প্রায় প্রতি ১০ মিনিট (কম বেশিও হতে পারে) পরপর নতুন নতুন ব্লক তৈরি হয়। আর মাইনাররা সেই ব্লককে কনফার্ম বা ভেরিফাই করে থাকেন এবং সেটা পাবলিক ডিস্টিবিউটেড লেজার ভুক্ত হয় যা সবাই দেখতে পারে যাকে বলি ব্লক চেইন। এভাবে প্রতি ব্লক কনফার্ম করার জন্য মাইনাররা মূলত দুই ভাবে রিওয়ার্ড বা পুরস্কার পেয়ে থাকেন যাকে বলা হয় ব্লক রিওয়ার্ড। প্রথমত তারা আমাদের ট্রান্সফার যে ফি কাটে সেটা থেকে পান, আবার মাইনিং এর জন্য ফ্রেশ বিটকয়েনের অংশ বিশেষ পেয়ে থাকেন যেটা হচ্ছে নতুন বিটকয়েন। এভাবে মাইনাররা নতুন বিটকয়েন তৈরি করেন যা তাদের পুরস্কার। সর্বচ্চ ২১ মিলিয়ন পর্যন্ত মাইনিং করা যাবে যা হতে এখনও প্রায় ২৪,১৫,৮৫০ বিটকয়েন বাকি আছে।