Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আলটাকয়েন ফোরামে নতুন আপডেট এসেছে । আমাদের ফোরাম র্যাংকের পরিবর্রন হয়েছে । পোস্ট এর বর্তমান নাম Activityকিন্তু কারমা দেওয়ার সিস্টেম পরিবর্রন হয়নি । এখন প্রশ্ন আসবে - কি কন এসব ! হুম ... আমি ঠিকই বলছি , আগে কারমা দেওয়ার জন্য মিনিমাম সিনিয়র মেম্বার র্যাংক প্রয়োজন হতো অর্থাৎ ১২০ টি পোস্ট করলে আমরা সিনিয়র মেম্বার হতাম এবং মানসম্মত পোস্টে কাউকে কারমা দিতে পারতাম । এখন ফুল মেম্বার বা সিনিয়র মেম্বার হতে হবে না , আপনার ১২০টি Activity থাকলে আপনি কোন পোস্ট এ কারমা দিতে পারবেন । :)আশা করি সবাই বুঝতে পেড়েছেন দয়াকরে আজেবাজে কোন পোষ্টে কারমা দিবেন না
বর্তমানের নতুন আপডেট করা হয়েছে নিয়মটি। আগে 120 প্লাস অ্যাক্টিভিটি হলেই যে কাউকে কারমা দেওয়া সম্ভব হতো। কিন্তু এখন সিনিয়র মেম্বার ছাড়া কেউ কাউকে কারমা দিতে পারবে না।আর সিনিয়র মেম্বার হওয়ার জন্য অবশ্যই আপনাকে 312 + অ্যাক্টিভিটি হতে হবে। আর আপনি সিনিয়র মেম্বার হলেই কারমা দিতে পারবেন।
সিনেটে প্রস্তাব পাশ!! এখন থেকে কারমা দিতে পারবেন সিনিয়র মেম্বার র্যাংক থেকে।= https://www.altcoinstalks.com/index.php?topic=191371.0এটা হচ্ছে নতুন আপডেট। টপিকটা সবাই পড়তে পারেন তাহলে বিস্তারিত জানতে পারবেন।স্টিকি পোস্টগুলো সবাই পড়বেন তাহলে এরকম প্রশ্নের উত্তর সেখানে দেওয়া থাকে।
কয়েকদিন আগেও 120 টা অ্যাক্টিভিটি হলে যে কাউকে কারমা দেওয়া যেত। কিন্তু বর্তমানে এডমিন এর রুলস টাকে পরিবর্তন করেছে অর্থাৎ এখন মিনিমাম সিনিয়র মেম্বার না হলে কাউকে কারমা দেওয়া পসিবল না।আপনি যদি অন্যকে কারমান দিতে চান তাহলে অবশ্যই আপনার রেঙ্ক মিনিমাম সিনিয়র মেম্বার হতে হবে।