Coin63@, Nostoman দুজনেই আমার খুব কাছের এবং এই ফোরামে বন্ধু। তাদের দুজনের সামান্য উঞ্চ কথায় আমি হতবিহ্বল হয়ে পড়েছি। দুই বন্ধুকে বলছি- আপনারা দুজনেই আমার ডান হাত ও বাম হাত। আমি যখন লিজেন্ডারী হয়েছিলাম তখন আর কেউ হিরো মেম্বারও ছিলোনা। আমার মনের মধ্যে একটা কষ্ট ছিলো যে আরো দুজনকে যদি দ্রুত পেতাম তাহলে আমার খুব্ ভালো লাগতো। আপনারা দুজনে আমার সেই কষ্ট ভূলিয়ে দিয়েছেন। আরো মাস খানেকের মধ্যে কয়েকজন লিজেন্ডারী পাব। তাই আপনারা সিনিয়র দুজন যত রাগ আছে নিজেদের মধ্যে না ঝেড়ে আমার উপরে ঝাড়ুন আমার টেলিগ্রামে গিযে @munalam0 । আর সবাই আগের মতই থাকি। জুনিয়ররা আমাদের এমন কথাবার্তা দেখলে তারাও মনে মনে কিছুটা সংকোচ বোধ করবে। সবাই ধৈর্য্য অবলম্বন করি। সবার সুস্থ্যতা কামনা করি।