Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমি এই ফোরামে নতুন ,, এই ফোরামে কিভাবে কাজ করব,,, আর এই কাজ করা সম্পর্কে আমার কোন ধারণা নেই,,, তাই যদি কোন সিনেমার ভাই থাকেন তাহলে হেল্প করবেন,,
Altcoin এর ভবিষ্যত কি ? এটি কি Bitcoin বা Ethereum এর মতো সামনের দিকে এগিয়ে যেতে পারবে । যদি জানেন তাহলে একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে ভালো পোষ্ট করার জন্য
উত্তরঃAltcoins দুটি শব্দ সমন্বয়ে তৈরি: "Alt" এবং "coin" ; alt=alternative মানে 'বৈকল্পিক' এবং 'coin' অর্থ ডিজিটাল টাকা বা ক্রিপ্টোকারেন্সি । অল্টারনেটিভ ক্রিপ্টোকারেন্সি চালু করা হয়েছে বিটকয়েনের সফলতার পর। Altcoins এর উদাহরণ হল এথেরিয়াম, রেপল, লাইটকোইন, কার্ডানো, মেনরো এবং অন্যান্য অনেকগুলি কয়েনের একটি ভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন ব্যবহার আছে।
Altcoin কি সে সম্পর্কে আর কোন ধারনা নেই। কিন্তু এ্যালাট কয়েন কি বিটকয়েনের অনেক এগিয়ে যেতে পারবে সে সম্পর্কে যদি কিছু বলতেন সিনিয়র ভাইরা তাহলে ভালো হতো। এ প্রজেক্টে আমি একজন নতুন ইউজার।
আমরা জানি altcoin দুটো শব্দের সমন্বয়ে গঠিত।যেখানে alt শব্দের অর্থ হলো বৈপ্লবিক এবং coin শব্দের অর্থ হলো ডিজিটাল মুদ্রা।অর্থাৎ coin হলো cryptocurrency এর আরেক নাম।তবে altcoins হিসাবে আমরা বিভিন্ন মুদ্রা যেমন এথেরিয়াম, রেপল, লাইটকোইন ইত্যাদি কয়েন এর একটি ভিত্তি হিসাবে জানি।
Quote from: totol02 on August 31, 2018, 11:46:17 AMAltcoin এর ভবিষ্যত কি ? এটি কি Bitcoin বা Ethereum এর মতো সামনের দিকে এগিয়ে যেতে পারবে । যদি জানেন তাহলে একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে ভালো পোষ্ট করার জন্যহ্যা আল্টকয়েন ও একদিন বিটকয়েনের মত এগিয়ে জেতে পাড়বে যদি আমাদের সাপর্ট থাকে। বিটকয়েনও প্রথম অবস্থায় এরকম জনপ্রিয় ছিলো না। আস্তে আস্তেই হয়েছে।