কৃপ্টোকারেন্সি সম্পর্কে প্রথম জানতে পারি ২০১৯ সালের শুরুর দিকে। এর আগে ptc এবং ডাবলার সাইটে কাজ করে করে অনেক সময় এবং টাকা নষ্ট করেছি। কৃপ্টো সম্পর্কে জানার পর সেই ২০১৯ সালের শুরুর দিক থেকে লেগে আছি। এবং দিনের এক তৃতীয়াংশ সময় আমি কৃপ্টো নিয়েই থাকি। এয়ারড্রপ, বাউন্টি, ট্র্যাডিং এসব করেই যাচ্ছে আমার কৃপ্টোকারেন্সি নিয়ে জীবন।