বাউন্টি সেকশনে আমরাও কাজ করি যার যার এলাকায় আমি দেখেছি তাদের একটা নিজস্ব গ্রুপ থাকে। তারা সেই গ্রুপে আপডেট নিউজ সবসময় দিয়ে দেয়। অনেক সময় একেক জন কোন খেয়াল করেনা যে কখন নতুন ক্যাম্পেইন আসে কিন্তু অনেকগুলো ইউজারদের মধ্যে যে কেউ একজনের যদি জানে তাহলে সে গ্রুপে শেয়ার করলেই সবাই সে ক্যাম্পেইন এড হতে পারে। বাউন্টি করতে হলে আমি মনে করে অবশ্যই গ্রুপে এড হলে সবথেকে বেটার হবে। তাহলে কোন ক্যাম্পিয়ান মিস যাবে না।