Sidra নিয়ে যেহেতু কথা চলছে এখানে তাহলে আমি কিছু কথা জানতে চাই। Sidra এটা এক সময় ভালো পরিমাণে প্রোফিট দিত যেটা বলতে গেলে প্রতিটা পেটের দাম মোটামুটি ভালোই ছিল কিন্তু তুই সেটা বর্তমান সময় খুবই কমে গেছে। কিছুদিন আগেও যেটার ভ্যালু ছিল অনেক বেশি। মানে পার্ট টোকেন ৩০-৪০টাকা পর্যন্ত সেল করা গিয়েছে কিন্তু বর্তমানে টোকেনের দাম কমে গিয়ে ১০-১৫ টাকার মধ্যে এসে গেছে। যেভাবে লোকজন এটার পিছনে ঝাঁপিয়ে পড়েছিল তাতে এখান থেকে প্রচুর পরিমাণে প্রোফিট নিয়ে গেছে অনেকে। যারা প্রথম দিকে করতে পেরেছিল তারা ভালো পরিমাণে প্রচুর নিতে পারে কিন্তু পরবর্তী সময়ে যারা করেছে তারা সেরকম কোনো প্রফিট নিতে পারে নি। যারা লাস্টের দিকে মানে গত মাসের মধ্যে কিনেছিল তাদের চালান তে অনেক সময় লাগবে।
২৪ ঘন্টা পরে পড়ে ক্লাইম করতে হয় কিন্তু ভাই আমার মাত্র দুই তিনটা একাউন্ট সেগুলোই ক্লেইযম করতে মনে থাকে না। যাদের অনেক বেশি পরিমাণে অ্যাকাউন্ট তারা কিভাবে এতগুলো ক্লেইম করে কিভাবে?
ভাই আপনার এই পোস্টটি পড়তে আমার কয়েকবার চিন্তা করতে হয়েছে যে আপনি কি বলেছেন। হুটহাট পোস্ট না করে একটু সময় নিয়ে পোস্ট করার চেষ্টা করুন আপনার পোষ্টের মধ্যে অনেকগুলো বানান ভুল শুধুমাত্র বানান ভুল হলে তাও মানা যেত কিছু একটু লাইনে আপনি কি বলেছেন তাই বুঝা যায় না। আপনি ফোরামের নিউবাই অ্যাকাউন্ট ইউজার নন তাই পোস্ট করার আগে অবশ্যই সময় নিয়ে ভালোভাবে পোস্ট করুন।
আর আমি এই টপিকটি খুলেছিলাম কাউকে ইনভেস্টমেন্ট করার জন্য উদ্বুদ্ধ করতে নয়। আমি আমার বিষয়ে মতামত চেয়েছিলাম আপনাদের থেকে। আমি আমার প্রথম পোস্টটি বলেছিলাম যে আমি যে টাকা সেখানে ইনভেস্টমেন্ট করেছিলাম সেই টাকা আমার তখনই উঠে গিয়েছে যার কারণে লস করার কোন ভয় আমার মধ্যে নেই আর এ কারণে আমি একাউন্টগুলো ধরে রেখেছি। তবে যদি কেউ বেশি দামে একাউন্ট কেনে তাদের ইনভেস্টমেন্টের টাকা উঠবে কিনা যাতে সন্দেহ আছে। কারণ কয়েকদিন যাবত সিদ্রার দাম প্রচুর পরিমাণে ডাউন হচ্ছে।
ভাই যাদের অনেক গুলো অ্যাকাউন্ট তারা অবশ্যই সঠিক সময়ে সেগুলো ক্লেম করে এবং তাদের মনে থাকে কারণ তাদের একদিন ক্লেম মিস গেলে ভালো পরিমাণে লস হয়। তাই তারা একটি সঠিক সময়ে সবগুলোকে ক্লেম করে। যেমন যদি আমার কথা বলতে চাই আমি প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নিতে একটু সময় ক্লেম করি আর আমি সেই সময়ের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। যেন ক্লেমের টাইম অতিক্রম না হয়