ভাই আপনার এই পোস্টটি পড়তে আমার কয়েকবার চিন্তা করতে হয়েছে যে আপনি কি বলেছেন। হুটহাট পোস্ট না করে একটু সময় নিয়ে পোস্ট করার চেষ্টা করুন আপনার পোষ্টের মধ্যে অনেকগুলো বানান ভুল শুধুমাত্র বানান ভুল হলে তাও মানা যেত কিছু একটু লাইনে আপনি কি বলেছেন তাই বুঝা যায় না। আপনি ফোরামের নিউবাই অ্যাকাউন্ট ইউজার নন তাই পোস্ট করার আগে অবশ্যই সময় নিয়ে ভালোভাবে পোস্ট করুন।
এক্সট্রিমলি সরি ভাই, ল্যাপটপের কিবোর্ড দিয়ে বিজয় বায়ান্ন ব্যবহার করে বাংলা টাইপ করতে গিয়ে কিছু মিসটেক হয়ে গিয়েছে। কিছু মনে করিয়েন না ভাই আমি পূর্বের পোস্ট ইডীট করে ঠিক করে দিয়েছি। পরবর্তী সময়ে অবশ্যই চেক করে তারপর পোস্ট সাবমিট করব। ধন্যবাদ ভাই, বিষয়গুলো ধরিয়ে দেওয়ার জন্য।
আর আমি এই টপিকটি খুলেছিলাম কাউকে ইনভেস্টমেন্ট করার জন্য উদ্বুদ্ধ করতে নয়। আমি আমার বিষয়ে মতামত চেয়েছিলাম আপনাদের থেকে। আমি আমার প্রথম পোস্টটি বলেছিলাম যে আমি যে টাকা সেখানে ইনভেস্টমেন্ট করেছিলাম সেই টাকা আমার তখনই উঠে গিয়েছে যার কারণে লস করার কোন ভয় আমার মধ্যে নেই আর এ কারণে আমি একাউন্টগুলো ধরে রেখেছি। তবে যদি কেউ বেশি দামে একাউন্ট কেনে তাদের ইনভেস্টমেন্টের টাকা উঠবে কিনা যাতে সন্দেহ আছে। কারণ কয়েকদিন যাবত সিদ্রার দাম প্রচুর পরিমাণে ডাউন হচ্ছে।
ভাই যাদের অনেক গুলো অ্যাকাউন্ট তারা অবশ্যই সঠিক সময়ে সেগুলো ক্লেম করে এবং তাদের মনে থাকে কারণ তাদের একদিন ক্লেম মিস গেলে ভালো পরিমাণে লস হয়। তাই তারা একটি সঠিক সময়ে সবগুলোকে ক্লেম করে। যেমন যদি আমার কথা বলতে চাই আমি প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নিতে একটু সময় ক্লেম করি আর আমি সেই সময়ের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। যেন ক্লেমের টাইম অতিক্রম না হয়
হ্যাঁ ভাই আজকেও দেখলাম অনেক কমে গিয়েছে দাম। আজকে দেখলাম ১০ টাকা করে কেনাবেচা হচ্ছে। তবে এটা বলতেই হয় আপনার ভাগ্য ভালো যে আপনি আগে আগে আপনার ইনভেস্টমেন্ট তুলে নিতে পারছেন।
একটা ভালো সিস্টেম বলে দিলেন ভাই আমিও এখন থেকে অ্যালার্ম দিয়ে রাখবো তাহলে ক্লেইম করতে আমার সুবিধা হবে। তবে ভাই আপনারা কিভাবে সেল করেন এগুলো অল্প সিদরা সেল করতে চাইলে দাম আরো কম বলে। একসাথে বেশি পরিমাণে হলে মোটামুটি একটা ভালো দাম-ই পাওয়া যায়। এটা কিভাবে সেল করেন ভাই আপনি কি একবারে মাসিকভাবে সেল করেন নাকি সাপ্তাহিকভাবে সেল করেন।
যাদের অনেক বেশি অ্যাকাউন্ট তারা টোকেন ট্রান্সফার করে করে একটায় নিয়ে তারপর অনেকগুলো বানিয়ে সেল করতে পারে কিন্তু আমার অল্প একাউন্ট সেজন্য একটু দেরিতে সেল দেই। ভাই এটার দাম কি সামনে বাড়তে পারে? নাকি আরো কমে যেতে পারে? টোকেন কি ধরে রাখা ঠিক হবে ভাই? আমি একটা টোকেন ধরে রাখতেছি এবং বাকিগুলো সেল দিয়ে দিচ্ছি।