেই ডিভাইজ গুলো ব্যাবহার করে থাকি র্যান্ডম ওয়েবসাইট এক্সেস করার জন্য বা সোশ্যাল মিডিয়া ব্যাবহারের জন্য, সেসব ডিভাইসে ওয়ালেট রাখা উচিৎ না। যাই হোক, এক এক জনের এক এক রকম প্ল্যান। যদিও এই প্ল্যান আমার কাছে সবচাইতে যুক্তিযুক্ত মনে হয়েছে। আদতে আমার ৯৫% ইনভেস্টমেন্ট ক্রিপ্টোতেই। এবং আমি ব্যাংকে কোনো টাকা রাখি না। বেশি হলে ২০ হাজারের মতো।
-
আপনি যদি ওয়েব থ্রি ওয়ালেটে হোল্ড না করেন, তাহলে আসলে ফিশিং এ পরে যাওয়ার তেমন কোনো আশংকা থাকার কথা না। ওয়ালেট ড্রেইন হওয়ার ভয় সবচাইতে বেশি ওয়েব থ্রি ওয়ালেট ব্যাবহারকারীদের। কারণ এই আর ডিভাইস কম্প্রোমাইজ হয়ে গেলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আমার মতে যারা লং টাইম ধরে হোল্ড করবে, তাদের উচিৎ হার্ডওয়্যার ওয়ালেট ব্যাবহার করা কোল্ড ওয়ালেট হিসাবে। আমরা প্রতিদিন যেই ডিভাইজ গুলো ব্যাবহার করে থাকি র্যান্ডম ওয়েবসাইট এক্সেস করার জন্য বা সোশ্যাল মিডিয়া ব্যাবহারের জন্য, সেসব ডিভাইসে ওয়ালেট রাখা উচিৎ না। যাই হোক, এক এক জনের এক এক রকম প্ল্যান। যদিও এই প্ল্যান আমার কাছে সবচাইতে যুক্তিযুক্ত মনে হয়েছে। আদতে আমার ৯৫% ইনভেস্টমেন্ট ক্রিপ্টোতেই। এবং আমি ব্যাংকে কোনো টাকা রাখি না। বেশি হলে ২০ হাজারের মতো।
আমারও বেশিরভাগ এসেট ক্রিপ্টোতেই, আমার ব্যাংকে যে টাকা রয়েছে তার চার গুণ টাকা ক্রিপ্টো কারেন্সিতে রয়েছে।
তবে আমি ব্যাংকে আপনার চাইতে আরেকটু বেশি অ্যামাউন্ট টাকা সবসময় ফোল্ডিং করতে চাই সব সময় রানিং চালানোর জন্য আমি এক লাখ টাকা সিকিউরিটি হিসেবে ব্যাংকে রাখাকে ভালো মনে করি কারণ আমাদের বাংলাদেশের বাজারে যেকোনো পরিস্থিতিতে ভালো বুদ্ধি থাকলে এক লাখ টাকায় মোটামুটি একটা ছোটখাটো বিজনেসও রান করা যাবে।
যাইহোক এখন আসি হ্যাকিং এর কথায় এটা আসলে সত্যি যে ওয়েব থ্রি ওয়ালেট গুলোই বেশি ফিশিং এর শিকার হয় আমি নিজেও ফিশিং এর শিকার হয়ে কয়েক বছর আগে আমার কিছু ফান্ড হারিয়েছিলাম যদিও সেটা তখন আমার জন্য বিশাল এমাউন্ট ছিল কয়েক ফাইল ডাউনলোড করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছিল।
তবে মজার কথা বলি সেটা হল হ্যাকাররা কিন্তু সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এর পাসওয়ার্ড নিয়ে যদি সেখানে ২ ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে সেটা কেউ বাইপাস করতে পারে আমার এরকম কয়েকটা কয়েকটা প্ল্যাটফর্মের একাউন্ট হ্যাক করে ফেলেছে যেটা রিকভার করতে পারিনি।
আর হার্ডওয়ারওয়ালেটটা জরুরী যখন আপনি আপনার বেশিরভাগ এসেট ইন্টারনেট বা ক্রিপ্ততে রাখছেন।
যদিও কয়েকবার আমার হার্ডওয়ার ওয়ালেট কেনার ইচ্ছা জেগেছে তবে হার্ডওয়ার ওয়ালেট কিভাবে অর্ডার করবো বা কিভাবে বাংলাদেশে আনব এই বিষয় নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছি তা ছাড়াও হার্ডওয়ার ওয়ালেট এর একটা ফিজিকালি মেন্টেনের বিষয় রয়েছে।
-
আপনি যদি ওয়েব থ্রি ওয়ালেটে হোল্ড না করেন, তাহলে আসলে ফিশিং এ পরে যাওয়ার তেমন কোনো আশংকা থাকার কথা না। ওয়ালেট ড্রেইন হওয়ার ভয় সবচাইতে বেশি ওয়েব থ্রি ওয়ালেট ব্যাবহারকারীদের। কারণ এই আর ডিভাইস কম্প্রোমাইজ হয়ে গেলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আমার মতে যারা লং টাইম ধরে হোল্ড করবে, তাদের উচিৎ হার্ডওয়্যার ওয়ালেট ব্যাবহার করা কোল্ড ওয়ালেট হিসাবে। আমরা প্রতিদিন যেই ডিভাইজ গুলো ব্যাবহার করে থাকি র্যান্ডম ওয়েবসাইট এক্সেস করার জন্য বা সোশ্যাল মিডিয়া ব্যাবহারের জন্য, সেসব ডিভাইসে ওয়ালেট রাখা উচিৎ না। যাই হোক, এক এক জনের এক এক রকম প্ল্যান। যদিও এই প্ল্যান আমার কাছে সবচাইতে যুক্তিযুক্ত মনে হয়েছে। আদতে আমার ৯৫% ইনভেস্টমেন্ট ক্রিপ্টোতেই। এবং আমি ব্যাংকে কোনো টাকা রাখি না। বেশি হলে ২০ হাজারের মতো।
আমারও বেশিরভাগ এসেট ক্রিপ্টোতেই, আমার ব্যাংকে যে টাকা রয়েছে তার চার গুণ টাকা ক্রিপ্টো কারেন্সিতে রয়েছে।
তবে আমি ব্যাংকে আপনার চাইতে আরেকটু বেশি অ্যামাউন্ট টাকা সবসময় ফোল্ডিং করতে চাই সব সময় রানিং চালানোর জন্য আমি এক লাখ টাকা সিকিউরিটি হিসেবে ব্যাংকে রাখাকে ভালো মনে করি কারণ আমাদের বাংলাদেশের বাজারে যেকোনো পরিস্থিতিতে ভালো বুদ্ধি থাকলে এক লাখ টাকায় মোটামুটি একটা ছোটখাটো বিজনেসও রান করা যাবে।
যাইহোক এখন আসি হ্যাকিং এর কথায় এটা আসলে সত্যি যে ওয়েব থ্রি ওয়ালেট গুলোই বেশি ফিশিং এর শিকার হয় আমি নিজেও ফিশিং এর শিকার হয়ে কয়েক বছর আগে আমার কিছু ফান্ড হারিয়েছিলাম যদিও সেটা তখন আমার জন্য বিশাল এমাউন্ট ছিল কয়েক ফাইল ডাউনলোড করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছিল।
তবে মজার কথা বলি সেটা হল হ্যাকাররা কিন্তু সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এর পাসওয়ার্ড নিয়ে যদি সেখানে ২ ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে সেটা কেউ বাইপাস করতে পারে আমার এরকম কয়েকটা কয়েকটা প্ল্যাটফর্মের একাউন্ট হ্যাক করে ফেলেছে যেটা রিকভার করতে পারিনি।
আর হার্ডওয়ারওয়ালেটটা জরুরী যখন আপনি আপনার বেশিরভাগ এসেট ইন্টারনেট বা ক্রিপ্ততে রাখছেন।
যদিও কয়েকবার আমার হার্ডওয়ার ওয়ালেট কেনার ইচ্ছা জেগেছে তবে হার্ডওয়ার ওয়ালেট কিভাবে অর্ডার করবো বা কিভাবে বাংলাদেশে আনব এই বিষয় নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছি তা ছাড়াও হার্ডওয়ার ওয়ালেট এর একটা ফিজিকালি মেন্টেনের বিষয় রয়েছে।
আমি মনে করি ক্রিপ্টোকারেন্সিতে যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে। এখানে ইনভেস্ট করতে গেলে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। আমি লক্ষ্য করেছি এখানে ওয়েব টু কিম্বা ওয়েব থ্রি সকল ওয়ালেটই হ্যাক হওয়া সম্ভব। এবং এটা হরহামেশাই ঘটে যাচ্ছে। আমি কয়েকবার হ্যাকিং এর শিকার হয়েছি। এগুলো সম্ভবত ফিশিং লিংক এর কারণে। শুধু ফিশিং লিঙ্ক নয় বিভিন্ন ভাবেই আমরা হ্যাকিং এর শিকার হতে পারি। তাই অনলাইনে আমাদের সর্বস্ব বিনিয়োগ করা ঠিক বলে আমি মনে করি না। আপনারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং কয়েকবার হ্যাকিং এর শিকার হয়েছেন তাই আমি মনে করি না আপনাদেরকে বেশি বলে বুঝানোর প্রয়োজন আছে। শুধু পরামর্শ দিব সব বা বেশিরভাগ ফান্ড বিনিয়োগ না করার জন্য।
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিটকয়েনের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
আপাতত প্রস্তুত না ভাই। কারণ আমার এমনিতেই অনেক ডলার লস হয়ে আছে। আবার কিছু দিন আগে DOGS হাই দামে সেল দিতে পারি নাই। সেখানে ভালো পরিমান লসে আছে। এই লস রিকভার করতে গেলে বিটিসি ৭২কে তে যেতে হবে। কিন্তু যদিও ৫০কে এর নিছে আছে আমার কাছে যা রিজার্ভ আছে সব দিয়ে বিএনবি না হয় টোন কিনে রেখে দেবো।
দেখা যাক আল্লাহ কপালে কি লিখে রাখছে 🥺
বি এন বি বা টন দুটোই খুবই ভালো কয়েন। ডগস মাত্র অল্প কিছুদিন আগে পেমেন্ট করেছে। আপনি সম্ভবত উত্তর দামে কিনেছেন। এজন্য আপনি লচে আছেন। ডগস দাম অনেক কমে গেছিল কিন্তু আস্তে আস্তে তা আবার রিকভারি করছে।
আমি মনে করেছিলাম যদি বিটকয়েনের মূল্য 50000 এর নিচে যায় তাহলে আমরা ডাউন ট্রেন দেখতে পাবো। কিন্তু এখন দেখছি বিটকয়েনের অবস্থান অনেক ভালো। বিটকয়েনের মূল্য আস্তে আস্তে ৬০ হাজারের উপরে উঠে গেছে আমি মনে করি এই টানেই বিটকয়েনের মূল্য ৭০ হাজারের কাছাকাছি পৌঁছে যাবে।
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিটকয়েনের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
আপাতত প্রস্তুত না ভাই। কারণ আমার এমনিতেই অনেক ডলার লস হয়ে আছে। আবার কিছু দিন আগে DOGS হাই দামে সেল দিতে পারি নাই। সেখানে ভালো পরিমান লসে আছে। এই লস রিকভার করতে গেলে বিটিসি ৭২কে তে যেতে হবে। কিন্তু যদিও ৫০কে এর নিছে আছে আমার কাছে যা রিজার্ভ আছে সব দিয়ে বিএনবি না হয় টোন কিনে রেখে দেবো।
দেখা যাক আল্লাহ কপালে কি লিখে রাখছে 🥺
বি এন বি বা টন দুটোই খুবই ভালো কয়েন। ডগস মাত্র অল্প কিছুদিন আগে পেমেন্ট করেছে। আপনি সম্ভবত উত্তর দামে কিনেছেন। এজন্য আপনি লচে আছেন। ডগস দাম অনেক কমে গেছিল কিন্তু আস্তে আস্তে তা আবার রিকভারি করছে।
আমি মনে করেছিলাম যদি বিটকয়েনের মূল্য 50000 এর নিচে যায় তাহলে আমরা ডাউন ট্রেন দেখতে পাবো। কিন্তু এখন দেখছি বিটকয়েনের অবস্থান অনেক ভালো। বিটকয়েনের মূল্য আস্তে আস্তে ৬০ হাজারের উপরে উঠে গেছে আমি মনে করি এই টানেই বিটকয়েনের মূল্য ৭০ হাজারের কাছাকাছি পৌঁছে যাবে।
বিটকয়েনের দাম ৫০ হাজার ডলারের নিচে নামবে বলে মনে হচ্ছে না আর যদি নামে তাহলে এটা হবে bull run এর পরে। বিটকয়েন কিছুটা চাপে পড়েছে কিছু কিছু নিউজের অন্য । বিটকয়েনের দাম উঠতে শুরু করে আবার কোনো না কোনো নিউজ আবার ডাউন করে দেয়। যেমন ডোনাল্ড ট্রাম্প এর বিটকয়েনের পক্ষে পজেটিভ মন্তব্যের জন্য বিটকয়েনের দাম কিছুটা বাড়লেও আবারো কমে যায় যখন নিউজ আসে যে কমলা হেরিসের নির্বাচনে জয়লাভ করার সম্ভবনা বেশি আবার ২ দিন আগ পর্যন্ত বিটকয়েনের দাম বেড়ে ৬৬ হাজারে গেলেও আবার হঠাৎ করে কমতে শুরু করেছে যখন নিউজ আসছে যে ইরান ফিলিস্তিনের উপর হামলা করেছে। যাইহোক যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিততে পারে তাহলে বিটকয়েনের উপর ভালো প্রভাব পড়বে
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিটকয়েনের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
আপাতত প্রস্তুত না ভাই। কারণ আমার এমনিতেই অনেক ডলার লস হয়ে আছে। আবার কিছু দিন আগে DOGS হাই দামে সেল দিতে পারি নাই। সেখানে ভালো পরিমান লসে আছে। এই লস রিকভার করতে গেলে বিটিসি ৭২কে তে যেতে হবে। কিন্তু যদিও ৫০কে এর নিছে আছে আমার কাছে যা রিজার্ভ আছে সব দিয়ে বিএনবি না হয় টোন কিনে রেখে দেবো।
দেখা যাক আল্লাহ কপালে কি লিখে রাখছে 🥺
বি এন বি বা টন দুটোই খুবই ভালো কয়েন। ডগস মাত্র অল্প কিছুদিন আগে পেমেন্ট করেছে। আপনি সম্ভবত উত্তর দামে কিনেছেন। এজন্য আপনি লচে আছেন। ডগস দাম অনেক কমে গেছিল কিন্তু আস্তে আস্তে তা আবার রিকভারি করছে।
আমি মনে করেছিলাম যদি বিটকয়েনের মূল্য 50000 এর নিচে যায় তাহলে আমরা ডাউন ট্রেন দেখতে পাবো। কিন্তু এখন দেখছি বিটকয়েনের অবস্থান অনেক ভালো। বিটকয়েনের মূল্য আস্তে আস্তে ৬০ হাজারের উপরে উঠে গেছে আমি মনে করি এই টানেই বিটকয়েনের মূল্য ৭০ হাজারের কাছাকাছি পৌঁছে যাবে।
বিটকয়েনের দাম ৫০ হাজার ডলারের নিচে নামবে বলে মনে হচ্ছে না আর যদি নামে তাহলে এটা হবে bull run এর পরে। বিটকয়েন কিছুটা চাপে পড়েছে কিছু কিছু নিউজের অন্য । বিটকয়েনের দাম উঠতে শুরু করে আবার কোনো না কোনো নিউজ আবার ডাউন করে দেয়। যেমন ডোনাল্ড ট্রাম্প এর বিটকয়েনের পক্ষে পজেটিভ মন্তব্যের জন্য বিটকয়েনের দাম কিছুটা বাড়লেও আবারো কমে যায় যখন নিউজ আসে যে কমলা হেরিসের নির্বাচনে জয়লাভ করার সম্ভবনা বেশি আবার ২ দিন আগ পর্যন্ত বিটকয়েনের দাম বেড়ে ৬৬ হাজারে গেলেও আবার হঠাৎ করে কমতে শুরু করেছে যখন নিউজ আসছে যে ইরান ফিলিস্তিনের উপর হামলা করেছে। যাইহোক যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিততে পারে তাহলে বিটকয়েনের উপর ভালো প্রভাব পড়বে
বিটকয়েনের দাম আগামী কয়েক মাসের মধ্যে ডাম্পিং এ চলে যেতে পারে আশা করি ডাম্পিং এর চলে যাওয়ার আগে অনেক দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।তাই আমি চিন্তা করেছে যখন বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে ঠিক সেই সময়টাই সকল বিটকয়েন বিক্রি করে দিয়ে পরবর্তীতে যখন বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং এর চলে যাবে ঠিক সেই সময় আবার নতুন করে বিটকয়েন কিনে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি।জানিনা এটা সম্ভব হবে কিনা যদি সম্ভব হয় তাহলে আমার অনেকটাই লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।যদি আমি সঠিকভাবে বিটকয়েন ধরে রেখে বিক্রি করতে পারি তবেই।এর জন্য আমি অনেকের পোস্ট পড়ে অনেক কিছু বুঝতে পারছি বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং হতে পারে।
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিটকয়েনের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
আজকের বিটকয়েনের বর্তমান মূল্য রয়েছে ৬০০০০ ডলার তবে আশা করা যাচ্ছে বিটকয়েনের মূল্য ধীরে ধীরে এখন বৃদ্ধি পাবে।এবছরের শেষের দিকে হয়তো বিটকয়েনের মূল্য ৮০০০০ ডলারে পৌঁছাতে পারে।বিটকয়েনের মূল্য যদি ৫০০০০ ডলার এর ঘরে নেমে আসে সে ক্ষেত্রে যারা বিটকয়েন কিছুদিনের মধ্যে বিনিয়োগ করে রেখেছে তাদের জন্য এটা বড় দুঃসংবাদ হবে।আবার যারা বুদ্ধিমান তারা ঠিক সেই সময় নতুন করে বিটকয়েন কিনে ধরে রাখার চেষ্টা করবে।কারণ আমরা সবাই জানি বিটকয়েন যত বেশি ডাম্প হোক না কেনো রিকভারি হতে খুব বেশি সময় লাগে না।
-
বিটকয়েনের মূল্য ধারাবাহিকভাবে কমছে আর কমছে। এখান থেকে এক সপ্তাহ পূর্বেও বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৬৪০০০ ডলারের কাছাকাছি। আজকে দিনের শুরুতেও বিটকয়েনের মূল্য দেখছিলাম প্রায় ৫৭ হাজারের কাছাকাছি। কিন্তু সারাদিন ধারাবাহিকভাবে কমতে দেখলাম বিটকয়েনের মূল্য। এখন বিটকয়েনের মূল্য ৫৩ হাজারের ঘরে নেমে এসেছে। এবং এর নামার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে বিটকয়েনের মূল্য ৫০০০০ ডলার এর নিচে নেমে যেতে পারে। সবাই বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখার জন্য প্রস্তুত আছেন তো?
আপাতত প্রস্তুত না ভাই। কারণ আমার এমনিতেই অনেক ডলার লস হয়ে আছে। আবার কিছু দিন আগে DOGS হাই দামে সেল দিতে পারি নাই। সেখানে ভালো পরিমান লসে আছে। এই লস রিকভার করতে গেলে বিটিসি ৭২কে তে যেতে হবে। কিন্তু যদিও ৫০কে এর নিছে আছে আমার কাছে যা রিজার্ভ আছে সব দিয়ে বিএনবি না হয় টোন কিনে রেখে দেবো।
দেখা যাক আল্লাহ কপালে কি লিখে রাখছে 🥺
আসলে আমরা কেউই প্রস্তুত না, আমরা বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখতে চাই না। আর যদি কোন ভাবে বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে নেমে যায় তাহলে অনেকের জন্য ভালো হবে ও। যারা লো রেটে বিটকয়েন কিনতে পারেনি তারা নতুন করে সুযোগ পাবে কেনার জন্য।
এবং বিটকয়েনের মূল্য কমে গেলে অন্যান্য আল্ট কয়েনের মূল্য কমে যায়। তখন অনেকে এগুলো কিনতে পারবে। আমি ইতোমধ্যে কয়েকটি টোকেন এবং বিটকয়েন হোল্ড করতেছি। যদি বিটকয়েনের মূল্য আবার কমে যায় তাহলে আমিও আপনার মত বিটকয়েন, টন, এবং কিছু বিএনবি কিনে রাখবো।
-
আসলে আমরা কেউই প্রস্তুত না, আমরা বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখতে চাই না। আর যদি কোন ভাবে বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে নেমে যায় তাহলে অনেকের জন্য ভালো হবে ও। যারা লো রেটে বিটকয়েন কিনতে পারেনি তারা নতুন করে সুযোগ পাবে কেনার জন্য।
এবং বিটকয়েনের মূল্য কমে গেলে অন্যান্য আল্ট কয়েনের মূল্য কমে যায়। তখন অনেকে এগুলো কিনতে পারবে। আমি ইতোমধ্যে কয়েকটি টোকেন এবং বিটকয়েন হোল্ড করতেছি। যদি বিটকয়েনের মূল্য আবার কমে যায় তাহলে আমিও আপনার মত বিটকয়েন, টন, এবং কিছু বিএনবি কিনে রাখবো।
বিটকয়েন এর মূল্য যদি কোনক্রমে এখন 50কে এর নিচে নামে তাহলে ক্রিপ্টো বাজারে একটা বড় ধাক্কা খাবে এইটা ফেস করার জন্য আমাদের আগে ভাবেই মানসিক প্রস্তুতি রেখে নিতে হবে।
অলরেডি বিটকয়েন যখন 5০কে নিচে নেমেছিল তখন যে অল্ট কয়েন বাজার ডাম্প করেছিল সেটা এখনো পর্যন্ত তারা রিকভার করতে পারেনি বা এখনো পারতেছে না যেমন এথারিয়াম কয়েন ছিল ৩৪০০ ডলারের উপরে সেখানে এটি এখন মাত্র ২৪০০ ডলারের আশেপাশে থাকছে মাঝেমধ্যে পাম্প দিলেও খুব বেশি সুবিধা করতে পারছে না আবারও দাউন খাচ্ছে।
আর যদি বিটকয়েন আবার ৫০কে এর নিচে নামে তাহলে যে বর্তমানে এয়ার ড্রপের হাইপ বা নতুন প্রজেক্ট গুলো বাজারে আসছে এগুলোর বেঁচে থাকাই কষ্ট হয়ে যাবে। তবে আমাদেরকে সব ধরনের সিচুয়েশন ফেস করার মন মানসিকতা নিয়ে রাখা উচিত যদি আমরা লং টার্ম হোল্ডার হই বিটকয়েনে। যেন মার্কেটের FUD আমাদেরকে প্রভাবিত না করতে পারে।
-
আসলে আমরা কেউই প্রস্তুত না, আমরা বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখতে চাই না। আর যদি কোন ভাবে বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে নেমে যায় তাহলে অনেকের জন্য ভালো হবে ও। যারা লো রেটে বিটকয়েন কিনতে পারেনি তারা নতুন করে সুযোগ পাবে কেনার জন্য।
এবং বিটকয়েনের মূল্য কমে গেলে অন্যান্য আল্ট কয়েনের মূল্য কমে যায়। তখন অনেকে এগুলো কিনতে পারবে। আমি ইতোমধ্যে কয়েকটি টোকেন এবং বিটকয়েন হোল্ড করতেছি। যদি বিটকয়েনের মূল্য আবার কমে যায় তাহলে আমিও আপনার মত বিটকয়েন, টন, এবং কিছু বিএনবি কিনে রাখবো।
বিটকয়েন এর মূল্য যদি কোনক্রমে এখন 50কে এর নিচে নামে তাহলে ক্রিপ্টো বাজারে একটা বড় ধাক্কা খাবে এইটা ফেস করার জন্য আমাদের আগে ভাবেই মানসিক প্রস্তুতি রেখে নিতে হবে।
অলরেডি বিটকয়েন যখন 5০কে নিচে নেমেছিল তখন যে অল্ট কয়েন বাজার ডাম্প করেছিল সেটা এখনো পর্যন্ত তারা রিকভার করতে পারেনি বা এখনো পারতেছে না যেমন এথারিয়াম কয়েন ছিল ৩৪০০ ডলারের উপরে সেখানে এটি এখন মাত্র ২৪০০ ডলারের আশেপাশে থাকছে মাঝেমধ্যে পাম্প দিলেও খুব বেশি সুবিধা করতে পারছে না আবারও দাউন খাচ্ছে।
আর যদি বিটকয়েন আবার ৫০কে এর নিচে নামে তাহলে যে বর্তমানে এয়ার ড্রপের হাইপ বা নতুন প্রজেক্ট গুলো বাজারে আসছে এগুলোর বেঁচে থাকাই কষ্ট হয়ে যাবে। তবে আমাদেরকে সব ধরনের সিচুয়েশন ফেস করার মন মানসিকতা নিয়ে রাখা উচিত যদি আমরা লং টার্ম হোল্ডার হই বিটকয়েনে। যেন মার্কেটের FUD আমাদেরকে প্রভাবিত না করতে পারে।
বিটকয়েন এর মূল্য নিয়ে আমি অনেক বেশি চিন্তিত হয়ে আছি কারণ বিটকয়েনের বাজার 50কে এর নিচে নামে তাহলে আমি অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাব যেটা হয়তো আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে রিকভারি করতে পারবো না।বিটকয়েন সহ বেশ কিছু altcoin গুলোতে বিনিয়োগ করে রেখেছি যার জন্য বিটকয়েন এর মূল্য নিয়ে আমি অনেক বেশি চিন্তিত।তবে বিটকয়েনের বাজার 50কে এর নিচে নামলে সব থেকে বড় ক্ষতি হবে altcoin গুলোতে যারা বিনিয়োগ করে রেখেছে।বিটকয়েন এর বর্তমান মূল্য রয়েছে এখন ৬৪কে জানিনা কখন কি ঘটে ক্রিপ্টো বাজারের উপরে।
-
আসলে আমরা কেউই প্রস্তুত না, আমরা বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখতে চাই না। আর যদি কোন ভাবে বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে নেমে যায় তাহলে অনেকের জন্য ভালো হবে ও। যারা লো রেটে বিটকয়েন কিনতে পারেনি তারা নতুন করে সুযোগ পাবে কেনার জন্য।
এবং বিটকয়েনের মূল্য কমে গেলে অন্যান্য আল্ট কয়েনের মূল্য কমে যায়। তখন অনেকে এগুলো কিনতে পারবে। আমি ইতোমধ্যে কয়েকটি টোকেন এবং বিটকয়েন হোল্ড করতেছি। যদি বিটকয়েনের মূল্য আবার কমে যায় তাহলে আমিও আপনার মত বিটকয়েন, টন, এবং কিছু বিএনবি কিনে রাখবো।
বিটকয়েন এর মূল্য যদি কোনক্রমে এখন 50কে এর নিচে নামে তাহলে ক্রিপ্টো বাজারে একটা বড় ধাক্কা খাবে এইটা ফেস করার জন্য আমাদের আগে ভাবেই মানসিক প্রস্তুতি রেখে নিতে হবে।
অলরেডি বিটকয়েন যখন 5০কে নিচে নেমেছিল তখন যে অল্ট কয়েন বাজার ডাম্প করেছিল সেটা এখনো পর্যন্ত তারা রিকভার করতে পারেনি বা এখনো পারতেছে না যেমন এথারিয়াম কয়েন ছিল ৩৪০০ ডলারের উপরে সেখানে এটি এখন মাত্র ২৪০০ ডলারের আশেপাশে থাকছে মাঝেমধ্যে পাম্প দিলেও খুব বেশি সুবিধা করতে পারছে না আবারও দাউন খাচ্ছে।
আর যদি বিটকয়েন আবার ৫০কে এর নিচে নামে তাহলে যে বর্তমানে এয়ার ড্রপের হাইপ বা নতুন প্রজেক্ট গুলো বাজারে আসছে এগুলোর বেঁচে থাকাই কষ্ট হয়ে যাবে। তবে আমাদেরকে সব ধরনের সিচুয়েশন ফেস করার মন মানসিকতা নিয়ে রাখা উচিত যদি আমরা লং টার্ম হোল্ডার হই বিটকয়েনে। যেন মার্কেটের FUD আমাদেরকে প্রভাবিত না করতে পারে।
বিটকয়েন এর মূল্য নিয়ে আমি অনেক বেশি চিন্তিত হয়ে আছি কারণ বিটকয়েনের বাজার 50কে এর নিচে নামে তাহলে আমি অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাব যেটা হয়তো আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে রিকভারি করতে পারবো না।বিটকয়েন সহ বেশ কিছু altcoin গুলোতে বিনিয়োগ করে রেখেছি যার জন্য বিটকয়েন এর মূল্য নিয়ে আমি অনেক বেশি চিন্তিত।তবে বিটকয়েনের বাজার 50কে এর নিচে নামলে সব থেকে বড় ক্ষতি হবে altcoin গুলোতে যারা বিনিয়োগ করে রেখেছে।বিটকয়েন এর বর্তমান মূল্য রয়েছে এখন ৬৪কে জানিনা কখন কি ঘটে ক্রিপ্টো বাজারের উপরে।
বিটকয়েনের দামের উপর পজিটিভ ইফেক্ট দেখা যাচ্ছে এর দাম কিছুটা কমলেও আবার খুব দ্রুত বেড়ে যাচ্ছে। বিটকয়েনের দাম আজকে ৬৬ হাজার ডলারের উঠে এসেছিল এখনো এর আশেপাশের দাম রয়েছে। তাই যদি কোন অস্বাভাবিক ঘটনা না ঘটে বা কোন খারাপ নিউজ না আসে তাহলে বিটকয়েনের দাম এখন ধীরে ধীরে বেড়ে যাবে এবং খুব দ্রুতই ৭০ হাজার ডলার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমি আপনাকে পরামর্শ দিব যদি একটি বড় অ্যামাউন্ট বিটকয়েনে বিনিয়োগ করে থাকেন তাহলে যখন বিটকয়েনের দাম ৮০ হাজার ডলারে হিট করবে সেই সময় অন্ততপক্ষে অর্ধেক পরিমাণ বিক্রি করুন। কারণ বিটকয়েনের দাম এই হালরিংএ ১ লাখ ডলার অতিক্রম করবে এই সম্ভাবনা খুব কমই রয়েছে। তাই অন্ততপক্ষে সেই সময় অর্ধেক বিটকয়েন বিক্রি করে স্ট্যাবল কয়েন হোল্ড করাটা ভালো হবে এবং যখন বিটকয়েনের দাম আবারও ডাম্প করবে তখন ডিপে আবারো কিনে রাখবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটি একটি ভালো পরিকল্পনা হতে পারে তারপর বাকিটা আপনার ব্যক্তিগত বিষয়
-
আসলে আমরা কেউই প্রস্তুত না, আমরা বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখতে চাই না। আর যদি কোন ভাবে বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে নেমে যায় তাহলে অনেকের জন্য ভালো হবে ও। যারা লো রেটে বিটকয়েন কিনতে পারেনি তারা নতুন করে সুযোগ পাবে কেনার জন্য।
এবং বিটকয়েনের মূল্য কমে গেলে অন্যান্য আল্ট কয়েনের মূল্য কমে যায়। তখন অনেকে এগুলো কিনতে পারবে। আমি ইতোমধ্যে কয়েকটি টোকেন এবং বিটকয়েন হোল্ড করতেছি। যদি বিটকয়েনের মূল্য আবার কমে যায় তাহলে আমিও আপনার মত বিটকয়েন, টন, এবং কিছু বিএনবি কিনে রাখবো।
বিটকয়েন এর মূল্য যদি কোনক্রমে এখন 50কে এর নিচে নামে তাহলে ক্রিপ্টো বাজারে একটা বড় ধাক্কা খাবে এইটা ফেস করার জন্য আমাদের আগে ভাবেই মানসিক প্রস্তুতি রেখে নিতে হবে।
অলরেডি বিটকয়েন যখন 5০কে নিচে নেমেছিল তখন যে অল্ট কয়েন বাজার ডাম্প করেছিল সেটা এখনো পর্যন্ত তারা রিকভার করতে পারেনি বা এখনো পারতেছে না যেমন এথারিয়াম কয়েন ছিল ৩৪০০ ডলারের উপরে সেখানে এটি এখন মাত্র ২৪০০ ডলারের আশেপাশে থাকছে মাঝেমধ্যে পাম্প দিলেও খুব বেশি সুবিধা করতে পারছে না আবারও দাউন খাচ্ছে।
আর যদি বিটকয়েন আবার ৫০কে এর নিচে নামে তাহলে যে বর্তমানে এয়ার ড্রপের হাইপ বা নতুন প্রজেক্ট গুলো বাজারে আসছে এগুলোর বেঁচে থাকাই কষ্ট হয়ে যাবে। তবে আমাদেরকে সব ধরনের সিচুয়েশন ফেস করার মন মানসিকতা নিয়ে রাখা উচিত যদি আমরা লং টার্ম হোল্ডার হই বিটকয়েনে। যেন মার্কেটের FUD আমাদেরকে প্রভাবিত না করতে পারে।
বিটকয়েন এর মূল্য নিয়ে আমি অনেক বেশি চিন্তিত হয়ে আছি কারণ বিটকয়েনের বাজার 50কে এর নিচে নামে তাহলে আমি অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাব যেটা হয়তো আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে রিকভারি করতে পারবো না।বিটকয়েন সহ বেশ কিছু altcoin গুলোতে বিনিয়োগ করে রেখেছি যার জন্য বিটকয়েন এর মূল্য নিয়ে আমি অনেক বেশি চিন্তিত।তবে বিটকয়েনের বাজার 50কে এর নিচে নামলে সব থেকে বড় ক্ষতি হবে altcoin গুলোতে যারা বিনিয়োগ করে রেখেছে।বিটকয়েন এর বর্তমান মূল্য রয়েছে এখন ৬৪কে জানিনা কখন কি ঘটে ক্রিপ্টো বাজারের উপরে।
বিটকয়েনের দামের উপর পজিটিভ ইফেক্ট দেখা যাচ্ছে এর দাম কিছুটা কমলেও আবার খুব দ্রুত বেড়ে যাচ্ছে। বিটকয়েনের দাম আজকে ৬৬ হাজার ডলারের উঠে এসেছিল এখনো এর আশেপাশের দাম রয়েছে। তাই যদি কোন অস্বাভাবিক ঘটনা না ঘটে বা কোন খারাপ নিউজ না আসে তাহলে বিটকয়েনের দাম এখন ধীরে ধীরে বেড়ে যাবে এবং খুব দ্রুতই ৭০ হাজার ডলার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমি আপনাকে পরামর্শ দিব যদি একটি বড় অ্যামাউন্ট বিটকয়েনে বিনিয়োগ করে থাকেন তাহলে যখন বিটকয়েনের দাম ৮০ হাজার ডলারে হিট করবে সেই সময় অন্ততপক্ষে অর্ধেক পরিমাণ বিক্রি করুন। কারণ বিটকয়েনের দাম এই হালরিংএ ১ লাখ ডলার অতিক্রম করবে এই সম্ভাবনা খুব কমই রয়েছে। তাই অন্ততপক্ষে সেই সময় অর্ধেক বিটকয়েন বিক্রি করে স্ট্যাবল কয়েন হোল্ড করাটা ভালো হবে এবং যখন বিটকয়েনের দাম আবারও ডাম্প করবে তখন ডিপে আবারো কিনে রাখবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটি একটি ভালো পরিকল্পনা হতে পারে তারপর বাকিটা আপনার ব্যক্তিগত বিষয়
হ্যাঁ ভাই আপনি যথার্থই বলেছেন বর্তমানে বিটকয়েনের অবস্থা পজেটিভ করে ফেলছে। ডে-ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল এবং মান্থলি ক্যান্ডেল দেখে মনে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে।
আস্তে আস্তে বিটকয়েনের মূল্য ৬৬ হাজার ডলারে টাচ করেছে। আশা করতেছি এবার আস্তে আস্তে ১০০কে এর দিকে যাবে বিটকয়েনের মূল্য।
-
আসলে আমরা কেউই প্রস্তুত না, আমরা বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে দেখতে চাই না। আর যদি কোন ভাবে বিটকয়েনের মূল্য ৫০ হাজারের নিচে নেমে যায় তাহলে অনেকের জন্য ভালো হবে ও। যারা লো রেটে বিটকয়েন কিনতে পারেনি তারা নতুন করে সুযোগ পাবে কেনার জন্য।
এবং বিটকয়েনের মূল্য কমে গেলে অন্যান্য আল্ট কয়েনের মূল্য কমে যায়। তখন অনেকে এগুলো কিনতে পারবে। আমি ইতোমধ্যে কয়েকটি টোকেন এবং বিটকয়েন হোল্ড করতেছি। যদি বিটকয়েনের মূল্য আবার কমে যায় তাহলে আমিও আপনার মত বিটকয়েন, টন, এবং কিছু বিএনবি কিনে রাখবো।
বিটকয়েন এর মূল্য যদি কোনক্রমে এখন 50কে এর নিচে নামে তাহলে ক্রিপ্টো বাজারে একটা বড় ধাক্কা খাবে এইটা ফেস করার জন্য আমাদের আগে ভাবেই মানসিক প্রস্তুতি রেখে নিতে হবে।
অলরেডি বিটকয়েন যখন 5০কে নিচে নেমেছিল তখন যে অল্ট কয়েন বাজার ডাম্প করেছিল সেটা এখনো পর্যন্ত তারা রিকভার করতে পারেনি বা এখনো পারতেছে না যেমন এথারিয়াম কয়েন ছিল ৩৪০০ ডলারের উপরে সেখানে এটি এখন মাত্র ২৪০০ ডলারের আশেপাশে থাকছে মাঝেমধ্যে পাম্প দিলেও খুব বেশি সুবিধা করতে পারছে না আবারও দাউন খাচ্ছে।
আর যদি বিটকয়েন আবার ৫০কে এর নিচে নামে তাহলে যে বর্তমানে এয়ার ড্রপের হাইপ বা নতুন প্রজেক্ট গুলো বাজারে আসছে এগুলোর বেঁচে থাকাই কষ্ট হয়ে যাবে। তবে আমাদেরকে সব ধরনের সিচুয়েশন ফেস করার মন মানসিকতা নিয়ে রাখা উচিত যদি আমরা লং টার্ম হোল্ডার হই বিটকয়েনে। যেন মার্কেটের FUD আমাদেরকে প্রভাবিত না করতে পারে।
বিটকয়েন এর মূল্য নিয়ে আমি অনেক বেশি চিন্তিত হয়ে আছি কারণ বিটকয়েনের বাজার 50কে এর নিচে নামে তাহলে আমি অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাব যেটা হয়তো আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে রিকভারি করতে পারবো না।বিটকয়েন সহ বেশ কিছু altcoin গুলোতে বিনিয়োগ করে রেখেছি যার জন্য বিটকয়েন এর মূল্য নিয়ে আমি অনেক বেশি চিন্তিত।তবে বিটকয়েনের বাজার 50কে এর নিচে নামলে সব থেকে বড় ক্ষতি হবে altcoin গুলোতে যারা বিনিয়োগ করে রেখেছে।বিটকয়েন এর বর্তমান মূল্য রয়েছে এখন ৬৪কে জানিনা কখন কি ঘটে ক্রিপ্টো বাজারের উপরে।
বিটকয়েনের দামের উপর পজিটিভ ইফেক্ট দেখা যাচ্ছে এর দাম কিছুটা কমলেও আবার খুব দ্রুত বেড়ে যাচ্ছে। বিটকয়েনের দাম আজকে ৬৬ হাজার ডলারের উঠে এসেছিল এখনো এর আশেপাশের দাম রয়েছে। তাই যদি কোন অস্বাভাবিক ঘটনা না ঘটে বা কোন খারাপ নিউজ না আসে তাহলে বিটকয়েনের দাম এখন ধীরে ধীরে বেড়ে যাবে এবং খুব দ্রুতই ৭০ হাজার ডলার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমি আপনাকে পরামর্শ দিব যদি একটি বড় অ্যামাউন্ট বিটকয়েনে বিনিয়োগ করে থাকেন তাহলে যখন বিটকয়েনের দাম ৮০ হাজার ডলারে হিট করবে সেই সময় অন্ততপক্ষে অর্ধেক পরিমাণ বিক্রি করুন। কারণ বিটকয়েনের দাম এই হালরিংএ ১ লাখ ডলার অতিক্রম করবে এই সম্ভাবনা খুব কমই রয়েছে। তাই অন্ততপক্ষে সেই সময় অর্ধেক বিটকয়েন বিক্রি করে স্ট্যাবল কয়েন হোল্ড করাটা ভালো হবে এবং যখন বিটকয়েনের দাম আবারও ডাম্প করবে তখন ডিপে আবারো কিনে রাখবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটি একটি ভালো পরিকল্পনা হতে পারে তারপর বাকিটা আপনার ব্যক্তিগত বিষয়
হ্যাঁ ভাই আপনি যথার্থই বলেছেন বর্তমানে বিটকয়েনের অবস্থা পজেটিভ করে ফেলছে। ডে-ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল এবং মান্থলি ক্যান্ডেল দেখে মনে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে।
আস্তে আস্তে বিটকয়েনের মূল্য ৬৬ হাজার ডলারে টাচ করেছে। আশা করতেছি এবার আস্তে আস্তে ১০০কে এর দিকে যাবে বিটকয়েনের মূল্য।
বিটকয়েনের দাম ১০০কে তে যাবে কিনা বলতে পারচ্ছি না তবে কয়েক মাসের মধ্যে বিটকয়েনের দাম ৮৫কে তে যাবে এটা বোঝা যাচ্ছে।যারা বিটকয়েন ধরে নেখেছে তাদের জন্য খুশির খবর বিটকয়েন এর দাম দিন দিন বেড়েই চলেছে আশা করা যাচ্ছে বিটকয়েন এ যারা বিনিয়োগ করে রেখেছে তারা এবার বড় মুনাফা পাবে।আমি চিন্তা করে রেখেছি বিটকয়েনের দাম ৮০কে পৌঁছালে বিক্রি করে দেব।তবে জানিনা ৮০কে পৌঁছানোর পরে বিটকয়েনের দাম আবার পুনরায় ৬০কে নামবে কিনা সেটা আমার জানা নেই তবে আবার যদি কোনদিন ৬০কে নেমে আসে ঠিক সেই সময়টা আবার বিনিয়োগ করার জন্য অপেক্ষায় থাকবো।
-
বিটকয়েনের দাম ১০০কে তে যাবে কিনা বলতে পারচ্ছি না তবে কয়েক মাসের মধ্যে বিটকয়েনের দাম ৮৫কে তে যাবে এটা বোঝা যাচ্ছে।যারা বিটকয়েন ধরে নেখেছে তাদের জন্য খুশির খবর বিটকয়েন এর দাম দিন দিন বেড়েই চলেছে আশা করা যাচ্ছে বিটকয়েন এ যারা বিনিয়োগ করে রেখেছে তারা এবার বড় মুনাফা পাবে।আমি চিন্তা করে রেখেছি বিটকয়েনের দাম ৮০কে পৌঁছালে বিক্রি করে দেব।তবে জানিনা ৮০কে পৌঁছানোর পরে বিটকয়েনের দাম আবার পুনরায় ৬০কে নামবে কিনা সেটা আমার জানা নেই তবে আবার যদি কোনদিন ৬০কে নেমে আসে ঠিক সেই সময়টা আবার বিনিয়োগ করার জন্য অপেক্ষায় থাকবো।
আসলে এই ধরনেই বায় ব্যাক করার অপুরচুনিটি সব সময় হয় না। আর হলেও আমরা সাধারণত এরকম করার সাহস করতে পারি না। আমরা সাধারণত মনে করি যখন দাম বাড়ছে, এটা আরো বাড়তে থাকবে। একটা মার্কেট কোথায় গিয়ে কারেকশন নিতে পারে, সেই ব্যাপারে আমাদের আইডিয়া একদমই কম। যে কারনে আমি একটা সিগ্ন্যাচার ক্যাম্পেইনের পেমেন্ট অন্তত পুরোটা হোল্ড করার চেষ্টা করবো ভবিষ্যতে। আর যদি দুই ফোরামের কোনো একটা ক্যাম্পেইন বন্ধ হয়ে যায়, তাহলে একটা পেমেন্ট থেকেই অর্ধেক হোল্ড করার প্ল্যান করবো। আমি আগামী ১০ বছর পর বিটকয়েন কে অনেক বড় একটা যায়গায় দেখছি। তবে যেহেতু ভবিষ্যৎ আমাদের হাতে নেই, তাই আগেই কিছু বলতে চাচ্ছি না।
এই বছর বিটকয়েন ১ লাখ ডলারে যাবে নাকি যাবে না সেটা বলতে চাই না আমিও। তবে সামনের দুইটা বছর বিটকয়েনের জন্য অনেকটা ক্রুশিয়াল হতে যাচ্ছে। পরের হাল্ভিং গুলোতে বিটকয়েনের দামে তেমন একটা এফেক্ট পরবে না বলেই মনে হচ্ছে। কারণ টোটাল সাপ্লাই এর ৯০ভাগ এর বেশি যেহেতু বর্তমান সারকুলেশনে চলে আসছে, পরের এই অল্প বিটকয়েন তেমন একতা এফেক্ট ক্রিয়েট করবে না। আমরা আপাতত অপেক্ষা করতে পারি এডোপশন কতো বেশি বাড়ে সেটার জন্য। যতো বেশি এডপশন হবে, বিটকয়েনের দাম ততো বেশি বাড়তে থাকবে।
-
বিটকয়েনের দাম ১০০কে তে যাবে কিনা বলতে পারচ্ছি না তবে কয়েক মাসের মধ্যে বিটকয়েনের দাম ৮৫কে তে যাবে এটা বোঝা যাচ্ছে।যারা বিটকয়েন ধরে নেখেছে তাদের জন্য খুশির খবর বিটকয়েন এর দাম দিন দিন বেড়েই চলেছে আশা করা যাচ্ছে বিটকয়েন এ যারা বিনিয়োগ করে রেখেছে তারা এবার বড় মুনাফা পাবে।আমি চিন্তা করে রেখেছি বিটকয়েনের দাম ৮০কে পৌঁছালে বিক্রি করে দেব।তবে জানিনা ৮০কে পৌঁছানোর পরে বিটকয়েনের দাম আবার পুনরায় ৬০কে নামবে কিনা সেটা আমার জানা নেই তবে আবার যদি কোনদিন ৬০কে নেমে আসে ঠিক সেই সময়টা আবার বিনিয়োগ করার জন্য অপেক্ষায় থাকবো।
আসলে আপনি ভাই শর্ট টার্মের জন্য ইনজাস্টমেন্ট করতেছেন নাকি লং টাইম এর জন্য ইনভেস্টমেন্ট করতেছেন এটা আমি বুঝতে আসলে কনফিউজ হয়ে যাচ্ছি।
কারণ লং টার্মের জন্য যদি হোল্ডিং বা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সামনের বিটকয়েন ৮০কে টাচ করলে যদি সেল করে দেন আমি মনে করি আপনার ফান্ড টা চাইলে ২০২৬ বা ২০২৭ সালের জন্য রেখে দিতে পারেন স্টেবল কয়েনে এবং পরবর্তীতে যখন দুই হাজার ২৬ বা ২০২৭ সালে বেয়ার সিজন আসবে তখন আপনি চাইলে বিটকয়েনে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন এবং তখন বিটকয়েন কে আপনি হয়তো ৩০কে থেকে ৪০কে এর ভিতরেও দেখতে পারেন।
-
বিটকয়েনের দাম ১০০কে তে যাবে কিনা বলতে পারচ্ছি না তবে কয়েক মাসের মধ্যে বিটকয়েনের দাম ৮৫কে তে যাবে এটা বোঝা যাচ্ছে।যারা বিটকয়েন ধরে নেখেছে তাদের জন্য খুশির খবর বিটকয়েন এর দাম দিন দিন বেড়েই চলেছে আশা করা যাচ্ছে বিটকয়েন এ যারা বিনিয়োগ করে রেখেছে তারা এবার বড় মুনাফা পাবে।আমি চিন্তা করে রেখেছি বিটকয়েনের দাম ৮০কে পৌঁছালে বিক্রি করে দেব।তবে জানিনা ৮০কে পৌঁছানোর পরে বিটকয়েনের দাম আবার পুনরায় ৬০কে নামবে কিনা সেটা আমার জানা নেই তবে আবার যদি কোনদিন ৬০কে নেমে আসে ঠিক সেই সময়টা আবার বিনিয়োগ করার জন্য অপেক্ষায় থাকবো।
আসলে আপনি ভাই শর্ট টার্মের জন্য ইনজাস্টমেন্ট করতেছেন নাকি লং টাইম এর জন্য ইনভেস্টমেন্ট করতেছেন এটা আমি বুঝতে আসলে কনফিউজ হয়ে যাচ্ছি।
কারণ লং টার্মের জন্য যদি হোল্ডিং বা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সামনের বিটকয়েন ৮০কে টাচ করলে যদি সেল করে দেন আমি মনে করি আপনার ফান্ড টা চাইলে ২০২৬ বা ২০২৭ সালের জন্য রেখে দিতে পারেন স্টেবল কয়েনে এবং পরবর্তীতে যখন দুই হাজার ২৬ বা ২০২৭ সালে বেয়ার সিজন আসবে তখন আপনি চাইলে বিটকয়েনে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন এবং তখন বিটকয়েন কে আপনি হয়তো ৩০কে থেকে ৪০কে এর ভিতরেও দেখতে পারেন।
আমি মনেকরি বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং পাবে। আমরা ধারনা করছি ২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বুল রানে যেতে পারে। দিন দিন ক্রিপ্টো মার্কেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া কিছুদিন পূর্বে বিটকয়েন হালভিং সম্পন্ন হয়েছে এবং ইউ এস গভমেন্ট বিটকয়েনের ই এফ টি এপ্রুভ করেছে। আমি মনে করি এই দুটোর প্রভাবে বিটকয়েনের মূল্য ২০২৫ সালের শুরুর দিকে হিউজ বৃদ্ধি পাবে।
তবে আপনি ঠিকই বলেছেন ২০২৬-২৭ সালের দিকে বিটকয়েন এর মূল্য আবার ডাউন হতে পারে তবে আমি আপনার এটার সাথে একমত নয় যে বিটকয়েনের মূল্য আবার ৩০ হাজার ডলার যাবে। আমি মনে করি ২০২৬-২৭ সালের দিকে আমরা যে বিয়ার মার্কেট দেখতে পাবো তাতে বিটকয়েন এর মূল্য কমলেও ১০০ কে এর উপরে থাকবে।
-
বিটকয়েনের দাম ১০০কে তে যাবে কিনা বলতে পারচ্ছি না তবে কয়েক মাসের মধ্যে বিটকয়েনের দাম ৮৫কে তে যাবে এটা বোঝা যাচ্ছে।যারা বিটকয়েন ধরে নেখেছে তাদের জন্য খুশির খবর বিটকয়েন এর দাম দিন দিন বেড়েই চলেছে আশা করা যাচ্ছে বিটকয়েন এ যারা বিনিয়োগ করে রেখেছে তারা এবার বড় মুনাফা পাবে।আমি চিন্তা করে রেখেছি বিটকয়েনের দাম ৮০কে পৌঁছালে বিক্রি করে দেব।তবে জানিনা ৮০কে পৌঁছানোর পরে বিটকয়েনের দাম আবার পুনরায় ৬০কে নামবে কিনা সেটা আমার জানা নেই তবে আবার যদি কোনদিন ৬০কে নেমে আসে ঠিক সেই সময়টা আবার বিনিয়োগ করার জন্য অপেক্ষায় থাকবো।
আসলে আপনি ভাই শর্ট টার্মের জন্য ইনজাস্টমেন্ট করতেছেন নাকি লং টাইম এর জন্য ইনভেস্টমেন্ট করতেছেন এটা আমি বুঝতে আসলে কনফিউজ হয়ে যাচ্ছি।
কারণ লং টার্মের জন্য যদি হোল্ডিং বা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সামনের বিটকয়েন ৮০কে টাচ করলে যদি সেল করে দেন আমি মনে করি আপনার ফান্ড টা চাইলে ২০২৬ বা ২০২৭ সালের জন্য রেখে দিতে পারেন স্টেবল কয়েনে এবং পরবর্তীতে যখন দুই হাজার ২৬ বা ২০২৭ সালে বেয়ার সিজন আসবে তখন আপনি চাইলে বিটকয়েনে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন এবং তখন বিটকয়েন কে আপনি হয়তো ৩০কে থেকে ৪০কে এর ভিতরেও দেখতে পারেন।
আমি মনেকরি বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং পাবে। আমরা ধারনা করছি ২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বুল রানে যেতে পারে। দিন দিন ক্রিপ্টো মার্কেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া কিছুদিন পূর্বে বিটকয়েন হালভিং সম্পন্ন হয়েছে এবং ইউ এস গভমেন্ট বিটকয়েনের ই এফ টি এপ্রুভ করেছে। আমি মনে করি এই দুটোর প্রভাবে বিটকয়েনের মূল্য ২০২৫ সালের শুরুর দিকে হিউজ বৃদ্ধি পাবে।
তবে আপনি ঠিকই বলেছেন ২০২৬-২৭ সালের দিকে বিটকয়েন এর মূল্য আবার ডাউন হতে পারে তবে আমি আপনার এটার সাথে একমত নয় যে বিটকয়েনের মূল্য আবার ৩০ হাজার ডলার যাবে। আমি মনে করি ২০২৬-২৭ সালের দিকে আমরা যে বিয়ার মার্কেট দেখতে পাবো তাতে বিটকয়েন এর মূল্য কমলেও ১০০ কে এর উপরে থাকবে।
আজকের বিটকয়েনের বর্তমান মূল্য রয়েছে ৬৮কে উপরে তবে মাঝে মাঝে বিটকয়েন এর মূল্য ডাউন হয় যার জন্য এখন পযন্ত ৭০ কে পোছাতে পারেনি আমি ধারোনা করে রেখেছি এই সপ্তাহের মধ্যে বিটকয়েনের মূল্য ৭০কে হবে।তবে আগামী ২০২৬-২৭ সালের দিকে বিটকয়েনের মূল্য কেমন হবে দাম কি আরো বৃদ্দি পাবে নাকি ডাউন হবে এই বিষয় আমার তেমন কোন ধারোনা নেই তাই আমি চিন্তা করেছি ২০২৫ সালের শেষের দিকে সকল বিটকয়েন বিক্রি করে দিয়ে ২০২৬-২৭ সালের বিটকয়েন এর মূল্য কেমন হয় সেটা বুঝবো এবং তার পরে আবারো বিনিয়োগ শুরু করবো।
-
আজকের বিটকয়েনের বর্তমান মূল্য রয়েছে ৬৮কে উপরে তবে মাঝে মাঝে বিটকয়েন এর মূল্য ডাউন হয় যার জন্য এখন পযন্ত ৭০ কে পোছাতে পারেনি আমি ধারোনা করে রেখেছি এই সপ্তাহের মধ্যে বিটকয়েনের মূল্য ৭০কে হবে।তবে আগামী ২০২৬-২৭ সালের দিকে বিটকয়েনের মূল্য কেমন হবে দাম কি আরো বৃদ্দি পাবে নাকি ডাউন হবে এই বিষয় আমার তেমন কোন ধারোনা নেই তাই আমি চিন্তা করেছি ২০২৫ সালের শেষের দিকে সকল বিটকয়েন বিক্রি করে দিয়ে ২০২৬-২৭ সালের বিটকয়েন এর মূল্য কেমন হয় সেটা বুঝবো এবং তার পরে আবারো বিনিয়োগ শুরু করবো।
আমি এটা এর আগেও আমার পোস্টে কয়েকবার বলেছি যে একজন মানুষের উচিত তার ফান্ডকে তিনটি ভাগে ভাগ করা, একটি ভাগে সে শুধুমাত্র বিটকয়েনে ইনভেস্টমেন্ট করবে আমি যেটা বোঝাচ্ছি সেটা হল ডলার পোস্ট এভারেজিং মেথড এর কথা, এবং আরেকটি ভাগে থাকবে ক্রিপ্টোকারেন্সিতেই কোন স্টেবল কয়েনে হোল্ডিং করে রাখা এবং তৃতীয় ভাগে ওই পরিমাণ এমাউন্ট ক্যাশ করা যেটা আপনার দৈনন্দিন জীবনে চলাচল করার জন্য লাগে বিশেষ করে সংসার চালাতে বা স্টুডেন্ট হলে পকেট মানি চালাতে।
আমি যেই স্ট্রাটেজি এর কথা এই স্ট্রাটেজিতে বিটকয়েন ইনভেস্টমেন্টটা অবশ্যই 2 বা 4 বছরের জন্য না এখানে ৮-১০ বছর বা ১২ বছরের স্ট্রাটেজি নিতে হবে। আর অবশ্যই যদি আমরা বিটকয়েন এর চার্ট এনালাইসিস করি তাহলে একটা আইডিয়া পাবো বিটকয়েনে প্রতি চার বছর পর পর যেমন করে বিটকয়েন হালবিং হয় বা তারপর বুল সিজন আসে ঠিক তেমনি একটা নিয়মে একটা নির্দিষ্ট টাইম পর পর বেয়ার সিজনও আসে দেখতে গেলে এখানেও চার বছরের গ্যাপ থাকে তো সেই হিসেব করলে 2026 অথবা 2027 সাল এ বেয়ার সিজন আসতে পারে এবং তখন আপনি আপনার ক্রিপ্টোকারেন্সিতে হোল্ডিং করা স্টেবল কয়েন ইনভেস্টমেন্ট করতে পারবেন।
অবশ্যই মনে রাখবেন আমরা বেশিরভাগ সময় স্ট্র্যাটেজি নিতে ভুল করি যা আমাদের পূর্ব থেকে নিতে হয় এবং স্ট্রাটেজি না রাখলে দেখা যায় যখন ইনভেস্টমেন্ট করার সময় তখন ইচ্ছা থাকলেও ইনভেস্টমেন্ট করার মত ফান্ড থাকে না।
আরেকটা কথা যখন বিটকয়েন উপরের দিকে আসে তখন আমরা সবাই এটাকে কেনার জন্য পাগল হই এবং যখন এটা আবার নিচের দিকে নামে তখন এটাকে কেনা তো দূরের কথা সেল দিয়ে দিতে পারলেই বাঁচি। এমনটা করা মানেই আপনি ফুড এ আক্রান্ত ।
-
বিটকয়েনের মূল্যের এমন ওঠা-নামা নতুন কিছু নয়। ক্রিপ্টোকারেন্সির বাজার খুবই অস্থিতিশীল, এবং বিটকয়েনের মূল্য অনেক সময় দ্রুত বাড়ে এবং আবার দ্রুত কমেও যেতে পারে। বিটকয়েনের মূল্য ৫০,০০০ ডলারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা নিয়ে অনেকেই চিন্তিত থাকলেও, এটা মনে রাখতে হবে যে এই ধরনের পতন বাজারের স্বাভাবিক আচরণের অংশ হতে পারে।এই অবস্থায় অনেক বিনিয়োগকারী ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করে থাকেন। তবে যারা বিটকয়েনে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবছেন, তারা সাধারণত ছোটখাটো মূল্যের ওঠানামা নিয়ে চিন্তিত না হয়ে অপেক্ষা করতে পারেন। আপনার বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং বাজারের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ।
আসলে ভাই আপনি যথার্থ বলেছেন উঠা নামা করা। আমরা লক্ষ করলাম গত কয়েক দিন ধরেই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবং তা ধীরে ধীরে প্রায় $৭০কে ডলার এর কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু আজ আবার ও নামতে শুরু করেছে। এখন বিটকয়েনের মূল্য $৬৭ কে এর নিচে নেমে গেছে।
আসলে বিটকয়েন এবং টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা প্রিডিকশন করা খুবই কঠিন। তবে ওভারঅল পরজালোচনা কর আমার মনে হচ্ছে বিটকয়েনের মূল্য কমতে পারে। এমনকি যদি বিটকয়েনের মূল্য $৫০কে এর নিচে নেমে যায় তাহলে অবাক হবো না।
-
বিটকয়েনের মূল্যের এমন ওঠা-নামা নতুন কিছু নয়। ক্রিপ্টোকারেন্সির বাজার খুবই অস্থিতিশীল, এবং বিটকয়েনের মূল্য অনেক সময় দ্রুত বাড়ে এবং আবার দ্রুত কমেও যেতে পারে। বিটকয়েনের মূল্য ৫০,০০০ ডলারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা নিয়ে অনেকেই চিন্তিত থাকলেও, এটা মনে রাখতে হবে যে এই ধরনের পতন বাজারের স্বাভাবিক আচরণের অংশ হতে পারে।এই অবস্থায় অনেক বিনিয়োগকারী ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করে থাকেন। তবে যারা বিটকয়েনে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবছেন, তারা সাধারণত ছোটখাটো মূল্যের ওঠানামা নিয়ে চিন্তিত না হয়ে অপেক্ষা করতে পারেন। আপনার বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং বাজারের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ।
আসলে ভাই আপনি যথার্থ বলেছেন উঠা নামা করা। আমরা লক্ষ করলাম গত কয়েক দিন ধরেই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবং তা ধীরে ধীরে প্রায় $৭০কে ডলার এর কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু আজ আবার ও নামতে শুরু করেছে। এখন বিটকয়েনের মূল্য $৬৭ কে এর নিচে নেমে গেছে।
আসলে বিটকয়েন এবং টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা প্রিডিকশন করা খুবই কঠিন। তবে ওভারঅল পরজালোচনা কর আমার মনে হচ্ছে বিটকয়েনের মূল্য কমতে পারে। এমনকি যদি বিটকয়েনের মূল্য $৫০কে এর নিচে নেমে যায় তাহলে অবাক হবো না।
বিটকয়েনের দাম সারা জীবন এরকম থাকবে না নামবে উঠবে এটাই বিটকয়েনের বাজারের ধর্ম। আজ ৬৭ হাজার ডলারে উঠানামা করছে তবে আমার মনে হয় এই অক্টোবর মাসটা বিটকয়েন ৭০ হাজার ডলারের আশেপাশে থাকবে এবং নভেম্বরে খুব সম্ভবত মার্কেট নিম্নমুখী হতে পারে। তবে এটা আমাদের শুধুমাত্র অনুমান নির্ভর পিডিকশন তাই সঠিক প্রেডিকশন করা কোনভাবেই পসিবল না।
-
বিটকয়েনের মূল্যের এমন ওঠা-নামা নতুন কিছু নয়। ক্রিপ্টোকারেন্সির বাজার খুবই অস্থিতিশীল, এবং বিটকয়েনের মূল্য অনেক সময় দ্রুত বাড়ে এবং আবার দ্রুত কমেও যেতে পারে। বিটকয়েনের মূল্য ৫০,০০০ ডলারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা নিয়ে অনেকেই চিন্তিত থাকলেও, এটা মনে রাখতে হবে যে এই ধরনের পতন বাজারের স্বাভাবিক আচরণের অংশ হতে পারে।এই অবস্থায় অনেক বিনিয়োগকারী ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করে থাকেন। তবে যারা বিটকয়েনে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবছেন, তারা সাধারণত ছোটখাটো মূল্যের ওঠানামা নিয়ে চিন্তিত না হয়ে অপেক্ষা করতে পারেন। আপনার বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং বাজারের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ।
আসলে ভাই আপনি যথার্থ বলেছেন উঠা নামা করা। আমরা লক্ষ করলাম গত কয়েক দিন ধরেই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবং তা ধীরে ধীরে প্রায় $৭০কে ডলার এর কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু আজ আবার ও নামতে শুরু করেছে। এখন বিটকয়েনের মূল্য $৬৭ কে এর নিচে নেমে গেছে।
আসলে বিটকয়েন এবং টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা প্রিডিকশন করা খুবই কঠিন। তবে ওভারঅল পরজালোচনা কর আমার মনে হচ্ছে বিটকয়েনের মূল্য কমতে পারে। এমনকি যদি বিটকয়েনের মূল্য $৫০কে এর নিচে নেমে যায় তাহলে অবাক হবো না।
বিটকয়েনের দাম সারা জীবন এরকম থাকবে না নামবে উঠবে এটাই বিটকয়েনের বাজারের ধর্ম। আজ ৬৭ হাজার ডলারে উঠানামা করছে তবে আমার মনে হয় এই অক্টোবর মাসটা বিটকয়েন ৭০ হাজার ডলারের আশেপাশে থাকবে এবং নভেম্বরে খুব সম্ভবত মার্কেট নিম্নমুখী হতে পারে। তবে এটা আমাদের শুধুমাত্র অনুমান নির্ভর পিডিকশন তাই সঠিক প্রেডিকশন করা কোনভাবেই পসিবল না।
বিটকয়েনের বাজার কিছু কিছু সময় দাম বাড়বে আবার কিছু কিছু সময় দাম কমবে এটাই সাবাবিক।আজকের বিটকয়েনের দাম ৬৬কে রয়েছে আজকে বিটকয়েনের দাম অনেক বেশি কমছে।বিটকয়েনের দাম কমার কারোনে সকল altcoin এর মূল্য অনেক বেশি কমে গেছে মনে হচ্ছে বিটকয়েন বড় ধরনের ডাম্পিং হতে চলেছে।এখন যদি বিটকয়েনের দাম ডাম্পিং হয় তবে অনেকেই বড় ধরনের লসের মধ্যে পরবে কারন সবাই ধারোনা করেছিলো বিটকয়েনের দাম ৭৫ কে এর উপরে যাবে এটা মনে করে অনেকেই বিটকয়েনে বিনিয়োগ করেছিলো।এখন দেখার বিষয় বিটকয়েনের বাজার কি হতে যাচ্ছে দাম বৃদ্দি পাবে কি নাকি দাম আরো ডাম্পিং হবে।
-
বিটকয়েনের বাজার কিছু কিছু সময় দাম বাড়বে আবার কিছু কিছু সময় দাম কমবে এটাই সাবাবিক।আজকের বিটকয়েনের দাম ৬৬কে রয়েছে আজকে বিটকয়েনের দাম অনেক বেশি কমছে।বিটকয়েনের দাম কমার কারোনে সকল altcoin এর মূল্য অনেক বেশি কমে গেছে মনে হচ্ছে বিটকয়েন বড় ধরনের ডাম্পিং হতে চলেছে।এখন যদি বিটকয়েনের দাম ডাম্পিং হয় তবে অনেকেই বড় ধরনের লসের মধ্যে পরবে কারন সবাই ধারোনা করেছিলো বিটকয়েনের দাম ৭৫ কে এর উপরে যাবে এটা মনে করে অনেকেই বিটকয়েনে বিনিয়োগ করেছিলো।এখন দেখার বিষয় বিটকয়েনের বাজার কি হতে যাচ্ছে দাম বৃদ্দি পাবে কি নাকি দাম আরো ডাম্পিং হবে।
ভাই আপনি যেটা বললেন সেটা হবে এরকম বলে মনে হচ্ছে না কারণ বিটকয়েনের দাম খুব একটা ডাম্পিং হয়নি যেটা হয়েছে এটা স্বাভাবিক ডাম্পিং মনে হচ্ছে। আর যতটুকু ডাম্পিং করেছিল আপনি দেখবেন সেটার রিকভারের দিকে আছে। আমি দেখলাম ভাই ৬৭কে+ আছে বর্তমানে ও। এখনো বর্তমানে যে পজিশনে আছে এখান থেকেও অনেকেই ধারণা করতেছে যে ৭০ প্লাস হয়ে ৭৫ কে স্পর্শ করতে পারে বাকিটা দেখা যাক কি হয়।
-
বিটকয়েনের বাজার কিছু কিছু সময় দাম বাড়বে আবার কিছু কিছু সময় দাম কমবে এটাই সাবাবিক।আজকের বিটকয়েনের দাম ৬৬কে রয়েছে আজকে বিটকয়েনের দাম অনেক বেশি কমছে।বিটকয়েনের দাম কমার কারোনে সকল altcoin এর মূল্য অনেক বেশি কমে গেছে মনে হচ্ছে বিটকয়েন বড় ধরনের ডাম্পিং হতে চলেছে।এখন যদি বিটকয়েনের দাম ডাম্পিং হয় তবে অনেকেই বড় ধরনের লসের মধ্যে পরবে কারন সবাই ধারোনা করেছিলো বিটকয়েনের দাম ৭৫ কে এর উপরে যাবে এটা মনে করে অনেকেই বিটকয়েনে বিনিয়োগ করেছিলো।এখন দেখার বিষয় বিটকয়েনের বাজার কি হতে যাচ্ছে দাম বৃদ্দি পাবে কি নাকি দাম আরো ডাম্পিং হবে।
ভাই আপনি যেটা বললেন সেটা হবে এরকম বলে মনে হচ্ছে না কারণ বিটকয়েনের দাম খুব একটা ডাম্পিং হয়নি যেটা হয়েছে এটা স্বাভাবিক ডাম্পিং মনে হচ্ছে। আর যতটুকু ডাম্পিং করেছিল আপনি দেখবেন সেটার রিকভারের দিকে আছে। আমি দেখলাম ভাই ৬৭কে+ আছে বর্তমানে ও। এখনো বর্তমানে যে পজিশনে আছে এখান থেকেও অনেকেই ধারণা করতেছে যে ৭০ প্লাস হয়ে ৭৫ কে স্পর্শ করতে পারে বাকিটা দেখা যাক কি হয়।
হা ভাই আপনি যথার্থ বলেছেন এই ডাম্পিং টা সবাই বলে আমি মনে করি। এটাকে আমরা মার্কেট কারেকশনও বলতে পারি। যে কোন কারেন্সির মূল্য বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে মার্কেট কারেকশনের জন্য সেটার মূল্য কিছুটা দাম হতে পারে। তাই এটা নিয়ে ভয়ের কোন কারণ আছে বলে আমি মনে করি না।
আমিও মনে করি বিটকয়েনের মূল্য খুব অল্প সময়ের ভিতরে ৭৫ হাজার ডলারে পৌঁছে যেতে পারে। তবে আমার মতে বিটকয়েনের মূল উদ্যগতি আমরা ২০২৫ সালের শুরুর দিকেই দেখতে পারি। তবে এটা সত্য যে সর্বদাই কৃপ্ত কারেন্সি অনিশ্চিত কখন কোন দিকে যাবে বলা যায় না।
-
বিটকয়েনের বাজার কিছু কিছু সময় দাম বাড়বে আবার কিছু কিছু সময় দাম কমবে এটাই সাবাবিক।আজকের বিটকয়েনের দাম ৬৬কে রয়েছে আজকে বিটকয়েনের দাম অনেক বেশি কমছে।বিটকয়েনের দাম কমার কারোনে সকল altcoin এর মূল্য অনেক বেশি কমে গেছে মনে হচ্ছে বিটকয়েন বড় ধরনের ডাম্পিং হতে চলেছে।এখন যদি বিটকয়েনের দাম ডাম্পিং হয় তবে অনেকেই বড় ধরনের লসের মধ্যে পরবে কারন সবাই ধারোনা করেছিলো বিটকয়েনের দাম ৭৫ কে এর উপরে যাবে এটা মনে করে অনেকেই বিটকয়েনে বিনিয়োগ করেছিলো।এখন দেখার বিষয় বিটকয়েনের বাজার কি হতে যাচ্ছে দাম বৃদ্দি পাবে কি নাকি দাম আরো ডাম্পিং হবে।
ভাই আপনি যেটা বললেন সেটা হবে এরকম বলে মনে হচ্ছে না কারণ বিটকয়েনের দাম খুব একটা ডাম্পিং হয়নি যেটা হয়েছে এটা স্বাভাবিক ডাম্পিং মনে হচ্ছে। আর যতটুকু ডাম্পিং করেছিল আপনি দেখবেন সেটার রিকভারের দিকে আছে। আমি দেখলাম ভাই ৬৭কে+ আছে বর্তমানে ও। এখনো বর্তমানে যে পজিশনে আছে এখান থেকেও অনেকেই ধারণা করতেছে যে ৭০ প্লাস হয়ে ৭৫ কে স্পর্শ করতে পারে বাকিটা দেখা যাক কি হয়।
হ্যাঁ ভাই ৭৫ হাজার ডলার তো অলরেডি স্পর্শ করেই ফেলল। আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই আমরা দেখতে পেলাম। আপনার ভবিষ্যৎ বাণীটা মিলেই গেল। এই মুহূর্তে বিটকয়েন ৭৫ হাজার ৫০০ ডলারের উর্ধ্বে তবে অনুমান করা যাচ্ছে বিটকয়েন এই সুযোগে হয়তো ৮০ হাজার ডলার অতিক্রম করবে। তবে এই মুহূর্তে আমার একটা জিনিস ভালো লাগছে না সেটা হচ্ছে এই মৌসুমে শুধু বিটকয়েন বৃদ্ধি পেয়েছে অনন্য এলটকয়েন একটু বৃদ্ধ ি পাচ্ছে না। বিটকয়েন এর পরে সবচেয়ে জনপ্রিয় দ্বিতীয় বৃহত্তম কয়েন ইথেরিয়াম এই মৌসুমে একটুও বৃদ্ধি পায়নি। বিটকয়েনের দাম অনুযায়ী এই মুহূর্তে ইথেরিয়ামের দাম প্রায় ৫০০০ ডলারের উর্ধ্বে থাকা উচিত ছিল কিন্তু সেখানে আমরা ইথারিয়ামের দাম দেখতে পাচ্ছি ২৬৭০ ডলার যেখানে বিটকয়েনের দাম ৭৫ হাজার ৫০০ ডলার। তবে ভাই এলটকয়েন মার্কেট বৃদ্ধি নিয়ে আপনার কি কোন ধারণা আছে যদি থাকে তাহলে একটু শেয়ার করবেন।
-
এমন কিছু সম্ভাবনা রয়েছে যে বিটকয়েনের দাম শীঘ্রই $80k ছুঁয়ে যেতে পারে যদি $80k আমরা আশা করতে পারি এটি $100k-এ যাবে তবে 2024 সালে এটি ঘটবে কিনা জানি না কারণ এটি ব্যক্তিগতভাবে আমার কাছে অসম্ভাব্য বলে মনে হয়, বা এটি 2025 সালে ঘটতে পারে, যা মেসিমের জন্য খুব বেশি। আমি বিশ্বাস করি আমরা দেখব2025 সালে বিটকয়েন $100k বা তার সামান্য উপরে আঘাত করেছে। তাছাড়া মার্কেট তো বর্তমান উপরের দিকে যাইতেছে।