যাইহোক ভাই আপনি তা অল্পের জন্য বেঁচে গেছেন কিছু কিছু বিনিয়োগ করে হাজার হাজার ডলার এখানে ইনভেস্ট করে মারা গেছে। আপনি তাও কিছু ডলার লাভ করেছেন আমিও এই কয়েনটি কিনতে চেয়েছিলাম কিন্তু এরকম চিন্তা ভাবনা করে আর কেনা হয়নি এখন মনে হচ্ছে না কিনে ভালই হয়েছে তাহলে আমিও মারা খেতাম। যাইহোক এ ধরনের মিম কয়েন থেকে দূরে থাকা ভালো আস্থাভাজন কিছু কয়েনে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে।
একচুয়ালি ভাই আমরা যেভাবে চিন্তা করি বড় বড় হোয়েল ট্রেডাররা কিন্তু সেভাবে চিন্তা করে না আমাদের চিন্তা যেখানে শেষ হয় সেখানেই তাদের চিন্তা শুরু হয়।
বিষয়টা যদি আরেকটু খোলাসা করে বলি তাহলে যখন আমরা ভাবি যে মার্কেট বা কোন কয়েন পাম্প করবে তখনই দেখতে পারব যে সেই কয়েনটি ডাম্প করতেছে।
অন্যদিকে যখন চিন্তা করব যে ডাম্প করবে ঠিক তখনই মার্কেট পাম্প করে। এই সাইকোলজিকাল বিষয়গুলো যদি এভাবে না হত তাহলে ক্রিপ্ট ট্রেডিং কিছু থাকত না কারণ সবাই প্রফিট করলে মার্কেট কিভাবে চলবে। কেউ প্রফিট করবে কেউ লস করবে এভাবেই তো মার্কেট।
আমি হয়তো সে এবার একটু ওইভাবে চিন্তা করছিলাম এই জন্য প্রফিট করতে পারছি।
