+1
আমি অলরেডি ৪৪ নম্বরে অবস্থান করছি। আমি গতকালই মনে হয় অরিজিনাল থ্রেড টা দেখেছিলাম এবং সেখানে কমেন্ট ও করেছিলাম। যেহেতু এখনো কারমা কে ক্যাম্পেইন রিকোয়ারমেন্ট হিসেবে ধরা হচ্ছে না, তাই আমার মনে হয় মানুষ এখনো কারমা কে তেমন একটা পাত্তা দিচ্ছে না। এক দিক দিয়ে অবশ্য ভালোই হয়েছে। কারন তখন আবার আমাদের দাদারা ধুমায়া কারমা এবিউজ করতো।
এমনেই তো এবিউজ করে করে রেড ডট খেয়ে বসে আছে। আমি ভাই অনেক বার তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি। এখন দেখি সেই ভাইয়েরা আমার পোষ্টে আর রিপ্লাই করে না। যাই হোক, প্রতি মাসেই সম্ভবত আমরা এই ষ্টাটস পেতে যাচ্ছি।
+১
লল, গরিব আমি!!! ২ টা কারমা নিয়ে পৃথিবীতে বেঁচে আছি।

ভাই আমার একটা প্রশ্ন ছিল। কোথায় জানি দেখলাম কারমা নাকি টোকেন/কয়েনে কনভার্ট করা যায়। আর এটা কোথায় লিস্টেড? এবিষয়ে যদি একটু বলতেন অথবা থ্রেড লিংক দিতেন তাহলেও হবে।
আমি এখনো ফোরামের সাথে খাপ খাওয়াইতে পারিনি। অনেক কিছুই খুঁজে পাইনা। অল্টটকে হাজার হাজার বোর্ড বিটিটির তুলনায়।
নোট: ওহহ আরেকটা প্রশ্ন ছিল! আমাদের কাছে কি আনলিমিটেড কারমার সাপ্লাই আছে? একজনকে দেয়ার ১০০ ঘন্টা পর আবার তাকে দেয়া যায় বুঝলাম। বাট আমি যদি চাই তাহলে সব নতুন ইউজার দিতেই থাকতে পারবো দিতেই থাকলে পারবো? (এটা একটা থিওরেটিকাল প্রশ্ন, শুধু জানার জন্য! কারমা দেয়া নেয়া নিয়ে আমার আহামরি আগ্রহ নাই, কাউরে দেইও না তেমন)।