Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমার পরিচয়টা দেই আমি মুভি টুয়েন্টিফোর এই এলাকায় নতুন জয়েন করেছি এবং এলার্ট কয়েন বিষয়ে জানার চেষ্টা করতেছি আশা করি সবাই আমাকে এলাট এলাট করেন বিষয়ে সাধারণ ধারণা এবং কাজ কাজের বিষয়ে সাহায্য করবেন ধন্যবাদ
Quote from: Tepona on February 17, 2021, 08:12:02 AMQuote from: Malam90 on February 17, 2021, 08:09:06 AMটপিকটা স্টিকি/পিন করে দিলাম নতুনদের সুবিধার্থে। সবাই নিজেদের পরিচয় দিতে পারবে এসেই, আর পুরাতনরা নতুনদের বিভিন্ন লিংক দিয়ে অভ্যর্থনা জানাবেন।পিন পোস্ট করা প্রয়োজন ছিল। সুতরাং আপনাকে ধন্যবাদ। ইতোমধ্যেই আমি আমার পরিচয় দিয়েছি। সবাই জেলা ও উপজেলার নাম উল্লেখ করলে ভালো হয়। নিজ নিজ জেলার পরিচয় দিন।জেলা উপজেলার নাম বলা আবশ্যক নয়। কেউ চাইলে বলতে পারে, না চাইলে না। আর ক্রিপ্টো জগতে প্রকাশ্য সবার পরিচয় দেওয়াটাও ঠিক যুক্তিযুক্ত মনে করিনা। সেটা ভালোর পরিবর্তে অনেকেই খারাপ কাজে লাগাতে পারে। তাই সামান্য পরিচয় দেওয়া ভালো, বিস্তারিত না বলে।
Quote from: Malam90 on February 17, 2021, 08:09:06 AMটপিকটা স্টিকি/পিন করে দিলাম নতুনদের সুবিধার্থে। সবাই নিজেদের পরিচয় দিতে পারবে এসেই, আর পুরাতনরা নতুনদের বিভিন্ন লিংক দিয়ে অভ্যর্থনা জানাবেন।পিন পোস্ট করা প্রয়োজন ছিল। সুতরাং আপনাকে ধন্যবাদ। ইতোমধ্যেই আমি আমার পরিচয় দিয়েছি। সবাই জেলা ও উপজেলার নাম উল্লেখ করলে ভালো হয়। নিজ নিজ জেলার পরিচয় দিন।
টপিকটা স্টিকি/পিন করে দিলাম নতুনদের সুবিধার্থে। সবাই নিজেদের পরিচয় দিতে পারবে এসেই, আর পুরাতনরা নতুনদের বিভিন্ন লিংক দিয়ে অভ্যর্থনা জানাবেন।
Quote from: Malam90 on February 17, 2021, 11:06:29 AMQuote from: Tepona on February 17, 2021, 08:12:02 AMQuote from: Malam90 on February 17, 2021, 08:09:06 AMটপিকটা স্টিকি/পিন করে দিলাম নতুনদের সুবিধার্থে। সবাই নিজেদের পরিচয় দিতে পারবে এসেই, আর পুরাতনরা নতুনদের বিভিন্ন লিংক দিয়ে অভ্যর্থনা জানাবেন।পিন পোস্ট করা প্রয়োজন ছিল। সুতরাং আপনাকে ধন্যবাদ। ইতোমধ্যেই আমি আমার পরিচয় দিয়েছি। সবাই জেলা ও উপজেলার নাম উল্লেখ করলে ভালো হয়। নিজ নিজ জেলার পরিচয় দিন।জেলা উপজেলার নাম বলা আবশ্যক নয়। কেউ চাইলে বলতে পারে, না চাইলে না। আর ক্রিপ্টো জগতে প্রকাশ্য সবার পরিচয় দেওয়াটাও ঠিক যুক্তিযুক্ত মনে করিনা। সেটা ভালোর পরিবর্তে অনেকেই খারাপ কাজে লাগাতে পারে। তাই সামান্য পরিচয় দেওয়া ভালো, বিস্তারিত না বলে।জ্বি ভাই, যতদিন না কৃপ্টো বৈধতা পাবে। ততদিন আমাদের পরিচয় গোপন রাখাই শ্রেয় হবে। কোন বিপদ কখন আসে তা বলা মুশকিল। সতর্ক থেকে নিজেকে গুপ্ত রেখে কাজ করে গেলে কোন সমস্যা হবেনা আমাদের। অনেক নতুন আছে যারা কৃপ্টো নিয়ে কাজ করে তা বলে বেড়ায়। যা নিজের জন্য এবং আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।
Quote from: iRan Chy on February 18, 2021, 10:00:28 AMQuote from: Malam90 on February 17, 2021, 11:06:29 AMQuote from: Tepona on February 17, 2021, 08:12:02 AMQuote from: Malam90 on February 17, 2021, 08:09:06 AMটপিকটা স্টিকি/পিন করে দিলাম নতুনদের সুবিধার্থে। সবাই নিজেদের পরিচয় দিতে পারবে এসেই, আর পুরাতনরা নতুনদের বিভিন্ন লিংক দিয়ে অভ্যর্থনা জানাবেন।পিন পোস্ট করা প্রয়োজন ছিল। সুতরাং আপনাকে ধন্যবাদ। ইতোমধ্যেই আমি আমার পরিচয় দিয়েছি। সবাই জেলা ও উপজেলার নাম উল্লেখ করলে ভালো হয়। নিজ নিজ জেলার পরিচয় দিন।জেলা উপজেলার নাম বলা আবশ্যক নয়। কেউ চাইলে বলতে পারে, না চাইলে না। আর ক্রিপ্টো জগতে প্রকাশ্য সবার পরিচয় দেওয়াটাও ঠিক যুক্তিযুক্ত মনে করিনা। সেটা ভালোর পরিবর্তে অনেকেই খারাপ কাজে লাগাতে পারে। তাই সামান্য পরিচয় দেওয়া ভালো, বিস্তারিত না বলে।জ্বি ভাই, যতদিন না কৃপ্টো বৈধতা পাবে। ততদিন আমাদের পরিচয় গোপন রাখাই শ্রেয় হবে। কোন বিপদ কখন আসে তা বলা মুশকিল। সতর্ক থেকে নিজেকে গুপ্ত রেখে কাজ করে গেলে কোন সমস্যা হবেনা আমাদের। অনেক নতুন আছে যারা কৃপ্টো নিয়ে কাজ করে তা বলে বেড়ায়। যা নিজের জন্য এবং আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।খুবই ভালো কথা। একই কথা তো আমি, নস্টম্যান ভাই কতবার বলেছি বাংলাবোর্ডে সবাইকে সতর্ক করার জন্য। আসল পরিচয় দেওয়ার দরকার নেই নিজেদের কাছের লোকের কাছে ছাড়া। আরেকটা কথা-সোস্যাল মিডিয়া ঘাটলে জানা যায় তথ্য।
আমি আশিকুর রহমান। সাতক্ষীরা থেকে বলছি।আমি এখানে নতুন। আমি আগে কোন ফোরামে কাজ করি নি। কোন ট্রেড ও করিনি কখনও। আমাকে কেউ কিছু সাহায্য করলে ভাল হয়। কিভাবে কি করতে হবে কিছু দিক নির্দেশনা পেতাম আরকি।
আমি একজন উন্নয়ন কর্মী, আমার ইউজার নেম ফারহানা। আমি আমার কাছের বন্ধুর মাধ্যমে এখানে স্বপ্নযাত্রা শুরু করেছি, সকল সিনিয়র ভাইদের সহযোগিতা ও পরামর্শ আশাবাদী। অল্টকয়েনটকে অল্প কিছুদিন আসলেও আজ থেকে নতুন যাত্রা শুরু করেছি।
আমার নাম টিউবলাইট। আমি মাত্র কয়েকদিন যাবত এই ফোরাম এসেছি। আমি বাংলাদেশ থেকে বলছি।
আমি রকিব হাসান। আমি সিরাজগঞ্জ থেকে। আমি রাজশাহী শহরে বসবাস করি। রাজশাহী (RU) ইউনিভার্সিটি তে Information & Communication Engineering ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। করোনাকালীন সময়ে প্রথম বর্ষ ছিলাম।
আমি এই ফোরামের নতুন একজন ইউজার, আশা করি সবাই আমাকে সকল বিষয়ে সাহায্য করবেন। আমি এই ফোরামের নিয়ম কানুন ভালোভাবে জানি না। তাই সকলের কাছে সাহায্য চাই।