আমি এই ফোরামে জয়েন হওয়ার পর থেকে আমি অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি। এই ফোরাম অনেক ভালো একটি ফোরাম। । তাই আমরা যারা ফরামে নতুন জয়েন হয়েছি তারা যদি কিছু না বুঝে।। তাহলে এই ফোরামের পোস্টগুলো পড়ে কিছু বুঝতে পারি।। যেমন একজন মা যদি তার সন্তানের প্রতি না চায়।। তেমনিভাবে এই ফোরাম ও একজন আরেকজনের ক্ষতি চায় না।