বিটকয়েন হলো একটা ভার্চুয়াল কয়েন যার বাস্তবতায় কোন নির্দিষ্ট মূল্য নেই। এই কয়েনের দাম সব সময় ওঠা নামা করে, যার ফলে এখানে বিনিয়োগ করা খুবই রিস্ক।
অন্যদিকে গোল্ড হলো পার্থিব জীবনে ব্যবহৃত একটি বস্তু যার নির্দিষ্ট মূল্য আছে। গোল্ডের দামও উঠা নামা করে তবে সেটা বিটকয়েনের মতো এতো না। বেশির ভাগ সময়ই গোল্ড এর বাজার স্থিতিশীল থাকে।
তাই আমি গোল্ডে বিনিয়োগ করাটা অধিক নিরাপদ বলে মনে করি।