সাকিব আল হাসানের জনপ্রিয়তা যেমন ছিল ভবিষ্যতে ঠিক থাকতো কিন্তু তাকে আরও অতিরিক্ত জনপ্রিয় হতে যাওয়াটা কতটুকু ভালো হয়েছে সেটা বাংলাদেশের জনগণ সরকার পতনের পরই বুঝে গেছে। তাকে আর বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না করবেই বা কেন ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো সরকারের পক্ষে সব সময় সাফাই গাওয়া জনপ্রিয় খেলোয়ার যতই হোক না কেন বাংলার জন্য তিনি একজন হত্যাকারী হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে।
সাকিব কে যারা হত্যাকারী বলে, তাদের অপিনিয়ন বায়াসড! হয়তো তারা আওয়ামীলীগ বিরোধী রাজনীতি করে, অথবা তারা পিওর সাকিব হেটার। সাকিব আল হাসান কেনো? সারা বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে যারা সে সময়ে কোনো প্রকার মন্তব্য করেনি। আপনি নিজের কথা চিন্তা করেন যে, তার যায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? একটা সরকার যারা দমন পিড়ন করছে, তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলতে হলে আপনার বিচি থাকতে হবে। সরকারের বিরুদ্ধে কথা বলে অনেকেই খারাপ পরিনতির দিকে এগিয়ে গেছে।
সাকিব জুলাই মাসে একটা মন্তব্য করলে কি এসব হত্যা বন্ধ হয়ে যেতো? সে একজন এম পি হওয়ার কারনে, বা আওয়ামীলীগ এর রাজনীতি করার কারনেই তিনি হত্যাকারী হয়ে গেলেন? কুকুর পায়ে কামড় দিলে আপনি কি কুকুরের পায়ে কামড় দিবেন নাকি? কেউ জামাতের রাজনীতি করলেই তাকে জঙ্গি বলা হতো, এটা করতো আওয়ামীলীগের লোকজন। এখন যারা আওয়ামীলীগ করতো, তারা সবাই হত্যাকারী। এসব ট্যাগ আপনারাই লাগান। আবার আপনারাই তাদের মাথায় নিয়ে নাচবেন।
একজন প্রকৃত ক্রিকেট প্রেমিক সাকিব আল হাসান কে হত্যাকারী মনে করে না।